ইমাম আবু হানিফা রহ. এর আকিদা বনাম তথাকথিত সালাফিদের আকিদা (১ম পর্ব) | মুফতি ইজহারুল ইসলাম

  Рет қаралды 12,503

Hasbi Academy

Hasbi Academy

3 жыл бұрын

Imam Abu Hanifa said. Its Belief vs. The Belief of the so-called Salafis (Part 1) Mufti Izharul Islam
ইমাম আবু হানিফা রহ. এর আকিদা বনাম তথাকথিত সালাফিদের আকিদা (১ম পর্ব) | মুফতি ইজহারুল ইসলাম
বর্তমানে প্রপাগান্ডা আর মিথ্যাচারের বাজার রমরমা। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রপাগান্ডা হল, বর্তমান হানাফীরা বা মাতুরিদি আলিমরা আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহ: কে অনুসরণ করে না। এদের দাবী, তথাকথিত সালাফীরা আবু হানিফা রহ: এর আকিদা অনুসরণ করে থাকে। ইনশা আল্লাহ এই ভিডিওতে ফিকহুল আকবার ও আবসাত থেকেই দেখানো হবে যে, মাতুরিদি ও হানাফীরা বাস্তবেই ইমাম আবু হানিফা রহ: কে অনুসরণ করে। আর তথাকথিত সালাফীদের দাবীগুলো মিথ্যাচার আর প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়। সেই সাথে, তাদের আকিদার সাথে ইমাম আবু হানিফা এর আকিদার বিরোধগুলোও এই সিরিজে তুলে ধরা হবে ইনশা আল্লাহ।
Ijharul Islam Profile: / hm.ijhar
Ijharul Islam Page: / ijharul-islam-10058287...
Hasbi Academy Page: / hasbiacademy
Hasbi Academy Website: hasbiacademy.com/en/

Пікірлер: 190
@BArif01
@BArif01 3 жыл бұрын
আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হলাম। আল্লাহ আপনার ইলমে আমলে বারাকাহ দান করুন।
@user-dn4ql6yu8g
@user-dn4ql6yu8g 2 жыл бұрын
আমি গত প্রায় দশ বছর যাবৎ সালাফী/আহলে হাদীস বক্তাদের বক্তব্য শুনি কিন্তু কাউকে বলতে শুনিনি যে তারা বলছে "আল্লাহ্‌ আরশে বসে আছেন"। তারা বলেন "আল্লাহ আরশে উঠেছেন, আরশের উপর বা আরশে সমুন্নত " কোনো অবস্থা ব্যাখ্যা করেন না। এই কথার মূল হলো কোরান। আর এটাও বুঝানো হয় সব সৃষ্টির উপরে আরশ আর তারও উপর আল্লাহ্‌। আল্লাহ্‌ সব সৃষ্টির উপর। তাঁর উপর কিছু নেই। আর "সমাসীন" শব্দটা ইসলামিক ফাউন্ডেশন এর অনুবাদেও আছে। সেটাতো হানাফীদের অনুবাদ। আহলে হাদীসের কেউ কেউ "সমাসীন" শব্দটি এক কালে নিলেও এখন বাদ দিয়েছেন সঠিক অনুবাদ নয় বলে। হানাফী অনুবাদ গুলো দেখুন।
@mohammadchowdhury8786
@mohammadchowdhury8786 3 ай бұрын
উঠেছেন এই কথার অর্থ কী?? যেহেতু এর কোন হাকীকত নেই! তাই এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত! এবিষয়ে আমরা চুপ থাকব!
@ahmadmaymun9991
@ahmadmaymun9991 Ай бұрын
তারা মুলত সাল ফি না ছহীহ কাহিনি বদলে জাল কথা বলে
@alihossian8421
@alihossian8421 Жыл бұрын
আল্লাহ তায়ালা সৃষ্টীর অমুখাপেক্ষী, তাই আল্লাহ আরশের উপরে আছেন। ওপরে কোথায় তা আমোরা জানিনা।
@hossainsazzad8444
@hossainsazzad8444 2 жыл бұрын
Clear Kono sonod nai sudhui gibot pelam .
@nobaam
@nobaam 3 жыл бұрын
মাশা-আল্লাহ! সাবলীল আলোচনা... আশাবাদী ধারাবাহিকভাবে দারস দিবেন। بارك الله فيكم و جزاكم الله أحسن الجزا!
