শিবাজীর প্রতিটা পর্বকেই আমরা নানা ভাবে, নানা রকম দৃষ্টিভঙ্গি তে দেখি, নিজেদের মত বিশ্লেষণ করার চেষ্টা করি, নিজেদের অতৃপ্ত ইচ্ছের ইচ্ছেপূরণ করার চেষ্টা করি এবারের পর্বে শিবাজী দেখিয়েছেন কাশ্মীরের ডাল লেকের ভাসমান বাজার, লালচক ও শ্রীনগরের কিছু জনপ্রিয় স্থান কিন্তু আমার কাছে কাশ্মীরের সাধারণ মানুষজনের যে পরিচয় শিবাজী করিয়েছেন তা সবকিছু ছাপিয়ে গেছে জাভেদ, সেলিম, সমরবাবুর সাথে আগেরবারই পরিচয় হয়েছিল আর এবার ওই বয়স্ক মানুষ টি বা এজাজ ভাই, এসার ভাই এদের দেখতে দেখতে ভাবছিলাম এই সাধারণ মানুষগুলির সরলতা, আন্তরিকতা কাশ্মীরকে 'জন্নাত" "ভুস্বর্গ" হিসেবে গড়ে তুলেছেন তাই এই 'জন্নাত" "ভুস্বর্গ র সাধারণ মানুষকে আমার সালাম, প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 আমার আন্তরিক ভালোবাসা,শুভেচ্ছা শিবাজী ও পৃথ্বীজিতকে আর আর আপনাদের মাধ্যমে ভ্রমণ পর্ব জারি থাকার সঙ্গে মানুষের সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়াও জারি থাকুক ভাল থাকবেন ❤️❤️❤️❤️
@MeghpeonerVlog5 ай бұрын
❤❤❤
@sk.monirulhaque50105 ай бұрын
Ekta kotha bolchi kichu mone korben na ebar Javeb vsi der bari jokhon gelen apnader uchit chilo tar bou er jonno kono gift r sathe misti niye jawa Khali hate dawat khete jawa ta motei valo dekhay na R jodi hoye thake apni camerar arale kichu niye gechen tahole ami khoma parthi lots of love ❤❤❤❤ from Dankuni
@aninditaghosh75075 ай бұрын
কাশ্মীরি মানুষগুলো নাকি খুব সাদাসিধে এই কথাটা আগেই শুনেছিলাম।আজ আপনার ভিডিও তে দেখেও নিলাম। শিবাজীদা কোনো একটি জায়গা শুধু প্রকৃতির উপর সুন্দর হয় না , হয় তার মানুষজন ও তাদের ব্যবহারের উপর ও বটে। ধরুন কোনো জায়গার ভুপ্রকৃতি অনবদ্য কিন্তু মানুষজনের ভীষণ খারাপ ব্যবহার বা আতিথেয়তা তাহলে সে জায়গা যতই সুন্দর হোকনা কেন সেখানে একবার গিয়ে পড়লেও দ্বিতীয়বার যেতে মন চাইবে না। কাশ্মীর সুন্দর প্রকৃতির মনোমহিনী রূপের জন্য আর এখানকার মানুষ ও তাদের সুন্দর ব্যবহারের জন্য। সত্যি আজকের ভিডিওটি দেখে নিজেকে ভারতবাসী বলে গর্ব হয়। আমাদের ভারত সবসময় এক থাকবে সেটা বলাই বাহুল্য। ডাল লেকের সকালের ভ্রমণ অভিজ্ঞতা অসাধারণ। আপনি ও পৃথ্বিরাজদা ভালো থাকুন সুস্থ থাকুন। পরের ভিডিওর অপেক্ষায় রইলাম।
@PrithwijitOMonerManus5 ай бұрын
সেটা আপনি কি করে জানলেন যে নিয়ে যাইনি,সব কিছুই যে দেখাতে হবে তেমন ব্যাপার না,ভালো থাকবেন ,এতদিন ধরে আমাদের চেনেন তবুও এই কমেন্ট গুলো কেনো যে করেন সেটা বুঝিনা।@@sk.monirulhaque5010
@IndraniSengupta-c2e5 ай бұрын
Javed bhaiyer notun bouke upohar dilen na kichu?
