যে সংসারে আপনার মত মা থাকেন, সে সংসার স্বর্গ হয়ে ওঠে। এত অপূর্ব পুরানো দিনের রেসিপি গুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই বানাবো। প্রণাম নেবেন। ভালো থাকবেন।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক আশীর্বাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@bhaskardas45163 ай бұрын
Apnar sange ek din dekha korar icchey roilo
@madhumitaroygupta23014 ай бұрын
আমি এর নাম ও কখনও শুনিনি। কত মণি মুক্ত লুকোনো আছে আমাদের বাঙালি রান্নায় যা হারিয়ে যেতে বসেছে আমাদের ঠাকুমা দিদিমাদের চলে যাওয়ার সঙ্গে । আপনার মত কিছু গুণী মানুষ আবার আমাদের সেই স্বাদের সম্পদ ফিরিয়ে আনছেন নতুন করে।
@MAMASIKITCHEN4 ай бұрын
সবাই যদি পারিবারিক ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে আগ্রহী হয়ে ওঠেন তাহলেই সব টিকে থাকবে।❤️
@nilanjanabiswas89814 ай бұрын
Sottyi... Moni muktai bote....
@rashmibhattacherjee62064 ай бұрын
darun laglo valothakun sustho takun
@mitalidatta61784 ай бұрын
আমাদের ঠাকুমা এটা করতো।
@Shuvam-go8vg4 ай бұрын
@@MAMASIKITCHENখুবই ভালো লেগেছে, love from jalpaiguri
@sasuriboumarrannaghar574 ай бұрын
বাংলার লুপ্তপ্রায় রেসিপি নিয়ে ভিডিও বানানো খুবই দরকার ছিল। অসাধারণ রেসিপি।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@soumitrabandyopadhyay30493 ай бұрын
আপনি আর্টিস্ট। বাংলার সনাতন গৃহধর্ম যে একটা আদ্যন্ত শিল্প ছিল, আপনাকে দেখলে সেটা মূর্তিমন্ত হয়। 🙏🙏
@MAMASIKITCHEN3 ай бұрын
আপনার করা সুখ্যাতির যোগ্যতা আছে কিনা জানিনা তবে আমি আপ্লুত। অনেক ধন্যবাদ ❤️🙏❤️
@monoranjannaskar63284 ай бұрын
মন ভরে গেলো দিদি, এইসব লুপ্ত প্রায় জিনিস বানিয়ে marketing এ নামলে পুরোনো nostalgic oitijyo গুলো নতুন করে ফিরে আসতো আর তার হাত ধরে ফিরতো মা ঠাকুর মার স্মৃতি
@MAMASIKITCHEN4 ай бұрын
এখনকার ফার্স্ট ফুডের সাথে ফাইট করে সারভাইব করতে পারবে না ।🙏
@somabhaduri44273 ай бұрын
এগুলো কোন দেশের রেসিপি? মণি মুক্তোর মতন!❤🎉
@OinndrilaaАй бұрын
Egulo khub healthy ami to kno din naamo sunini..loke kinbe tastey lagle
@MuzahidulIslam-pe6tz3 ай бұрын
ঠাকুমা কে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই ❤️ এই তিনটা রেসিপি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক রেসিপি, যুগ যুগ ধরে করে আসছি, আর ঠাকুমা একসময় আমাদের জেলার বা এরই আশে পাশে হয় তো বা অবস্থান করতেন । আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ সহ বাংলাদেশের পশ্চিমে জেলা গুলোতে ঝাউ,ঝাই,কড়কড়া, গন্ধগুঁড়া নামে পরিচিত। বাংলাদেশ থেকে অনেক অভিনন্দন ❤️
@MAMASIKITCHEN3 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা 🙏🙏
@naziaakter-ie1fg4 ай бұрын
মাসিমা, আমি মুসলিম এবং বাংলাদেশ থেকে। আমি চাল ভেজে গুড়ো করে রাখি। যখন ইচ্ছা হয় কলা দুধ গুড় কিনবা চিনি মাখিয়ে ছাতু করে খাই। আর চাল ভেজে ভর্তা করে খাই। হুবুহু তোমার মতো রেসিপি না হলেও অনেকটা এই ধরনের। তাই রেসিপিগুলো আমার ভালো লেগেছে। ভালো থেকো।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ।আদি অকৃত্তিম খাবার। এখনকার ছেলেমেয়েরা ভালোবাসে না। তবে কোনো অপকার নেই। খাওয়া খুব ভালো।❤️
@@VC_27 anekbar Pujo'r reference deoa ache video ti te, tai uni hoytoh bolchen je Pujo, jeta kina ekta socio-religious identity'r aspect, ta shared na holeo, food habits ta shared and celebrated.
