ইছামতী ১১/ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / Ichamoti 11/ Golpo Bolar Kathak Thakur/ Bengali Audio Story

  Рет қаралды 487

Golpo Bolar Kathok Thakur

Golpo Bolar Kathok Thakur

Күн бұрын

Пікірлер: 27
@vaswatimazumdar429
@vaswatimazumdar429 4 ай бұрын
আপনার গলায় গল্প পাঠ এক কথায় অসাধারণ ও অনবদ্য
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আশাকরি এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
@tarunde8048
@tarunde8048 4 ай бұрын
বয়স হয়েছে , গ্রামে বাড়ি , গ্রাম্য কথাতে গল্প শুনতে ভালো লাগল ।
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ তরুণ বাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@nilimadey9738
@nilimadey9738 4 ай бұрын
First like dilam sune First comment debo
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ দিদি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। 🙏🙏🙏🌹🌹
@kalyankumarpal2525
@kalyankumarpal2525 4 ай бұрын
সুন্দর লাগছে। সেই সঙ্গে তৎকালীন কিছু অজানা ইতিহাস ও জানা হয়ে যাচ্ছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ কল্যান বাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@karabichattopadhyay5481
@karabichattopadhyay5481 4 ай бұрын
শুনছি খুব ভালো লাগছে।
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন লাগলো জানাবেন। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@karabichattopadhyay5481
@karabichattopadhyay5481 4 ай бұрын
শুনতে ভীষণ ভালো লাগছে।
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@gmvn19
@gmvn19 4 ай бұрын
জানতাম না যে একাদশ পর্ব আজ ই আসবে ,তাই দশম পর্বের comment box এ আপনাকে একটি অনুরোধ জানিয়েছি । অতি সুন্দর হচ্ছে আপনার পাঠ । ছোটবেলায় মা গল্প পড়ে শোনাতেন , সেই স্মৃতি ফিরে আসছে , অসংখ্য ধন্যবাদ জানাই । নিশ্চয়ই ঠান্ডার আমেজ উপভোগ করছেন , আমরা কলকাতায় অসহ্য গরমে হয়রান হচ্ছি । খুব ভালো ভাবে ঘুরে আসুন । আপনার ভ্রমণ অভিজ্ঞতা শোনার অপেক্ষা করবো । নমস্কার । 🙏🙏🙏😊
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম টি জানিনা, তাই সম্বোধনে একটু অসুবিধা হয়। আমি গতকাল ফিরেছি। ১৪ দিনের স্পিতি সফর শেষে। কয়েকটি জায়গায় ঠান্ডা এবং অতিরিক্ত বরফের প্রকোপ নিশ্চয়ই পেয়েছি, ভয় ও পেয়েছি এতো জন মানুষের সুখ সুবিধা এবং নিরাপত্তায় যেন কোন বিঘ্ন না ঘটে সেই কথা ভেবে। তবে আপনাদের সকলের আশীর্বাদে সম্পূর্ণ ভ্রমণ খুব ভালো ভাবেই সম্পন্ন হয়েছে। শেষের দিকে যখন দুই ধারে বরফের বিস্তীর্ণ প্রাচীর পেরিয়ে চন্দ্র তাল হ্রদ থেকে কেলং-এর পথে চলেছিলাম সেই ভয়ঙ্কর সুন্দর মন আলুথালু করা অভিজ্ঞতার কথা ভাষায় প্রকাশ করা অতিশয় দুরুহ। অবাঙমানসগোচর। মানালি তে হাল্কা ঠান্ডা ছিল, তবে মানালি পেরিয়ে কুলু এবং মান্ডির দিকে যতই এগিয়েছি ততই ভীষন গরমে প্রাণ আইঢাই করেছে। পাহাড়ে এতো ভয়ানক গরম আমার দীর্ঘ ১৬ বছরের ভ্রমণ সংস্থা চালানোর অভিজ্ঞতায় ইতিপূর্বে কখনো হয়নি। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা দীর্ঘ কাল সতর্ক করে আসছেন, সেটা যে কতটা সত্যি তা' যেন কায়মনোবাক্যে টের পেলাম। আপনার অনুরোধ পেয়েছি। আমার অন্যান্য ভ্রমণ কাহিনী গুলি সমেত স্পিতি ভ্রমণের অভিজ্ঞতা ও যথাসময়ে অবশ্যই শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