@muhammadabdulbari1325
@muhammadabdulbari1325 Жыл бұрын
ইমাম আবূ হানীফা রহিমাহুল্লাহ তাঁর ‘ওসীয়াত’ গ্রন্থে লিখেছেন: نُقِرُّ بِأَنَّ اللهَ عَلَى الْعَرْشِ اسْتَوَى، مِنْ غَيْرِ أَنْ يَكُوْنَ لَهُ حَاجَةٌ إِلَيْهِ وَاسْتِقْرَارٌ عَلَيْهِ، وَهُوَ الْحَافِظُ لِلْعَرْشِ وَغَيْرِ الْعَرْشِ، فَلَوْ كَانَ مُحْتَاجاً إِلَيْهِ لَمَا قَدِرَ عَلَى إِيْجَادِ الْعَالَمِ وَتَدْبِيْرِهِ كَالْمَخْلُوْقِين، وَلَوْ صَارَ مُحْتَاجاً إِلَى الْجُلُوْسِ وَالْقَرَارِ فَقَبْلَ خَلْقِ الْعَرْشِ أَيْنَ كَانَ اللهُ تَعَالَى؟ فَهُوَ مُنَزَّهٌ عَنْ ذَلِكَ عُلُوًّا كَبِيْراً. ‘‘আমরা স্বীকার ও বিশ্বাস করি যে, মহান আল্লাহ আরশের উপর অধিষ্ঠান গ্রহণ করেন, আরশের প্রতি তাঁর কোনোরূপ প্রয়োজন ব্যতিরেকে এবং আরশের উপরে স্থিরতা-উপবেশন ব্যতিরেকে। তিনি আরশ ও অন্য সবকিছুর সংরক্ষক। তিনি যদি আরশের মুখাপেক্ষী হতেন তাহলে বিশ্ব সৃষ্টি করতে ও পরিচালনা করতে পারতেন না, বরং তিনি মাখলূকের মত পরমুখাপেক্ষী হতেন। আর যদি তাঁর আরশের উপরে উপবেশন করার প্রয়োজনীয়তা থাকে তবে আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? কাজেই আল্লাহ এ সকল বিষয় থেকে পবিত্র ও অনেক অনেক ঊর্ধ্বে।’’[4] ইমাম আযমের এ বক্তব্য উল্লেখ করে মোল্লা আলী কারী হানাফী বলেন: ‘‘এ বিষয়ে ইমাম মালিক (রাহ) খুবই ভাল কথা বলেছেন। তাঁকে আল্লাহর আরশের উপরে ইসিতিওয়া বা অধিষ্ঠান বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: اَلاِسْتِوَاءُ مَعْلُوْمٌ وَالْكَيْفُ مَجْهُوْلٌ وَالسُّؤَالُ عَنْهُ بِدْعَةٌ وَالإِيْمَانُ بِهِ وَاجِبٌ ‘‘ইসতিওয়া বা অধিষ্ঠান পরিজ্ঞাত, এর পদ্ধতি বা স্বরূপ অজ্ঞাত, এ বিষয়ে প্রশ্ন করা বিদ‘আত এবং এ বিষয় বিশ্বাস করা জরুরী।’’[5] [4] ইমাম আবূ হানীফা, আল-ওয়াসিয়্যাহ, পৃ. ৭৭। [5] মোল্লা আলী কারী, শারহুল ফিকহিল আকবার, পৃ. ৭০।
@mdrubelkhan7135
@mdrubelkhan7135 2 жыл бұрын
আল্লাহ আরশে বসে আছেন এটা আহলে হাদিস দের আকিদা এই মিথ্যা টা বলে নিজের উপর জুলুম না করলেও পারতেন । ইমাম আবু হানিফার মতে আল্লাহ আরশের উপরে আছেন, কিভাবে প্রশ্ন করা বিদআত আর অস্বিকার করা কুফরী এটাই আহলে হাদিস রা বিশ্বাস করে । আর আল্লাহ বিশেষ দিন গুলোতে প্রথম আসমানে নেমে আসেন এটা সহিহ হাদিস আপনাদের আলেম রাও বর্ণনা করে ।
@hamayuuu1668
@hamayuuu1668 2 жыл бұрын
আমার আহলে হাদিস এক ভাইও বলেছেন আল্লাহ আরশে আছেন
@michaelalan5520
@michaelalan5520 4 ай бұрын
​@@hamayuuu1668 আরশের উপরে আছেন। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়ে ছিল - আপনার ( হানীফার) মত কি? কেউ যদি বলে আমি জানি না, আল্লাহ আরশে না জমিনে আছে?. আবু হানীফা কঠোর উওর দেন - সে কাফীর, কারন, আল্লাহ নিজেই কোরানে বলেছেন - আল্লাহ আরশের উপর উঠেন - কোরান সুরা তা হা : আয়াত ৫।
@dilshadmmahdi
@dilshadmmahdi 3 жыл бұрын
আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি ইজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ থেকে যথাযথ ইস্তিফাদা হাসিল করার তাওফিক দিন। আমিন।
@mdmohidullamondal7369
@mdmohidullamondal7369 3 жыл бұрын
ইন্ডিয়া, পশ্চিম বাংলা থেকে দেখছি। আমি মূলত ফুরফুরা সিলসিলার অনুসারী।
@SamWashim
@SamWashim 3 жыл бұрын
Amio deganga theke
@asadzaman6462
@asadzaman6462 8 ай бұрын
আবু হানিফা রাঃ কথা কে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন আর প্রোপাকান্ড ছরাচ্ছেন। হাদিস বললেন না। রাসূল সাঃ এক দাসী কে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ কোথায়? উত্তরে দাসী বলেছিল আঙুল উপরের দিকে উঠিয়ে (ফিস সামায়ে) মানে আকাশে, তখন রাসূল সাঃ বলেছেন হে সাহাবী সে মুমেনা তাকে মুক্ত করে দাও। হুজুর এই হাদিস কি আবু হানিফা রাঃ জানত না? কোরআন ও সহীহ হাদিসে স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও জমিন আসে কেন? জাহেল মুফতী, মাযহাব বাচিয়ে রাখতে যত অপচেষ্টা।😂
@monimulhasan5857
@monimulhasan5857 Жыл бұрын
