কল্যাণীয়াসু, রোজই দূরের মানুষ, কাছের মানুষ , কারোকে না কারোকে হারাতে হয়, ধরে রাখতে আমরা পারিনা। শুধুমাত্র তাদের জীবন আর কাজকে মনে রেখে শ্রদ্ধা জানাতে পারি। । সেই উদ্দেশ্য নিয়ে গান গেয়েছো তোমরা দুজনে, আর তা সর্বতোভাবে সফল। শান্ত গলায় গান, ধীর শান্ত যন্ত্রায়োজন আর সুন্দর সাদা-কালো ভিডিও গ্রহণ এক অনন্য অনুভূতি সৃষ্টি করলো, যা মরণ ও মরণোত্তর শোককে যথাযথ মর্যাদা দিয়েছে । সকলে আমার আশীর্বাদ নিও, শকুন্তলা বসু
@ashismukherjee16734 жыл бұрын
Àe dharo nar sangheet pathanan 9674068864 namaskar Sato bar
@amritaroy4 жыл бұрын
যাঁরা ছেড়ে গেছেন, অনন্তধামে হোক তাদের বাস। এই পৃথিবীর মোহ, মায়া, জরা, দুঃখ থেকে আজ তাঁরা মুক্ত। বড্ড সময়োপযোগী গান৷ এসব গান মনকে প্রসারিত করে। থ্যাংকস অল অব ইউ। ❤
@mofajjalhossain1655 Жыл бұрын
যাও রে অনন্তধামে মোহ মায়া পাশরি দুঃখ আঁধার যেথা কিছুই নাহি। জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে, কেবলি আনন্দস্রোত চলিছে প্রবাহি! যাও রে অনন্তধামে, অমৃতনিকেতনে, অমরগণ লইবে তোমা উদারপ্রাণে! দেব-ঋষি, রাজ-ঋষি, ব্রহ্ম-ঋষি যে লোকে ধ্যানভরে গান করে এক তানে! যাও রে অনন্তধামে জ্যোতিময় আলয়ে, শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে-- যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান, যাও বৎস, যাও সেই দেবসদনে!
@Debajyoti_Banerjee4 жыл бұрын
আহা... উপনিষদের শ্লোক যেন... গুরুদেবের গান এ ভাবেই আপনাদের গলায় সার্থক হোক... ধন্য আপনাদের গান চয়ন আর গায়কী....
@ibrahimbahari59104 жыл бұрын
রবীন্দ্রনাথের গান কত বিচিত্রভাবেই না অনুধাবন করা যায়। এই গানকে সারা জীবন ধরে একভাবে শুনে এসেছি। আজ আরেক নতুন বোধদয় হলো, এই ভিডিওর নিচের বর্ণনার কথাগুলো পড়ার পর। ক্রমশ দূরবর্তী হতে থাকা বিপ্রতীপ মানুষদের জন্য এই গান- Jao Re Anantadhaame
@zahidhasan67524 жыл бұрын
জানি না অন্য কারো এমন হয় কি না, আমার কেন জানি এই গানটা শুনতে শুনতে সব কিছু ছেড়ে দিয়ে, সব মায়া পাশে রেখে মরে যেতে ইচ্ছে করে।
@siladityasen23844 жыл бұрын
কালমৃগয়া র এই গানটি এক অনন্য আবহ তৈরী করে ঋষিকুমার চলে যাবার পর। ফিরে ফিরে শোনার মতো।
@rinabiswas30087 ай бұрын
আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি এই গানের প্রতিটি আখর। স্বকীয়তা বজায় রেখে আমার দুই কল্যাণীয়া গায়িকা গানটিকে স্বর্গীয় আনন্দ ভূমিতে বপন করেছেন।
@kalyanchatterjee3944 Жыл бұрын
গানটি ইউটিউবে রয়েছে প্রায় ৩ বছর হল। সময়ে অসময়ে বার বার ফিরে এসেছি এই গানটির কাছে। Search button এ গিয়ে টাইপ করেছি ও শুনেছি।। আজ আবার শুনলাম রাতের বেলা একা বসে , এবং আজ ভাবলাম লিখি । জানি না sahana di তুমি পড়বে কি না। তবে রবীন্দ্রনাথ র বাকী গান গুলোর মত এই গানটিও যত বার শুনি একটা আলাদা মনে ও উপলব্ধি হয়। আজ আবার একই অনুভূতি , তবে আজকে আমি গানটার থেকে বেশী প্রশংসা করবো যন্ত্রসঙ্গীতের অর্থাৎ musical arrangements র । এই যে গানটির আবহ র সাথে মিলিয়ে পিছনে একটা খ্রিস্ট ধর্মীয় death funeral র একটা সাউন্ড , গানটি কে এক আলাদা মাত্রা যোগাচ্ছে , আর সবথেকে বড় হল , মাঝের ওই alarming chords gulo। যেনো একটা শোক , একটা দুঃখ , একটা গম্ভীর, একটা বিদায় বিষাদ র গল্পঃ বলছে। সামন্তক দা তুমি এটা ক্র যথার্থ করেছ
@Suvadip5094 жыл бұрын
যন্ত্র অনুষঙ্গ, কৃত্রিমতা বড়ো বেশি করে কানে লাগলো, চোখে পড়লো। তাই ভালো লাগলো বলি কি করে!
