"সলিলবাবুরে কইলাম এ গানটা আমারে দ্যান।...উনি শোনলেন না.....শ্যামলরে দিয়া দিলেন !!" ....একান্ত স্মৃতিচারণায় দেবব্রত বিশ্বাস !
@parthasarathimukherjee71283 жыл бұрын
Salil choudhury was right
@chiragganguly50882 жыл бұрын
সত্যি কথা দেবব্রত বিশ্বাসের কন্ঠে এই গানটি ভালো লাগছে
@asimsarkar93882 жыл бұрын
দেবব্রত বিশ্বাসের মতো এত বড় মাপের শিল্পীর এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায় তিনি কত সরল ও সুন্দর মনের মানুষ ছিলেন ! 🙏
@tonmoyghosh9975 Жыл бұрын
Shyamal mitra was far better to touch the soul
@coveringeternity Жыл бұрын
@@tonmoyghosh9975 "......far better...." !!!!!!???? .... Asole byapar ta purotai APEKHIK ... Amar mone hotei pare "Ami chonchol hey....." Ei gaan ta konodin keu onar moto gaite parbe na.....Onno karo hoyto mone hobe ..... Ei gaan ta Jeet Ganguly r cheye valo keu gaite pare na...
@parthapratim13416 жыл бұрын
শ্যামল মিত্রের গলা রোমান্টিক, আর জর্জদার গলায় একটা সূক্ষ্ম ঝঙ্কার যা প্রাণের ব্যথাকে সুরের রঙে ছুপিয়ে দিয়েছে। ধন্য তোমার তুলি, জর্জদা।
@somjyotisengupta18203 жыл бұрын
Satti darun bolychen.
@kabitabhaduri37923 жыл бұрын
আপনি একদম সত্যি বলেছেন আহা আহা কি অপূর্ব সংগীত সেই পুরনো গান চির নবীন 🙏🙏
@123arupc8 күн бұрын
শেষকথা..অসাধারণ একটা কম্পোজিশন সলিল চৌধুরীর..সেকারণেই জর্জদা গানটির প্রতি আসক্ত হয়েছিলেন..তবলা সঙ্গত ছাড়া গানটির সুর আর বাণীর অন্তর্নিহিত ভাব হৃদয় ছুয়ে যায়..জর্জদার ওই বেস-ভয়েস আর গায়কী আর সলিল চৌধুরীর ওই অসাধারণ কম্পোজিশন যেন রাজযোটক.. শ্যামল মিত্রর রোমান্টিক কন্ঠেও গানটি অসম্ভব শ্রুতিমধুর... এরা সব বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের শিল্পী..যা সব অসাধারণ গান গেয়ে গেছেন তা আর হবে না... আমি যে তুলনা করবো আমি কে হে সঙ্গীতবোদ্ধা?..বুকে হাত দিয়ে কেউ বলুক তো যে দুজনের গাওয়া এই গানই অসাধারণ শুনতে লাগছে কিনা?.... 🙏🙏
@k45y5 жыл бұрын
Internet এর যুগ না হলে গানটি শোনা থেকে চিরদিনের জন্য বঞ্চিত হতাম। অসাধারন। 🙏🙏
@sajalkumarsau38913 жыл бұрын
Ekdom e tai … Janai jeto na 🙏🙏
@somnathmitra2448 Жыл бұрын
ঠিক❤❤❤
@sobhandatta98987 жыл бұрын
ছোটবেলা থেকে শ্যামল মিত্রর কন্ঠে শুনে এসেছি ভীষণ সুন্দর এই ভিন্ন রকমের অন্যতম ভালোলাগার আধুনিক গান, কিন্তু দেবব্রত বিশ্বাস এর পরিবেশন আরো ভিন্ন ! গান এর অন্তর্নিহিত ব্যাথা বেদনা অনেক ভালো ভাবে প্রকাশ পেয়েছে, আরো বেশি মন ছুঁয়ে যায় !
