Рет қаралды 1,511,017
মণিহার। বাংলা সিনেমার ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের সাথে যশোরের এই সিনেমা হলটির নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই আধুনিক স্থাপত্যশৈলীর জন্য সিনেমা হলটি খ্যাতি অর্জন করে।
শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্রপ্রেমীরা মণিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে মণিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
এর নকশা করেন কাজী মোহাম্মদ হানিফ। আর সাজসজ্জা করা হয় বিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের তত্ত্বাবধানে।
এই সিনেমা হলটি একসময় ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। তৎকালে বাংলাদেশের অধিকাংশ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হতো মণিহারে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
বিশেষ কৃতজ্ঞতা :
জিয়াউল হক ভাই
শরীফ বাঙ্গালী ভাই
#মণিহার_সিনেমা_হল #যশোর