Рет қаралды 842
প্রথম ট্যাক্স রিটার্নে কত অর্থ-সম্পদ দেখাতে পারবেন?
বাজারে একটা চালু কথা হচ্ছে, প্রথমবার যত ইচ্ছা সম্পত্তি দেখানো যায়, দেখিয়ে দাও! আসলেই কি তাই? উপরের প্রশ্নটি আমি প্রায়-ই পেয়ে থাকি এবং একজন আয়কর আইনজীবী হিসাবে আমার অভিজ্ঞতা থেকে এর উত্তরটা সর্ব সাধারণের সামনে নিয়ে আসলাম। দেখা যায় প্রচুর মানুষ নানান কারণে টিন খোলে এবং প্রথমবারের মত ট্যাক্স দেয় এবং তারা নানান কনফিউশনে থাকেন। কত সম্পদ দেখাবো, কত টাকা বা কত স্বর্ণালঙ্কার দেখাবো কিভাবে দেখাবো ইত্যাদি। এই ভিডিওতে এর উত্তর পেয়ে যাবেন।
প্রথমেই মনে রাখবেন, ট্যাক্স আসে আপনার অর্থ বছরের ইনকামের উপর। অর্থাৎ ইনকাম যত বেশি ট্যাক্স তত বেশি কিন্তু কিন্তু ঐ অর্থ বছরেরে আগে যদি আপনার কোন সম্পত্তি অজিত হয়ে তাকে তার উপর ট্যাক্স আসে না। আবার ঐ অর্থবছরে কোন উপহার, দান ও করমুক্ত আয়ের উপরও ট্যাক্স আসে না।
এখন এই লুপহোল ব্যবহার করেই অনেকে মনে করেন, বাহ বেশতো! তাহলে আগে অনেক সম্পত্তি দেখিয়ে দেই। কিছুটা দেখানোও যায় বটে, যেমন: সকল সহায় সম্পত্তি, স্বর্ণ গয়না, উপহার, ফার্নিচার, মটর সাইকেল, ইলেক্ট্রনিক্স, সঞ্চয়পত্র, গাড়ী (চার চাকার), ডিপিএস, ব্যাংক একাউন্টে টাকা, হাতে টাকা ইত্যাদি। মনে রাখতে হবে এসবের সাথে কিন্তু আপনার বর্তমান আয়, ব্যয় ইত্যাদি দেখাতে হবে। যদি আপনি বেশি দেখান তবে কিন্তু আপনার ডকুমেন্ট চেয়ে বসতে পারে, যেমন গাড়ীর কাগজ, সঞ্চয়পত্রের সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট হিসাব ইত্যাদি। খুব বেশি দেখালে ফাইল অডিটে পরার সম্ভাবনা তৈরি হয়, হিসাব না দিতে পারলে অনেক ঝামেলা হয়। তাই বিষয়গুলো যৌক্তিক ও গ্রহণযোগ্য মাত্রার হতে হবে। অন্যদিকে, সম্পদ আবার কম দেখালে সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে, আইনত ব্যবহার করা যাবে না।
সহজ কথা হচেছ, কিছুটা বেশ কম করা যায়, দেয়ার ইজ নো ম্যাজিক, আইনের কিছু সূত্র এবং প্রাকটিক্যাল নলেজ দিয়ে একজন ট্যাক্স লইয়ার বুঝে শুনে বিবেচনা করে দিলেই আসলো সর্বোত্তম হয়। তবে আপনারা পড়াশুনা করে বুঝে শুনে চাইলে নিজেরাও করতে পারেন।
How much property to show in the first tax return
আরো দেখুন:
ট্যাক্স ই-রিটার্ন নাকি সাধারণ পদ্ধতি কোনটা আপনার জন্য ভালো । e-return vs general return • ট্যাক্স ই-রিটার্ন নাকি...
যে কোন আইনি প্রফেশনাল হেল্প পেতে
আমাদের ফেসবুকে নক করুন এই লিংকে: / lawhelpbd অথবা ই-মেইল করুন এই ঠিকানায়: lawhelpbd@gmail.com অথবা
আমাদের সাইট ভিজিট করুন -আমাদের মেইন (ইংরেজি) ওয়েবসাইট: www.lawhelpbd.com
আমাদের বাংলা ওয়েবসাইট: bangla.lawhelp...
আমাদের আইনের লেকচার, বই ও টিউটোরিয়াল পেতে চোখ রাখুন: ainpathshala.com এ
---------------
রচনা, সম্পাদনা ও উপস্থাপনায়
অ্যাডভোকেট রায়হানুল ইসলাম
প্রধান সম্পাদক, ল হেল্প বিডি
পরিচালক, আইন পাঠশালা
সময় নিতে যোগাযোগ করুন: +8801711386146 (বিকাল ৫ - রাত ৯ টা)
e-mail: adv.rayhanulislam@gmail.com