@sunandobasu71535 ай бұрын
This was a wonderful series. To do Darshan of Amarnath from the comforts of our home, was only possible because of the hard work all of you put in. And what you said in the previous video was very important. Not Only are u walking up the steep slopes, taking such wonderful video shots but also continuously speaking , to keep all of us engaged and engrossed,
@gharoaranna45535 ай бұрын
সেই 2012 তে কাশ্মীর ভ্রমণ করেছি। তখন এত উন্নতি হয় নি কাশ্মীরের। কাশ্মীরের এত উন্নয়ন দেখে সত্যিই মন ভাল হয়ে গেল। কি সুন্দর রাস্তাঘাট, দোকানপাট। খুব ভাল লাগল ভিডিও টি।
@sancharisen1065Ай бұрын
খুব সুন্দর কাভারেজ, সকালের রাগ, সম্ভবতঃ আহির ভৈরোঁ, ভালো লাগলো আবহ সঙ্গীত হিসেবে। 🙏🙏
@09amitava5 ай бұрын
"অমরনাথ পর্ব", আপনাদের এই ভ্লগ টির ভালো লাগা কে আমি কিছুতেই এবং কোনও ভাবেই বর্ণনা করে উঠতে পারলাম না! কি অক্লান্ত পরিশ্রম এর পেছনে রয়েছে সেটা ঘরে বিছানায় শুয়ে দেখতে দেখতে অনুভব করা অসম্ভব! বিভোর হয়ে দেখলাম! নির্ভেজাল কৃতজ্ঞতা আর ধন্যবাদ এই সফর করানোর জন্য। শিবাজী, পৃথ্বীজিৎ আপনারা দীর্ঘজীবী হোন সুস্থ থাকুন আপনাদের পরিবার নিয়ে। 🙏🙏👍👌🇮🇳❤️❤️
@subarnabhattacharya4145 ай бұрын
উউউফফ জাভেদের বাড়িতে খাওয়া টা তো দুর্দান্ত হয়েছে 😂😂😂😂 খাবারগুলোর রঙ দেখেই স্বাদ বোঝা যাচ্ছে। কি সুন্দর করে ঘরগুলো সাজানো, তাই না? ওনারা খুবই সৌখিন বোঝা যাচ্ছে। দারুন 👌👌👌 আর হ্যাঁ, শিবাজী দা আর পৃথ্বিজীৎ দার সাথে আমিও একমত❤ আমাদের দেশ সর্বসেরা, এক আছি এক থাকবো ❤
@knowledgehunger20235 ай бұрын
We love India and We are proud to be Indians. Jai Hind
@SabitaHalder-sl1es5 ай бұрын
আপনাদের প্রতিটি পর্বই । ভালোই লাগে ।শ্রীনগর পর্ব টি ভাল লাগল ।আপনারা ঈশ্বর এর আশীর্বাদ এ ভাল থাকুন আর এই ভাবে আমাদের আনন্দ দিতে থাকুন ।নমস্কার ।
@SujayaNandy5 ай бұрын
আপনাদের প্রতিটা vlog আমাদের সর্বদা মুগ্ধ করে আর কাশ্মীর ভ্রমণ তো সকল ভারতীয়র স্বপ্ন, সেই সাথে আবার অমরনাথ যাত্রা। সব মিলিয়ে এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশনা। কাশ্মীরী লোকজন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য ধন্যবাদ। পরবর্তী আরো নতুন অজানাকে জানার অপেক্ষায় রইলাম।
@jagannathchakraborty81205 ай бұрын
জাভেদ ও তার পরীবারের সব বাইকে । ভালোবাসা ও সুভেচ্ছা ❤
@mousumiartchannel12055 ай бұрын
Kashmir manai sundor r valo laga.. apurbo laglo...