@subhadeepdutta61174 жыл бұрын
প্রথম বার শুনলাম এই গান টা আগে কখনো শুনিনি। খুব ভালো লাগল।
@sujataghosh73432 жыл бұрын
অনবদ্য এক কাজ! খুব অন্যরকম! যেন অন্তর থেকে বেজে উঠলো এই প্রার্থনা ধ্বনি! এই চিরসত্য! এই প্লুতস্বর অমোঘ!!🙏🙏
@satarupachatterjee64224 жыл бұрын
chokhe jol, gola r kache dola pakiye elo r proyato manusgulor mukh bhese uthlo, ki osadharon gailen mam
@sanchitagoswami65314 жыл бұрын
হে অনন্ত --হে মহান অসাধারণ কথা ও গান।।
@suchismitasanyal83434 жыл бұрын
অসাধারণ গান ৷ শুনে মনে শান্তি আসে ৷ শান্তিতে ভরে থাকুক সকলের মন ৷ পলা আর সাহানাকে অনেক ভালবাসা ৷
@cockroaches1434 жыл бұрын
সাহানা দি, তোমার কণ্ঠ এতো মনোমুগ্ধকর কেন?? হাজার কণ্ঠের মাঝেও তোমাকে আলাদা করতে পারবো।
@sukumarkantiguha13953 жыл бұрын
মন এক অন্যলোকে নিয়ে গেল । সেই অমৃতধামেই তো চিরশান্তি বিরাজিত। নমিতা গুহ।
@sarmisthaacharya6974 жыл бұрын
অাহা অাহা অপূর্ব... যেমন সঙ্গীত তেমন যণ্ত্রানুসঙ্গ.....মনটা কোথায় উধাও হয়ে গেল।
@samparoychowdhury30234 жыл бұрын
অসাধারণ গেয়েছেন দুজনেই, আবহ সংগীত খুবই সুন্দর, মন ভরে গেলো
@শর্মিষ্ঠাঘোষ-ত৮ট3 жыл бұрын
এই গান শোনার পর আর কিছু শুনতে ইচ্ছে করে না ..এক অদ্ভুত. নিস্তব্ধতা আচ্ছন্ন করে রাখে❤️
@kaberibhaumik77184 жыл бұрын
এই গান আত্মজ । একে গ্রহন আর নিবেদন সংলাপ হীন বর্ননাতীত। স্বকীয়তায় বিরামহীন। অভিনন্দন।
@deb67292 ай бұрын
Heart rendering. Brings tear every time
@sohininandi25384 жыл бұрын
Very much heart touching....onekdin por sunlam ganti...
@debdattamukherjee52134 жыл бұрын
এই গানটির এরূপ উপস্থাপনা অকল্পনীয় । প্রকাশ করার ভাষা নেই আমার । 💝
@peupadutta97974 жыл бұрын
Ma k hariyechi k Din a ge ..ei gaan ta bar bar suni r shati pai etA vebe j Ma okhan ei achen 🙏🙏
@petdogs38522 жыл бұрын
সকাল সকাল এই সুর আমাকে কেটে ফেলছে। সহ্য করতে পারছিনা আর...