যতটুকু বুঝলাম ইমাম আবু হানিফা (রাহিঃ) এর কথা দেখে মনে হল এসব প্রশ্ন করতে নিরুৎসাহিত করেছেন। অথচ আপনি ত দেখলাম এই যুক্তি সেই যুক্তি দিয়ে বিষয়টাকে পেঁচিয়ে দিলেন।। কিন্তু এসব বিষয়ে কুরআন সুন্নাহ অনুসারে ইমাম আবু হানিফার আকিদার ব্যাখ্যা দিলেননা।। ইমাম আবু হানিফার আকিদাতে ত মনে হল যে আল্লাহ সৃষ্টিজগতের ও বাইরে এবং সৃষ্টি কোন কিছু ছিলনা তখনও ছিলেন।। এখন কুরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ আরশের উপরে বলা আছে। এখন কেমন কিভাবে সেটা আল্লাহর শান যেমন তেমন ভাবে আছে।। তাই এ বিষয়ে আর অতিরিক্ত কোন কথা না বলাই ভাল।। আর সৃষ্টি যখন ছিলনা তখন এ প্রশ্নের কোন মানে নাই। এখন এখানে কুরআনে সৃষ্টিজগতের বাইরে কি বলা হয়নি?? আরশের উপর কি সৃষ্টিজগতের বাইরে না!!!?? এটা কি সৃষ্টিজগতের ভিতরে!!!!? তার মানে ইমাম আবু হানিফা ( রাঃ) এ দ্বারা এসব প্রশ্নের ব্যাখ্যার প্রতি নিরুৎসাহিত করেছে।। এসব বিষয় যেহেতু মুতাশাবিহা বিষয়বস্তু সেহেতু কুরআন সুন্নাহ যতটুকু, যেভাবে বলেছে সেভাবে শোনা আর বিশ্বাস করা।। ইমাম আবু হানিফা (রাহিঃ) কথার সাথে কুরআন সুন্নাহ র কথা মিলে। কিন্তু আপনার এই লেকচার শুনতে গিয়ে ত দেখলাম যুক্তি দিয়ে আর ও প্যাঁচায় দিলেন। আপনার কথার একটা ও কুরআন সুন্নাহর দলীল দেখলামনা।।
@Mamun_waz
@Mamun_waz 3 жыл бұрын
আসসালামু আলাইকুম, প্রিয় ভাইজান আপনার ভিডিও কোয়ালিটি আরো ভালো করার আহ্বান জানাচ্ছি, কেননা আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সময় এই বিষয়টি নিয়ে ইউটিউবে খুব বেশ সার্চ করা হবে, আর সালাফীদের সাথে ডিভেটে আমাদের ভিডিও কোয়ালিটি গুলো আরো খুব ভালো করতে হবে, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনাকে এইটুকু আহবান করছি এবং প্রাণভরে শুভেচ্ছা জানাচ্ছি ধারাবাহিক ভাবে তাদের প্রত্যেকটি কথার খন্ডন করার আহ্বান জানাচ্ছি।
@michaelalan5520
@michaelalan5520 4 ай бұрын
কিছুই খনডন করতে পারবেন না সালাফীদের। ইমাম আবু হানীফার আকীদা কি ছিল? সালাফী আকীদা ( বাকী ৩ ইমামও সালাফী আকীদার ছিলেন). ইমাম আবু হানীফার, পরবর্তী ইমামদের সময়ে (৩০০ হিজরীর আগে), আশায়ারী- মাতুরিদী আকিদার কোন অস্তিত্ব ছিল না, এই বিদাতী আকিদার কেউ নামও জানতো না। আবু হানীফার কিতাব ফিকহুল বারী পড়লে বুঝা যায়, উনার আকীদা কি ছিল। বক্তা আসল টপিক রেখে এদিক ওদিক ঘুরিয়ে কি বলছেন? প্রতিটি বিষয়ে রেফারেন্স এড়িয়ে যাচছেন।
@abumihjanaththaqafi
@abumihjanaththaqafi 2 жыл бұрын
এদের মত তথাকথিত হানাফিদের অবস্থা বর্ণনা করতে প্রিয় শায়খ জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ একটি চমৎকার উদাহরণ দিতেন: হানাফিরা ফিকহি মাযহাবের দিক থেকে হানাফী ,আকিদার দিক থেকে আশআরী মাতুরিদী, আর তরিকার দিক থেকে চিশতিয়া কাদেরিয়া নকশেবন্দিয়া ইত্যাদি। তাদের এই অবস্থার কারমে প্রিয় শায়খ জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ একটি উত্তম উদাহরণ দিয়েছিলেন: হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা ট্রাকের মাথা🤣🤣😂😂😂সবকিছু কোনমতে মিলে টিলে একটা গাড়ি🤣🤣😂😂
@mdabutaher4440
@mdabutaher4440 Жыл бұрын
দেওবনদি রা ফিকাহে হানাফি, আকিদায় আশারী আর মাতুরীদি।আর তাসাউফে চিশতিয়া নকশবন্দিয়া, মুজাদ্দিদয়া,।এরা গোল আলু
@professorking9409
@professorking9409 3 жыл бұрын
শায়েখ, এব্যাপারে ধারাবাহিক লেকচার দিন। আল্লাহ আপনাকে কবূল করুন।
@riduanuljamiel9944
@riduanuljamiel9944 Жыл бұрын
ইনশাআল্লাহ প্রতিটি পর্ব দেখবো,, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা ❤
@muhammadabdulbari1325
@muhammadabdulbari1325 Жыл бұрын
অপবাদ দিলেন কোন সালাফি আলেম বলেন নাই যে আল্লাহ আরশে অবস্থান করেন বরং আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ আরশের উপরে (লেগে থাকা কেউ বুঝায় নাই) উঠেছেন হাদিসে কুদসিতে আছে আল্লাহ প্রতিরাতে প্রথম আসমানে আসেন এইসব কিছুর উপরে আমরা বিশ্বাস করি এর ধরন আমরা জানি না। আপনি আগে জেনে নিন শায়েখ ভুল মেসেজ দিবেন না
@mosarofhossain2350
@mosarofhossain2350 4 ай бұрын
মাশাআল্লাহ
@abuumar8794
@abuumar8794 3 жыл бұрын
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা
@faridahmad1456
@faridahmad1456 3 жыл бұрын
جزاكم الله أحسن الجزاء وبارك الله فيكم
@abdulmomin2248
@abdulmomin2248 2 жыл бұрын
আল্লাহ বলেন আল্লাহ আরশে কোরআন অস্বীকার করলেন। আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে নেমে আসে আপনি সহি হাদিস অস্বীকার করলেন।
@golamazam9179
@golamazam9179 4 ай бұрын
আল্লাহ এই মৌলবি কে হেদায়েত দান করুন
@qolomimedia4340
@qolomimedia4340 2 жыл бұрын
আপনার এ কাজ অনেক ভালোলাগছে, এই আলোচনা আমাদের খুব কম হয়।
@ahmedimran2734
@ahmedimran2734 3 жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান
@abdullahalusaimin811