@amritachaudhary58224 ай бұрын
আপনার মত মানুষ না থাকলে বর্তমান প্রজন্ম এই নাম গুলোই জানতোনা মাসীমণি,খুব ভালো লাগলো,ভালো থাকবেন,এভাবেই আমাদের অনেক কিছু শেখাতে থাকুন🙏🙏🙏
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️
@amritachaudhary58224 ай бұрын
@@MAMASIKITCHEN wc🙏🙏🙏
@arunaz79094 ай бұрын
খুব ভালো লাগছে এত পুরোনো অথচ আমাদের কাছে নতুন রেসিপি দেখে।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@binamallick5503 ай бұрын
দারুন লাগলো মাসিমা আগে আমাদের মা ঠাকমাদেরকে দেখতাম ঝাঁটা দিয়ে চাল ভাজা করতে সেই ছটো বেলা কথা অনেক ভালো লাগলো দেখে ❤️👌👌
@MAMASIKITCHEN3 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ❤️❤️
@sutonu3 ай бұрын
কোনদিন চোখেই দেখিনি এই recipe.. বেশ মজা লাগলো দেখতে। কত পুরোনো খাবার বর্তমান যুগে হারিয়ে গেছে..। আপনাকে অশেষ ধন্যবাদ। 🙏
@AMAR-z4n1q4 ай бұрын
হারিয়ে যাওয়া রেসিপি গুলো আপনি কি সুন্দর শেয়ার করলেন মাসিমা। প্রণাম নেবেন আর খুব ভালো থাকবেন
@MAMASIKITCHEN4 ай бұрын
Anek dhanyabad anek suvakamona ar valobasa ❤️❤️
@namitachowdhury20014 ай бұрын
আমি কখনও শুনিনি এইগুলোর কথা কিন্তু দেখে খুবই ভালো এবং লোভনীয় লাগলো আপনি এতো সুন্দর করে দেখালেন মনে হচ্ছে এক্ষুনি করে ফেলি অনেক ধন্যবাদ আপনাকে এগুলো দেওয়ার জন্য
@MAMASIKITCHEN4 ай бұрын
আপনাকে স্বাগত জানাই। ভালো লাগলো ❤️❤️
@titlytandra341617 күн бұрын
সত্যি বলতে এইসব রান্না হচ্ছে " রান্নার ইতিহাসের দলিল "❤️❤️❤️❤️ প্রণাম নেবেন।। ভালো থাকবেন মাসিমা।।
@srabanibandyopadhyay5714 ай бұрын
খুব ভাল লাগল। এমন রান্না কখনো দেখি নি বা শুনিও নি। সত্যি হারিয়ে যাওয়া দারুণ রেসিপি পেলাম।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@akashmukhopadhyay9335Ай бұрын
Shotti ashadharon laglo. Aro erokom dekhte chai
@MAMASIKITCHENАй бұрын
অনেক ধন্যবাদ ❤️❤️
@mahuapodder53623 ай бұрын
পুরোনো রেসিপি কিন্তু আমাদের কাছে একদম নতুন। আমি তো এই নামগুলো প্রথম শুনলাম। সহজ অথচ দারুণ রেসিপি গুলো। অনেক ধন্যবাদ আপনাকে এই হারিয়ে যাওয়া রান্না শেয়ার করার জন্য ❤❤।
@MAMASIKITCHEN3 ай бұрын
আপনাকে স্বাগত জানাই। এখন এগুলোর কদর নেই। এখন কতো রকমের খাবার আমাদের ছোটবেলায় এগুলোই ভালো লাগতো ❤️❤️❤️
