শ্রদ্ধেয় সর্বপ্রিয়ানন্দ মহারাজ জী কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই। ওনার বক্তব্যের সাথে যুক্ত হ'তে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার কলেজ জীবনে ( ১৯৭৭-৭৯ ), ডিহি এন্টালি রোডে অদ্বৈত আশ্রমে, প্রতি শুক্রবার বিকেলে এক ঘন্টার জন্য এক মহারাজ , স্বামী আত্মানন্দ জী ( খুব সম্ভবত ) স্বামী বিবেকানন্দ কে নিয়ে আলমোড়া থেকে কন্যাকুমারী, আমাদের সবার মনঃচক্ষে ছবির মতো দৃশ্যমান হোত । ব্রহ্মচারী বিদ্যুত, আমার কলেজ বন্ধু নিয়ে যায় ঐ আশ্রম লাইব্রেরি সদস্য ছিলাম সেজন্য ও সম্ভব হয় । জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী শ্রী মা সারদা মনি র জয়, জয় স্বামী বিবেকানন্দ কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই। ♥️♥️♥️🌺🙏🏻🙏🏻🙏🏻🌺♥️♥️♥️
@jayantidatta83852 жыл бұрын
জীবনের শেষ প্রান্তে এসে আপনার মূল্যবান কথাগুলো শুনছি।খুব আফসোস হয় কতটুকু কাজে লাগাতে পারব। আবার ভাবি It is better to be late than never. আমার আভূমি প্রণাম জানাই মহারাজ। আপনি সুস্থ থাকুন।আপনার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়ুক স্বামীজীর বেদান্তবানী।
@sharmila-rtukitaki95192 жыл бұрын
প্রণাম মহারাজ। নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে গেলো
মহারাজ আপনার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি অতি সাধারণ সব ইংরেজি বুঝতে পারি না তবুও মন ছুঁয়ে যায়
@tusharkantimandal45762 жыл бұрын
সর্বপ্রিয়ানন্দ মহারাজ যেন সাক্ষাৎ চৈতন্য দেব। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে বি. এড. পড়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়ে দরজা ঠেলে প্রবেশ করেই মহারাজকে প্রথম দেখেই মনে হয়েছিল, সামনে সাক্ষাৎ চৈতন্য দেব বসে আছেন। এত সুন্দর অপূর্ব রূপ! পরে প্রথম দিন মন্ত্রমুগ্ধ করা ক্লাসের পর জানলাম, মহারাজের ডাকনাম বিশ্বরূপ মহারাজ। বুঝলাম, আমার প্রথম অনুভূতি ভুল নয়। সত্যিই যে একবার মহারাজের সান্নিধ্য পাবেন, সামনে থেকে বক্তব্য শুনবেন, মুগ্ধ হয়ে যাবেন।
@vivekkrishna62382 жыл бұрын
Don't say chaitanya ... Don't compare him with onther 😶🙄
@polabasu11372 жыл бұрын
বিশ্বরূপ তো চৈতন্যের ই প্রতিরূপ। আপনি ঠিকই বলেছেন। সাক্ষাৎ স্বামীজীর একান্ত আশীর্বাদ স্বরূপ এক শিষ্য স্বরূপ। খুবই চৈতন্য ময় আনন্দরূপ। আমি সামনে থেকে দেখেছি অপূর্ব সুন্দর অসাধারণ অনন্য এক মহারাজের সান্নিধ্য পেয়েছিলুম। নমস্কার জানাই আমার
@swapnabandyopadhyay61522 жыл бұрын
@@polabasu1137 unar katha sunle mane ekta prosanti ase kichhu eman nanus amader samaje thakle kuchhuta badal hato nana kaje
@swapnabandyopadhyay61522 жыл бұрын
@@polabasu1137 unake bhakti purno pranam janalam
@swapnabandyopadhyay61522 жыл бұрын
@GOLPER JHULI Bengali Audio Story mool
@saikatdolui2041 Жыл бұрын
বক্তৃতাটি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সভাগৃহে দিয়েছিলেন। ওইসময় বিদ্যামন্দিরের ছাত্র হওয়ার সুবাদে এই বক্তৃতাটি সামনাসামনা বসে শোনার সৌভাগ্য হয়েছিল। সে এক স্মরণীয় অভিজ্ঞতা। প্রিয় বক্তার মুখনিঃসৃত কথাগুলো অমৃত সমান মনে হয়েছিল। সারা সভাগৃহ যেন আলোকিত হচ্ছিল ওনার রূপের ছটায় ও মনোমুগ্ধকর বাগ্মীতায়।আজও মনে পড়ে দিনটির কথা।
@bappabanerjee487 Жыл бұрын
Sotti khub vaggoban apni.
@Blue-ht2pz Жыл бұрын
Sotti koto lucky ..God bless you abundantly
@mahuachakraborty9952 Жыл бұрын
Khube sundar
@pronabmajumder924711 ай бұрын
@ashar pradip ♥️
@BumbaChoudhury10 ай бұрын
😊😊😊p 23:20 p
@namitadutta3775 Жыл бұрын
প্রণাম মহারাজ। আপনার কথা যত শুনছি, ততই সমৃদ্ধ হচ্ছি...
@archanachakraborty35252 жыл бұрын
শতকোটি নমন আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে স্বামী বিশ্বরূপ মহারাজের মতো এতো সুন্দর রত্ন সুপুত্র আমাদের উপহার দিয়েছেন বলে। তাঁর অমূল্য বক্তৃতা রোজ সংসারের কাজে র পর শুনতে প্রাণ চায় ও ভরে যায়। আমি রাঁচিতে ওঁর অপূর্ব প্রবচন শোনার সৌভাগ্য লাভ করেছি এবারের মতো। আমি বেলুড় মঠের জমিতে বেড়ে উঠেছি,ঐ তীর্থস্থানের কাছেই জন্মেছি।এই উদ্দীপক ভাষণ গুলো ঠাকুর শুনতে বলছেন বলে রোজ আমার ট্যাবে চলে আসছে। ভীষণ মিস করছি আমার গুরু ভাই আমার জন্মদাতা অধীর কুমার মুখোপাধ্যায় কে তিনি বেলুড় মঠ শিক্ষক শিক্ষণ মন্দিরের প্রথম অধ্যক্ষ ছিলেন,আর আমার কাকা দেবকুমার ও মা আমি মাকে, যাদের আমি এই অসাধারণ বক্তব্য গুলো শেয়ার করতে পারলাম না।সবাই ওপরে ঠাকুরের পায়ের কাছে বসে শুনছেন। আমি ও দেড়ঘন্টা ধরে মশার কামড় খেয়ে শুনে ধন্য হলাম।সহস্র প্রনাম মহারাজ!