@abdullahalusaimin811 2 жыл бұрын
শাইখ 💕💕💕
@AliAhmad-fc3pr
@AliAhmad-fc3pr 3 жыл бұрын
জাযাকাল্লাহু খাইর
@mdabdullah5602
@mdabdullah5602 2 жыл бұрын
এসব ভ্রান্ত আলেমদের কথা না শুনে ইমাম আবু হানিফা (র) এ-র গ্রন্থ পড়ে দেখ।ফিকহু আকবর।আল্লাহু সর্বত্র বিরাজমান নন।আল্লাহু আসমানে আরশে সমুন্নত।রেফারেনস-- সূরা:20/5;10/3;7/54;13/2;25/59;32/4;57/4. Bukhari-2967,Muslim-1082,Emam abu hanifaফিকহুল আকবর;page-135 আল্লাহর চেহারা আছে।হাত আছে। পা আছে।চোখ আছে।কেমন আমরা জানি না। কোরান এবং সুন্নাহ দ্বারা সাবস্ত্য। তাই আমরা মানতে বাধ্য।রেফারেন্স 2/115; 55/26; মুলক 67/1;তহা 20/39;ক্বলাম 68/42 ইত্যাদি।
@nusaifafarhana2662
@nusaifafarhana2662 Жыл бұрын
Dadmaish
@tauhidbinjamal
@tauhidbinjamal 3 жыл бұрын
জাযাকাল্লাহ!!! 💖
@RiddleGenius296
@RiddleGenius296 Жыл бұрын
ধন্যবাদ সাধারন মানুষের কাছে এত সুন্দর করে বুঝিয়ে লেকচার উপস্থাপন করার জন্য।
@taniloyblog8854
@taniloyblog8854 2 жыл бұрын
আল্লাহ প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এটা যদি আল্লাহ নিজেই বলে থাকেন, তাহলে অবিশ্বাস কেন করবো? তাহাজ্জুদ নিয়ে আলোচনা করলেই ত এটা স্পষ্ট হয়।
@rojobali2918
@rojobali2918 2 жыл бұрын
ماشاءالله... بارك الله فيك يا شيخ العزيز 🥰🥰🥰❤️❤️ جزاك الله خيرا
@mahfujhadi385
@mahfujhadi385 3 жыл бұрын
Jazakallah
@mytravellinfo
@mytravellinfo 3 жыл бұрын
আলহামদুলিল্লাহ [মুহতারাম - একটি কনডেন্সার মাইক জরুরি + নয়েস ক্যান্সেলিং এবং কিছু কিছু জায়গায় ভলিউম ফেটে গিয়েছে সেখানে এডজাস্ট করা জরুরি - যদি সাউন্ডে কেউ এসাইন্ড থাকে আর কি - আর না হলে ঠিক আছে।]
@quranicscience9631
@quranicscience9631 3 жыл бұрын
Mashallah
@abdulmohaiminulislam7037
@abdulmohaiminulislam7037 2 жыл бұрын
আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল হাবীব ফাউন্ডেশন ২২পৃষ্ঠা দেখুন, সেখানে দেওবন্দীরা নিজেদের ব্যাপারে কি বলেছেন দেখুন, আবু হানিফাকে ফিকহে ও আকিদায় আশাআরি ও মাতুরির নাম উল্লেখ্য করে আবু হানিফার আকিদা থেকে পার্থক্য করেছেন।
@nicolasmulton4290
@nicolasmulton4290 2 жыл бұрын
Thanks
@mdfahadrusdan2843
@mdfahadrusdan2843 Жыл бұрын
মাশাল্লাহ অনেক তথ্যবহুল আলোচনা। 😊
@cinatalkbd1789
@cinatalkbd1789 Жыл бұрын
আলহামদুলিল্লাহ্। অসাধারণ বক্তব্য।।
@md.boniyaminsohag3207
@md.boniyaminsohag3207 2 жыл бұрын
গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত) অধ্যায়ঃ ১৬/ শপথ ও মানত (كتاب الأيمان والنذور) হাদিস নম্বরঃ ৩২৮২ ১৯. কাফফারাহ হিসেবে মু‘মিন দাসী আযাদ করা ৩২৮২। মু‘আবিয়াহ ইবনুল হাকাম আস-সুলামী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল! আমার একটি বাঁদী আছে। আমি তাকে জোরে থাপ্পড় মেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এটা কষ্টদায়ক মনে হলো। আমি বললাম, তাকে আযাদ করে দেই? তিনি বললেনঃ তাকে আমার কাছে নিয়ে এসো। বর্ণনাকারী বলেন, আমি তাকে নিয়ে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ আল্লাহ কোথায়? সে বলল, আকাশে। এরপর বললেন, আমি কে? সে বললো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে বললেনঃ তাকে আযাদ করে দাও, কারণ সে মু‘মিনা।[1] Narrated Mu'awiyah b. al-Hakam al-Sulami: I said: Messenger of Allah, I have a slave girl whom I slapped. This grieved the Messenger of Allah (ﷺ). I said to him: Should I not emancipate her? He said: Bring her to me. He said: Then I brought her. He asked: Where is Allah ? She replied: In the heaven. He said: Who am I ? She replied: You are the Messenger of Allah. He said: Emancipate her, she is a believer. بَابٌ فِي الرَّقَبَةِ الْمُؤْمِنَةِ حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، جَارِيَةٌ لِي صَكَكْتُهَا صَكَّةً، فَعَظَّمَ ذَلِكَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: أَفَلَا أُعْتِقُهَا؟ قَالَ: ائْتِنِي بِهَا، قَالَ: فَجِئْتُ بِهَا، قَالَ: أَيْنَ اللَّهُ؟ قَالَتْ: فِي السَّمَاءِ، قَالَ: مَنْ أَنَا؟ قَالَتْ: أَنْتَ رَسُولُ اللَّهِ، قَالَ: أَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ صحيح [1]. সহীহ। Link:www.hadithbd.com/hadith/link/?id=60650 Please provide a explanation about this Hadid.
