@@rioofficial420 ✅ চ্যানেলে ঘুরে আসুন পেয়ে যাবেন।
@subarnaakter683Ай бұрын
ভাইয়া আমার টবের মাটি মোটামুটি পুরনো,,, আর বেশ কয়েকমাস ধরে একদম চারা বারে না,, পর্তুলিকা ও লাগিয়ে রাখি,, বারে ও না আবার মরে ও যায়না,, মাটি টা কিভাবে ঠিক করতে পারি,, প্লিজ বলবেন
@gacherporichorjaАй бұрын
@@subarnaakter683 ✅ টবের মাটি পুরনো হলে পুষ্টির অভাব হতে পারে। সমাধান হিসেবে: 1. মাটি পরিবর্তন: পুরনো মাটির ২৫-৩০% সরিয়ে তার জায়গায় নতুন মাটি ও জৈব সার (কম্পোস্ট বা পচা গোবর) মেশান। 2. মাটি ঝুরঝুরে করুন: শিকড়ের শ্বাস নেওয়ার জন্য মাটি আলগা করুন। 3. সার ব্যবহার: প্রতি ১৫ দিনে একবার তরল জৈব সার (কম্পোস্ট চা) বা অল্প পরিমাণে এনপিকে (১৯:১৯:১৯) দিন। 4. পোকা-মাকড় দমন: নিমতেলের স্প্রে ব্যবহার করুন। 5. সূর্যের আলো: পর্তুলিকা গাছের জন্য প্রতিদিন ৫-৬ ঘণ্টা রোদে রাখুন। 6. পানি সেচ: মাটির উপরিভাগ শুকালে তবেই পানি দিন, অতিরিক্ত পানি দেবেন না। এভাবে যত্ন নিলে গাছ দ্রুত বাড়তে শুরু করবে। 🌿 আশা করি এতে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। ❤️
@JewelSorker-e6w28 күн бұрын
আসসালামু আলাইকুম আমার ২০ শত মাটিতে জিপ সার দিছি ১ বস্তা এটা মনে হয় ১৫ থেকে ২০ কেজি হবে, সাথে বিলিচীং ৪ কেজি। অনেক বলতাছে জিপ সার অনেক বেশি হয়ে গেছে। এখন আমার কি করনীয় অভিজ্ঞতা পরামর্শ চাই
@gacherporichorja28 күн бұрын
@@JewelSorker-e6w 🌿ওয়ালাইকুম আসসালাম ❤️ আপনার প্রশ্নটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।😀 ✅ ২০ শতক জমিতে ১৫-২০ কেজি জিপসাম প্রয়োগ করা বেশি হতে পারে, কারণ সাধারণত এই পরিমাণ জমির জন্য ১০-১২ কেজি জিপসাম যথেষ্ট। বেশি সারের কারণে মাটির লবণাক্ততা বেড়ে যেতে পারে, যা ফসলের জন্য ক্ষতিকর। আপনার করণীয়: ১. জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিন যাতে অতিরিক্ত লবণ ধুয়ে যায়। ২. ভবিষ্যতে সারের পরিমাণ নির্ধারণের আগে মাটির অবস্থা পরীক্ষা করুন। ৩. ব্লিচিং পাউডার প্রয়োগে সতর্ক থাকুন, কারণ এটি মাটির উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করতে পারে। 🌿আশা করি বুঝতে পেরেছেন। 😀