রিপ্লাই পড়ে দেখ খানকির পোলা তোদের কমেন্ট এখন আযানও প্রশ্ন বিদ্ধ। কতদিন ছিল সাকিব খান শাহরুখ খানের সাথে নবীর তুলনা আর এখন আযান এর সাথে গানের তুলনা। লেখাপড়া আরো শিখতে হবে আযানের সাথে গানের তুলনা চলে ? ধর্ম নিয়ে ভন্ডামি বাড়াবাড়ি করলে এধরনের কমেন্ট ফেরত পাবি।
@mdevan16022 жыл бұрын
‘কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ সঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয়, তাহলে সব আমল নষ্ট।’ --- ( তাবরানি : ২৪০) রাসূল সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘আমাদের ও কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফের হয়ে গেল।’ -তিরমিজি : ২৬২১. " আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু। " --- ( আল-হিজর ১৫:৪৯ ) আর তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ। ----- ( আল-আহযাব ৩৩:৪৭). “নিশ্চয় তোমার রব ক্ষমার ব্যাপারে উদার।” -- [সূরা আন-নাজম, আয়াত: ৩২] ‘যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন।আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ --- (সুরা : ফুরকান, আয়াত : ৭০) ‘যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। ’ (আবু দাউদ, হাদিস: ১৫১৮) ‘হে মুমিনগন, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো।’ --(সূরা নিসা : ৫৯) “যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করল।..” -- (সূরা নিসা-৮০)। "...যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে...” -- (সূরা ফাতাহ-১৭)। “...রাসূল তোমাদেরকে যা দেয়, তা গ্রহণ কর। আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় করে চল।... ” -- (সূরা হাশর-৭) " আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য কর যাতে তোমরা দয়া লাভ করতে পার। " -- (আল-ইমরান ৩:১৩২) আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও তা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। (বুখারি :৩৪৬১) ‘নিশ্চয়ই মানুষকে ভাল কথা শিক্ষাদানকারীর প্রতি আল্লাহ তা‘আলা দয়া করে থাকেন এবং ফেরেশতাগণ, আসমান ও যমীনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মৎসও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে’। --- [জামে তিরমিযী হাদীছ২৬০৯ ]
@HistoryByNazninKhan2 жыл бұрын
❤️❤️❤️❤️
@mdevan16022 жыл бұрын
@@HistoryByNazninKhan রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম )এর দৃষ্টিতে উত্তম মানুষ যারা : দয়াল নবীজি রাসূলে পাক (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ) এর দৃষ্টিতে আদর্শবান উত্তম মানুষঃ ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৩৫৫৯) ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ৬০৩৫) ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২) ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭) ‘সর্বোত্তম মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯) ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। (সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৯১) ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।' (তিরমিজি শরীফ, হাদিস নম্বর : ১৯৪৪) ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ’ (বুখারি, হাদিস নম্বর : ৫০২৭) ‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারি শরীফ, হাদিস নম্বর : ২৩০৫) ‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।’ (জামিউল হাদিস, হাদিস নম্বর : ১২১০১)
@mdevan16022 жыл бұрын
@@HistoryByNazninKhan ‘যারা ঈমান আনে আর তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। জেনে রাখ! আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ --- (সুরা রাদ : আয়াত ২৮)
@mdevan16022 жыл бұрын
@@HistoryByNazninKhan "তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত।" --- [ আন নিসা ৪:৮২] “তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?" --- [মুহাম্মাদ ৪৭: ২৪] "এ কুরআনকে যদি আমি পাহাড়ের ওপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে, আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি; হয়ত তারা চিন্তাভাবনা করবে।" --- [আল-হাশর ৫৯:২১] " আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি? " --- (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)