@imtisharimran3494 ай бұрын
অদ্ভুত সুন্দর রেসিপি। বিশেষ কে করকরাটা আমার খুব পছন্দ হয়েছে আমি রিসিফিটা বানিয়ে দেখব
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@SaylaChowdhury3 ай бұрын
চমৎকার সব পুরানো দিনের রেসিপি
@jayantibanerjee86574 ай бұрын
Khub valo laglo ei hariye jaua jinish gulo apnar kache jante pere.. 👌👌
@@MAMASIKITCHENআপনারা আছেন তাই এই পৃথিবীতে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি, সর্বভারতীয় ক্ষেত্রে আপনার মতো আরো কয়েকজন এইরকম স্নেহময়ী মমতাময়ী নারী আছেন। আপনারা হলেন রৌদ্রকরোজ্জ্বল দিনে একঝলক শীতল বাতাস ও জল। এখনকার প্রজন্ম এক অন্ধকার ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে। আপনাদের দেখে একটা গানের কথা খুব মনে হয় বলছি পারলে শুনে নেবেন।অমৃক সিং অরোরার কন্ঠে শ্যামাসঙ্গীত "রাঙাচরণ" এলবামে।মা বাসন্তী দেবীর কথা ও সুরে গানটির প্রথম লাইন "বঙ্গের ঘরে ঘরে,যত নারী চলেফেরে, ঘোমটার আড়ালে হাসে ,সে যে মাগো তুই,সেযে শ্যামা তুই"। আমার অনুরোধ টা রাখবেন শুনলে ভালো লাগবে নিশ্চিত।
@subhapathak6524 ай бұрын
Khub valo laglo. Notun recipi
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️
@sukantamodak31644 ай бұрын
আপনার অনেক রান্নায় পুরোনো দিনের স্বাদ পাওয়া যায় । ভালো থাকবেন ।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি আমার ঠাকুমার কাছে বেশি সময় কাটাতাম।তাই তার প্রভাব আমার উপর পড়েছে।❤️❤️
@TheworldofSonali4 ай бұрын
Darun hoyechhe
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️
@shreejayabhattacharya52673 ай бұрын
মাসীমা রান্না তো সুন্দর , তবে তা সুন্দরতর হয়ে উঠেছে আপনার উপস্হাপনার গুণে ❤❤❤।
@jayasreerpakghor3 ай бұрын
কি যে অপূর্ব লাগলো কি বলবো। অসাধারণ লাগলো ♥️
@kalyanmajumder68372 ай бұрын
আমার ঠাকুমাকে দেখেছি মনসা পূজোর সময এই ধরনের খাবার বানাতো, খুব ই ভাল খেতে হয। চালভাজার সাথে চিডে ও আদা ভেজে মিসিযে দিত।
@user-wo4ss8zg6o4 ай бұрын
পোড়া মাটি খাওয়াকে বলা হয় "Pica" দেহে আয়রন-র অভাব হলে এমন প্রবৃত্তি হয়। সেকালে মায়েদের অনেকেরই আয়রনের অভাবজনিত রক্তাল্পতা ছিল।
@MAMASIKITCHEN4 ай бұрын
একদম ঠিক কথা বলেছেন ।🙏
@amitasengupta11074 ай бұрын