@rumeladasgupta38374 жыл бұрын
আহা,কি শুনলাম!মন থেকে মেঘ উধাও! গানটা যেন আমার মনকে পরিণত করে দিয়ে গেছে, মনের পরিসরকে প্রসারিত করেছে। অনেক অনেক ধন্যবাদ। সাহানাদি, আপনার গান এইভাবেই আমাদের ভালো থাকার চাবিকাঠি হয়ে থাক আজীবন। ভালো থাকবেন।
আহা কি যে সুন্দর ❤️ কেমন যেনো একটা স্বর্গীয় অনুভূতি হলো ❤️
@pritamchakrabarty13594 жыл бұрын
আহা! কি অপূর্ব লাগলো দিদি । খুবই স্বল্প শ্রুত গান ।
@ayonbarua9244 жыл бұрын
হৃদয় ছুঁয়ে গেলো।
@nandinidas40264 жыл бұрын
Ekta ajana gan eto pran die geye shonanor jonno anek dhonnobad... Aro emon kichu shonar apekhhay roilam
@ashismukherjee16734 жыл бұрын
Darun ashis Mukherjee leftbam m 9674068864
@pikluchakra4 жыл бұрын
asadharon duet. shine di er gaan o kotodin pore sunlam. lots of love to both of you
@priyabrata864 жыл бұрын
Everything about this video from great music to the melancholic shots, Simply wow. As a listener and ardent follower of your music. Thank you. The transition of music, those cloud moving and life is identical.
@hemnolini16644 жыл бұрын
কি যে অপূর্ব শুনতে লাগছে তা কি করি বলি।❤❤❤❤অদ্ভুত সুন্দর ❤❤❤❤❤❤❤
@swagatachatterjee81804 жыл бұрын
Man vore gelo...khub sundor mam...thanks a lot uploading....
@souravroy99444 жыл бұрын
অসাধারণ খুব সুন্দর ভীষণ দরদ দিয়ে গাওয়া মন ছুঁয়ে গেল
@dolonmukhopadhyay89944 жыл бұрын
অসাধারণ সময়োপযোগী গান!!প্রিয় কণ্ঠে অশ্রুত এক গান যা মন কে পার্থিব চিন্তনের থেকে স্বর্গীয় এক অনুভূতির দিকে প্রসারিত করে
@chandrimaghosh20584 жыл бұрын
অসাধারণ সুন্দর গান ।ভীষণ ভালো গেয়েছেন ।মন ভরে গেল ।👌❤
@sarmisthaacharya6972 жыл бұрын
কতবার যে শুনেছি বলা যাবে না। অসাধারণ অসাধারণ
@pratisthaacharya49634 жыл бұрын
মন্ত্রের মতো.. আরোগ্যের মতো...
@arundhatikesh51194 жыл бұрын
খুব খুব ভালো লাগলো...... বারে বারে শুনছি 😘😘😘
@sagnikadhikary58734 жыл бұрын
Gave me goosebumps ! This was required by us . Thank you so much ma'am .
@khorshedalam91434 жыл бұрын
❤️Sahana’s ❤️songs is the therapy of my soul.Lots of love for you.....❤️
@rajashreeghosh26243 жыл бұрын
অভূতপূর্ব এক অনুভূতি হল।
@goutamashisguhasarkar15664 жыл бұрын
SHANTI SHANTI
@deb6729 Жыл бұрын
Still listening this song helps me to clean myself.
@RiazKhan-wq9qt4 жыл бұрын
এই গানটি আমি আগে কোনদিনও শুনেনি, আজি প্রথম। ধন্যবাদ তোমাকে।
@TMTRA4 жыл бұрын
Thanks for selecting this song. Well done 👍 Requesting to sing it again after 2-3 years ..!!!
@rupachakraborti80444 жыл бұрын
অপূর্ব
@tamaliray38974 жыл бұрын
ভীষণ ভাবে মন ছুঁয়ে যাওয়া একটি গান,, আবার পেলাম আমরা🙏🙏
@baisalisamanta2164 жыл бұрын
বেশ ভালো... বরাবরের মতোই❤️❤️
@sancharisen4 жыл бұрын
Beautifully heart-wrenching and heart-warming at the same time. Thank you for the amazing song this world music day!