@raselahmed57602 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আপনাকে নেক হায়াত দান করে অনেকদিন পরে অপেক্ষায় ছিলাম কৃষি কাজের ভিডিও ইনশাল্লাহ সেটা আপলোড করছেন আপনার জন্য অনেক দোয়া রইল
@HistoryByNazninKhan2 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য |
@MdMasud-xb1kz Жыл бұрын
ইতালির রোম শহরে আমার এক নিকট আত্মীয় স্বজন ব্যবসা করে মাসে 30 লাখ টাকা ইনকাম করে ❤❤❤❤❤❤❤
@ridaakter8577 Жыл бұрын
Mashallah
@MdSumon-s4p1u Жыл бұрын
Hi
@MdSumon-s4p1u Жыл бұрын
Plzzz vai amak phn diyen
@MdSumon-s4p1u Жыл бұрын
Ba apnar imo ba whatsapp nambar ta diyen
@tabasumkhatun5223 Жыл бұрын
কিসের ব্যবস্থা করে ভাইয়া
@mdmofizulislam27652 жыл бұрын
আপু আপনি অনেক ভালো। সবার প্রশ্নের উত্তর দিয়েছেন। আর অনেক সুন্দর করে গুছিয়ে বলছেন।
@HistoryByNazninKhan2 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@mdmofizulislam27652 жыл бұрын
@@HistoryByNazninKhan আপু আমি আপনার আপু husband er নামে I'd চালায়।
@amrana12222 жыл бұрын
Italy Onk Beautiful Ma Sha Allah onk valo laglo, Onk Shundor Chilo Apu. 😊 Walaikumassalam
@HistoryByNazninKhan2 жыл бұрын
Thank you so much choto bhai...☺️
@sheikhyounus47322 жыл бұрын
ধন্যবাদ ,অনেক তথ্য পেলাম।
@HistoryByNazninKhan2 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@BadhonStudio-lw8md Жыл бұрын
ইনশাআল্লাহ আল্লাহ জদি নসিভ করেন ইনশাআল্লাহ ইতালি জেতে চাই দুয়া করবেন আমার জন্য ইতালি গিয়ে রুজা রাকতে পারি
@mdeyasin85702 жыл бұрын
অনেক ইচ্ছা ছিলো ইতালি যাওয়া। যদি আল্লাহ যদি ইচ্ছা মনের পূর্ণ করে।।
@gorwakisi2 жыл бұрын
❤️🔥❤️🔥এগিয়ে যান ভাই পাশে আছি।❤️🔥❤️🔥 আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ালেই ,এগিয়ে যাবে আমাদের সমৃদ্ধময় এই দেশ।।❤️❤️
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইনশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া
@mmmm52012 жыл бұрын
সৌদি আরব বসে বসে আপনার ভিডিও দেখলাম ভালো 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
@md.ashrafalimondol51102 жыл бұрын
মাশাআল্লাহ খুবই চমৎকার ভিডিও দেখলাম, আপনাকে অনেক ধন্যবাদ
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার মূল্যবান মন্তব্যের জন্য |
@sujonkhan85782 жыл бұрын
আপু..!আমি অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি মাশাল্লাহ চমৎকার হয় সব ভিডিও এন্ড উপকারী।তো,যদি আপনি কষ্ট করে জাস্ট বেসিক ইটালি ভাষা শিখার জন্য,ভিডিও করতেন তাহলে উপক্রিত হতাম,,।প্লিজ কথা টা একটু হলেও ভেবে দেখার অনুরোধ রইল।ধন্যবাদ 😊
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইনশাল্লাহ... চেষ্টা করবো ভাইয়া, thank you ☺️
@MdAnisSheikh-b1h Жыл бұрын
খুব সুন্দর একটা পোস্ট খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
@A_Shejan_on_Bangla5 ай бұрын
এগুলো বাংলাদেশে হলে কেউ করেনা কিন্তু ইতালি টাকার মান বেশি বলে। এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশে কৃষি কাজের কনো মূল্য নেই
@mdtarakprodhannn7862 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ বিডিও টা দেখে আমি অনেক কিছু শিখেছী
@HistoryByNazninKhan2 жыл бұрын
Thanks bhaia ☺️
@jalalmollah43202 жыл бұрын
আপু,আমি মালায়সিয়াতে কৃষি কাজ করছি,আমার কৃষি কাজে অভিগতা আছে,আমি চিন্তা ভবনা করছি,আসবো ইটালিতে,এখন সে ক্ষেত্রে কি আমার কোনু সমস্যা হবে আসলে ইটালিতে,আমার কাজে কোনু সমস্যা নেই,কিন্তু ভষাটা সময় লাগবে শিখতে,ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝানোর জন্য,♥️♥️♥️♥️
@HistoryByNazninKhan2 жыл бұрын
কোনো সমস্যা নাই ইতালি আসতে... ইনশাল্লাহ...দোয়া রইলো
@jalalmollah43202 жыл бұрын
@@HistoryByNazninKhan আপু আপনার fb পেজের লিংক দেন
@satjathok7612 жыл бұрын
@@HistoryByNazninKhan অ মাই গট
@jalalmollah43202 жыл бұрын
@@HistoryByNazninKhan আর মনে যদি কিছু করেন সে জন্য সোরী🙏
@HistoryByNazninKhan2 жыл бұрын
যোগাযোগ করতে পারেন : Facebook page : facebook.com/HisyoryByNazninkhan/ NB : আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | Thanks.....
