#jay

  Рет қаралды 47

Kumar Shastri Ji

Kumar Shastri Ji

Күн бұрын

সমস্ত আচার্য শ্রীচরণের মধ্যে স্বাস্থ্য প্রণাম আর আমাদের সমস্ত ভক্তবৃন্দ ভট্টাচার্য ভক্তি মতি মাতা ছোট ছোট ভাই বোন সমবয়সী বন্ধু। সবাইকে জয় শ্রীরাম। জয় গৌর জয় নিতাই সত্যিকারে যে গুরুবিনা ভবানীধি তারাহি না কই সেই কেন ভাবতা সাজানো আমি বলি যে গুরুর কৃপা জগতের মধ্যে সবাইকে লাগবে যদি গুরু কৃপা হয় না যদি গুরুর নিয়তাপ প্রাপ্তি হয় না যদি গুরুর শ্রী চরণ প্রাপ্তি হয় না তাতে শীর্ষ জীবনে কোন লক্ষ্যের মধ্যে যাইতে পারবে না। সে জন্য ভক্ত সজন সে যেন ভক্ত সজন গুরু এমন জিনিস যে জীবন জীবন পর্যন্ত শিষ্যকে তাকে ভগবত দর্শন করানোর জন্য গুরুর কৃপা লাগবে ইহলোকে পরলোকে সে গুরুর কৃপা ছাড়া জীবমুক্তি হয় না গুরু অর্থ হইলো গু সব অক্ষরের অর্থ হল অন্ধকার রুম মানে প্রকাশ সে অন্ধকার থেকে প্রকাশ্যে নিয়ে যান তাকে গুরু বলা যায়। আর একটা তথ্য আছে গূ মানে ওজন সে গুরু কেমন হতে লাগবে তার ওজন তার জ্ঞানের ওজন অত্যাধিক মাত্রের মধ্যে পরিত্রাণ করার জন্য। ভক্ত সজন গরুর যতই ব্যাখ্যা করি না কেন সে কিন্তু আমরা অর্ধ জাগাতেই থাকি। যার প্রকাশের কারণে সংসারকে সংসার না মেনে তাকে বিচ্ছিন্ন তৃণ সমান মেনে জিভ কল্যাণ নিজেকে জী ভাবময় সে ভগবান মুকুন্দ কাছে তার জ্ঞানের দৃষ্টি থেকে উত্তোলন করে তার কাছে নিকটে নিয়ে গিয়ে কোলের মধ্যে বিরাজমান করে দেন সে গুরু কেমন হতে হবে। গুরু এমন হতে হবে যে শিষ্যকে পরিত্রাণ করে ভগবানকে পরিচয় করায় দেন বা শিষ্যকে কেমন হতে হবে সে গুরুর আদেশকে মেনে জগতের মধ্যে গুরুর নাম প্রচার করার জন্য তাকে পরিচয় করার জন্য তার জগতের মধ্যে ঈশ্বর প্রথম কর্তব্য থাক বে। দীক্ষা নিলাম সে দীক্ষার কোন উদ্দেশ্য না রেখে সে গুরুকে গুরুকে প্রচার করতে পারলাম না গ্রুপে দেখাতে পারলাম না গ্রুপে জানাইতে পারলাম না যে গুরু আমার সৎ পথের গুরু তাকে পরিচয় করানোর দরকার সেই ভগবান গুরু অবিচ্ছিন্ন সমান সমানই মনে হয়। ধারণ জগতের মধ্যে ভগবানকে পরিচয় যদি গুরু না থাকেন তাহলে কঠিন তাহলে কিন্তু অসম্ভব সেই গুরুকে জগতের মধ্যে নিজে আমি গুরু বলে সে গুরু কোনদিন বলতে পারবেন না তার কারণ গুরু মনে করবেন যে শিশু আমাকে জগতের মধ্যে পরিচয় করে দেবেন। জগতের মধ্যে গরু জিনিসটাকে নিশ্চয়ই পরিদর্শন করে জগতের মধ্যে নিয়ে আসবে। হাতি ভগবানের কাছে থাকাকালীনও গুরুর ভক্তিও লাগবে। সে গুরু গুরুর ও মাধ্যমে পরিচয় ভগবানের মাধ্যমে পরিচয় তার হয়ে গেলে সে কিন্তু গুরুর পরিচয় করাইতে হবে সে ঈশ্বর কর্তব্য সেটাই কিন্তু ভগবত দয়া আমি এখানে করতেছি দাশের কোন অক্ষরের মধ্যে ত্রুটি থাকলে ক্ষমা করবেন কারণ আমি লেখা জানি না আমি ওরা জানিনা। বাংলা ভাষা থেকে আমার অত অভিজ্ঞতা নেই তার মধ্যে পথভ্রষ্ট হয়ে থাকে তার কিন্তু আমাকে দাস কে ক্ষমা দেন জয় শ্রীরাম নারায়ণ জয় শ্রীরাম জয় গৌর জয় নিতাই।

Пікірлер
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Srimad Bhagavatam 1.1.1
48:03
Vaishnav Heart
Рет қаралды 626