Рет қаралды 8,137
জন্ম শতবর্ষে সাহিত্যিক সমরেশ বসু: স্মৃতিচারণায়- সঞ্জীব চট্টোপাধ্যায়
শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ বসু এবং কালকূট। এই ডিসেম্বরে তাঁর জন্ম শতবর্ষ উদযাপিত হবে। বাংলা সাহিত্যে তাঁর সাহসী, বলিষ্ট রচনা আলোড়ন তুলেছিল। তর্ক-বিতর্ক-মামলা-মোকদ্দমা। আমার সৌভাগ্য আমি তাঁর সঙ্গ করেছিলাম। সেই সম্পকে দুচার কথা।
(সমরেশ বসু (১১ ডিসেম্বর ১৯২৪ - ১২ মার্চ ১৯৮৮) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম নাম সুরথনাথ বসু; কিন্তু সমরেশ বসু নামেই লেখক পরিচিতি সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং পারিপাশ্বিক অবস্থার বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। তিনি ১৯৮০ সালে সাহিত্য অকাডেমি পুরস্কার লাভ করেন।...)
Apurba Chatterjee, apuch1964@gmail.com , apurba.chatterjee.313?mibextid=ZbWKwL,@apurba1964।
★ Subscribe to us: sanjibani sudha,