@mirzanadimmahmud2 жыл бұрын
অসাধারণ উপস্থাপন হয়েছে আপু।
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@MdHakim-w4z5 күн бұрын
আমি কৃষি কাজে জেতে চাই
@rajiur242 жыл бұрын
আপনার উপস্থাপনা সেই ভালো লাগে আপু♥️♥️♥️✅
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@jaberahmed48042 жыл бұрын
আপু আর কতদিন লাগতে পারে নতুন ফ্লুসির ঘোষণা আসতে??
@HistoryByNazninKhan2 жыл бұрын
এই বছরের শেষে আশা আছে... ইনশাল্লাহ
@ronyhossain80816 ай бұрын
এগ্রিকালচার নাকি তেল পাম্পের কাজ ভালো হবে এবং দুইটার স্যালারি কেমন আসতে পারে প্লিজ জানানবেন
@-atikmasum1822 жыл бұрын
আচ্ছা আপু যার কোনো কাগজপত্র নাই।। তাদের কি কাজ সবচেয়ে ভালো
@HistoryByNazninKhan2 жыл бұрын
ভাইয়া, কাগজ ছাড়া ভালো বেতন আর ভালো কাজ পাওয়া মুশকিল, সেই ক্ষেত্রে বলবো যে কাগজ ছাড়া কাজ পাওয়া বড় বিষয়
@-atikmasum1822 жыл бұрын
@@HistoryByNazninKhan কাগজপত্র জন্য আবেদন করলে কতদিন পর সৌজন্য পাওয়া যাবে???
@nstv2501 Жыл бұрын
আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারে
@shrifs4138 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত দেয়ার জন্য ধন্যবাদ
@HistoryByNazninKhan Жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
@abubakrsiddique96162 жыл бұрын
Thanks Nazneen for such a valuable statement, which will help the Bangladeshis willing to go to Italy.
@HistoryByNazninKhan2 жыл бұрын
Thank you so much for your compliments brother.
@hamidul45172 жыл бұрын
Koto lage
@HistoryByNazninKhan2 жыл бұрын
নন সিজনাল / স্পনসর ভিসা - ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ সিজনাল / কৃষি ভিসা - ৭ লক্ষ থেকে ৮ লক্ষ ( খরচ হবে আনুমানিক)
@mdtitu930223 күн бұрын
ইনশাআল্লাহ
@samanulakondo3542 жыл бұрын
আপু আপনার কথা গুলি খুব মনযোগ দিয়ে শুনলাম,আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
@HistoryByNazninKhan2 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@CotonCoton-t6g Жыл бұрын
আমার ইতালি যাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কি ভাবে যাব এমন লোক তো পাচ্ছি না।
@MdMd-zt6ii4 ай бұрын
কোথায় বাসা
@Bartmann3.03 ай бұрын
Libiya diye jan 🙂
@akibjabed35192 жыл бұрын
ধন্যবাদ আপু অনেক সুন্দর করে বুজিয়েছেন 💝
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@mahedihasan-cl1ps2 жыл бұрын
আপু আমি একবার ইতালির যাওয়ার চেষ্টা করে আমার অনেক গুলো টাকা মেরে দিয়েছে, আমি অনেক কষ্টে সৌদি এসেছি, আপু আমার জন্য কি কিছু করতে পারবেন....