@anindyaroy48075 ай бұрын
শিবাজী এবং পৃথ্বীরাজ হল বর্তমান সময়ের গুপি বাগা যারা যেখানে খুশি যেতে পারে, যা খুশি তাই খেতে পারে। এবং একটি বাঙালি মনে মনে যা চায় যে এই সারা দুনিয়ায় কি আছে তা ঘুরে দেখব তা এনারা দেখছেন এবং আমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
ডাল লেক থেকে ভোরের সৌন্দর্য্যে আমি মুগ্ধ হতবাক।এর আগেও আপনার ডাললেকের ভিডিও দেখেছি তখনকার ডাললেকের সৌন্দয্য অন্যরকম অনুভুত হয়েছিল।সত্যি অসাধারণ লাগলো ভোরের ডাললেক।সারা জীবন যদি থেকে যেতে পারতাম নিজেকে ভাগ্যৱান মনে করতাম।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@sanjukundu20825 ай бұрын
উফফ কি সুন্দর ক্লাসিক্যাল রাগ এর বিজিএম, অসম্ভব ভালো উপস্থাপনা
@kartickpal81955 ай бұрын
খুবই ভালো লাগলো ডাল লেকের ভোরের ভাসমান বাজার আগে দেখিনি সেটাও দেখলাম লালচক এর বাজারটা কিন্তু ভালো ভাবে দেখানো হল না। যাই হোক ভিডিও টা ভালোই উপভোগ করলাম। ধন্যবাদ।
অসাধারণ অনবদ্য আপনাদের ভ্রমণ কাহিনি। উপন্যাস পড়তে গিয়ে ঢুকে যেমন যেতাম ঠিক সেই রকমই ঢুকে যাই সব সিরিজে। ভালো থাকবেন আমাদের আনন্দ ভ্রমণে নিয়ে যাবেন। দোয়া অফুরান 🤲
@SUJAN44755 ай бұрын
সত্যিই দুর্দান্ত | যেকোনো দিক থেকে | অসংখ্য ধন্যবাদ |
@RITA-ex5zi5 ай бұрын
Khub Sundor video, Khub Khub bhalo....Lal Chok e ami gachilam,takhon eto bhalo chilo na 2012 te...GOOD luck
@sunetra10005 ай бұрын
দুবার কাশ্মীর গিয়েছি কিন্তু আমার কখনো শ্রীনগর explore করা হয়নি। এই episode-ta তাই exclusive. ভীষণ ভাল লাগল এমন আন্তরিক একটা পর্বর জন্য।
@anirudhaghosh75845 ай бұрын
অসাধারণ আবহ সঙ্গীত চয়ন। বিশেষত যখন পাখির ডাক মিশলো। Mind blowing, এই না হলে এক্সপ্লোরার শিবাজী 🙏
@tapaskmitra62635 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ শিবাজী ও পৃথ্বীজিত। তোমাদের খাওয়া গুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না। সত্যি এই ধরনের কাশ্মীরের লোকেদের জানাই আমার সাষ্টাঙ্গ প্রনাম।
দারুন ভিডিও সত্যি এখন একটা সম্পূর্ণ অন্য কাশ্মীর ❤️❤️❤️ লাস্ট এ cafe এর ইন্টেরিয়র টা সেরা 👍👍👍
@rideexplore59715 ай бұрын
এইরকম লালচক দেখে খুব আনন্দ হলো, ছোটবেলার শ্রীনগর ভ্রমণের কথা মনে করিয়ে দিলো।
@prodoshmitra36785 ай бұрын
অপূর্ব।আপনার অমরনাথ পর্ব প্রথম থেকে দেখেছি। প্রথম যাত্রা কোলকাতা থেকে।অসাধারণ। মন ভরে গেল।
@sanjaybhattacharya17815 ай бұрын
One of the best vlogs of yours...enchanted with posetive vibes, extraordinary beauty, smiling kashmiri faces, flavours of kashmiri foods and above all my two favourite elder brothers. Arijit looks very pure and honest.
@ashokghosh60075 ай бұрын
ভীষণ সুন্দর শ্রীনগর শহর । যাওয়ার ইচ্ছা রইল । Thank you so much for your clear description . Thank you, with best wishes.