@gmvn19
@gmvn19 4 ай бұрын
আপনি ভালো ভাবে ঘুরে এসেছেন জেনে খুব আনন্দ পেলাম । অনেক দিন বাইরে ছিলেন আর শুধুমাত্র তো ভ্রমণ নয় , অনেক দায়িত্ব পালন করতে হয়েছে । সুতরাং এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে । ইছামতী র বাকি পর্ব গুলি নিশ্চয়ই জমা হয়ে গেছে you tube এ । যেটুকু লিখেছেন ভ্রমণ প্রসঙ্গে সেই টুকু পড়ে ই ভীষণ ভালো লেগেছে । আমরা তো তাওয়াং থেকে বুমলা পাসে যাওয়ার পথে অত টা বরফ পাই নি । আমার এক বন্ধু March এর শেষ সপ্তাহে গিয়েছিল , সে ঐ পথে টানা বেশ কয়েক কিলোমিটার বরফ পেয়েছিল । দুই একটি frozen lake ও দেখেছিল । আমরা অত টা পাই নি , মন খারাপ হয়েছিল । যাই হোক যার ভাগ্যে যা জোটে । একবার ভবিষ্যতে আপনার সঙ্গে ভ্রমণের ইচ্ছা আছে । জানি না হবে কি না । ভ্রমণ তো আছেই সেই সঙ্গে আপনার সঙ্গ লাভ করা যাবে , সেটা ও হবে বিশেষ প্রাপ্তি । নানা বিষয়ে আলোচনার সুযোগ হবে । ইছামতী তো শেষ হতে চললো । এরপর একটি episode এ আপনার স্পিতি ভ্রমণের গল্প শুনতে চাই । আপনার শরীর সুস্থ আছে আশা করি । কলকাতায় ও তো বর্ষা এসে গেছে ,গরমের দাপট অনেক কম । ভালো থাকবেন । নমস্কার নেবেন । 😊😊😊
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। আমার অরুনাচল ভ্রমণের সময়ে দু'বার আমি তাওয়াং থেকে বুমলা পাসের পথে তুষার পাতের সম্মুখীন হয়েছি। প্রথমে খানিকটা শিলাবৃষ্টির মতো এবং তার পরে অঝোর ধারায় তুষার পাত। তবে আমার অভিজ্ঞতায় দেখেছি একেক জায়গায় একেক রকম তুষার পাত হতে। যেমন হিমাচল বা লাদাখে ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো বরফ অঝোরে ঝরে পড়ে, প্রথমে মনেহয় যেন বৃষ্টি পড়ছে। কিন্তু কিছু পরে গাছপালা রাস্তা সব তুষারে ঢেকে যায়, অথচ সিকিম অরুনাচল প্রভৃতি রাজ্যে বড়ো বড়ো বরফের টুকরো ঝরে পড়ে সব ঢেকে ফেলে। এবারে কুনজুম পাস এবং চন্দ্রতাল হ্রদ অঞ্চলে বরফের প্রকোপ একটু বেশিই ছিল। ইছামতীর শেষ চারটি পর্ব জমা করে যেতে পারিনি, তাই ফিরে এসেই আজ থেকে শুরু করবো বলে আর এক বিপত্তির সম্মুখীন হতে হলো। জানিনা কি এক অজ্ঞাত কারণে আমার কম্পিউটার টি বিগড়ে বসে আছে হঠাৎ। কাল সকালেই তাই তাকে নিয়ে মেকানিকের কাছে দৌড়তে হবে। চিন্তায় আছি। এদিকে ফিরে এসে পর্যন্ত আমার শরীর মোটেই ভালো নেই। জ্বর প্রভৃতি সঙ্গে নিয়েই ফিরেছি। তবু ও চেষ্টা করছি ইছামতীর সব কয়টি পর্ব যেন ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
@gmvn19
@gmvn19 4 ай бұрын