@HistoryByNazninKhan2 жыл бұрын
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে, অনেক..... দুঃখিত |
@mahedihasan-cl1ps2 жыл бұрын
@@HistoryByNazninKhan সত্য বলতে কি আপনজন বিহীন খুব সমস্যা
@sabujahmed012 жыл бұрын
Apu apnar video gula onak valo lage 😊
@HistoryByNazninKhan2 жыл бұрын
Thanks a lot bhaia ☺️
@mdemamhasan24392 жыл бұрын
কিভাবে কাজটি পেতে পারি?
@MDAlal-r2e11 ай бұрын
আসসালামু আলাইকুম আপু ইতালিতে জমি লিজ নেয়ার নিয়মনীতি নিয়ে ভিডিও তৈরি করেন দয়াকরে।
@azizulmondal279711 ай бұрын
দিদি আমি কৃষি কাজে যেতে চাই ইন্ডিয়া থেকে
@islamerkotha3008 Жыл бұрын
মাশাল্লাহ চমৎকার কন্টেন্ট।
@rakibvip16342 жыл бұрын
আপু একটা কথা আপনার কাছে শেয়ার করি আমার না ইতালিতে আসার অনেক সপ্ন,,, আমার ফ্যামেলি রাজি নাই ,, কিন্তুু আমাদের টাকা আছে কিন্তুু কেউ রাজি নাই যে ইতালিতে আসার জন্য
@HistoryByNazninKhan2 жыл бұрын
যদি বাংলাদেশে ভালো কিছু করার সুযোগ থাকে তাহলে ফ্যামিলির ইচ্ছাকে মূল্যায়ন করবেন
@anwarhossain73322 жыл бұрын
ধন্যবাদ, ভালো তথ্য দেয়ার জন্য
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@moynulhaque9216 Жыл бұрын
আপু আমিও যেতে চাই কিভাবে জাবো আমাকে জানিয়ে দিবেন বিস্তারিত বাংলাদেশের দালাল রা টাকা বেশি চায় আপনার কথা শুনে ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
@mdnayonbuyia77492 жыл бұрын
খুব সুন্দর তথ্য আপু ❤
@HistoryByNazninKhan2 жыл бұрын
Thanks bhaia ☺️
@mssadia27492 жыл бұрын
প্লিজ আপু আমি যেতে চাই কিন্তু কিভাবে যাবো???
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@mafuzurrahman2998 Жыл бұрын
ইনশাল্লাহ যাবো একদিন না একদিন
@KironChondara5 ай бұрын
আমি ইতালি যেতে চাই কত টাকা ভিসা লাগবে
@AbdullahAlMamun-hj7pd Жыл бұрын
ধন্যবাদ আপু . আললাহ আপনাকে নেক হায়াত দান করুন . আপনার দারা অনেক মানুষেমানুষের উপকার হচ্ছে ☘️🌸🍀🌼
@HistoryByNazninKhan Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ☺️☺️
@MDmehediHasan-ij2oy2 жыл бұрын
আসসালামু আলাইকুম আপু আমি রোম শহরে কোন কাজ পাচ্ছি না। আমি যেতে চাই আমাকে মালিক বা কোন বাঙালির নাম্বার দিয়ে উপকার করুন প্লিজ।
@HistoryByNazninKhan2 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কষ্ট করে আমাকে Face book page নক করবেন,Thanks. Facebook page : facebook.com/HisyoryByNazninkhan/
@morjinazaman17292 жыл бұрын
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ☺️
@bijoyahmed940 Жыл бұрын