@mayageetachakravarty91555 ай бұрын
অপূর্ব সুন্দর একটা রূপ নিয়ে হাজির হয়েছে চোখের সামনে রূপসী ডাল লেক।কি যে ভালো লাগছে কি ব'লবো।মনে হচ্ছে আবার যাই কাশ্মীর ঘুরতে। 👌👌
@samirdas4585 ай бұрын
অমরনাথ ও শ্রী নগরযাত্রা দারুন উপভোগ করলাম ।আগামীতে........দেখবো।
@kaushikbanerjee53995 ай бұрын
Darun Laglo - Jai Bhole... Bholenaath.... Happy journey
@swarnalidas88455 ай бұрын
আমি কি বলবো ভেবেই পাইনা শুধু আপনাদের দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই অনেক অনেক❤❤❤❤❤,
@booksland25905 ай бұрын
অসাধারণ শিবাজীদা, আপনার অমরনাথ যাত্রার এই ভিডিও। খুব ভালো লাগল বিভিন্ন ধরণের খাবার ও পুরানো অনেক গ্রামাফোন, রেডিও ও আরো অনেক সাবেকি জিনিস দেখে খুব আনন্দ পেলাম।
@SayanMitra-nr6fl5 ай бұрын
ঘৃনা নয়, ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা সম্ভব।। অসাধারণ.. ❤
@parthapratimnandi84525 ай бұрын
১৯৮৮ সাল থেকেই কাশ্মীর জুড়ে শুরু হয় আতঙ্কবাদের নগ্ন নৃত্য। সিনেমা হল, বিউটি পার্লার, পানশালা, ভিডিও লাইব্রেরির মতো জায়গাকে টার্গেট করা হচ্ছিল। জোরাল হচ্ছিল জেকেএলএফের মতো জঙ্গি গোষ্ঠীর ‘কাশ্মীর ছোড়ো’ স্লোগান। আর বিপণ্ণ হচ্ছিল কাশ্মীরি পণ্ডিতদের জীবন। অশোক কুমার পাণ্ডের লেখা একটি বইয়ে রয়েছে, প্রত্যক্ষদর্শী রামকৃষ্ণ কলের বয়ান। তাঁর দাবি ছিল, সেই সময় কাশ্মীর থেকে সরাসরি রাওয়ালপিণ্ডি যাওয়ার বাস মিলত! সেই বাসে করে তরুণ কাশ্মীরিরা পাকিস্তানে গিয়ে তালিম নিত জঙ্গি হওয়ার। মসজিদ, রাস্তা, অলিগলি সর্বত্র আওয়াজ উঠতে শুরু করে ‘রালিব, গালিব, চালিব’। অর্থাৎ হয় আমাদের সঙ্গে হাত মেলাও নয়তো মরো কিংবা পালিয়ে যাও। শুরু হয়ে যায় নিধন যজ্ঞ। কিন্তু ১৯৯০ সাল পড়তে না পড়তেই পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে। উর্দু সংবাদপত্র ‘আফতাবে’ হিজবুল মুজাহিদিন হুমকি দেয় কাশ্মীরি পণ্ডিতরা এই এলাকা ছেড়ে চলে যান। নয়তো ফল খারাপ হবে। ১৯ জানুয়ারির রাত থেকে আর কোনও আড়াল আবডাল বলে কিছু রইল না। শুরু হয় বিচ্ছিন্নতাবাদীদের নৃশংস অত্যাচার। পরবর্তী তিন মাস জুড়ে খুন, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও ধর্ষণের মতো ঘটনা মুর্হুমুর্হু ঘটতে থাকে। সেই সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন জগমোহন। তিনি পরিস্থিতি বিচার করে কাশ্মীরি পণ্ডিতদের বলেন নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে। মাস তিনেকের মধ্যেই তাঁদের ডেকে নেওয়া হবে। কিন্তু আর ফেরা হল কই?
@parthasarathimukherjee75515 ай бұрын
ভোরবেলা ডাল লেকের ফ্লোটিং মার্কেট খুব সুন্দর লাগলো, মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ আর অমরনাথের ট্রেক তো অনবদ্য।
@JakirulSh4 ай бұрын
অসাধারণ ভাই মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, আপনাকে ধন্যবাদ, 🇧🇩🇧🇩👍
@nibeditachakraborty3575 ай бұрын
আজকের ভিডিও অপূর্ব লাগলো। আমি শ্রীনগর গেছি।শিকারা চড়েছি। floating market দেখেছি। কাশ্মীরি বন্ধুর বাড়িতে breakfast o lunch করেছি।সব মনে পড়ে গেলো। অফুরন্ত শুভেচ্ছা ও ধন্যবাদ নিও। আবার অপেক্ষায় রইলাম।all the best.