আমার তো কখনো খেতে ইচ্ছে করে ।
@runaroy67434 ай бұрын
Khub bhalo laglo .....kakhono dekhini
@MAMASIKITCHEN4 ай бұрын
Sune khub valo laglo ❤️❤️
@meetchoubey11124 ай бұрын
Khub valo laglo ❤
@debjanikundu8576Ай бұрын
Issh darun recipe... Ato healthy r unique
@sanjida_hasan3 ай бұрын
আমার নানু চাল ভেজে কড়ই বানাতো। বাংলাদেশে আমরা তাই বলি। এরপর সেটা গুঁড়ো করে কখনও শুধু পানি দিয়ে কখনও এভাবে কলা দিয়ে/ গুড় দিয়ে মেখে নাড়ু বানাতেন। কখনও সেখানে তিল এর গুঁড়ো, নারকেল কোড়ানো/ কুচি ইত্যাদি ব্যবহার করতেন। রেসিপিগুলো খুব ভালো লাগলো। নানু আর নেই। এভাবে আর কে বানিয়ে দেবে। এত যত্ন করে। স্মৃতি রয়ে গেল। আমার খুবই প্রিয় খাবার আর নানুর অনেকের মাঝে একটা প্রিয় স্মৃতি। ❤ ভালো থাকবেন।❤
@manishasinha517Ай бұрын
অসাধারণ বাংলার সোনালী দিনের এই ঐতিহ্যবাহী পদগুলো কোথায় হারিয়ে গেল !
❤apurbo ,,Ami jantam e na ei rakom khabar aachhe ,,,,,daroon ,,daroon ,,, 🎉🎉🎉🎉
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you ❤️
@nilanjanabiswas89814 ай бұрын
Onek dhonyobad purono emon sob recipe share korar jonyo....
@MAMASIKITCHEN4 ай бұрын
You are most welcome ❤️❤️
@rakeshmandal6231Ай бұрын
অপূর্ব জানলাম।
@ManishaDutta563 ай бұрын
ঠাম্মা এই রেসিপি গুলোর কোনোদিন নাম ই শুনিনি.....আপনার দৌলতে হারিয়ে যাওয়া পদ গুলো ফিরে পাচ্ছি....ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা এইভাবেই আপনার দ্বারা সমৃদ্ধ হ❤ই
Khub bhalo laglo go onek kichhu shikhte parlam🙏🙏🙏🙏♥️♥️♥️
@wixiexilvia83042 ай бұрын
অনেক ভালো লাগলো মাসি। এগুলো আমি খেয়েছি আমার মায়ের হাতে। মা বলতো তখনতো আর বেকারি আইটেম ছিলোনা। তাই ক্ষুধা লাগলে গ্রামের মানুষরা চাল ভাজা খেতো। বাংলাদেশ থেকে অনেক অনেক ভালোবাসা❤
@aparnavedula1132 ай бұрын
অশেষ ধন্যবাদ আর ভালোবাসা। অসাধারণ কাজ করলেন আপনি
@SnigdhaGhosh-y6z4 ай бұрын
খুবই অন্য রকম রেসিপি মনেহল যেন নিজের মার কাছ থেকে শিখলাম
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@sumidhar73493 ай бұрын
Thanku masima. Khub bhalo laglo ❤
@NamrataaKhan4 ай бұрын
Khub bhalo laglo 🙏🌹🪷💝
@MAMASIKITCHEN4 ай бұрын
Thanks ❤️
@sarbarigupta2934 ай бұрын
😊😊ek kathai anobadyo.