আসসালামু আলাইকুম, আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই, আমি ইটালিতে যেতে অনেক আশা,প্লিজ প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করবেন
@HistoryByNazninKhan Жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম, kzbin.info/www/bejne/aYWllXauYq2ohqc এই ভিডিওতে ইনফরমেশন দিয়েছি
@MdAlamin-h6n2y4 ай бұрын
গ্রিসে এগ্রিকালচার ভিসায় যেতে চাইলে যোগাযোগ করতে পারেন
@গ্রামেরছেলেরিয়াদ3 ай бұрын
ছেম
@daimondtopup71487 ай бұрын
আসসালামুয়ালাইকুম আপা ইতালি কৃষি কাজে যেতে চাই কোম্পানি কোম্পানি টাকা পয়সা দিয়ে আমাকে কি নেবে
@sahebali92492 жыл бұрын
ইতালিতে কিভাবে ঢুকা যায় সেই পরামর্শ দিবেন দয়া করে
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@sahebali92492 жыл бұрын
@@HistoryByNazninKhan ধন্যবাদ আপু
@travelsuperyoutubechannel94742 жыл бұрын
চমৎকার ভিডিও
@MamunKw-p5b Жыл бұрын
আপু আপনার সাথে কি কথা বলা জাবে
@Mr.Jamal7846 Жыл бұрын
আসসালামু আলাইকুম, প্রিয় আপু আমার, আশা করি আল্লাহ রহমতে ভালো আছে, আপু আমার একটা প্রশ্ন ছিলো, আশা করি উত্তর দিবেন, রোম শহর থেকে এগ্রিকালচার এর জন্য কাগজ জমা করলে কি নুডুস্তা উঠে, আর যদি উঠে তাহলে রোম শহর থেকে কত % উঠে অন্য শহরের তুলনায়, রোম শহরে বেশি উঠে, নাকি অন্য শহরে বেশি উঠে এগ্রিকালচার এর নুডুস্তা, প্লিজ আপু আপনার ছোট ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিবেন, ধন্যবাদ আপু
@marjanmiya8564 Жыл бұрын
আপনার নাম্বার দিন আপু আমি কৃষি কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। খুবই গরীব ঘরের ছেলে আমাকে একটু উপকার করুন আল্লাহ যেন আপনাকে দীর্ঘ হায়াত দান করুন আমীন।
@HistoryByNazninKhan Жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে ইতালির ওয়ার্কপারমিট ভিসার আবেদন ইতালি থেকে একজন ব্যাবসায়ী মালিক তার কর্মীর জন্য করতে পারবে যখন সরকার ঘোষণা দিয়ে থাকেন ইতালির বাহির থেকে কাজের জন্য লোক আনার, আত্মীয় স্বজন ছাড়া এই ব্যাবসায়ী খুঁজে পাওয়া মুশকিল | আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | অনেক..... দুঃখিত |
@marjanmiya8564 Жыл бұрын
@@HistoryByNazninKhan Ok
@mizanhossan43412 жыл бұрын
আসসালামু আলাইকুম আপু আমার জন্য দোয়া করবেন আমি আমার বন্ধুর কাছে পাসপোর্ট দিয়েছি দেখি আল্লাহ কপালে কি রাখেছে আল্লাহ ভালো জানে আল্লাহ হাফেজ জাযাকাল্লাহু খাইরান
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইনশাআল্লাহ, অনেক অনেক দোয়া রইলো ভাইয়া
@sumsuzzohatuhin83112 жыл бұрын
আমি যেতে চাই কি ভাবে যাব জানাবেন?