@Travelling_With_Bose5 ай бұрын
Osadharon Osadharon Osadharon.... Srinagar ar Dal lake.. Nostalgia... ❤
@arupkumarbhattacharyya28115 ай бұрын
অসাধারণ এক ভিডিও দেখলাম। একটা প্রশ্ন মনের মধ্যে বারবার দেখা দেয়, যেখানকার মানুষ এতটাই বন্ধু পরায়ন, অতিথি বৎসল অথচ সেখানেই মাঝে মাঝে ভয়ঙ্কর বারুদের গন্ধ সাধারণ মানুষের জীবন কে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় কি করে। এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। সবাই একসূত্রে আবদ্ধ থাকার আনন্দ যে কতটা মধুর তা শিবাজীদার ভিডিও দেখলে অনুভব হয়। ভালো থাকুন সবাই।
@mousumibhaumick64675 ай бұрын
ইস্, মন খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর কাশ্মীর ও অমরনাথ ভ্রমন শেষ হয়ে গেল বলে! আবার হবে নিশ্চয়ই! কোনো এক সময়ে! অপূর্ব লেগেছে সব এপিসোডের প্রতিটি ক্ষণ, প্রতিটি বর্ননা, প্রতিটি দৃশ্য! মানুষগুলি কি যে ভালো চলার পথে! আসলে আপনারাও যে খুব ভাল! ভালো থাকুন। অপেক্ষা রইল পরের আরেকটি পর্বের দেশ ভ্রমনের! আপনাদের দেখে মনে হয়, "দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব যুঁঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া!" মৌসুমী, এডমন্টন, কানাডা।
@sagniklaha82895 ай бұрын
Suffering from huge back pain ...totally in bed rest ...but the recent vlogs and your previous vlogs are my medicine ♥️
@galibjahan85095 ай бұрын
জাভেদ ভাই যেমন সুন্দর তেমনি তাঁর বাড়িটাও এতো সুন্দর ওয়াও দারুণ সুন্দর কাকা ।দারুণ। দারুণ সুন্দর। ❤😊
@rukminath15335 ай бұрын
অসাধারণ অভিজ্ঞতা। শিবাজীদার সাথে বেড়ানোর মজাই আলাদা।❤❤❤
@pujadeb3790.5 ай бұрын
Darun dada..apnader ei video gulo puro neshar mto Hye geche।।puro series tai darun উপভোগ করলাম।।।এই ভাবেই নতুন নতুন জায়গা কে নতুন ভাবে সবার মধ্যে তুলে ধরুন।r ভ্রমণ এর পিপাসা আর ও বাড়িয়ে তুলুন
@chinmoybosu20904 ай бұрын
বাংলাদেশ থেকে দেখছি... খুব সুন্দর দৃশ্য ❤❤❤❤
@ashokchatterjee41565 ай бұрын
ভোর বেলায় ডাললেকে দৃশ্য টা অসাধারণ লাগছে দাদা ভাই , আপনারা কতো কষ্ট করে ভিডিও গুলো করেন আর আমরা দেখে আনন্দ উপভোগ করি ধন্যবাদ দাদা ভাই এগিয়ে জান আমরা সাতে আছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবাই 🙏
@chitramukherjee13605 ай бұрын
নতুন kashmir দেখে খুব ভালো লাগলো। দারুন দারুন। gupi & baghar এতো অক্লান্ত পরিশ্রম ফল আমরা বাড়ি বসে অমর নাথ গুহা দর্শন করলাম। অনেক অনেক শুভেচ্ছা জানাই রইলো। ❤❤
অনেকবার এমন হয় যে, সময়ের ঘাটতির কারণে কমেন্ট দিতে পারিনা। কিন্তু আপনাদের ভিডিও দেখার পর কোথা থেকে সময় করে কমেন্ট লিখে ফেলি জানিও না। আসলে আমাদের দেশ খুব সুন্দর আর কাশ্মীর তো এমনিতেই ভূস্বর্গ। আর স্বর্গের মানুষরা যে অমায়িক ও অতিথি পরায়ণ হবেন সেটাই স্বাভাবিক। আর সেই কারণেই ভূস্বর্গ আরো সুন্দর হয়ে ওঠে। যাইহোক,আসমুদ্র হিমাচল আমারদের ভালোবাসা সেটা নতুন করে বলার কিছু নেই। আর আপনাদের ভিডিও দেখে মানস ভ্রমনের আনন্দই আলাদা। খুব ভালো লাগলো আজকের ভিডিও। ভালো থাকুন আপনারা। পরের ভিডি ও -এর অপেক্ষায় রইলাম।
@rashidasultana79825 ай бұрын
শিবাজি দা অসাধারণ বললেও কম হবে। এতটাই ভালো লেগেছে যা বলার আমার ভাষা নেই। আগে ও কাশ্মীরের সব দেখা হয়ে গেছে। কিন্তু এবারের ডাল লেকের ভাসমান সবজির বাজার, চা সব কিছু দেখে মন ছুয়ে গেল এবং শ্রীনগরের যাবার ইচ্ছে টা জেগে ওঠেছে। দেখা কবে যেতে পারি।অনেক ধন্যবাদ ও ভালো থাকবেন সুস্থ থাকবেন।😊😊
@snapped90895 ай бұрын
shibajida aar Prithwijtda.....aapnader ei sundor sompritir canvas er video bharotborsher konay konay pounche jak.... amra ek amra ovinnyo .... jug jug jio....