@bulbuldutta74462 жыл бұрын
পূজনীয় মহারাজের এই বক্তৃতা যতবার শুনি ততবার ভাল লাগে।অসাধারণ 🙏🙏🙏
@alpanabhattacharya8763 ай бұрын
অপূর্ব সুন্দর বক্তৃতা, যখনই শুনি যতবার শুনি ততবারই মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আমি এখনও ওনাকে চোখে দেখিনি,কিন্তু ভিডিও দেখে মনে হয় সত্যিই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখলুম। মহারাজের পাদপদ্মে অশেষ ভক্তিপূর্ণ সহস্র কোটির অধিক প্রণাম জানাই 🙏
@JuniaBegum-y3g7 ай бұрын
আমি মুসলিম, আমি স্বামী সর্বপ্রিয়ানন্দ জি বক্তব্য শুনি, আমার অনেক ভালো লাগে,মনোমুগ্ধকর
@tapansamanta18526 ай бұрын
মানুষের কথা বলেন উনি।
@neotymariagomes7895 Жыл бұрын
অসাধারণ, খুব সুন্দর, সহজ ও সত্যি কথা, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল
@BiswajitRoy-ox7iq2 жыл бұрын
আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে পড়বার সময় স্বামীজির সান্নিধ্য পেয়েছিলাম, আমার জীবনের আদর্শ ব্যক্তিত্ব, সজ্জন, সুবক্তা , সর্বপরি ছাএদরদি ছিলেন ।আজ আমি একটা বিদ্যালয়ে শিক্ষকতা করছি, যার অনুপ্রেরণা পেয়েছি স্বামীজির থেকে ।স্বামীজিকে আমার প্রণাম 🙏
@sennursery51692 жыл бұрын
আপনার কন্টাক্ট নাম্বারটা দেন
@ashimkumardas91857 күн бұрын
সশ্রদ্ধ প্রণাম মহারাজ
@kabitadasgupta18522 жыл бұрын
প্রণাম মহারাজ ।যত দিন বাঁচি , তত দিন শিখি । আপনাকে শোনা আমার adiction. বয়স কোনো ব্যাপার ই নয় । ভোরে উঠে যেই দেখি বেঁচে আছি , শেখা শুরু ।
@shreyasihazra65122 жыл бұрын
Howrah
@swapnadas97872 жыл бұрын
Koto kichu janchi khoob valo lagche
@shyamsundarmukherjee64842 жыл бұрын
Q
@arunudaydas99672 жыл бұрын
* Very good
@haimantidutta48982 жыл бұрын
Apurbo
@suritachakraborti52933 ай бұрын
আপনার বক্তৃতা যত শুনি ততই ভালো লাগে,কি অসাধারণ জ্ঞান আর তেমনই আপনার বাগ্মিতা।🙏🏻🙏🏻🙏🏻
@ramakrishna183652 жыл бұрын
মহারাজ আপনার অস্তিত্ব সাক্ষাৎ ঈশ্বর দর্শন করায়।
@anamikasengupta18952 ай бұрын
প্রণাম মহারাজ । আমরা কিছুদিন ভুবনেশ্বর এ ছিলাম । আমরা পলাশ পল্লী তে থাকতাম । প্রতিদিন বিকেলে হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট এর fencing এর পাশে দাঁড়িয়ে প্লেন ওঠা নাবা দেখতাম । আপনি একজন প্রকৃত সন্যাসী । আপনার হাসিমুখ এবং কথা মুগ্ধ হয়ে শুনি । আপনি যুগে যুগে আমাদের মাঝে থাকুন । আপনার সাহচর্য এবং বক্তৃতা মানুষকে আদর্শে অনুপ্রাণিত করবে । নরেন্দ্রপুর এ আপনাকে সামনে দেখে ও বক্তৃতা শুনে নিজেকে ধন্য মনে করেছি । স্বামী বিবেকানন্দ যেন পুনরায় জন্ম নিয়েছেন ।
@ওয়াহিদাবক্তিয়ার Жыл бұрын
সর্বপ্রিয়ানন্দজী আমার খুব প্রিয় একজন স্বামীজী। অসাধারণ বলেন। আমি উনার প্রচুর ভিডিও দেখি।
@juthikasarkar6469 Жыл бұрын
সবসময় সফল হওয়া কতটা বাস্তবিক জানি না তবে সন্তান দের জীবনের ব্যার্থতাকে গ্রহণ করার ও তা থেকে শিক্ষা নেওয়া র শিক্ষা দেওয়াটা বেশী প্রয়োজন মনে করি, মহারাজ জী। আমার প্রণাম নেবেন।
@schokroborty3710 Жыл бұрын
🙏🙏🙏🙏
@purnendusensarma6082 жыл бұрын
মহারাজ কি আর বলি, অনেক কিছু ই তো বলতে ইচ্ছে হয়, একটা ই কথা আমরা ছোট বেলায় কেন আপনাকে পাই নি? আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহন করবেন। এই বয়সে এসেও অনেক অনেক কিছু জানলাম শিখতে চেষ্টা করছি আপনার অতি মূল্যবান তথ্য থেকে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি র শ্রীচরণে আপনার দীর্ঘায়ু কামনা করি । হ্যাঁ সত্যিই মহারাজ এই পৃথিবীর অনেক অনেক প্রয়োজন আপনার মতো একজন সত্যিকারের জ্ঞান ও অভিজ্ঞতায় সম্পৃক্ত মানুষের।🙏🌹🙏
@suparnaroy38652 жыл бұрын
Swami Ranganathananda ji r katha mone pore jacche kivabe sakole onar speech shonar jonye wait korto.uni sabar katha vebe class niten.
@kalpanabanerjee7195 Жыл бұрын
স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের বক্তব্য আমি মোবাইলে কিছুদিন ধরেই শুনছি আমার খুব ভালো লাগে। ওনার বোঝানো এত সুন্দর যে মনে হয় আমার ৭৩বছর বয়সে এসেও আমি একজন ভালো শিক্ষক পেলাম। আমার ও ওনার পায়ে হাত দিয়ে প্রনাম করতে ইচ্ছা হয় । কিন্তু তার তো আর সুযোগ পাব বলে মনে হয় না।
@bappabanerjee487 Жыл бұрын
Thik bolachen, jibone sekhar kono age hoy na, ai prithibite kato kichu sekhar ache, janar ache.....bhalo thakben
@gautamsanyal22242 жыл бұрын
My sincere Regards for our Great Sarvapriyananda - Superbly expressed ! Hope Our Present Generation listen to His Appeal.
@anandadas81842 жыл бұрын
বান্দরবান মিশন থেকে আপনাকে শুভ প্রণাম জানাচ্ছি , বাংলাদেশের নৈসর্গিক লীলাভূমি বান্দরবানে আপনাকে স্বাগতম
@subhabanerji36582 жыл бұрын
শ্রদ্ধেয় মহারাজ ! আমার আজ সারা সকাল মনে ধ্যানে একটাই ছবি ভাসছে সর্বপ্রিয়ানন্দজী মহারাজ কে কোথায় পেতে পারি, আগে ফেসবুক খুললেই ওনার সত্যজ্ঞানের আলো ছড়ানো দেখতে ও শুনতে পেতাম। বিশ্বাস করুন পূজো সেরে বসেছি ফোন খুলতেই দেখি আমাদের সবার প্রিয় স্বামী অপার আনন্দ। মনটা খুশীতে ভ'রে গেল। শ্রদ্ধাভারে অবনত হৃদয় উজাড় করা শুভ বিঁজয়ার আ-ভূমি অবনত শ্রদ্ধাপূর্ণ প্রণাম, শুভেচ্ছা , ভালবাসা ও আন্তরিক অভিনন্দন জানালাম আপনাকে । মহারাজ! আমি মনে করি বিঁজয়া মানে বিসর্জন নয় আবার আগামীতে আগমন নিয়ে নতুন জীবন ! ভাল থাকবেন সকলকে আপনার গুণমুগ্ধ ভাষনে ভাল রাখুন ঋদ্ধ হই সমৃদ্ধ হই।
@DollyDas-q7v2 күн бұрын
Ato sundor bujay Maharaj mona akta tripti asha Maharaj ar charana koti parnam
@prasenjitrajsen89744 ай бұрын
বলার কোনো ভাষা নেই
@subratamodak8958 ай бұрын
আপনার এতসুন্দর বক্তব্য খুবই শুনতাম। বর্তমানে আমি এইসব বক্তব্য শোনার মত মন সংযোগ করতে পারছিনা। বতর্মানে সনদশখালির ঘটনা খুবই বিচলিত করে তুলেছে। যদি ইকটু জানতে পারি কিভাবে মায়েদের ইজ্জত জীবনমান লুণ্ঠনের ঘটনা থেকে নিজেকে নির্লিপ্ত রেখে তত্ত্ব কথার মধ্যে ডুবে থাকা যায়। আপনার কথায় অভিভূত হলাম লাস ভেগাসের মত জায়গায় বিপথে যাওয়া মানুষদের আধ্যাধিক পথে আনতে একটি রামকৃষ্ণ মিশনের সেন্টার তৈরি করেছেন। স্বামীজীর মাতৃভাষায় যারা কথা বলেন, হয়ত শিক্ষাগত যোগ্যতা কম। তারা কিভাবে পরিশ্রম করে সুস্থ জীবনের রাস্তা দেখতে পারেন। এইসব নিচের তলার মানুষের ও আধ্যাত্মিক জাগরনের জন্য কোন উদ্যোগ নেওয়া বর্তমানে কি আদৌ উপযুক্ত সময়?
@Chhinnamul Жыл бұрын
খুব সুন্দর অভিজ্ঞতা উনার বক্তব্য সর্বদা আমার আকৃষ্ট করে। (১০০০ নম্বরে মন্তব্য করছি)
@kumkumbhattacharya62145 ай бұрын
প্রণাম মহারাজ প্রণাম 🙏🏼 আপনার দর্শন ও সাক্ষাৎ পেতে আমার মন ভীষণ ভাবে উদগ্রীব।🙏🏼🙏🏼🌹🌹🙏🏼🙏🏼
@urmimalabhattacharyya51864 ай бұрын
প্রাণ ভরে গেল🙏🙏
@namitamukherjee73452 жыл бұрын
দারুণ নিখুঁত অপূর্ব অপূর্ব মহারাজ। একজন সাধারন মানুষ ও আপনার বক্তব্য শুনে নিজেকে বা নিজের জীবন কে তৈরী করে নিতে পারে। ছাত্র যুবক মধ্য বয়স্ক অপূর্ব মহারাজ। ঈশ্বর আপনাকে সুস্থ দীর্ঘ জীবন দান করুন সমাজ সংসার মানুষ সমৃদ্ধ হোক। প্রণাম ।
@kaushikbhattacharyya28342 жыл бұрын
ভালো লাগল।
@Newstart81214 ай бұрын
নিঃসন্দেহে আমার জীবন পরিবর্তনকারী বক্তব্য এটি।
@TAPASDAS-xk9pz Жыл бұрын
Hare Krishna 🙏 Swami sarbopryanada; apnake sasroddho pronam. Jivone onek kichu kaj kori ; dekhi ; suni; but moner ekagrota ( concentrate ) kono kono subject a anayase ese jay. For example du ekta game er kingba interesting subject er khetre concentrate hoy. But Apnar speach ami jokhon e suni kemon jeno montro mogdher moto suni. Kathamrita emon ekta subject jar kono tulona hoy na. Thik sei rakam amar concentrate ese jay apnar speech sunte sunte.& Seta sunte sunte confidence level onek upore uthe jay .... Swami Vivekanandaer sei " otho; jago " mantra jeno monke suddenly active kore tole. Onek onek dhonyobad maharaj apnake.
@Kaju2084 Жыл бұрын
অসাধারণ । দারুণ , subject শুনতে শুরু করলে, non-stop শুনতেই হবে। ❤️🙏 হে ঠাকুর মনের একাগ্রতা দাও! ঠাকুর মন কে “তেলের ধারা ” র মতন, করে দাও! 🌷👏 "ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে.. ”🌷👏
@namitadutta756 Жыл бұрын
🙏🙏❤
@swarnalibanerjee45792 жыл бұрын
স্যার আপনি আমার প্রণাম নেবেন ..... আমি আপনাকে মুগ্ধ হয়ে শুনি ...... আমি আপনার সান্নিধ্যে থাকতে চায় ..... পারলে আপনি উত্তর দিবেন 🙏🙏🙏
@prodipsarkar95142 жыл бұрын
আমিও 🥰
@arunimachatterjee64192 жыл бұрын
মহারাজের কঠিন কথাগুলি এমনভাবে বললেন শ্রদ্ধায় মন যেন কানায় কানায় ভরে উঠে প্রনাম মহারাজ মনে পড়ে এই মঠে একদিন মায়ের নামে মানসিক শোধের জন্য 2য় বার শাড়ি কিনতে ৫00 টাকা দিতে গিয়ে খুব অপমানিত হয়ে ছিলাম যদিও আগে গরদ দিয়েছি মহারাজের কাছে আশীর্বাদ চাই এই মন খারাপ যেন ভুলতে পারি এমন দেবতুল্য মহারাজ ঐ মঠের মানুষ প্রনাম নেবেন
@anamikasengupta18952 ай бұрын
Intermittent attention আমাদের দৈনন্দিন কাজে হয় । আমরা সংসারের কাজ করতে করতে অন্য কাজেও মন দিই । রান্না করতে করতে হঠাৎ ফোন ধরলাম , কথা বলে আবার রান্নায় চলে এলাম । আমরা তো সাধারণ মানুষ ।
@anjanguptabiswas4512 жыл бұрын
I & MY Entire BIG family Follwers of Ramkrisna Mission. Now, I AM 66, STILL VERY 2 ACTIVE PHYSICALLY, PROFESSIONALLY, MENTALLY & VISIT PAN-INDIA, NOT ONLY CITIES, VILLAGES, ON MY PROFESSIONAL REQUIREMENTS. ALSO, GENERATES OPPORTUNITIES OF EMPLOYMENTS, WHICH ARE NOW VERY SCARED A DAYS, SPL.IN INDIA
প্রথম দর্শন করেছিলাম বি এড ইন্টারভিউ দেবার সময়।সক্ষাৎ গৌরাঙ্গ দেব।🙏🙏🙏🙏
@tanmoychakraborty42022 жыл бұрын
প্রনাম মহারাজ।খুব ভালো লাগলো আপনার এই speech।
@chittaranjanmanasi2 жыл бұрын
আমি গর্বিত এবং ভাগ্যবান প্রায় একবছর মহারাজের সান্নিধ্য পেয়েছি।2004-05 এই সময়ে বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রিন্সিপাল মহারাজ ছিলেন।আমার জীবনের লক্ষ্যে পৌঁছতে ওঁনার কথা মন্ত্রের মত কাজ করেছে।প্রণাম মহারাজ 🙏
@HDkeyboardist123 Жыл бұрын
সত্যি বলতে বক্তৃতায় খুব একটা মন থাকে না কিন্তু এই বক্তৃতা টি বড় হওয়া সত্বেও একবারো বিরক্তিবোধ মনে হয়নি । টানা শুনে শেষ করে দিলাম। ❤❤
@anjankumarsengupta94092 жыл бұрын
আমি যদি ৫০ বছর আগে এই মহারাজের এমন বক্তব্য শুনতে পেতাম আমার জীবনটাই অন্যরকম হত.. যখন কৈশোরে যৌবনে নানান প্রশ্ন আমাকে পাগল করে মেরেছে আমি তাদের উত্তর পাইনি.. কাকেও পাইনি আমার প্রশ্নের উত্তর দেবার মতো.. আর স্বামী সর্বপ্রিয়ানন্দজীকে আমার মনে হয়েছে নতুন রূপে সজীব স্বামী বিবেকানন্দ.. ওনার বক্তব্য বেদান্ত বিশ্লেষণ শুধু মুগ্ধ করেনি অভিভূত করেনি, মনে করিয়ে দিয়েছে তাহলে সত্যিকারের বিবেকানন্দ কী ছিলেন!! ভাবতেই শিহরিত হচ্ছি...... ওনাকে প্রণাম জানাই
@suparnasamanta36882 жыл бұрын
এই কথা গুলো শুনে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
@sumitamajhi43302 жыл бұрын
মহারাজ আপনি আমার প্রণাম নিবেন। আপনার কথাগুলো শুনলেই মনে অদ্ভুত এক শান্তি অনুভব করা যায়।🙏🙏
I am proud of Maharaj coz I belong to Cuttack as Maharaj was also the same place.Yes I do agree Swami Sarbapriya nanda Maharaj is shaksad Narayan!
@ritadeb99932 жыл бұрын
সত্যি বলছি, আপনার কথা গুলো মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়,যেটা মানুষ কে ভাবিয়ে তুলার মতো।
@banibratachoudhury15644 ай бұрын
মাথা টা খুব ছোট্ট ,কিন্তু জ্ঞান অসীম মহা পুরুষ ,খুব সুন্দর ।
@monikachakraborty83635 ай бұрын
🙏 , koto kothin kotha, sahoj kore bujie diecchen. Sob School er system e ekta kore period jodi korano hoto ei vabe somaj er andhokar dur hoto. Somaj onek tai sustho hoto🙏
ভোরবেলা যখন ঘুম ভাঙবে তখন প্রথমেই ওনার ব্যক্তব্য শুনলে দিনটা শুরু হয় একটা পরিচ্ছন্ন মন নিয়ে।
@asaduzzamanshaikatminar35992 жыл бұрын
Sir.....I totally astonished to listen almost 01 hour this lecture. Fully minblowing. Ami puru video tai dekhlam aktana. Sir...these all of your words will must change anybody's life in this world if he/she have much confident & focus with great patient on each your words sir this lecture. Greate salute to you honorable sir. I am telling from Bangladesh.
@souravmaity97562 жыл бұрын
dhonnobad
@big05612 жыл бұрын
*কাফেরদের কথা শুনতে নেই যে*
@swapanpal9801 Жыл бұрын
Now Let this lecture may plz be compared with your hujur's waj lecture in waj mehfil!!!
@krishnaghosh2573 Жыл бұрын
Maharaj Asadharon....Apnar balar ki apurbo sakti ... Thakur Maa o Swamiji apnake dirghodin sustho rakom... 🙏🙏🙏🙏🙏
@pratimapal9861 Жыл бұрын
❤❤❤❤
@kabirmd.ghulam89842 жыл бұрын
ব্যক্তি বিষয়ে সুসঙ্গঠিত বিভিন্ন ভালো ও মন্দদিকের বিভেদ সম্বন্ধে পরিষ্কার ধারনা অবগত হলাম ।মানুষ সুন্দর হবার বিভিন্ন প্রকৃয়া অবগত হলাম ।বক্তব্য মুগ্ধ হয়ে শুনলাম , উদ্দিপক ও নির্মল ভাষা শৈলি ।ধন্যবদ ।
@big05612 жыл бұрын
*কাফেরদের কথা শুনতে নেই যে*
@kabirmd.ghulam89842 жыл бұрын
@@big0561 অন্যের কমেন্ট এর উপর এ ধরনের রিমার্ক করা গ্রহনযোগ্য নয় ।আমি দু:খিত ।
@akashnandi5571 Жыл бұрын
মন অস্থির ছিল। মহারাজের কথা শোনার পর অনেকটা শান্তি পেলাম।
@manidipamukhopadhyay3419 Жыл бұрын
অসাধারণ!!! প্রণাম মহারাজ।
@aninditasarkar338 Жыл бұрын
ওনাকে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে কিন্তু সে সুযোগ বোধয় আর এই জনমে পাবো না।দূর থেকে তাই 🙏 জানালাম।মহারাজ আপনি আমার প্রণাম নেবেন।