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@বাদ্রানি Жыл бұрын
আমার একটা প্রশ্ন ? আমি কৃষি খাতে ভিসা নিয়ে ইতালিতে আসলাম। কিন্তু মালিকের খোঁজ খবর পাইতেছি না।কিন্তু আমার ভিসার সময় থাক অবস্থা। আমি রাজমিস্ত্রী কাজের ডুকোমেন্ট দিয়ে।কাজের পারমিট পাইমু।ইতালি শ্রম আইন নিয়মে কি বলে।
@AJIDULHOSSAIN7868 Жыл бұрын
কিভাবে কাজ পাবে
@MDRakib-zh8ln Жыл бұрын
আপনার ভাষা/ কথা গুলো অনেক সুন্দর । শুভ কামনা রইলো আপনার জন্য আপু ❣️♥️ অনেকেই কথা বলে না ঘেউ ঘেউ করে বুঝা যায় না, সরি ভুল করে থাকলে 🙏🙏
@HistoryByNazninKhan Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,অনেক অনেক দোয়া রইল
@zakariamunshe12152 жыл бұрын
টাকা কোন বিষয় না একটা ভিসা চাই। ঢাকা থেকে।
@HistoryByNazninKhan2 жыл бұрын
আসলে কারো জন্য ভিসার আবেদন চাইলেও করা সম্ভব না, এই ব্যাপারটি অনেক কঠিন বিষয়| সবার আগে একজন বড় ব্যাবসায়ী হতে হবে, তবে যেকোনো ব্যাবসায়ী হলেই হবে না | কারণ সরকার ভিসা জমা করার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যবসা উল্লেখ করে দেয় | একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | আমি ভিসা প্রসেসিং করি না এবং কোনো বিশ্বস্থ এজেন্সী কিংবা লোক আমার পরিচিত নেই, আমি শুধু মাত্র ভিসা এবং কাজ সম্পর্কিত তথ্য দিতে পারবো | অনেক..... দুঃখিত |
@sktvtv-qk8kc Жыл бұрын
ধন্যবাদ পরিচালক কে
@HistoryByNazninKhan Жыл бұрын
অনেক অনেক দোয়া
@mdsumonstudent12082 жыл бұрын
আমি জেতে চাই কি বাবে জাওয়া জাবে
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@mrhvlogs91 Жыл бұрын
Subscribe kore dilam... Onek Valo Information disen...❤
@nurealam14312 жыл бұрын
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বুজিয়ে বলার জন্যে
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ☺️
@ataurahmed52522 жыл бұрын
ইটালি এক রিয়ো বা;লাদেশের কত হয় জানাবেন
@HistoryByNazninKhan2 жыл бұрын
আজকের কারেন্সি এক ইউরো = ৯৮ টাকা
@asiksarder35642 жыл бұрын
আপু..ইতালিয়ান ভাষা শিখার কোন লিংক দিবেন...?
@jahirulislam58742 жыл бұрын
ভিসা কোথায় পাবো
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@ATF658 Жыл бұрын
প্রতিজ্ঞা করেছি। নিজের জীবনের বিনিময়ে হলেও পরিবারের মুখে একদিন হাসি ফোটাবো ইনশাআল্লাহ।
@shahariarmaruf2 жыл бұрын
আপু ইতালি কিভাবে জাবো
@HistoryByNazninKhan2 жыл бұрын
ইতালি সরকার ওয়ার্কপারমিট এর জন্য ঘোষণা দিলে ভিসার জন্য আবেদন করতে হবে, এটাই এক মাত্র লিগাল উপায় ইতালি আসার, ইতালিতে আবার কবে সরকার লোক নেওয়ার ঘোষণা দেয় তা খেয়াল রাখবেন | এরপর কোনো ব্যাবসায়ী /মালিক দিয়ে আবেদন করতে হবে অনলাইন, বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত |
@MohamadAmin-qf1os11 ай бұрын
আসসালামু আলাইকুম খুব সুন্দর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
@mychannelusa73332 жыл бұрын
ইতালির ১টাকা = বাংলাদেশের কত টাকা?
@HistoryByNazninKhan2 жыл бұрын
প্রতি দিন কারেন্সী বদলায়, তাই Google থেকে কষ্ট করে চেক করবেন ভাইয়া
@MdMasud-dp6rt Жыл бұрын
৭৭টাকা
@msqueen4448 Жыл бұрын
Bortoman 116 tk
@dk.Roman073 ай бұрын
৳132.11
@AsifSorkar-n3b2 ай бұрын
132 tk
@SohelRana-ji8ys2 жыл бұрын
আপু আপনার ভিডিও গুলো আমি সব সময় দেখি অনেক সুন্দর হয় এবং দেখতে ভালো লাগে ❤️❤️❤️❤️
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@bjbayzidrox6803 Жыл бұрын
সব কিছু ঠিক থাকলে আমিও কিছুদিন পর চলে যাবো ইনশাল্লাহ 😊 আমার সাথে আর কেউ যেতে চাইলে নক দিতে পারেন ১০০% কোনো জামেলা হবে না ইনশাআল্লাহ
@isteackahamed6985 Жыл бұрын
কিভাবে যোগাযোগ করবো ভাই? নাম্বার দেন
@red99gaming95 Жыл бұрын
আমি যেতে চাই
@NajmulHossen-z4b Жыл бұрын
ভাই আপনার নাম্বার টা দেন
@mdpolashs4829 Жыл бұрын
আমি জেতে চাই ভাই
@AbdurRahman-tx2nl Жыл бұрын
ভাই আপনার ঠিকানা ও ফোন নাম্বারটি দিন
@MahediHasan-sb2rp11 ай бұрын
Good job I am interesting ❤
@mamunakonmusic28742 жыл бұрын
Grazia
@HistoryByNazninKhan2 жыл бұрын
Prego
@MdEbrahim-lr6hj2 жыл бұрын
আমি জেতে চাই
@shreejitabhattacharjee14123 ай бұрын
Amar boyos ৬২ bochhor... Ami Italy te kajer jonno jete chai, Ami ki job visa Pete pari ? Flight vara saho total koto khoroch porbe jawar jonno?