@gautamkumardas19715 ай бұрын
চমৎকার লাগল পুরো অমরনাথ যাত্রা সিরিজ সহ শ্রীনগর ভ্রমণ।❤
@-pt8gwAbhishekBej5 ай бұрын
খুবই আনন্দিত আমরা কাশ্মীর পর্ব দেখে। জয় অমরনাথবাবার জয়। জয় হিন্দ 🙏🇮🇳🙏🇮🇳
@sanjaydhar38295 ай бұрын
ভোরের ভাল লেক থেকে লাল চকে র বিকেল, মাঝে কাশ্মীরি পরিবারের সাথে লাঞ্চ। আর দেশাত্মবোধক অনূভুতি। It's a gem from you..... ❤❤
@surajit_bong5 ай бұрын
Just awesome 🎉🎉
@mohuabhattacharya39425 ай бұрын
Kashmir is awesome and the people are very beautiful both inside out .
@sujatachandra31855 ай бұрын
ভোরের অপূর্ব সুন্দর ডাল লেক দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব ভালো লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এরকম সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ।
প্রিয় শিবাজী বাবু & পৃথ্বীজিত বাবু আপনারা সত্যি খুব ভালো মনের মানুষ। আপনাদের এই বন্ধুত্ব সারাজীবন অটুট থাকুক ❤️। এইভাবেই আমাদের কাছে প্রিয় ঘোরার জায়গা গুলো তুলে ধরুন।
@mayageetachakravarty91555 ай бұрын
আমরা ডাল লেকে শিকারায় ঘুরে বেড়িয়েছি দিনের আলোয়।তিনবার গেছি কাশ্মীর।কিন্তু আপনার মতো এমন সুন্দর করে ছবিও তুলে রাখতে পারিনি।তখন মুঠো ফোন ছিল না।আর ভিডিও করার মানসিকতাও ছিল না।দারুণ এনজয় করছি ভিডিও চিত্র 🌷🌷👌👌
@waandertales5 ай бұрын
কাশ্মীরের স্থানীয় মানুষদের সাথে আলাপচারিতা, জাভেদ এর বাড়িতে মধ্যাহ্নভোজনে এত সুন্দর আতিথেয়তা সব মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা |
@kantadas-md2xh5 ай бұрын
দারুণ ! অনবদ্য ! অনেক ধন্যবাদ। ১১ বছর আগে আমরা লালচক যেতে পারিনি সেফটির কারণে আজ আপনাদের জন্য দুধের স্বাদ ঘোলে মিটল।
@user-blog20235 ай бұрын
খুব ভালো লাগলো।
@mousumighosh71985 ай бұрын
অসাধারণ লাগলো আপনাদের এই পর্বটি.....ভিডিও দেখতে দেখতে কাশ্মীরেই যেনো পৌঁছে গেলাম.....আগামী সময়ে কবে আবার বেড়াতে যাবেন আর ভিডিওর মাধ্যমে আমরা ঘুরবো সেই অপেক্ষাতে রইলাম....আপনারা আর আপনাদের পরিবারের সবাই ভালো থাকবেন❤
@mousumslyfstyle5 ай бұрын
মন মুগ্ধ হয়ে গেলো। ভোরে অপূর্ব সুন্দর শ্রীনগরের ডাল লেককে দেখে ❤❤❤❤❤
@ujjaldasgupta44565 ай бұрын
অনেক ধন্যবাদ। অমরনাথ দর্শন করিয়ে দিলেন। দেখি নতুন গল্প কোথায় নিয়ে যান। আর ডাল লেকের সবজি বাজার তো অসাধারণ। ওখানে পৃথ্বীর অভাব বোধ করেছি। থাকলে ওর কিছু উক্তিতে আরো মনোরঞ্জন হতো। কাশ্মীরে দাঁড়িয়ে কেউ যদি বলে কলকাতা আমার প্রাণ আর সে যদি কাশ্মীরি হয় তবে তো আবেগ তো হয়ই। সব থেকে ভালো লেগেছে জাভেদের বাড়িতে লাঞ্চ। আমি পেটুক মানুষ খুব নজর দিয়েছি, ভবিষ্যতে পেটব্যথা হলে আমাকে ক্ষমা করবেন। ❤❤❤
@triptighosh54705 ай бұрын
ফ্লোটিং মার্কেট দারুন সুন্দর এবং ভোরের আলো ফুটতে শুরু হচ্ছে অপূর্ব অপূর্ব। এই পর্ব টি ভীষণ সুন্দর। লেকের জলে পাহাড়ের ছায়া 👌👌👌। আপনি এই রকম সুন্দর করে একটা ঘরোয়া পরিবেশের ছবি দেখান সেটা ব্লগ টা কে আরও আকর্ষণীয় করে তোলে। অমরনাথ পর্ব শুরু থেকেই এই শেষ পর্ব পর্যন্ত দারুন দারুন। অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন। শুভ রাত্রি।
@piyalimitra13015 ай бұрын
মুগ্ধ হলাম... ভাললাগা বোঝানোর আর কোনও ভাষা আমার নেই ...👍👍👌👌
@ProdipMondal-zj2vk5 ай бұрын
Khub sundar Dal lake bazar dhani korma 😅 panir juce, chicken korma dekhiyachen Liberty Cafe.
