প্র কৃতির গন্ধ মাখা একটি নতুন ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ।
@NaturesWomb9 ай бұрын
ধন্যবাদ জানাই ।🙏♥️
@anirban77chk9 ай бұрын
Night saty korlen kothay
@bipashabanerjee83959 ай бұрын
পুরুলিয়া জেলা টা কে onekta explore করা বাকি আমাদের। আপনার এরকম একটা অন্য রকম ভিডিও খুবই ভালো লাগলো। এখনো এক প্রকৃত রাড় বাংলা আমাদের মধ্যেই বয়ে চলেছে বছরের পর বছর।
@mrjaher55269 ай бұрын
অনেক ভাল লেগেছে ধন্যবাদ
@anjanamallick92939 ай бұрын
আপনাদের ভিডিও দেখে মুগ্ধ হলাম। এই রকম গ্রামে প্রকৃতির বুকে একখণ্ড জায়গা খুঁজছি , দর্শকদের মধ্যে ও কেউ যদি সন্ধান দিতে পারেন খুব ভালো হয় ।নদী , পাহাড়, জঙ্গলে ঘেরা । যে কোনও জায়গা হলে হবে।
@tanmoyghosh97599 ай бұрын
Khub sundar gramer hat...byaparta aro jomto parijat dar upasthiti te...jai hok khub e bhalo laglo
@jayasreedas9529 ай бұрын
ঘাটশীলা হয় আমার পিসির বাড়ি সেই সুবাদে আমি অনেক বার ঘাটশীলা গেছি কিন্তু দুয়ারসিনি যাওয়া হয়নি।বনের মধ্যে দুয়ারসিনি দারুন সুন্দর লাগলো ।আর গামের হাটের মাধুর্য্য আলাদা ।অনেক দিন পর হাট নিয়ে ভিডিও অসাধারণ লাগলো মন ছুয়ে গেল।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@NaturesWomb9 ай бұрын
আপনিও খুব ভালো থাকুন ।🙏♥️
@shantiprasadhembram16268 ай бұрын
Ota hariyar dokan. Adibasi mahilara bikri r janna niye geche. Ata samajer kharap dik. Apni akjan susavvys manush. ADIBASI samajer anek valo dik o tow rayeche. Apni kivabe ai chabiti dekhalen? ADIBASI samaj k choto karar janni ki?
@namitachakraborty65267 ай бұрын
খুব ভালো লাগলো
@SarojProvaRoy6 ай бұрын
Qp@@NaturesWomb
@sayanghosh87809 ай бұрын
Khub khub khub sundor laglo
@champasenjoysrikrisno90749 ай бұрын
Khub. Valoo
@milandatta74449 ай бұрын
খুব ভালো লাগল। এরকম মজারমজার ভিডিও আরও দেখার জন্য উদগ্রীব হয়ে রইলাম। ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো। জয়ঠাকুর জয়ঠাকুর জয়ঠাকুর।
@Sudipmiddey-oh5we9 ай бұрын
Darun Ekta hat dekhlam Aponader videor madyame.All the best.
Ki j valo laglo. Satyei natures Womb. Kul para dekhe chhotobela mone pore gelo.
@sharmishthadutta4479 ай бұрын
অপূর্ব খুব সুন্দর মন ভরে গেল
@nupurskitchen01019 ай бұрын
খুব ছোট্ট বেলায় দেওঘর গিয়েছিলাম , পথে দুমকা তে হোটেল এ ভাত খেয়েছি কাঁচা শালপাতা তে এখনো তার গন্ধ নাকে লেগে আছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা ভিডিও দেবার জন্য।
@dr.dibyendudas23279 ай бұрын
খুব সুন্দর ,প্রকৃতির কোলে , মাটির মানুষের কাছা কাছি। মনের অন্তঃপুরে জমে থাকা গ্লানি উবে যায় নিমেষ, এ যেন প্রাকৃতিক চিকিৎসা, মেলে বিনা মূল্যে, কেবল বাড়াতে হবে দুই পা।
@jagadishchandranag62837 ай бұрын
ভিডিওতে সবচেয়ে ভাল লাগলো গ্রাম্য বাজারটি !!