@debbrotabairagi9249 Жыл бұрын
আমি কি করে ইতালিতে যাবো?
@HistoryByNazninKhan Жыл бұрын
আসসালামু আলাইকুম, kzbin.info/www/bejne/aYWllXauYq2ohqc এই ভিডিওতে ইনফরমেশন দিয়েছি visa নিয়ে
@alamahmmed13102 жыл бұрын
দোয়া ও শুভকামনা রইল..
@HistoryByNazninKhan2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@alamahmmed13102 жыл бұрын
@@HistoryByNazninKhan বর্তমান ওয়ার্ক পারমিট নিয়ে দুবাই আছি কিন্তু অনেক ইচ্ছে রোমানিয়া হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার।।
@tazumiah3255 Жыл бұрын
আমাক একটা ভিসা দিবেন
@omarfaruk-qt3tc Жыл бұрын
আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন আপু আমি আপনার সব গুলো ভিডিও আমি দেখি আপনার ভিডিও দেখে ১ থেকে ৫০ পযন্ত শিখেছি আপু ইতালির ভিসা আবেদন কি ভাবে করে যদি বলেন খুব বেশি উপকার হবে অনুরোধ আপু
@RakibulSimpleVlogs6 ай бұрын
আমি যাব যদি তথ্য দেন আপনার ফোন নাম্বারটা দেন
@mohammadakhter70812 жыл бұрын
আসালামুআলাইকুম আপু আমি আপনার ভিডিও গুলো দেখি,, আপনার কাছে আমার প্রশ্ন হলো আমি যদি হাঙ্গেরি থেকে TR কার্ড পাওয়ার পর যদি ইটালিতে চলে আসি তাহলে এখানে সানাটোরিয়া বা এজাইলাম করলে আমার হাঙ্গেরির পিঙ্গারের জন্য ইটালিতে বৈধ হতে কোন সমস্যা হবে আপু আকটু জানাবেন দয়া করে
@mdsumonstudent1208 Жыл бұрын
আপু হাপনার ফোন নাম্বারটা দিয়েন
@sojibmridha6914 Жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি 🥰 একটা ইতালির ভিসা দিতে পারবেন😳 ছোট বেলার স্বপ্ন ইতালি যাবো তবে ভাগ্যে হবে কিনা জানিনা
@ShornaAkter-j8p Жыл бұрын
ইতালিতে বাসা বাড়ির কাজের মহিলা নেওয়া হয়
@AbdurRahman-tx2nl Жыл бұрын
Hi
@HossenMondal-r1v5 ай бұрын
ওই
@junayedsiddiqe-mn4wu2 ай бұрын
আসসালামু আলাইকুম আপু একটা তথ্য জানার ছিল সাথে মালিকের সাথে সুসম্পর্ক রাইখা আমার মালিকের দিয়ে নয় মাসের ইলেকট্রিক সৌজন্য বানিয়ে নিয়েছি এগ্রিকালচার ভিসা আসছি আমি এখন এই সৌজন্য দিয়া বাহিরে কোথাও কাজ করতে পারব কিনা আমার মালিক আমাকে কাজ করার অনুমতি দিয়েছে কন্টাক করা যাবে কিনা আর এটা দিয়ে কি আমি দেশে যাইতে পারব কিনা উপকৃত হব ধন্যবাদ
@sklovestory43572 жыл бұрын
আমাকে নিয়া জান ইতালি
@HistoryByNazninKhan2 жыл бұрын