@kaustuvde55203 жыл бұрын
More depth more passion have added different mood of the song.DebabrataBiswas is unparalleled. Perhaps Salil Choudhury had done a mistake.
@arnabmazumder92122 жыл бұрын
Ei rabigan kabolmatro debabrata biswas er jonyoi sristi anyo karor noi. Salil babu behisebi hoye shysmal ke diechhilen,
@sudipto19692 жыл бұрын
Exactly
@manikbhowmik55242 жыл бұрын
khuboi bhalo geyechen tabuo bolbo ei ganti sudhui shyamoler.
আহা , কি শুনলাম ............ অন্তরে অন্তরে যদি কোন মন্তরে বোবা এ প্রানের ব্যথা বোঝানো যেতো গো তারে। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শোনার সৌভাগ্য হল । কিছু বলার ভাষা নেই ।
@somamukherjee62476 жыл бұрын
Joto bar suni totobar e r o r o valolaga bere jai..ontor chuye jai
@somnathchoudhury23763 жыл бұрын
অসাধারণ গায়কী। শ্যামল মিত্রের কন্ঠে গাওয়া গানের ছন্দ ও লয় পাল্টে এক অনন্য মাত্রায় গানটি কে নিয়ে গিয়েছিলেন। আপনি অনন্য, একক, অতুলনীয়।।
@sc5021-d1m29 күн бұрын
অসাধারন শব্দটাও বড় সাধারন ওনার জন্য। প্রনাম স্যার।
@gautamchakrabarty13287 жыл бұрын
আজ থেকে ১০০ বছর পরেও দেবব্রত বিশ্বাস অনন্য । উনিই একমাত্র ওনার বিকল্প।
@AS-pk4by7 жыл бұрын
Gautam Chakrabarty Well said.
@SupriyoDasOnGoogle6 жыл бұрын
He will rule the hearts of at least those born in the late sixties ... Incredible singer...
@rathinpaul10573 жыл бұрын
HE IS THE EMPEROR OF THE RABINDRA SANGEET EMPIRE . HE IS GALACTIC EMPEROR .
দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গানটা একটা আলাদা মাত্রা পেয়েছে। কেমন যেন মাদকতায় ভরা।মন জুড়িয়ে যায়।
@ankusdeb69245 жыл бұрын
Ektu pore tobla jeta baje setar opekkha chilo
@anurupamukherjee14223 жыл бұрын
Exactly...akdom different lage onar golaye ai gan ti..
@chandanguha81334 жыл бұрын
এই গানটি শ্যামল মিত্র এবং দেবব্রত বিশ্বাস দুই শিল্পীই স্বকীয় বৈশিষ্ট্যে এক সীমাহীন কালসাগরে ভাসিয়ে দিয়েছেন। একই অঙ্গে দুই রূপ প্রতিষ্ঠা করেছেন। তুলনা করতে যাওয়া বাতুলতা।
@AsimDatta-y4b20 күн бұрын
আজ প্রথম শুনলাম, সত্যিই অসাধারণ অনুভূতি, তুলনাহীন, অনবদ্য সৃষ্টি।
@DebabrataGanguly-j6c4 ай бұрын
অসাধারন সঙ্কলন! শুনে মনে হয় রবীন্দ্রসঙ্গীত শুনছি। একটা অন্য রকম অনুভুতি।
@sudarsanbasu88782 жыл бұрын
প্রতিটি বাংলা শব্দের গতি প্রকৃতি আবেগ উনি যেভাবে ধরেন ..
@santanughosh79563 жыл бұрын
Salil Chodhury, Shyamal Mitra and Debabrata Biswas - all are legends. What an era of great musicians, composers and writers!
