স্যার আমার হাজবেন্ট বাড়ি থেকে আমারে জায়গা দিছে এখন সে তার নামে খারিজ করছে এখন করোনিও কি
@sabrinaakter43834 ай бұрын
Vai amar baba jomi bikri korce dui maser moddhe amar boroabba pon ferot mamla kore dui bocor hocce ai mamla tar folafol pete kotodin lagte pare doyakore janaben
@ETCreviewBD7 ай бұрын
দয়া করে আমাকে সাহায্য করুন। আমরা কিছুদিন আগে একটি জমি ক্রয় করেছি। জমির একাধিক ওয়ারিশ । কিন্তু আমরা জমির যার কাছ থেকে কিনেছি তার নামে আলাদাভাবে বণ্টন করা ছিল। ক্রয়কৃত জমির অনলাইনে বিক্রয়কারীর বাবার নামে আছে। তার বাবা মৃত এখন আমরা আমাদের জমিটি আমাদের নামে অনলাইনে নাম প্রত্যয়ন করতে চাই। সেক্ষেত্রে করণীয় কি দয়া করে বলবেন
@RakibHasan-ts6qe Жыл бұрын
স্যার, হকশিবা কি, এবং জমির ক্রেতা ও বিক্রেতার মাঝে তৃতীয় কোন ব্যক্তি হক শিবা করলে কি হয়? জানাবেন প্লিজ।
@MdSattar-z1d3 ай бұрын
আসসালামুয়ালাইকুম স্যার আমি টাকা দিয়ে জমির কিনেছি সেই জমিন হেবা বিল এওয়াজ দলিল করতে পারবো কি স্যার একটু জানাবেন আমি আপনার অপেক্ষায় থাকিব এখনো জাগা রেজিস্ট্রেশন করি নাই আপনার পরামর্শ আশায় আছি
@AbdRubel-m6o4 ай бұрын
সালামুআলাইকুম স্যার আমি একটি জায়গা বিক্রি করেছি কৃষি জমিন সেই সাথে তারা বাড়ি জমিন ঢুকিয়ে দলিল করে নিয়েছে সেই দল কি টিকবে মামলা করলে
@AbdRubel-m6o4 ай бұрын
এ বিষয়ে একটি ভিডিও দিলে খুব খুশি হতাম উপকার হতো
@imrulislamsabuj89482 ай бұрын
বিনিময় দলিল বাতিল বা বিনিময় সম্পদ ফেরত পাওয়া যায় কিনা।
@alemmam.bridgesministry.30308 ай бұрын
স্যার, জমি বিক্রেতার ভাইপো ২০১৮ সালে প্রিয়েমশন বা অগ্রক্রয় করেছেন। প্রধম কোটে প্রিয়েমশন কারি রায় পেয়েছেন। ক্রেতা আপিল করেছেন, যেহেতু প্রিয়েমশন কারি আবার রায় পেয়ে যেতে পারেন এমন টা ভাবছি। জমি বিক্রেতার কাছে রিটার্ন করে দিলে সে রিটার্ন নিবে। এখন প্রশ্ন হল জমি বিক্রেতা নিকট পুনা রায় ক্রেতা জমি রিটার্ন দলিল করে দিলে প্রিয়েমশন বহাল থাকবে কি। দলিল লেখক এর সাথে কথা বলেছি তিনি বললেন কোন প্রক্রিয়ায় রেজিস্ট্রি করব প্রিয়েমশন বললে জমি রিটার্ন রেজিস্ট্রি করে দিচ্ছি বা নমুনা আমাকে বলেন।
@mdgake53947 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার আমার দাদা এক লোকের কাছ থেকে জমি কিনেছে এখন ওই লোকের মেয়ে আমাদের মূল দলিল চাচ্ছে।আমাদের মূল দলিল টা তাকে দেওয়া কি ঠিক হবে। স্যার এই বিষয়ে আপনার পরামর্শ যদি জানাতেন উপকার হবে।
@MdRubelMia-n9s6 ай бұрын
স্যার মনে করেন জমির মালিক আমি একটি দাগে ৪০শতক জমি আছে ১৯৬৪ সালে আমি আপনার কাছে ৪১৫৫নং দলিলে ২০শতক জমি বিক্রি করি আবার সাথে সাথে আপনার কাছ থেকে ৪১৫৬নং দলিলে ৩৩শতক জমি ফেরত নেই এখানে কোন দলিল সঠিক হবে দয়া করে বলবেন
@RKHANMULTIMEDIA2 ай бұрын
নিলাম জমি কি, ফিরিয়ে আনা সম্বভ,
@shyamalichatterjee4932 ай бұрын