ভাইয়া... একজন ব্যাবসায়ী আপনার জন্য ইতালি থেকে আবেদন করতে পারবে, আমি চাকরিজীবী | সত্যিকারের সৎ লোকের খোঁজ কিংবা কোনো বিশ্বস্থ এজেন্সির খোঁজ আমার কাছে নেই যে আপনার জন্য আবেদন জমা করে দিতে পারবে, অনেক..... দুঃখিত |
@MdEmran-sz1dv Жыл бұрын
ম্যাডাম ভিডিওটা অনেক সুন্দর❤❤❤
@FatemaBegum-z2h5 ай бұрын
আপু আপনার নামবার টা দিবেন
@alanmir55692 жыл бұрын
আচ্ছা আপু, qualifications এর দরকার পড়বে কি?? আমি এসএসসি ✅ । আমার আঙ্কেল ইটালী থাকে। আমি agriculture ভিসায় যেতে ইচ্ছুক। আমার আঙ্কেল এর মাধ্যমে কি যাওয়া যাবে? প্লীজ একটু জানতে পারলে উপকৃত হতাম আপু
@MD.RASHIDULISLAM258011 күн бұрын
ইনশাআল্লাহ আমি যাব
@mdmamunahmedahmed41892 жыл бұрын
Asalamoylay kom apu apnar khuj pay na onek mic korci apu
@mdfoysalrana8278 Жыл бұрын
আমার একটি প্রশ্ন ছিল আপু ইতালির ওয়ার্ক পার্মিট বা নুল্লাওস্তা র মেয়াদ কতদিন থাকে নুল্লাওস্তা বের হবার কতদিন পর পর্যন্ত এম্বাসিতে যাওয়া যাবে যদি জানাতেন তাহলে খুব উপকার হতো ❤
@HistoryByNazninKhan Жыл бұрын
অধীনস্থ বা মৌসুমী কাজের ( workpermit visa) জন্য নুল্লাওস্তা এর জন্য মেয়াদ 6 মাস৷ তাই এন্ট্রি ভিসা এই মেয়াদের মধ্যেই নিতে হবে |
@reaj45692 жыл бұрын
আপু ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য।
@HistoryByNazninKhan2 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
@MahadiHasan-ol2hw2 жыл бұрын
আসসালামু আলাইকুম। আপু ইতালিতে হাতের কাজের মূল্য কেমন। আর কোন কাজ গুলোর চাহিদা বেশি
@HistoryByNazninKhan2 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম, হাতের কাজ বলতে কি সেলাই কাজ নাকি অন্য কাজ বুঝাতে চেয়েছেন ভাইয়া?
@MahadiHasan-ol2hw2 жыл бұрын
@@HistoryByNazninKhan না সেলাই না।যেমন প্লাম্বিং,ইলেকট্রিক্যাল, এ-সব কাজ এর
@sarthokbolag2636 Жыл бұрын
আপনার ভিডিও দেখি সব সময়
@mdbepari8186 Жыл бұрын
আপু আমিতো স্টুডেন্ট , পাচপোটে পেশা স্টুডেন্ট দিলে ইতালি কাজের ভিসা পেতে সমস্যা হবে।
@LearnItalianwithSanjay Жыл бұрын
দারুন ভিডিও টা ❤🎉
@mdmitul10372 жыл бұрын
আপূ কেমন আছেন? আপু ইতালিতে পরিবার নিতে চাইলে ঐ দেশের Gov.কে কত টাকা সর্বনিন্ম ইনকাম দেখানো লাগে?
@rafiqbhai55312 жыл бұрын
Amar khup iccha Italy ashar allah pak kobe amar moner asha puron korben 🤲🏻💚💚
@Shaburoshid4 ай бұрын
আপু আমি ইতালিতে যাইতে চাচ্ছি কিভাবে যাবো একটু সহজ করবেন