Рет қаралды 19
সাহিত্য সংস্কৃতির সামাজিক সংগঠন ফিরেদেখা'র ঊনযুগপূর্তি পালিত হলো বর্ণাঢ্য আয়োজনে। রবিবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ঊনযুগপূর্তি উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে কবি লেখকদের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক সিটি বাজার প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর পাবলিক লাইব্রেরি হলে জাতীয়সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু, বোধের পেরেক কবিতপত্রের মোড়কউন্মোচন, আলোচনা সভা ও মননপাঠের আসর অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ন্যায়, মানবাধিকার ও সুন্দরের কথা বলেন কবি। প্রতিটি আন্দোলন-সংগ্রামে গণমানুষের জাগরণ হয়ে কবিতা ফিরে আসে মানুষের কণ্ঠস্বরে। যেমন ব্রিটিশবিরোধী তথা উপনিবেশবিরোধী চেতনার স্ফূরণ ঘটেয়েছিল নজরুলের কবিতা, তেমনি স্ফূরণ ঘটিয়েছে ২০২৪ এর গণঅভ্যুত্থানেও। সমাজে মানবপ্রেম, সাম্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কবিতা চর্চা জরুরি।
এরপর পাবলিক লাইব্রেরি হলে
বোধের পেরেক কবিতপত্রের মোড়কউন্মোচন, আলোচনা সভা ও মননপাঠের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও সংগঠক মনোয়ারা বেগম, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ভারতীয় কবি সন্দীপ সাহু, আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী, কবি সহিদুল সরকার, ভাওয়াইয়া শিল্পী মন্নুজান সরকার , মাহবুবুল ইসলাম, বাদল রহমান, ছড়াকার ও সাংবাদিক জয়নাল আবেদীন, ছড়াকার এসএম খলিল বাবু, নার্গিস আখতার বানু ঝর্না, বাবুল সরকার, এমাদউদ্দিন আহমেদ, আহসান আহমেদ, জিনাত মৃতুল প্রমুখ।
কবিতা পাঠ করেন, রবিন জাকারিয়া, মাহাবুবা লাভীন, আল আমিন ইসলাম, শফিকুল ইসলাম আবির, মাসুম মোরশেদ, নিরঞ্জন হীরা, মামুন উর রশীদ, মারুফ হোসেন মাহবুব, সুনীল সরকার, শোহানুর রহমান শাহীন, সুফী জাহিদ, জোসেফ আখতার, আনোয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম মুকুল, আব্দুল লতিফ প্রামাণিক, সাকিবুল শাকিল, নুরুন্নাহার বেগম, হেলেন আরা সিডনী, আবু নাসের সিদ্দিক তুহিন, শারমিন আখতার মনি, পূর্ণিমা রাজ, দেবাশীষ দাশ, হাকিম আতাউর রহমানসহ শতাধিক কবি।
সভাপতিত্ব করেন তাপস মাহমুদ।
সঞ্চালনা করেন, ফারহানা হাসান বীথি ও নন্দিতা মুখার্জী ও লাবনী ইয়াসমিন লুনি