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much❤️❤️
@Srijasdishdelight4 ай бұрын
প্রণাম নেবেন, খুব ভালো লাগলো রেসিপি গুলো l অবশ্যই try করবো l ভালো থাকবেন l
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@lilabatipalit19994 ай бұрын
Darun hoyeche ❤
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️
@shankarimukhopadhyay71514 ай бұрын
Konodin dekhini,khaoato hoy e ni.darun laglo. ❤❤
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️❤️❤️
@mausumibhattacharya20794 ай бұрын
দারুন লাগল। এই সব নাম ত জীবনে শুনিইনি।
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেকেই শোনেন নি মাত্র কয়েক জন ছাড়া ❤️
@mallikabhattacharya50874 ай бұрын
বেশ ভালো লাগলো..😋👍❤️🙏
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ছোটবেলায় অনেক খেতাম ❤️❤️❤️
@soumibiswas45994 ай бұрын
এই অজানা বিলুপ্তপ্রায় রান্নাগুলি জানেন, এমন প্রাচীন ও প্রবীণ মানুষ পৃথিবীতে না থাকার সম্ভাবনাই বেশি। আপনার এই রান্না গুলি, শুধু যে চালের রকমফের, তা নয়, এর সঙ্গে রয়েছে বিধবাদের যাপনের গল্প, যাঁদের জীবন শুধু না দিয়ে ভরা, তাঁদের ভালো লাগার গল্প, বাঁচিয়ে রাখার, জানতে ইচ্ছে হয়, এই রান্না গুলি কোন বাংলার ? যদি এপারের হয়, তবে কোন জেলার, এরকম আরও অনেক রান্না বাঁচিয়ে রাখুন, প্রণাম
@MAMASIKITCHEN4 ай бұрын
এগুলো ওপার বাংলার। তখনকার ময়মনসিংহ জেলার। এখনকার নেত্রকোনা জেলা।❤️❤️
@MahiMMkitchen3 ай бұрын
এই নতুন রান্না রেসিপি দেখলাম আমার আগে কখনো দেখিনি খুব ভালো লাগলো ❤❤❤
@lata43434 ай бұрын
চমৎকার। তুলনা নেই। 'হারায়ে খুঁজিয়া ফিরি।'
@sampamitra35794 ай бұрын
খুব ভাল লাগল।
@MAMASIKITCHEN4 ай бұрын
শুনে খুব খুশি হলাম ❤️
@uzzalmatin91714 ай бұрын
খুব ভালো লাগলো হারানো দিনের খাবারের রেসিপি❤বাংলাদেশ থেকে ।
@MAMASIKITCHEN4 ай бұрын
খুব খুশি হলাম ❤️
@simadutta60924 ай бұрын
বাকি দুটি রেসিপি র নাম শুনিনি কোনোদিন, খুব ভালো লাগলো ❤
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ❤️❤️
@shipraguru32814 ай бұрын
Khub bhalo hoyeche maa go
@MAMASIKITCHEN4 ай бұрын
Anek dhanyabad anek suvakamona ar valobasa ❤️❤️
@kitty490084 ай бұрын
প্রথম শুনলাম আর দেখলাম খুব ভালো লাগলো
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ❤️❤️
@LipiJayantaVlog3 ай бұрын
Khub bhalo laglo baniye dekhbo👍🙏
@mohuaamajumdar4183Ай бұрын
Khub bhalo hoyeche masi ❤
@tuktukikundu97574 ай бұрын
একেবারে নতুন লাগলো,
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ❤️
@doelmitraroy68104 ай бұрын
Tulona hoi na a sob hariye jaoa recepi... Darun laglo masi ma . Pronam naben.