@gsmisrafil9424
@gsmisrafil9424 3 жыл бұрын
আমিন।
@SHARIFAHMED-ew4vx
@SHARIFAHMED-ew4vx 3 жыл бұрын
জাযা কাল্লাহ। ক্লিয়ার হলাম।
@nazemussakib804sakib4
@nazemussakib804sakib4 Жыл бұрын
আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন
@sagarsarkar4931
@sagarsarkar4931 5 ай бұрын
হুজুর ফিকহুল আকবর ভালো করে পড়েন।
@helloahsananhid
@helloahsananhid 3 жыл бұрын
মাশা আল্লাহ
@mnmubassirhasan6172
@mnmubassirhasan6172 Жыл бұрын
আলহামদুলিল্লাহ, খুব উপকৃত হলাম।
@MdAli-fc1oo
@MdAli-fc1oo 11 ай бұрын
Alhamdulillah. Vumika ta aktu beshi hoe geche abong mul explanation ta aro short korte parto
@abdulhalimmondal328
@abdulhalimmondal328 2 жыл бұрын
শুকরিয়া
@ikik1464
@ikik1464 Жыл бұрын
মাশাআল্লাহ ভাইকে হাজারো ধন্যবাদ
@user-uh9fh6pj5i
@user-uh9fh6pj5i Жыл бұрын
শায়েখ আপনার এলেম দ্বারা অনেক উপকৃত হয়েছি। আমরা আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা বলে থাকি এটা বলার কতটুকু শরীয়ত সম্মত? অনুরোধ রইল এটা নিয়ে একটি ভিডিও বানানোর
@asadzaman6462
@asadzaman6462 8 ай бұрын
আবু হানিফা রাঃ কথা কে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন আর প্রোপাকান্ড ছরাচ্ছেন। হাদিস বললেন না। রাসূল সাঃ এক দাসী কে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ কোথায়? উত্তরে দাসী বলেছিল আঙুল উপরের দিকে উঠিয়ে (ফিস সামায়ে) মানে আকাশে, তখন রাসূল সাঃ বলেছেন হে সাহাবী সে মুমেনা তাকে মুক্ত করে দাও। হুজুর এই হাদিস কি আবু হানিফা রাঃ জানত না? কোরআন ও সহীহ হাদিসে স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও জমিন আসে কেন? জাহেল মুফতী, মাযহাব বাচিয়ে রাখতে যত অপচেষ্টা।
@michaelalan5520
@michaelalan5520 4 ай бұрын
কুদরতি পা, কুদরতি হাত বলা যাবে না। এগুলো আল্লাহ র সিফাত, যে ভাবে কোরানে এসেছে, হুবুহু সেই ভাবে মানতে হবে। এখানে - কুদরতি হাত/পা বা হাত মানে হাত নয় - বদান্য তা, ক্ষ.মতা - এগুলোও বলা যাবে না। যে ভাবে কোরানে আছে - বিশ্বাস করতে হবে। এটাই সাহাবীগন, তাবেইন, তাবে-তাবেঈন, ৪ খলীফা, ৪ ইমামের বিশ্বাস, আকীদা ছিল।
@mdmohin5574
@mdmohin5574 2 жыл бұрын
মা শা আল্লাহ
@AbdulKuddus-nk1sh
@AbdulKuddus-nk1sh 2 жыл бұрын
কোরআন ও হাদিস সহকারে আলোচনা করার প্রয়োজন, শুধু ব্যাখ্যা র মাধ্যমে কি আক্বিদা গ্রহন করা যায়?
@mdshafikuralam9201
@mdshafikuralam9201 2 жыл бұрын
এরা আকিদার বিষয় গুলো ব্যখ্যা করে আশয়ারি মাতুরিদি ফর্মুলায়
@ahmadyoutudechannal2187
@ahmadyoutudechannal2187 2 жыл бұрын
হুজুর এ বিষয় টা ভাল করে কিলিয়ার করুন। অলপ কথায় বলার চেষটা করুন। আললাহ তাওফীক দিন।
@engr.ziaurrahman3027
@engr.ziaurrahman3027 2 жыл бұрын
তাহলে আল্লাহ্ কোথায়? আমরা কি আকিদা পোষন করবো?