@soumendas81783 жыл бұрын
এরকম একটি প্রাণবন্ত গান যা কিনা শ্যামল মিত্রের গলায় সুপারহিট সেই গান দেবব্রত বিশ্বাসের দরাজ গলায় এক অনন্য অনুভূতির অনুরণন এনেছে। 🙏
@soumyaroychowdhury72596 ай бұрын
For the 1st time in My Life(I am 55 year old)I am hearing "A Adhunik Bangla Song" of Debobrata Biswas # I am Speechless # Thank You For Making This Blog ❤️👍💐🙏
@sobhankumarbhar51944 жыл бұрын
দেবব্রত বাবু অসাধারণ, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সলিল চৌধুরীর অনবদ্য লিখন ও সুরের কথা কেউ বললেন না, যা আজ পর্যন্ত বাংলা গানের ইতিহাসে অদ্বিতীয় । সমান ভাবে মুম্বই তেও তার অবদান জনপ্রিয় আজ ও। এরকম ব্যক্তিত্ব বিরল।
@parajkalita2 жыл бұрын
আমি অসমের বাসিন্দা - অসমীয়া। ছোটবেলায় সলিল চৌধুরী আর হেমাঙ্গ বিশ্বাসের দুটো ক্যাসেট হাতে এসেছিল। তাতেই গানের প্রতি, আর বাংলা ভাষার প্ৰতি একটা অসাধারণ আকর্ষণ জন্মাল, আর জীবনের পথ অনেকটা পাল্টে দিল। এখনো গান আমার জীবনের একটি বিশেষ অঙ্গ।
@shamssajib88609 ай бұрын
শুধু কলকাতা বা মুম্বাই নয়, দক্ষিণ ভারতেও সলিল চৌধুরী কে সংগীত এর ঈশ্বর রূপেই দেখা হয়। ইলাইয়া রাজা এবং জীশুদাসজী এর সাক্ষাৎকার এ পড়েছি।
@gopalmukherjee2802 жыл бұрын
The best rendition of the song by George Da, that touch mind & heart to the level of infinity rendering due respect to Shymal Mitra. Hats off to you George Da to present this modern song ( after a great attempt to get the permission from Salil Choudhary, the creator of the song) besides your eternal Tagore songs which reveals another dimension of your talent. George Biswas was the genius & rare personality where art & culture are concerned. With gratitude I again bow my head to your feet.
@anupacharya87312 жыл бұрын
Satyi e asadharan. Shonar sujog kore deoar janya antarik dhanyabad ❤️🎉🎉🎉
@aadhikary2466Күн бұрын
❤❤❤❤❤❤. Osadharon, onobodyo, koti koti pronam. Amar motey Salil Chaudhury r mosto boro bhul korechilen, gaan ta Debabrata Biswas Sir er konthye durdanto maniyechey.
@mitradattasen38089 жыл бұрын
আসাধারন! এমন গাইতে শুধু উনিই পারেন।
@MalabikaChakraborty6 жыл бұрын
সত্যিই গান তার পড়ে পাওয়া ধন
@abhijitmajumdar32776 жыл бұрын
This song was sung by George da with immense passion and feelings and wow what a melodious voice he had.
@sudiptoganguly86053 жыл бұрын
শ্যামল মিত্রের গায়কী অসাধারণ, কিন্তু জর্জ বিশ্বাস বোধকরি অনন্য 🙏🙏🙏
@somnathmitra2448 Жыл бұрын
অবশ্যই ❤❤❤
@gopalmukherjee2802 жыл бұрын
More I listen the song of George Da, more it reaches me to eternity. Nothing more to say. Only I can say hats off to you George Da.
@diptiman200015 жыл бұрын
wish it never ended.......George da is unique.....it is so euphoric to hear him.......
@jibansen30872 жыл бұрын
জর্জ বিশ্বাস একজন উদাত্ত কণ্ঠের অধিকারী। তার সকল সঙ্গীত চিরস্থায়ী হয়ে মানুষের কাছে চিরস্থায়ী হয়ে থাকবে।
@ramaprasadchakraborty7642 жыл бұрын
অনন্যসাধারণ এই পরিবেশন । তুলনাহীন !!
@himanshudas948 Жыл бұрын
এতো মহৎ ও বৃহৎ প্রতিভা কিন্তু চিরকাল তাঁর উপর শুধু অবিচার হয়েছে। তাঁর মূল্যায়ন হয়তো কোনো দিনই হবেনা। আজ থেকে একশো বছর পরেও সঙ্গীত পিপাসু মানুষের কাছে তিনি জীবন্ত কিংবদন্তি হিসেবে বেঁচে থাকবেন।
@abhijitde660611 ай бұрын
আধুনিক গানে কেন যে সে ভাবে ওনাকে পেলাম না 😢😢😢 কী অসাধারণ!
@snbagchi10 жыл бұрын
Never knew that Gorge da sang this song. Today is birthday of Gorjeda, our heartfelt respect . Thanks for uploading
@snbagchi11 ай бұрын
after 9 years again listen the song , same thrilling and voice
@snbagchi8 ай бұрын
Again listen this memorable song 10 May 2024 Kolkata
@sahityoasor3 жыл бұрын
Just beautiful ❤️ speechless 🙏George Da...
@swapankumardatta89713 жыл бұрын
এ গানটি শুনতে পেয়ে আমি ভাগ্যবান। দীর্ঘকাল হৃদয়ে অনুরিত হবে।
@rounakchatterjee86658 жыл бұрын
His Voice is "HIS Master VOICE"
@BhaboghureMonAmar6 жыл бұрын
এই প্রথম শুনলাম। নিজের বৈশিষ্ট্যে গান টা গেয়েছিলেন। আমার প্রিয়তম শিল্পী।
@animeshdas38718 жыл бұрын
Bhasa hariyechi - emon nibedon aar hobe na - Proyato Debabrata Biswas atmar proti lakho-koti pronam.
@bithikagupta19295 ай бұрын
যতবার এই গানটি জর্জ দার কন্ঠে শুনি,মন প্রাণভরে যায়।অসাধারণ
@LEONIDDATTA5 жыл бұрын
অনেকেই গান এই গানটা - তবু এ কণ্ঠের আবেদন হৃদয়ছোঁয়া 😃😃
@akmkarim111 жыл бұрын
সেদিনের এ গানটি শুনে মুগ্ধ হলাম। পোষ্ট দেয়ার জন্য অভিন্দন র'ল।
@shyamalkumarmukherjee2363 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা , জর্জদার কোনো বিকল্প হবে না
@malayguhamajumder22764 жыл бұрын
Dujon Durakam , etotai bhalo je boler kichhu nei , hats off , thanks
@binaysaha85423 жыл бұрын
99 jon jara dislike korechen tader dekhar ichhe roilo.
@enamulhasan12547 жыл бұрын
কি গান...বাবার কাছে সেই ৯০ এর দশক কত ছোট ছিলাম , হারমোনিয়ামে তোলা কি সব দিন আর কি সব শ্রেষ্ঠ গান আর কি পাব সেইসব দিন...কিন্তু গান গুল এখন শুনলে মনে হয় না আছে সবি ... কবির কবিতা সবি তুলি দিয়ে আঁকা ছবি....💘💘💘
@udasbhattacharya38323 ай бұрын
Excellent ...unique . 🍁🍁
@saswatichatterjee95736 жыл бұрын
Asadharon.mon ta bhore galo.mone hae bar bar suni.thanks.
@pradipchatterjee72652 жыл бұрын
কি অসাধারণ ভালোবাসা ও দায়বদ্ধতা থাকলে এই সুন্দর মেলবন্ধন তৈরী হয়েছে এখনও জীবন্ত দাগ রেখে গেছে l বারে বারে গীতিকার সুরকার ও শিল্পী কে শ্রদ্ধেয় শিল্পী দের স্মরণ করি
@lahiridilli15 жыл бұрын
satii i katha nei ebong chokhe jol. Thanx for uploading. Old salil chowdhury gana natyo songs were also sung by the "God" with others. Pls upload if somebody has it.
@honestyisinvisible76113 жыл бұрын
অশেষ ধন্যবাদ গানটি শ্রী দেবব্রত বিশ্বাসের কন্ঠে শোনার সুযোগ করে দেবার জন্যে৷
@satchatful6 жыл бұрын
জর্জ বিশ্বাসের মনে আক্ষেপ ছিলো এই গানটা সলিল চৌধুরী কেন তাঁকে দিয়ে রেকর্ড করাননি ? পরে অবশ্য সলিল চৌধুরী এবং শ্যামল মিত্রের অনুমতি নিয়েই তিনি গানটি রেকর্ড করেছিলেন। তাঁর জলদমন্দ্র কণ্ঠস্বরে গানটির প্রতিটা শব্দই অনন্যসাধারণ মাত্রা পেয়েছিলো।
শব্দ কে ছবি রূপে বাঙ্ময় করার একমাত্র সাধক শিল্পী ওঁর প্রতিভা প্রকাশ করার মতো কোনো শব্দ বাংলা অভিধানে নেই।শুধু ওঁর নিজস্ব কথাতেই আমার অঞ্জলি নিবেদন করি "গুরুদেব, গুরুদেব তোমায় গুরু বলে আমি জানি, তোমায় নত হয়ে আমি মানি"🙏🙏🙏🙏
@subhransubhowmick86836 жыл бұрын
অবশ্যই অসাধারন কন্ঠস্বর ও গায়িকি কিন্তু শ্যামল মিত্রের কন্ঠের গানটিও অসাধারন সুন্দর ও রোমান্টিক . দুজনের গানের গায়িকি তুলনা করা বৃথা.
@swapannath78473 ай бұрын
অসাধারণ কণ্ঠশিল্পী দরদ দিয়ে গাইলেন জর্জদা।
@banti45115 жыл бұрын
gurudeb...ashadharon...abosso shyamol mitra o bhalo geyechen..
@pradyumnabandyopadhyay79263 жыл бұрын
এই গান রক্তে মেশে , থেকে যায় চিরকালের মতো আর বাঁ চিয়ে দেয় বিপন্ন মানুষ দের , আমাকে।
@DebabrataGanguly-j6c3 ай бұрын
আবার যেন নতুন করে পেলাম। 'শারদ অর্ঘ্য' 'পূজার ডালি'র গান। আপনাকে অনেক ধন্যবাদ।
@ileeshmach2 ай бұрын
Both the artists have given their unique soulfulness to this touching poetry and composition by Salilda. (Shyamalda and Georgeda)
@diamondfb12 жыл бұрын
So beautiful!. Never heard this before, only Shyamal Mitra.Thank you.
@bapi2010112 жыл бұрын
A unique combo of two great Legends of Bengal.
@KichukothaArkichugaan8 жыл бұрын
ওনার কন্ঠে কি দরদ। শ্যামল মিত্রের গানে এর সাথে এটাই প্রারথক্ক ।
@ghulamrabbani39545 жыл бұрын
Each of them are unique due to their own style. That’s why life is so colourful and we are that much more wealthy in terms of art and entertainment.
@ubism15 жыл бұрын
onek rabindrasangeeter bhir e ei gaantio hothat geye uthte dekhechhi ei asadharon manushtike,sei sob anushonge monta bhore gelo
@tapanchakraborty16228 жыл бұрын
আধুনিক গানকে একটা অন্য মাত্রা দিয়েছেন । অসাধারণ ।
@subratabhattacharya84542 жыл бұрын
আপনার গলাতেই সবচেয়ে মন কাড়ে।
@utpalbanerjee41502 жыл бұрын
Apurba... . Anabadya.. . Mon Bhore Galo
@gautambhattacharjee88016 жыл бұрын
যত শুনি, ততই ভাল লাগে। শ্রুতি মধুর।
@sougataroy15519 жыл бұрын
জীবনের স্পন্দন পাওয়া গেল।
@subhajitkhasnobish23703 жыл бұрын
যতবারই শুনি ততই জর্জদাকে ভালবেসে ফেলি।
@pinakibandyopadhyay52606 жыл бұрын
অসাধারন এই গলার কোনো বিকল্প নেই। 👍👍👍👍👍👍👍...
@mijani.mannan7245 жыл бұрын
গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসাধারণ
@muzahidulhaq60475 жыл бұрын
Golden voice...unmatched quality...
@samirsaha311213 күн бұрын
আমার প্রিয় শিল্পীর কন্ঠে গান শুনে মনটা উদাস হয়ে যায়
@amritakshaghosh247311 жыл бұрын
ami apnar sange sampurna ekmat.Silpir prati sraddha rekhei balchi ei gaane shyamal mitra chara kauke bhava jay na, jadio amio debabrata biswas-er rabindrasangiter bhakta. tabe ei anya rakam gaanti uploader janya subratababuke anek dhanyabad.
@prakashpalit15993 жыл бұрын
এটা একটা সলিল চৌধুরীর আধুনিক গান যা শ্যামল মিত্রের গলায় গাওয়ানো হয়েছে। শ্যামল মিত্র ভালোই গেয়েছেন। কিন্তু এই গানটা দেবব্রত বিশ্বাসের গাওয়ার খুবই ইচ্ছে ছিল। উনি সলিল চৌধুরীকে উনার মনের কথা জানিয়ে ছিলেন। কিন্তু কেন যে সলিল চৌধুরী রাজি হননি তা খুবই দুঃখজনক। যা হোক দেবব্রত বিশ্বাসের গলায় শোনা আমার এটাই একমাত্র আধুনিক গান।
@santanudutta38047 ай бұрын
আমি সহমত
@asrarul127 жыл бұрын
TODAY Aug 22, 2017 is the 106th Birthday of Debabrata Biswas, George Da'. LOVE from his birthland, Purba Bangla, today's Bangladesh
@schatterjee000012 жыл бұрын
two great legends together on one of the best platforms of an extraordinary composition
@mukul55093 жыл бұрын
Konodin onar kanthe ei gaan sunini. Ki apurba geyechen!
@samarjitchatterjee64993 жыл бұрын
Osadharon...Bakyahara ami
@biswajitrcut12 жыл бұрын
rare of the rarest.... Many many thanx to the uploader-----
@pradipmondal7814 Жыл бұрын
ভয়ঙ্কর সুন্দর.... ❤️❤️
@ronaldgomes2 жыл бұрын
O my goodness. I never knew George da sang this song also He is a legend Salute Salute You are the best Rest in eternal peace
@sarazaker13 жыл бұрын
Debaproto adds a dimension to Shymol Mitra's original song .mesmerizing
@pmkjr2k15 жыл бұрын
George da ekjon e hoy.... Sei chotto bela thekey e onaar gunomugdho... Onaar konthey "Obaak Prithibi" ta o shunechi.... Out of the world feeling.... Jodi o Hemanta babu o oshadharon geyecheyn, taholey o George daar golaay gaan ta onnyo maatra peyechey
@asitananda13 жыл бұрын
Ei ganti sonanor janya dhanyabad. Ami jantam-i na je Debababrata Biswas adhunic gan geyechhen.
@gourabdey18118 жыл бұрын
Asadharon....dujoner gayokite durokom swad.....
@Subrataghoshemt4 жыл бұрын
An extraordinary experience of listening this song in Georgeda's voice. Words are inadequate to express
@palrobin0913 жыл бұрын
GEORGE BISWAS IS SIMPLY UNPARALLELED . HE CAN ONLY BE COMPARED WITH HIMSELF. LISTENING GEORGE BISWAS AS IF TAKING BATH IN THE SACRED GANGA. PRANAM TO THE GREAT SOUL AND THANKS TO THE GENTLEMAN WHO POSTED THIS. robin pal.
@bithikachakraborty35893 жыл бұрын
Aha ki je apurba laglo..
@ankusdeb69245 жыл бұрын
the popular song has got really an extra stratum in the voice of debabrato biswas. each word has got sufficient space to express itself, listen closing eyes and alone
@amitmitra75313 жыл бұрын
অনবদ্য গান। বার বার শুনতে ইচ্ছা হয়।
@aditidas2647 жыл бұрын
asadharon shilpi. Mon ta bhore gelo.
@amicoz13 жыл бұрын
Ami jantam na ei gaan ta onnar gaoa. Oh! ki odbhut gala aar ki apurbo composition. Thank you Subrata (ami-o Subrata :))
@samantakdasgupta6912 Жыл бұрын
এই গানটি অরিজিনাল রেকর্ড করেছিলেন শ্যামল মিত্র উনি পরে বাড়িতে বসে এই গানটি রেকর্ড করেন
@jayantamukherjee15582 жыл бұрын
He added a different kind of flavour in this masterpiece of Salil Chowdhury.
@anmajumder13 жыл бұрын
This song reaches to another dimension...No words to explain..
@somjyotisengupta18203 жыл бұрын
Anobaddo.Alada gayaoki.Asombhab sundor.Bole bojhano Jai na.
@sampurnaghosh13 Жыл бұрын
I don't know how this song got stored in my phone. I had to send it to my mother to find the name of the singer. This song is ❤❤❤❤❤. Whenever I listen to it I'm in some different world, the world full of sorrow and nostalgia but I want to be there.
@sudarshanbasu-ow8vg Жыл бұрын
দেবব্রত বাবুর গান অনন্তের সন্ধান দেয়।
@sonusaha8902 жыл бұрын
শ্যামল মিত্রের থেকে দেবব্রত বিশ্বাস এর গলায় এই গানটা শুনতে বেশি ভালো লাগে।
@ribusgan8 жыл бұрын
দেবব্রত বিশ্বাস | মহান শিল্পী | রবীন্দ্রসঙ্গীতে এক অনন্য মাত্রা এনেছিলেন তাঁর ভিন্ন ও অননুকরণীয় গায়কী তে | এস্টাব্লিশমেন্ট এর সাথে তাঁর হয়েছিল মহাদ্বন্দ এবং হয়েছিলেন ব্রাত্য | কিন্তু পেয়েছিলেন জনগনের ভালবাসা; অঢেল | কিন্তু সলিল চৌধুরীর সুরে করা এই অ-রবীন্দ্রসঙ্গীত টি কিন্তু আমার আর একজন "ভিন্ন" কন্ঠের গলায় অনেক বেশি ভালো লাগে; যিনি অরিজিনাল গানটা রেকর্ড করেছিলেন - শ্যামল মিত্র | উস্তাদ আমির খান ছিলেন এক দিকপাল শিল্পী ও এক অনন্য কন্ঠের অধিকারী | তার আহির ভৈরবে "পিয়া পরভীন পরম সুখ চতুর" যতবার শুনি, কেঁদে আকুল হই | কিন্তু উস্তাদ কে কে গাঙ্গুলির গাওয়া "উও শাম কুছ অজীব থি" কি উ: আমির খানের গলায় বেশি ভালো লাগত?
@asmfiroz29748 жыл бұрын
আমি আপনার সঙ্গে শতভাগ সহমত পোষণ করছি।
@dr.debduttachatterjee63068 жыл бұрын
manusher hridhoye jaiga kare neotai silpir charam sarthokata
@mitalikhanra25426 жыл бұрын
Oner.chorona sotokoti. Pronam
@somenpande861510 ай бұрын
জর্জ বিশ্বাসের গলায় আধুনিক, না শুনলে বিশ্বাস করতাম না। উনাকে রবীন্দ্র সংগীতের শিল্পী ছাড়া ভাবিইনি।