@dulalbauri5979 ай бұрын
খূব সুন্দর হোযেংছে দাদা।।ধোন্নবাদ🙏🙏
@NaturesWomb9 ай бұрын
🙏🙏
@pratimaganguli51199 ай бұрын
শুয়ে শুয়ে তোমার এই ভিডিও দেখলাম। বড় ভালো লাগলো এই হাট। আমার ছোটো বেলা ঝাড়খণ্ড এ আধা শহর আধা গ্রাম কেটেছে । তবে কাঁচা শাল পাতায় ভাত খাওয়া নতুন দেখলাম । অনেক বয়স হয়েছে, হাত পা এর অবস্থা ভালো নয়। আর যেতে পারবো না। তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো।
জাস্ট অসাধারণ উপস্থাপনা করেছেন। মন ভরে গেল। অনেক দিন ধরে এই ধরনের গ্রাম্য পরিবেশের বন্য সৌন্দর্য দেখার ইচ্ছে ছিল। আপনাদের জন্য সেই আকাঙ্খা পূরণ হল। অসংখ্য ধন্যবাদ ♥️♥️♥️♥️♥️
@sreekantosorcer98439 ай бұрын
Khub valo lglo. Akta notun jaiga, haat dyakhar ovijnata holo
@loveon1439 ай бұрын
❤দারুন সুন্দর লাগলো ভিডিও 👌🙏beautiful polash DA 😊
@amulyajena69569 ай бұрын
বরাবরের মতই ভালো,ভীষণ ভালো এবং আরও ভালো আপনার উপস্থাপনা।আপনার সঙ্গে আমি একমত। ঝাঁ চকচকে রাস্তাঘাট, স্টার হোটেল inox -- আমাদের বোধ হয় খুব বেশি প্রয়োজন নেই, বরং এরকম প্রকৃতির মাঝে একদমই দেশের কোটি কোটি লোকের বেঁচে থাকার আনন্দ এবং জীবন সংগ্রাম -- এর আনন্দই আলাদা।
@NaturesWomb9 ай бұрын
সহমত ।♥️🙏
@prabirghosh57999 ай бұрын
দারুন লাগলো।
@ajitmitra86167 ай бұрын
আপনার গ্রামের হাটের ভিডিও খুব সুন্দর লাগলো
@madigital11764 ай бұрын
অসাধারণ ভিডিও। ধন্যবাদ ভালো থাকবেন।
@subhasishbhatta43239 ай бұрын
অসাধারণ! আজকাল, আমাদের বাংলার অদেখা.. অজানা.. আদি অকৃত্রিম মাটির মানুষের ঘ্রাণ, প্রান এবং বেঁচে থাকার জয়গান.. শুধুমাত্র আপনার ভিডিওতেই দেখতে পাই। পলাশবাবু.. ভালো থাকবেন; সুস্থ থাকবেন; আর করতে থাকবেন সেটাই, যেটা আপনার হৃদয় চায়… স্বতঃস্ফূর্ত ভাবে। পারীজাতদাকে এ যাত্রায় আমরা দেখতে পেলামনা। থাকলে, কি যে হতে পারতো, কে জানে!
@NaturesWomb9 ай бұрын
ধন্যবাদ, খুব ভালো থাকুন ।🙏
@sawoncyclone9 ай бұрын
11:22 minuit a pechone backround ta osssadharon 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥puro chobir moto.. Khubbb sundor frame ta❤
@nirmalkumarsarkar22269 ай бұрын
দারুন একটি হাট দেখালেন ভাই!খুব ভালো লাগলো!
@pralaykumarroy16379 ай бұрын
Anek din bade, upnar sundar vedio pelam, really beautiful
@mainakmisra38569 ай бұрын
মন ভরে গেল দাদা ❤মন ছুঁয়ে গেল। অসাধারণ।
@kanchankumardey52569 ай бұрын
খুব জীবন্ত , প্রাণবন্ত ও উপভোগ্য হয় আপনার ভ্রমণপর্বগুলো।
@saikatbose76466 ай бұрын
Khub sundor laglo apnar a vdo ta....❤
@shibuedbar82219 ай бұрын
আপনাদের মাধ্যমে সুন্দর ভ্রমণ করে আসলাম, সবথেকে ভালো লেগেছে পিঁপড়ার ডিমের চার যেটা আমরা মাছ ধরার জন্য ব্যবহার করি, সেই আদিবাসী, সেও কিন্তু ভালো মাছ ধরেছেন। ধন্যবাদ সুন্দর প্রকৃতি।
@sapna8449 ай бұрын
খুব মনমুগ্ধকর জায়গা Nature is always beautiful.