@sumyafarajie8295
@sumyafarajie8295 2 жыл бұрын
আল্লাহ তাআলা স্থান কাল থেকে পবিত্র, আল্লাহ তাআলা আরশ সৃষ্টির আগে যেমন ছিলেন এখনও তেমন আছেন
@qolomimedia4340
@qolomimedia4340 2 жыл бұрын
সাউন্ড আরো ভাল হলে ভাল হতো
@3mr718
@3mr718 2 жыл бұрын
❤❤
@Jubayervai121
@Jubayervai121 5 ай бұрын
শেষ পর্যন্ত ইজহারুল ইসলামের থেকে আকিদা শিখব?😂
@mdabutaher4440
@mdabutaher4440 Жыл бұрын
আপনাকে দেখতে সুন্দর হলেও যেহেতু আপনি কওমি মাদরাসায় পড়েছেন তাই হিংসুক টাইপের হয়েছেন।আপনারা আশারি মাতুরিদী এটা আপনাদের আকাবির হেমায়েতপুর সাহেবের লেখা আকিদার কিতাব টা পড়লেই হবে।
@forhadhossain63
@forhadhossain63 2 жыл бұрын
যাজাকাল্লাহ শায়খ
@mdmohidullamondal7369
@mdmohidullamondal7369 3 жыл бұрын
মাশাআল্লাহ হুজুর চমৎকার আলোচনা করেছেন।
@sumyafarajie8295
@sumyafarajie8295 2 жыл бұрын
মারহাবা
@jamilhasan6700
@jamilhasan6700 Жыл бұрын
মাশআল্লাহ, অসাধারণ আলোচনা
@asadzaman6462
@asadzaman6462 8 ай бұрын
আবু হানিফা রাঃ কথা কে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন আর প্রোপাকান্ড ছরাচ্ছেন। হাদিস বললেন না। রাসূল সাঃ এক দাসী কে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ কোথায়? উত্তরে দাসী বলেছিল আঙুল উপরের দিকে উঠিয়ে (ফিস সামায়ে) মানে আকাশে, তখন রাসূল সাঃ বলেছেন হে সাহাবী সে মুমেনা তাকে মুক্ত করে দাও। হুজুর এই হাদিস কি আবু হানিফা রাঃ জানত না? কোরআন ও সহীহ হাদিসে স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও জমিন আসে কেন? জাহেল মুফতী, মাযহাব বাচিয়ে রাখতে যত অপচেষ্টা।😂
@mdelias6190
@mdelias6190 3 жыл бұрын
হুজুর আপনার দরসে কি ভাবে যুক্ত হতে পারি
@rahathossain1162
@rahathossain1162 3 жыл бұрын
জাযাকাল্লাহ
@sumonshaikh7981
@sumonshaikh7981 3 жыл бұрын
🌹
@block4671
@block4671 2 жыл бұрын
এত সুন্দর ভিডিও, ভিউ এতো কম কেন😴
@abdulmohaiminulislam7037
@abdulmohaiminulislam7037 2 жыл бұрын
পরবর্তীতে ভূমিকা দয়া করে কম করবেন
@osmangani2986
@osmangani2986 2 жыл бұрын
হযরত মুফতি সাহেব এর প্রতি অনুরোধ করব যে আপনি একটু কষ্ট করে হাটহাজারী মাদ্রাসার মুফতি সাঈদ আহমদ মুঃ সাহেব এর সাথে যোগাযোগ করে ঐ বিষয়ে কাজ করবেন তখন হয়ত আপনার ঐ কাজে আরো গতিশীল হবে ইনশাআললাহ কারণ ওনিও ঐ বিষয়ে দাওতী কাজ করে যাচ্ছেন,আল্লাহু পাক আপনাদের কবুল করুন,আমীন ।
@signsofallah1440
@signsofallah1440 3 жыл бұрын
ভাই, আওয়াজ অনেকটাই অস্পষ্ট
@masudbinjahangir9054
@masudbinjahangir9054 Жыл бұрын
তারা কি বলছে তা না বলে আপনি কথা লম্বা করেন।
@healthnutric
@healthnutric 4 ай бұрын
ভিডিওটার প্রথম ৫ মিনিটে এক কথা কয়েকবার বললেন, কি কি মিথ্যাচার সেগুলো একটু বলা শুরু করলে ভাল হয়। 10:15 এখনও মূল আলোচনা শুরু করলেন না ভাই৷
@br.armanrajmondal1761
@br.armanrajmondal1761 25 күн бұрын
16:00
@user-zm6om9rj2i
@user-zm6om9rj2i 2 жыл бұрын
For me you are trying to confuse me 😕
@fakhrulislam7858
@fakhrulislam7858 2 жыл бұрын
প্লেলিস্টের মধ্যে 2 নং ক্লাস 1 নং হয়ে গেছে এবং 1 নং ক্লাস 2 নং হয়ে গেছে।
@shshahed4246
@shshahed4246 Жыл бұрын
নারায়ে তাকবির,, আল্লাহু আকবার
@user-yp1rg2jr5z
@user-yp1rg2jr5z Жыл бұрын
আপনার লিখিত কোনো বই আছে?
