কমলা না হওয়ার পরেও যে লোক ভিডিও করেছে এবং আমাদের বাগান বলে চিৎকার করছে এই লোক ছোটলোক। বিদেশী বাগানের মত কমলা ধরলে না জানি এই লোক কি করতো ?
@MahfujMahfuj-pc9os25 күн бұрын
আপনি মনে হয় উগান্ডার বাসিন্দা,,,আপনি এই রকম মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন আপনি কতটা ছোট মনের মানুষ আর একটা কথা শুনেন মানুষকে এইভাবে ছোট করে দেইখেন না আপনি কোটিপতি থাকেন তাতে করে অন্য মানুষের কিছু যায় আসেনা,,আপনার দাওয়াত রইলো এই ছোটলোকের বাগানে আইসা ঘুরে যাবেন পুরা পরিবার নিয়ে আর দেখে যাবেন কমলা আছে কি নাই,,,,দেশের মাটিতে বসে বিদেশিদের সাথে তুলনা করছেন লজ্জা লাগার কথা আপনার,,ছোট লোক আছে বলেই এখনো আপনার মতো মানুষরা খেয়ে পরে বেচে আছেন ভুলে যাবেন না,,পাবলিক প্লাটফর্মে এসব মন্তব্য করে নিজের রেপুটেশন খারাপ কইরেন না,,,ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য আর সরি যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন
@FazlulHaque-d9w25 күн бұрын
কমলা না হওয়ার পরেও যে লোক ভিডিও করেছে এবং আমাদের বাগান বলে চিৎকার করছে এই লোক ছোটলোক। বিদেশী বাগানের মত কমলা ধরলে না জানি এই লোক কি করতো ?
@SobujFruitsGarden25 күн бұрын
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, তবে আপনি কোথায় দেখলেন কমলা হয় নাই? হ্যাঁ আমি ছোটলোক হতে পারি, কারণ ছোট লোকেরাই কৃষি কাজ করে, আপনার মত বড় লোকেরা এগুলা বুঝবে না, আপনি একটা গাছ রোপণ করেন, তারপর দেখেন গাছে ফল আসলে কেমন লাগে, মানুষকে গঠনমূলক মন্তব্য করতে শিখুন আপনি তো বড়লোক তাই আপনি একটা বাগান করে মানুষকে ইনভাইট করেন, আমাদের জেলার মধ্যে আমাদের বাগানটাই সবচেয়ে বড়, এটা চতুর্থ বছর চলতেছে, দিন দিন ফলন আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন, ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না। ধন্যবাদ আপনাকে