@NaturesWomb9 ай бұрын
একদম ।
@mandiradas4609 ай бұрын
অর্জুন গাছের শেকড় তুলে গাছের তো ক্ষতি করছে ভাই ।এগুলো কি কাজে লাগে গো ভাই ? তবে ভারী ভাল লাগলো গ্রামের পথ নদী হাট দেখে।মনটা যেন হারিয়ে গেল ।খুব ভালো লাগল ।ভালো থেকো।তোমার ভিডিওর সৌজন্যে অনেক কিছু জানতে ও দেখতে পেলাম।ধন্যবাদ ।
@seikhkamal76459 ай бұрын
Nature tour a chhele belar swad khunje pai,,,❤
@GautamKumarGoswami9 ай бұрын
Close to nature - just excellent !
@sugitDass3 ай бұрын
খুব ভালো হরেকৃষ্ণ
@swapanroy14759 ай бұрын
এমন হাট! এক অকল্পনীয় হাটুরে অভিজ্ঞতা। কবিতা গল্প উপন্যাসে লেখা সম্মিলিত দৃশ্য যেন একসাথে দেখা। ক্যামেরা আর সঞ্চালনা সুকৌশলী উপস্থাপনে মন ভরে গেল। ❤
@kambulislambhuiyan18417 ай бұрын
ঢাকা থেকে ওপার বাংলার অসাধারণ একটা গ্রামের ভিডিও দেখে খুব ভালো লাগল। সুযোগ পেলে একবার ঘুরতে যাব। ♥ from Dhaka
@SuperMucool9 ай бұрын
Khoob Sundar video ti ❤️
@padmapal769 ай бұрын
অনেক দিন আগে গেছিলাম আপনার ভিডিও দেখে স্মৃতি রোমন্থন করলাম আর একবার যাওয়ার ইচ্ছা আছে। অপুর্ব ভিডিও। 🙏
@shibaniroy67179 ай бұрын
Darun ❤
@prosenjitbiswas.excellent.49747 ай бұрын
Excellent village market probably jharkhand.
@joydevroy-i1u9 ай бұрын
ছোলা বিক্রির আইটেম টা দারুন!!! আর ডিমওয়ালা জুয়া খেলা এটাও দারুন আইডিয়া!!!!
@sudarsanmaji81419 ай бұрын
Very nice video with beautiful presentation of a village hat at Duarsini of Jangalmahal.
@swapanroy14759 ай бұрын
সুন্দর একান্ত নিরালা এক প্রকৃতি। দিগন্ত জুড়ে দূয়ারসিনির এক অপরূপ দৃশ্য। ক্যামেরা ও উপস্থাপনার অনুপম জোয়ারে ভেসে গেলো চোখ। অনাদৃত দূয়ারসিনির এমন অনাবিল সৌন্দর্য আকৃষ্ট করবে সকলকে।
@NaturesWomb9 ай бұрын
ধন্যবাদ জানাই ।🙏🙏♥️♥️
@reenapalroy60339 ай бұрын
Aapnara firlen ki bhabe , bolle bhalo lagto. Jai houk bhalo lagchhe video ta, bhalo thakben.
@pratapsingharoy34728 ай бұрын
কি সুন্দর সহজ সরল ওদের জীবন। পৃথিবীতে সব আছে মন দিয়ে খুঁজে নিতে হয়। অবাক পৃথিবী সেলাম তোমায় সেলাম।❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@souryamukherjee59359 ай бұрын
Purulia amar o mamarbari, amar jonmosthan ❤
@prithadutta49639 ай бұрын
Ashadharon lage apner sob vlog.
