এই যে পথের এই দেখা হয়ত পথেই শেষ হবে। তবুও হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। ক্ষণিকের এই জানাশোনা স্মরণে করে যে আনাগোনা তারই সুরে বাজে যেন বাঁশি মরমের শত অনুভবে। তবুও হৃদয় মোর ভাবে এ পথ কোথায় নিয়ে যাবে আঁধারে হারায় পাছে দিশা তাই তারার প্রদীপ জ্বলে নভেঃ। Dipesh