@MAMASIKITCHEN4 ай бұрын
Anek dhanyabad anek suvakamona ar valobasa ❤️
@grihokonevrindavan38254 ай бұрын
খুব ভালো লাগলো ভালোমা❤❤❤❤❤
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@MistusLahariJal2 ай бұрын
খুব ভালো লাগলো আপনার রান্না গুলো, আমাদের বাড়িতে মনসা পুজোতে সেদ্ধ ও আতপ দু'রকম চালের গুঁড়ো ই লাগে
@shibanibhowmik87182 ай бұрын
বা: চমৎকার রেসিপি। ❤️
@mohuyaghosh57944 ай бұрын
সত্যিই কতো রকমের রান্না আছে যা আমরা জানি ইই না। খুব ভালো লাগলো আপনার কাছে নতুন অভিনব রান্না গুলো দেখে। 🥰🥰
Sune khub valo laglo valo theko anek valobasa ❤️❤️
@reshmichakraborty52534 ай бұрын
আণ্টি তোমাকে দেখে আমার মন ভরে যায়,আমার তো মা নাই তোমার কথা শুনলেই মনে হয় মা কথা বলছে।তোমার কথা গুলোতেই মা মা গন্ধ ।খুব খুব ভালো থেকো তুমি আর সুস্থ থেকো।
@MAMASIKITCHEN4 ай бұрын
তুমি ও খুব ভালো থেকো অনেক আশীর্বাদ শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@Swapnokafamily2 ай бұрын
আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো ঠাকুমা❤
@MousumiDas-ev4vr4 ай бұрын
বাহ্ বেশ মজার খাবার তো!!আমার মা দিদিমাকে এরকম মুড়ির গুড়ো দিয়ে লাবনী বলে একটা খাবার বানাতে দেখতাম,দারুণ খেতে লাগতো।
@MAMASIKITCHEN4 ай бұрын
খই এর গুঁড়ো দিয়ে একটা ছাপা তৈরি করে উওর ২৪পরগণায় দেখেছি ঘরে ঘরে নববর্ষের আগে দিন। কতো কিছুই আছে সবাই সবটা জানেন না।
@manimoysengupta21084 ай бұрын
চট্টগ্রাম, কুমিল্লার আদি বাসিন্দারা লাবণ বা লাবণি বলেন। দারুন খেতে।
@sharmisthapurakayastha95634 ай бұрын
@@manimoysengupta2108হয় তো লবণ থেকেই লাবণ বা লাবণি।
@adogcalledkuttus4 ай бұрын
@@manimoysengupta2108 Recipe ta din na
@amitdebnath7394Ай бұрын
Khub sundar recipe.. Pronam neben jethima
@Creativeworld8712-u3x2 ай бұрын
Khuuuub bhalo laglo😊
@subhajyotibhattacharya5504 ай бұрын
কোনোদিন শুনিনি, মনে হচ্ছে টিফিন আইটেম হিসেবে সবার ভালো লাগবে।
@AdiAnandirPoribar444 ай бұрын
কি সুন্দর🎉🎉 খুব ভালো লাগলো মাসিমা। দারুন
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে ❤️
@ShyamaliMajumder-m3oАй бұрын
মাসিমা আপনার কথা অসাধারণ আর রান্না বলার অপেক্ষা রাখে না ভালো থাকবেন সবাই ❤
@simadey80922 ай бұрын
khub valo laglo❤❤
@monalishadas_30104 ай бұрын
Sundor ranna ...... R apnar kotha o khub valo lagche sunte..😊
@MAMASIKITCHEN4 ай бұрын
Anek dhanyabad anek suvakamona ar valobasa ❤️❤️
@rimjhimsensharma6039Ай бұрын
অসাধারণ। আমি প্রথম এ নাম গুলো শুনলাম। 🙏
@MAMASIKITCHENАй бұрын
অনেক ধন্যবাদ ❤️❤️
@sharmimusical81934 ай бұрын
Osadharon laglo..
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much ❤️❤️
@sujatamukherjee73404 ай бұрын
অভিনব রেসিপি..খুব ভালো লাগলো..
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️
@ssaha40094 ай бұрын
Asadharan laglo
@MAMASIKITCHEN4 ай бұрын
Thank you so much,❤️❤️
@_cooking_education_4 ай бұрын
অসাধারণ একটি রেসিপি খুব ভালো লাগলো ❤❤🎉
@MAMASIKITCHEN4 ай бұрын
অনেক ধন্যবাদ ❤️❤️
@shilasarkar9487Ай бұрын
Darun ranna . Pronam neben.
@bandanachakraborty18273 ай бұрын
Baah ki sundor.. Jemon nam temon sundor ranna👌👍🙏😘aage shunini ei namgulo😊darun hoeche banabo ekdin 👌🙏