@NaturesWomb9 ай бұрын
Dhonnobad janai .♥️🙏
@amlanmitra96209 ай бұрын
অদ্ভুত সুন্দর কুমারী দুয়ারসিনি। অনাবিল সৌন্দর্য দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম ঐ সরল মানুষগুলোর সাথে। ওই খানে যেনো শহুরে বাবুদের জন্য আর থাকার জায়গা না তৈরি হয়, যেটুকু আছেবসে টুকুই থাক।বাবুদের একটু কষ্ট হোক।যাদের মন আমার আদুরে ভাইটার মত তারাই আসুক দুয়ারসিনি ।
@NaturesWomb9 ай бұрын
🙏🙏🙏♥️🥰♥️
@aloksom9987 ай бұрын
সুন্দর কুমারী হয়না,কুমারীরা হয় সুন্দরী। সুন্দর বা ভালো কিছু হলেই ওমনি মেয়েমানুষের কথা মনে পড়ে ? ব্যাটাছেলের সাথে তুলনা করতে পারেননা।
রবিবার ফিরলাম পুরুলিয়া থেকে.. পুরুলিয়ার প্রকৃতি এখন অসাধারণ..পলাশের মেলা.. দুয়ারসিনি ঘুরে এলাম..তবে হাটে যাওয়ার সুযোগ হয়নি..আপনার চ্যানেলে হাটের ভিডিও দেখে মুগ্ধ হলাম..অনেক ধন্যবাদ আপনাদের..খুব ভালো থাকুন
@debasishmitra97459 ай бұрын
পারিজা দা কে মিস করছি
@sukantahowlader16986 ай бұрын
অসাধারণ দাদা, এই রকম প্রকৃতির মাঝে নিজেকে মেলানো জীবনের নতুন স্বাদ। এই ভিডিওটি দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও আপনাদের সাথে আছি। দারুন ভালো লাগলো। আবার আশায় থাকলাম এই রকম আরো নতুন কিছু দেখার। ধন্যবাদ ভালো থাকবেন।
@pradipkumar11737 ай бұрын
হুঁ, ঠিক, প্রাকৃতিক পরিবেশে অল্প চাহিদা, বসবাসের থাকার জন্য ছোট ছোট ঘর, অপরিমেয় কষ্টেও অনাবিল আনন্দ,অন্য রকম ভালোলাগা, মানিয়ে চলতে আগ্রহী। ধন্যবাদ
@Md.Mahmudul-c7z3 ай бұрын
Valo laglo khub.wellcome..
@iturgharsansar50808 ай бұрын
খুব ভালো লাগলো দাদা ।👍👍👍👍
@md.abudayenmir7 ай бұрын
চমৎকার লাগলো দাদা আলহামদুলিল্লাহ। জীবনে একবার ওদের মত করে ওদের কুঠিরে থাকবো ইনশাল্লাহ।
খুব সুন্দর লাগলো দাদা একদম অন্য রকম পরিবেশ মন চোখ জুড়িয়ে গেলো এই রকম পরিবেশ আরো দেখার ইচ্ছে রইলো ভালো থাকবেন ❤
@NaturesWomb9 ай бұрын
অনেক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ।🙏♥️
@biplabchakraborty12059 ай бұрын
Osadharon video👍👍👍
@somendas7929 ай бұрын
Khb sndr lagche. Prokritir majhe .
@banighosh92889 ай бұрын
Asadharon অনুভূতি ❤❤❤
@ambarmaity56858 ай бұрын
Asadharan....Nice presentation. Waiting for next.
@mithunc81469 ай бұрын
Darun laglo
@AbhiramDas-lu9ds9 ай бұрын
Kub Sundar hoyache dada.Ami Assam tekhe dekchi
@budhadityadas_babu9 ай бұрын
খুব সুন্দর লাগলো, ভালো থাকবেন দাদা ❤️🙏
@tanmaymondal18058 ай бұрын
আদিবাসী হাট খুব সুন্দর, ঝাড়গ্রাম স্টেশন পাশেও এমন একটা আদিবাসী বাজার দেখার সৌভাগ্য হয়েছিল। জিনিস পত্র কমবেশি সবাই একই রকম, কিন্তু এই দোয়াশিনীর হাট অনেক খোলামেলা,অনেকটা প্রকৃতির কাছাকাছি।
@pinakidey6569 ай бұрын
Khub bhalo laglo. ❤
@somachakraborty10054 ай бұрын
Bhalo laglo.