@BISWADIPDAS-19825 ай бұрын
একটি দারুণ সিরিজ দেখলাম এক কথায় অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম অনেক অনেক ধন্যবাদ EXPLORER SHIVAJI CHANNEL K ❤❤❤🎉🎉
@priyankabhattacharya93975 ай бұрын
দারুন লাগলো অমরনাথ যাত্রা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়ে চলুন দেশের অন্য কোনো প্রান্তে। শুভ রাত্রি
@joychatterjee92075 ай бұрын
Thanks
@explorershibaji5 ай бұрын
Wow!! Really means a lot!! 🙏🙏🙏❤️❤️❤️
@rupasichoudhury7495 ай бұрын
অসাধারণ লাগলো।সবচেয়ে ভালো ভোরবেলার ব্যাকগ্রাউন্ড রাগ টা।কি যে ভালো লাগছিল,মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আর দেখছিলাম।
@explorershibaji5 ай бұрын
আন্তরিক ধন্যবাদ!! অহির ভৈরব
@arabinda3015 ай бұрын
অমরনাথ সিরিজটা দেখে মন ভরে গেলো (তার মানে এই নয় যে অন্য সিরিজ গুলো থেকে মন ভরে নি !!! ). অসাধারণ পরিবেশনা আর সাথে অনেক নতুন ইনফরমেশন যে গুলো ইচ্ছুক অমরনাথ যাত্রীদের জন্য খুব জরুরি, সেগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ . দুটো বিষয় উত্তাপন করতে চাই - ১) অনেকে অনেক ভাবে রেজিস্ট্রেশন এবং যাত্রার পরিকল্পনা করে থাকেন সারা পৃথিবী থেকে . এই বিভিন্ন ক্যাটেগরীর পরিকল্পনা কে কি ভাবে করবে সেটা নিয়ে একটা আলাদা ব্লগ করলে অনেকে উপকৃত হবেন . ২) এই বছর নাকি পবিত্র গুহার শিব লিঙ্গ অতিরিক্ত গরমে বিলীন হয়ে গেছে . জানার আগ্রহ রইলো যে যাত্রা কি এখনো চলছে নাকি বন্ধ হয়ে গিয়েছে ? তীর্থ যাত্রীদের আগ্রহ কি কমে গিয়েছে লাস্ট এক বা দুই সপ্তাহে ?
@budhadityadas_babu5 ай бұрын
অন্ধকার ডাললেকে দূর থেকে শঙ্করাচার্যের মন্দির এর দৃশ্যটা অসাধারণ, ভালো থাকবেন দাদারা ❤️🙏
@rimabhattacharjee10385 ай бұрын
Ki apurbo vor belar shikara bhraman, asadharan laglo,sampurna video tai darun,khub ananda pelam,anek aneeek dhanyabad, valo thakun sustho thakun 👌👌👍👍
@worldofjayii50465 ай бұрын
আহা মন ভরে গেল। কাশ্মীর সবসময় সুন্দর।শিকারায় ডাল লেকে বেড়ানো,ফুলের শিকারা দেখে বার বার প্রেমে পড়া, খাবার দাবার তার সঙ্গে কাশ্মীরীদের ঘরে বসে ওদের কি দারুণ সুন্দর বাসনে ভাত খাওয়া ------ সবকিছু দেখে আবার যেতেই হবে ভূস্বর্গ কাশ্মীরে ❤ আপনাদের অজস্র অজস্র অজস্র ধন্যবাদ ও শুভকামনা জানাই।
@kabitadas1895 ай бұрын
অল্প কয়েকদিনের এই পৃথিবীতে মানুষের সাথে মানুষের এই যোগাযোগ, আন্তরিকতা, ভালোবাসা এটুকুই তো অর্জন...... আপনারা সেটাই দেখালেন এই পর্বে।
Apnar sathe amio sahamot, j kashmir er manus Jon sotti khub bhalo, r apnar video dekhe amio gure alam Amarnath.
