আমি মামুন পিরোজপুর থেকে লিখছি, আমি বর্তমানে একটা ব্যাবসা করি ২০২৫ সালের শেষের দিকে একটা কোম্পানি নিবন্ধন নিব। আমি যেটা যানতে চাচ্ছি সেটা হল কোন গ্রুপ কোম্পানির ক্ষেত্রে এমন টা সম্ভব যে গ্রুপের চেয়ারম্যান থাকবে ১ জন, ম্যানেজিং ডিরেক্টর থাকবে ১ জন। এবং গ্রুপের অধীনস্থ কোম্পানির একজন করে প্রধান থাকবে তিনি ওই কোম্পানি পরিচালনা করবে