@@GolpoBolarKathokThakur আপনার শরীর খারাপ হয়েছে জেনে খারাপ লাগল । আসলে প্রায় 15 দিনের সফর ছিল এবং দুর্গম পথ ও ছিল । অন্য দের সুখ স্বাচ্ছন্দ্যে র দিকে খেয়াল রাখতে হয়েছিল , নিজের দিকে নজর ছিল না । এক কথায় ধকল গেছে প্রচুর তাই শরীর একটু খারাপ হয়েছে । আশা করি তেমন কিছু নয় । আপনি কটা দিন বিশ্রাম নিন । ইছামতী র পর্ব গুলি এখনও পর্যন্ত নিয়মিত এসেছে , বলতেই হবে যে খুব ই কম সময়ের ব্যবধানে এসেছে । শ্রোতা রা ও হয়তো আশা করেন নি যে এতো বড় একটি উপন্যাস আপনি এত কম সময়ে শোনাতে পারবেন । সুতরাং বাকি কয়েক টি পর্ব যদি আসতে একটু দেরী হয় তাতে তেমন কোনও সমস্যা হবে না । তাই আপনি এখন শরীরের প্রতি খেয়াল করুন , সুস্থ হয়ে তারপর আবার গল্প শোনাবেন । আপনার কথার প্রসঙ্গ ধরে বলি , অরুণাচল না হলে ও অন্য সময় দুবার আমার তুষার পাত দেখার অভিজ্ঞতা হয়েছিল । একবার সিকিমের ছাঙ্গু লেকে এবং আরেকবার কেদারনাথ দর্শন করতে গিয়ে । খুব ই মনোরম ছিল সেই অভিজ্ঞতা । আমরা November মাসের প্রথম সপ্তাহে দীপাবলী র আগে কেদারনাথ দর্শন করতে গিয়েছিলাম । বছর বারো আগের কথা বলছি । 2013 র disaster এর আগের বছর ছিল সেটা । গুপ্ত কাশী থেকে গৌরী কুন্ড হয়ে গিয়েছিলাম । রামওয়ারা চটি তে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বেলা একটা নাগাদ আবার চলতে শুরু করেছি , কিছু পথ যাবার পর শুরু হলো তুষার পাত । আমরা bag থেকে rain coat বার করে পরলাম ও দাঁড়িয়ে গেলাম । সে বছর ঐসময় যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম ছিল ।তাই বিকেলে পৌঁছনোর পর খুব ই ভালো দর্শন হয়েছিল । সঙ্গে করে নিয়ে যাওয়া বেলপাতা ও ফুল দিয়ে পুজো করেছিলাম প্রাণ ভরে । জীবন ধন্য মনে হয়েছিল । রাতে খুব ঠান্ডা ছিল । ভোরের দিকে আবার বরফ পড়েছিল আমরা বেলা বাড়লে , রোদ উঠলে ফেরার পথ ধরেছিলাম । আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি । ঈশ্বর আপনার মঙ্গল করুন । নমস্কার নেবেন । 🙂🙂🙂
@sarbanimukhopadhyay3522
@sarbanimukhopadhyay3522 4 ай бұрын
Apurbo 🥰 Chokh bondho kore Kane headphone lagiye shuni...etuku somoye ami chhotobela te phire Jai... Khub bhalo thakben. Namaskar.
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
আমি আপ্লুত, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা যদি আপনার ছোটবেলার সামান্য স্মৃতি ও ফিরিয়ে দিতে পেরে থাকি, তবে আমি ধন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@vaswatimazumdar429
@vaswatimazumdar429 4 ай бұрын
পরের পর্ব শুনবো
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
@tusharsinha8786
@tusharsinha8786 4 ай бұрын
একাদশ পর্ব শুনলাম।।
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ তুষার দা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
@vaswatimazumdar429
@vaswatimazumdar429 4 ай бұрын
কোথায় গেছেন ঠান্ডা উপভোগ এর কমেন্ট পেলাম
@GolpoBolarKathokThakur
@GolpoBolarKathokThakur 4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। উত্তর দিতে দেরি হয়ে গেল কারন কোলকাতায় ছিলাম না। গতকাল ফিরেছি হিমাচলের লাহুল স্পিতি সফর শেষ করে। আশাকরি আমার এই অপারগতা নিজগুণে মার্জনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 114 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
ভন্ডুল মামার বাড়ি - বিভূতিভূষন বন্দোপাধ্যায়
32:12
সাহিত্য পাঠ সঙ্গে স্নেহাশীষ
Рет қаралды 4,3 М.