জমি ডোবা হিসাবে থাকলে কি বিক্রি হয়।
@masumsarkar21236 ай бұрын
ধন্যবাদ আপনাকে, তবে আমার বিপদের সময় আমার সৎ ভাই এর কাছে সাহায্য চাইলে সে আমাকে ভুমি অফিসে নিয়ে পেপার ঠিক করে সাইন নিয়েছে এবং মেজিস্ট্রেট জিগ্যেস করলে আমি বলেছি যে বড় ভাই এর কাছে এই টাকার বিনিময়ে বিক্রি করেছি, কিন্তূ সে সামান্য কিছু টাকা ধরিয়ে পাঠিয়ে দিছে আমাকে, এখন সেই জমি কি ফিরে পাওয়া যাবে মামলা করে, সুন্দর পরামর্শ আবেদন করছি, হ্যাঁ অথবা না, ধন্যবাদ আপনাকে
@Pulokbabu54656 ай бұрын
স্যার আমার কাছ থেকে এক লোক জমি বিক্রি করার নামে টাকা নিছে এখন স্যার আমাকে জমি দলিল করেও দেয় না টাকাও দেয় না আজ ৮ বছর যাবত আমাকে ঘুরাইতাছে স্যার আমি কি এ বিষয়ে মামলা করতে পারব প্লিজ স্যার দয়া করে জানাবেন
@imposiblemoment562611 ай бұрын
স্যার, আমার নানা ২০১৫ সালে এক মামার কাছে জমি বিক্রয় করেছিল, কিন্তু পরে তিনি বলেন জমির টাকা ফেরত দিতে কারন তার জমি পছন্দ হয়নি। তাকে আমার নানা টাকা ফেরত দিয়ে দেয়, সাক্ষি ছিল ৩-৪ জন মত। কিন্তু সেইসময় আর তার কাছ থেকে নামপত্র পরিবর্তন করা হয়নি। এখন করতে গেলে সে করতে চাচ্ছে না। এখন আরও একটি সমস্যা হয়েছে, তিনি গত ০৯/০১/২০২৪ এ মারা গেছেন। আমরা কি জমি ফেরত পাব? আমাদের সাক্ষী আছে।
@Homoeolife10 ай бұрын
উচ্চরণের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ রইল। ধাতা কি?
@kisikhamar5 ай бұрын
স্যার আমার বাবার মার নামে সরকার ৫২ ডি খাস জমি দেয়,কিন্তু আমার বাবা মূর্খ হওয়ায় আমার চাচা খাস জমি রেজিস্ট্রার করে নেন ভুয়া খারিজ খতিয়ান দিয়ে ১ নং খতিয়ানের জায়গা ১১ নং খতিয়ান দিয়ে কি করেন বললে দাগ ঠিক থাকে লেখে নেন এখন আমার বাবার করোনিও কিছু আছে
@jan244673 ай бұрын
আপনাকে আমি মেসেজ দিছি দয়া করে দেখবেন
@MunniAkter-e1u6 ай бұрын
Sir apnar mobile number ta ki Daya jaba .aktu kotha boltam apnar shatha
@mdeliaselias99278 ай бұрын
সালামুআলাইকুম আমাদের বসতবাড়ির সামনে আশেপাশের জায়গা বাইরের লোককে বিক্রি করে দিছে কি করণীয় যে জায়গা আমাদের কাছে দিবে বলে আমাদেরকে টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আইছে তারপরেও বাইরের লোককে দিয়ে দিছে যে জায়গা নাকি আমার আব্বা মাটি নিছ হাতে দেয়া ভিটা বানাছে ছোটকাল থেকে পর্যন্ত বাড়ির বড় ছেলে তো বুঝতে পারতেছি সে বাইরের লোক এখন চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছি পুরুষ মানুষ নেই সবাই প্রবাসে থাকে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বস আমরা আদালতে একটা আমার আব্বা কি ধরনের একটা কেস করে রাখবো এখন আমরা দেশে গিয়ে কিভাবে ফেরত নেব বা পথের রাস্তা নেব ওই জায়গাটা কি কারণে নেওয়া যাবে
@1MARTIN.1016 ай бұрын
Main point e aste video sesh😂😂😂😂
@happybhattacharjee2179 ай бұрын
ভুল তথা দিয়া জায়গা বিক্রি করলে অপরাধী কে ক্রেতা না বিক্রেতা