@swapnaslifestyle71893 ай бұрын
Darun laglo Dada 👌
@morninggood79409 ай бұрын
Nice preseantation..mind blowing ....super
@tapashalder3429 ай бұрын
খুব ভালো লাগল পলাশ দা।🎉
@railbuddy83729 ай бұрын
Darun sundor...purulia r moto ekta heavenly jaiga te gramer hat er sundorjoo tai alada....durdanto laglo dada....big like....sirsendu
@NaturesWomb9 ай бұрын
একদম ।
@arunmurmu65398 ай бұрын
আপনার ভিডিও অনেক ভালো লাগলো এই রকম ভিডিও দেখার জন্য আপনার সাথে
@golammostafa63059 ай бұрын
Very nice video with mind blowing exprassion. Thanks
@pranabtravellers72709 ай бұрын
বেশ সুন্দর লাগলো ভিডিও টি ❤❤❤ (Pranab Traveller's)
@NaturesWomb9 ай бұрын
ধন্যবাদ প্রণব ।♥️
@Vloggerkartick9 ай бұрын
দারুন লাগলো ভ্লগটা ❤❤❤ আপনার ইউটিউব ফ্যামিলির সদস্য হলাম ❤❤❤❤❤
@gopalmajumder53479 ай бұрын
হাটটি খুব সুন্দর দাদা ভালো লাগলো
@srijibgoswami77499 ай бұрын
অসাধারণ লাগলো।
@bipulbanerjee98779 ай бұрын
Fantastic spectacle on the lap of Mother Nature.
@saonapahan45989 ай бұрын
পলাশ বাবু। আপনি যখন রান্না ঘরে গেলেন তখন একটা কথা আমার পছন্দ হয়নি। কথাটা জঙ্গলের মধ্যে জংলির মতো থাকা। কথাটা আপনি ঠিকই বলেছেন। সেখানকার মানুষ জনের জীবন যাত্রা শহরের মানুষের থেকে অনেক টাই আলাদা। কিন্তু তারাও মানুষ। অনেক কষ্টের মধ্যেও তারা বেঁচে আছে। জঙ্গলে বসবাস করে বলে জঙ্গলী বলবেন না। এটা ব্যাক্তিগত মতামত।আমি আপনার সাবস্ক্রাইবার। নিয়মিত আপনার ভিডিও দেখি। ধন্যবাদ ভাই। সঙ্গে রইলাম। ভালো থাকবেন।
@NaturesWomb9 ай бұрын
জংলি কথাটা মোটেও খারাপ নয় । আমরা সেটাকে খারাপ ভাবে ব্যবহার করি । এই রকম জংলি আমিও হতে চাই কিন্তু হতে পারছি কোই । খুব ভালো থাকুন দাদা ।🙏
@jibanbiswas47909 ай бұрын
জংলী কথাটা মোটেই খারাপভাবে নেওয়া ঠিক না। নইলে বলা কেন, "দাও ফিরিয়ে সেই অরণ্য। "
@sudhirkumarmurmu79939 ай бұрын
You are a class nonsense.discuss to me.what is জংলী ? দাদা বাবু আমরা ও কিছু বুঝি। আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ভিডিও করেন,একটু ভাষা গুলো সঠিক ভাবে বলবেন।
@niharbasu60048 ай бұрын
@@sudhirkumarmurmu7993আপনি ঠিকই বলেছেন ভাই। এই সব শহুরে লোকেদের ভাষা জ্ঞ্যন খুবই কম। নিজেদের হামবড়া ভাবে। 😢😢😢😢😢
@RanjitPal-iv9gz7 ай бұрын
Q😂😂😂😂😂😂😂@@NaturesWomb
@nabinbairagi9 ай бұрын
আমার গ্রামের হাটে খুব পছন্দের। আমার শশুরবাড়ি গ্রামে, তাই শশুরবাড়ি গেলে আমি অবশ্যই হাটে যাই. আমার খুব ভালো লাগে। পলাশবাবু আপনার ভ্রমণে মাটির গন্ধ পাই যেটা সবার থেকে আলাদা।
@debasishchakraborty66814 ай бұрын
খুব সুন্দর ভিডিও।
@dilipsorendilipsoren43327 ай бұрын
Dada khub sundur jayga
@RanjitDas-qz7ou9 ай бұрын
osadharon
@sudipde59669 ай бұрын
Khoob bhalo laglo. Bhalo description diyechen. 👍👍
@movieclip7109 ай бұрын
Oh onek balo laglo video ta dekhe
@banamalidas49579 ай бұрын
দাদা আমি আপনাকে বলেছিলাম আদিবাসী হাটের ভিডিও করতে। আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ।
@banamalidas49578 ай бұрын
পলাশ দা এই হাটের বৈচিত্র্য খুবই সুন্দর আর তার থেকেও ভালো আপনার উপস্থাপনা। যেন মনে হচ্ছে আমার ভিডিওতে নয় স্বশরীরে হাজির হয়ে হাটের বৈচিত্র্য উপলব্ধি করছি। এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে মেতে থাকবেন।