@abdussalamsiddique680
@abdussalamsiddique680 21 күн бұрын
হানাফি, সালাফি এসব শব্দ পরিহার করলেই বোধ হয় উত্তম। মুসলিম হওয়াই যথেষ্ট। যার যে ফিকাহ পছন্দ তা অনুসরণ করুক।আমরা ইমাম হানিফা রহ এর ফিকাহ: পছন্দ করেই অনুসরণ করি
@ulfatsk1784
@ulfatsk1784 2 жыл бұрын
দেখাব দেখাব কি দেখালেন?
@_MdAsifIqbal
@_MdAsifIqbal 3 жыл бұрын
আল্লাহ তাহলে কোথায়?
@tanvitah7573
@tanvitah7573 Жыл бұрын
আপনার কথা সঠিক নয়। লেবাসের মূল্য দেয়া উচিত।
@shahadatvai9145
@shahadatvai9145 Жыл бұрын
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আল ফিকহুল আকবার পড়ুন
@Khalid_Bin_Walid
@Khalid_Bin_Walid 4 ай бұрын
হেদায়েত না পাওয়ার কারণগুলোর একটি হচ্ছে অহংকার
@islamislove2
@islamislove2 3 ай бұрын
আল ফিকহুল আকবার, কার?
@sksadimon5103
@sksadimon5103 Ай бұрын
​@@islamislove2 ইমাম আবু হানিফার বই
@selinashila2078
@selinashila2078 2 жыл бұрын
Apni ekjon jahel
@hdmdch416
@hdmdch416 2 жыл бұрын
Ar koto vul jukti diye manuske dhoka deben apnader din sesh
@osmangani2986
@osmangani2986 2 жыл бұрын
মুফতি ইজহার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ।
@muftikawsarahmad7219
@muftikawsarahmad7219 2 жыл бұрын
আপনি ত বলেছেন যে, আল্লাহ তায়ালা সর্ব জায়গায় আছে, আরে ভাই আমরা ত জানি জায়গাও আল্লাহর মাখলুক,,,,আপনিও ত জায়গার সাথে সম্পৃক্ত করলেম
@mdshafikuralam9201
@mdshafikuralam9201 2 жыл бұрын
এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে অর্থাৎ আল্লাহ টয়লেটেও থাকে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতো তাহলে রাসূল সঃ কেন মিরাজে আসমানে উর্ধগমন করলেন।এরা সারাদিন মাযহাব নিয়ে পড়ে থাকে, কিন্তু আকিদায় আশয়ারি, মতুরিদি। ইমাম আবু হানিফার আকিদা মানেনা। ইমাম আবু হানিফা রহঃ এর আকিদা সালাফি আকিদা এজন্য নেয় না। এরা ইমাম আবু হানিফা রহঃ এর আল ফিকহুল আকবর পড়তে নিষেধ করে। আসলে এরা যে কিসের হানাফি বুঝে আসে না
@mizbahul_islam
@mizbahul_islam 2 ай бұрын
শুরুতে এত পেচাচ্ছেন কেন ভাই?
@zonakiralo2721
@zonakiralo2721 Жыл бұрын
আরেহ ভাই আল্লাহ আকাশে সেটা তো রসুলের আক্বিদা।
@user-ce8mc3rt3w
@user-ce8mc3rt3w 7 ай бұрын
মিথ্যা বাদীর উপর আল্লাহর লায়ানত🔥🔥
@MdOsman-ik7mi
@MdOsman-ik7mi 3 жыл бұрын
উস্তাদ,ক্লাস শুরুর আওয়াজ টা বিরক্তকর।
@shahriarhasan413
@shahriarhasan413 3 жыл бұрын
দয়া করে জানাবেন ভাই, আপনি কি ইন্ট্রোর সাউন্ডের কথা বলছেন?
@ArifulIslam-nj3io
@ArifulIslam-nj3io Жыл бұрын
Vondo Hanafi
@user-qg6lp2so4v
@user-qg6lp2so4v 9 ай бұрын
সবজাগায় বিরাজ মান মানে কি
@mdtuhinmia9124
@mdtuhinmia9124 2 жыл бұрын
আপনি মিথ্যা কথা বলেন ইমামে আজম এই কথাটা সালাফি ইমামগণ কোনদিন বলতে পারে না আগে হুজুর আপনাকে বলব ইসমে আজম কি এটার আগে উত্তর দিন আপনি তারপরে বলবেন যে ইসমে আজম ইসমে আজম কাকে বলা হয়
@tasinjayef9892
@tasinjayef9892 Ай бұрын
আপনারা আকিদার দিক থেকে,আসয়ারী&মাতুরিদিই.....হুদাই ভাব নিতে আসছেন......!!!
@AbdurRahim-rs6tn
@AbdurRahim-rs6tn 2 жыл бұрын
হুজুর ‌, তাহলে কি আল্লাহ সুবহানাহু তাআলা সর্বত্র বিরাজমান এটা সঠিক বিশ্বাস।
@golamkibria5430
@golamkibria5430 2 жыл бұрын
Ahle hadis ra jeibhabe opobad diye bole sheibhabe na.....tara ei bishoye copy paste kore.....ekjon bolse r bakira na jacai kore bole dei. Mul aqeedah holo....Allah taala srishtir age jekhane chilo shekhanei ache, srishtir shathe ek hoe noi.......borong kuno kichui tar moto na,Allah taala stan theke mukto......
@AbdurRahim-rs6tn
@AbdurRahim-rs6tn 2 жыл бұрын
@@golamkibria5430 সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলো?
@lighthouselifehacks9195
@lighthouselifehacks9195 9 ай бұрын
সেটা আল্লাহ জানেন। যেটুকু আল্লাহ বলেছেন সেটুকু মানা ফরয, বাকিটা নিয়ে প্রশ্ন করা অন্যায় বিদাআত- বলেছেন ইমাম মালেক(রঃ)। এরপরও প্রশ্ন করলে ঈমানের ডালিতে হাত দিয়ে ভাববেন!
