আপনার কথায় মনে হয় ভুরি ভুরি আছে। গগণ হরকরার এই গানের সুরের সাথে আমাদের জাতীয় সঙ্গীতের একটি আদি ঐতিহাসিক মেলবন্ধন নিহিত আছে। গগণ হরকরাকে মুল্যায়ন উচিত ছিল এই আরকি। তবে শিল্পী সাহিত্যিক কবিদের এমনই হয়। গগণ বাবুকে ঠকালেও তিনি আছেন ইতিহাসের স্বর্ণপাতায়।
@hossainahmed90144 ай бұрын
রবিঠাকুর গগন বাবুর গানের শুর চুরি করে জাতীয় সংগীত বানাইছে
@MonoaraBegum-n3v3 ай бұрын
Tagore is the guilty...
@mdmokhles53284 ай бұрын
এই গানের সুর থেকে চুরে করে সুর নিয়ে, আমার সোনার বাংলা গান টিতে দিয়েছে।রবি ঠাকুর
@asapurboroy55392 жыл бұрын
ইচ্ছে করে যাক না থেমে এমন শুরের এই সময়।মনের খাতায় রাখবো লিখে কি পেলো আজকে হৃদয়।। ভালোবাসা অভিরাম গগন হরকরা💖💖💖
@MahfuzulHaqAzam-u7w7 күн бұрын
অনুমোদন নিয়েই জাতীয় সঙ্গীতের সুর করেছেন, চুরি করে নয় । সত্যি টা জানতে হবে ।
@MdIdrishMdIdrish-o7n3 ай бұрын
গানটি যতই শুনি ততই ভালো লাগে।
@DentistsolaymanDentistso-qx1ml8 ай бұрын
এই গানের সুর থেকে সুর চুরি করে আমাদের জাতীয় সংগীত করা হয়েছে আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত
@ritajaray35044 ай бұрын
মোছলা চুরি মানে জানিস
@nisusmay4 жыл бұрын
অসাধারণ গাইলেন গায়ক....অপূর্ব 😍😍😍
@TriptiShomeMallick3 жыл бұрын
বুলবুল ভাই আপনার গান টি শুনলাম। অসাধারণ । আমি নীলৎপল সাধ্যের বৌদি।
@umarfarukh6730 Жыл бұрын
Nice one
@MdIdrishMdIdrish-o7n Жыл бұрын
বার বার গানটি শুনেও, শুনার তৃষ্ণা মিটেনা
@skjnnxd4 ай бұрын
এই গানের সুর রবি ঠাকুর চুরি করেছে আমাদের লজ্জা করা উচিত 😢😢😢
@aditiroy46932 жыл бұрын
গগন হরকরার আরও গানের একবুক আশা রইল।
@RuksanaAkter-o5v29 күн бұрын
এই গানের সুরে কবিগুরু সোনার বাংলা গান লিখেছেন। এই গানের মুল শিল্পি গগন হরকরা।
@MdRezaulKarim-ib2uu4 ай бұрын
গগন হরকরার এই গানটির সুর নকল করে, আমাদের জাতীয় সংগীতের সুর করা হয়েছে।
@MonoaraBegum-n3v5 ай бұрын
Rabindranath stolen it's melody to our national anthem....
@faimamuse11114 ай бұрын
Rabi Thakur gave him credit.
@askyourself48204 ай бұрын
রঠা একটা চূড় এর চেয়ে গগন দাদার গানটা কে জাতীয় সংগীত ঘোষণা করা উচিত
@rmalfu15432 жыл бұрын
I remember Gogon horkora history man of Bangla song and composer with great respect.
@MdmilonKhan2.0Ай бұрын
আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী পেলে মন হতো খুশি, দিবা-নিশি দেখিতাম নয়ন ভরে আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে মরি হায়, হায় রে আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে বিচ্ছেদে প্রাণ কেমন করে দেখ না তোরা হৃদয়ে এসে, দেখ না তোরা হৃদয়ে এসে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে দিবো তার তুলনা কি, যার প্রেমে জগত সুখী হেরিলে জুড়ায় আঁখি, সামান্যে কি দেখিতে পারে তারে তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে মরি হায়, হায় রে তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে ও সে না জানি কি কুহক জানে না জানি কুহক জানে অলক্ষ্যে মন চুরি করে, কটাক্ষে মন চুরি করে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে কুল-মান সব গেল রে, তবু না পেলাম তারে প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মোরে দেয় না দেখা সে রে ও তার বসত কোথা না জেনে তায় গগন ভেবে মরে ও সে মানুষের উদ্দিশ যদি জানিস মানুষের উদ্দিশ যদি জানিস কৃপা করে বলে দে রে, সুহৃদ হয়ে বলে দে রে আমার ব্যথার ব্যাথি হয়ে বলে দে রে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে