নাটক : যদি তুমি রাধা হতে পরিচালনা : মোহন খান গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। হঠাৎ বুকে বাঁধলে যে তীর স্বপ্ন দেখা হল ফাঁকি।। না এমনটা কিন্তু হয়নি। তাই শেষ ভালো যার ,সব ভালো তার। যেখানে যথার্থ ভালোবাসা, বন্ধন, সম্পর্ক,সেখানে অনুরাগ, অনুভব,উপলব্ধি। অনুরাগ- অভিমান কথা হারায়। যখন অভিমান আর রাগের ভারি পাথরটা সরে যায়, তখন যা পড়ে থাকে তা সম্পর্ক,ভালোবাসা, আবেগ ও অনুভূতির দৃঢ় বন্ধন, যা আমাদের বেঁধে রাখে আমৃত্যু অথবা হয়ত মরণের পরেও। একদিন অনেকটা ভালোবাসা, যত্ন,ক্লান্তিহীন কষ্ট দিয়ে তিল,তিল করে গড়ে তুলেছিল তাদের ভালো- বাসা - সীমাও সোহেব। দু'জনের মধ্যে অপ্রত্যাশিত অভিমান ও রাগ-অনুরাগের টানা পোড়েনের ফলে তারা সাময়িকভাবে আলাদা হয়ে যায়। সিদ্ধান্ত নেয় ভালো- বাসাকে হস্তান্তর করে বিক্রি করার। কিন্তু বাস্তবে তারা তাদের দু'জনের দেখা স্বপ্ন, তাদের সম্পর্কের শিকড়ের বহুদিনের অবহেলা, অযত্ন সহ্য না করতে পেরে আবার লেগে পরে তাকে ফুলে,রঙে,রাগে- অনুরাগে-অভিমানে ভরিয়ে তুলতে। অনেকদিনের অভিমানের- অনুরাগের তলায় চাপা পরে থাকা ভালোবাসা যেন নতুন অনুভূতি, অনুভবে আর ভালোবাসায় প্রাণ ফিরে পায়। তারা অবশেষে তাদের ভালো- বাসায় ভালোবেসে আমৃত্যু থেকে যাবার মনস্থির করে। রাতের সব তারাই ছিল দিনের আলোর গভীরে। সোহেবের ভূমিকায় সজলের ভালোবাসার, অনুরাগের, অনুভবের উষ্ণতা যেন বার বার উপলব্ধি করিয়ে দিচ্ছিল সম্পর্কের ভালোবাসা, অনুরাগ বড় নীবিড়, বড় গভীর তা শেষ হবারও নয়,ফুরিয়ে যাবারও নয়। সুদেষ্ণা শূর , কলকাতা, পশ্চিমবঙ্গ।