@alikhan-hn1sg
@alikhan-hn1sg 13 күн бұрын
তথাকথিত সালাফী বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন? তারমানে উনারা মিথ্যা দাবিদার?
@user-dp4mq9tv8s
@user-dp4mq9tv8s 4 ай бұрын
আল্লাহ ছিলেন কি না বা থাকবেন কি না? তা স্পষ্ট করে কোরআন বলেছেন "هو الاول والاخر" আর আপনি বলেছে ইমাম আবু বলেছেন আল্লাহ তায়ালা স্থান এবং দিক থেকে মুক্ত এই কথাটা জানার জন্য এত গল্প সাজানো র কোন দরকার আছে কি না? কারণ উত্তর দিচ্ছে " الرحمن علي الارش الاستواء " এখানে রহমান আরশে এর দ্বারা/ মানে কি আরশে আমরা বলব আরশে , আরশ স্থান না কি সে টা না বুঝে ব্যখ্যা করেন, । কত বোকা আপনি য বইটি আপনি " আপনার যে লাইনটা বললেন -তা হল আল্লাহর আরশে বসা নিয়ে" এইটা হল বিষয় পরে কি বলেছে তা কিন্তুউল্লেখ করেন নাই, আগের এক আলোচনায় বলেছি আপনি মুদাল্লিছ, তার প্রমান দরকার নাই। শুনুন আপনিত কোরআন এর আয়াতকে অস্বিকার করতেছেন। সমস্যা হল ফালাসাফা দিয়া আলোচনা না করে শুধু কোরআন এর স্পষ্ট আয়াত আছে আপনার কোন আলোচনার দরকার নাই। আপনি ক্বওল নিয়া কথা বলতেছেন যা চরম চাতুরতা, এবং বাটপারী, কোরআন এর দলিল আছে স্পষ্টভাবে আছে। মানতেকী টেকনিকের কোন প্রয়োজন নাই, এক কথায় আমরা বলব কোরআন যা বলেছে তাই আমরা মেনে আল্লাহর যেইরকম থাকার উপযুক্ত তাই আছে। আপনার কথায় কিন্তু আয়াতুল কুরছি, "আররহমানু আলাল আরশিসতাওয়া" আল্লাহ কেন বর্ণনা করলেন। আরো আয়াতগুলোকে আপনারা অস্বীকার করতেছেন, لأ حول ولا قوة الا بالله العلي العظيم. আপনি এক কথায় প্রতারক।
@salauddin5647
@salauddin5647 3 жыл бұрын
আগে ইলেম অজ্ন করুন তার পর কথা বলুন।
@beparyalam1410
@beparyalam1410 2 жыл бұрын
পড়া শুনা তেমন নাই.....এই লোকের।এদের কাছে শুধু এরাই একমাত্র হক। জ্ঞানপাপী।।
@hosseinsohel9081
@hosseinsohel9081 3 жыл бұрын
এই ধরনের যুক্তি ও গ্রহণযোগ্য কারণ এই যুক্তির মধ্যে না আসে কোন কোরআনের আয়াত/না আছে হাদিসের কোন রেফারেন্স//এ সমস্ত ভুল যুক্তি না দিয়ে স্পষ্ট কোরআন হাদিস দিয়ে প্রমাণ করুন আল্লাহ কোথায়///
@beparyalam1410
@beparyalam1410 2 жыл бұрын
কথার মাঝে কোরআন- হাদিস কিছুই ভাল ভাবে স্পষ্ট না।
@amtt5143
@amtt5143 7 ай бұрын
আপনারা তথাকথিত আহলে সুন্নাহ,আশআরী,মাতুরিদী। আবু হানিফার পুজা করিও না।
@lighthouselifehacks9195
@lighthouselifehacks9195 Ай бұрын
দশ মিনিট ধরে মিথ্যা, বানোয়াটই আলোচনা করলেন আসল কথায় আসলে শ্রোতারা খুশি হতেন।
@muftikawsarahmad7219
@muftikawsarahmad7219 2 жыл бұрын
আমি কিতাব থেকে দেখাব,,,,আমি কিতাব থেকে দেখাব,,,,এটাত বলেই গেলেন, কোথায় দেখালেন না ত😆😆😆😆 বলবেন আপনার আরো ভিডিও দেখতে,, আপনার এই আউলফাউল বক্তব্য শুনার সময় আছে????
@beparyalam1410
@beparyalam1410 2 жыл бұрын
you are right bro!!!
@taqueetahmed4288
@taqueetahmed4288 2 жыл бұрын
সলাফিদের মিথ্যা অপবাদ দিলেন। আল্লাহ আরশের উপর বসে আছে, এটা কোন সলাফি বলেছে আপনাকে।
@sadatnafis2032
@sadatnafis2032 2 жыл бұрын
Eita Ibn Taymiyya, Ibn Qayyim er Aqidah Muhaddith der Ijma
@taqueetahmed4288
@taqueetahmed4288 2 жыл бұрын
@@sadatnafis2032 আপনার কথায় ভুল আছে। আপনার এ বিষয়ে আক্বিদা কি?
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 79 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
প্রশ্ন : তাকদীর নিয়ে বিভ্রান্তির জবাব?
6:42
আশয়ারী ও মাতুরিদী আকীদা
1:02:07
Professor Dr. Abubakar Muhammad Zakaria
Рет қаралды 10 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 39 МЛН