@nirennundy35875 ай бұрын
অসাধারণ, অপূর্ব ভিডিও, কোন বিশেষণই যথেষ্ট নয়, আহির ভৈরব দিয়ে ভিডিওটির আবহসঙ্গীত সঙ্গে সঙ্গে ভোরের আলোয় কাশ্মীরের অনন্য রূপ মুগ্ধ করলো❤❤❤
@mahaprabhu10085 ай бұрын
❤❤❤দাদা আপনাদের এত হিংসা হয় না ভাষায় প্রকাশ করার চেষ্টা করলেও পারি না, দারুণ উপভোগ করলাম এই পর্ব। ❤❤❤❤
@alokghosh79665 ай бұрын
শ্রীনগর পব'টাও খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ভাসমান সবজি বাজার, মধু দিয়ে চা খাওয়া , লালচক,জাভেদের গৃহে মধ্যাহ্ন ভোজন সবগুলো ভালো লাগলো।
@samarendranathhalder68845 ай бұрын
শিবাজী দা অসাধারণ,এই যে কাসমীরি দের আতিথেয়তা দেখে আমি সোদপুর এর মানুষ,
@AnjanaBhattacharya-wz1qy5 ай бұрын
এককথায় অনবদ্য দারুণ লাগলো
@krishnabiswas52515 ай бұрын
ভূস্বর্গ কাশ্মীরের ভোরবেলার এক অপার সৌন্দর্য্য উপভোগ করলাম ❤ সঙ্গে background এ উচ্চাঙ্গ সঙ্গীতের music..... অসাধারণ.... অসম্ভব স্নিগ্ধতায় মন ভরে গেল।
@jamunanath17285 ай бұрын
খুব সুন্দর লাগলো নানা মানুষের সঙ্গে এই আলাপচারিতা।
@nitishroy60535 ай бұрын
Very Nice gesture by a Kashmiri person. They are extremely helpful and broad minded people.I also have the same experience from bonde brothers who came to our hotel and took us in his car to explore old Srinagar.
@debasishsantra30635 ай бұрын
Priththi da akta abhabonio somoy miss korlo ..... ja sara jibon mone thakbe....❤❤❤❤❤
@ncdam23995 ай бұрын
অপুর্ব ,অসাধারন লাগলো এই পর্ব । আমার ঘোড়া হয়ে গেছে কাধ্মির তবে আপনাদের চোখে নতুন ভাবে কাশ্মিরকে উপোভোগ করলাম । আরো নতুন কিছু দেখার অপেক্ষায় রইলাম । ভালো থাকবেন ।
@shraddhapal13055 ай бұрын
আহা কি অপূর্ব ভোর।কখনো কাশ্মীর গেলে সবার আগে ডাল লেকের এই জায়গাটিতে যাবো।আর কাশ্মীরের মানুষ যে কত আপন করে নিতে পারেন সেটা আপনার vlog ছাড়া সত্যি জানতে পারতাম না।আগের জাভেদ জির বাড়ি যাওয়া যত সুন্দর ছিল এবারও ঠিক ততটাই ভালো লাগলো।❤
@Avijanershongi5 ай бұрын
অপূর্ব আপ্লুত এইরকম কাশ্মীর দেখে... আমার দেশ ভারত সেরা ছিল আছে ও থাকবে । জয় হিন্দ।। 🇮🇳
@surajitghosh93475 ай бұрын
আপনাদের অমরনাথ যাত্রা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি প্রতিবেদন অনবদ্য। পৃথ্বীজিত দা ও অসাধারণ।আপনারা দুজন সুস্থ থাকুন আর এরকম সেরা সেরা vlog উপস্থাপন করে চলুন।👍👍👍
@UdayBanerjee-f9r5 ай бұрын
Mesmerizing view of Dal Lake is fabulous. Awesome ❤❤❤❤
@shibanibhowmik87185 ай бұрын
আহা! মনটা ভরে গেলো। এক একটা ভ্রমণ ভ্লগ এক একটা ইতিহাস। শুভকামনা রইলো। ❤️❤️❤️
@goutamdebnath25605 ай бұрын
কতো সুন্দর কাশ্মীরের এর মানুষজন। ঘৃনা নয়, এই শান্তি টাই তো চাই❤