দুশত বছর পরে হয়তো পৃথিবীতে আর দোলনচাঁপা থাকবে না, গানটা শুনে দোলনচাঁপা দেখবার জন্য কেউ হয়তো সার্চ দিবে নেট এ। Aseer Arman এক গান লিখে, গেয়ে আপনি অমরত্ব পেয়েছেন।
@tanviriqbalapu7644 Жыл бұрын
200 বছর পর এই ভিডিও ও আর থাকবে না
@shayaantaseen4505 Жыл бұрын
@@tanviriqbalapu7644কেন?
@SHAWONS-SSJ Жыл бұрын
@@tanviriqbalapu7644কথার মানে আগে বুঝতে হবে।। তারপর নাহয় রিপ্লাই দিয়েন
@dhruvjshil83134 жыл бұрын
ইন্ট্রোভার্ট বা একাকিত্ব নিয়ে বাস করা মানুষদের কাছে লকডাউন কোনো প্রভাব ফেলে না.. কিন্তু এই গানটা সেই ইন্ট্রোভার্ট মানুষদেরি জাতীয় সঙ্গীত হতে পারে.. আমি নিজে মনে করি এটা একটা মিরাকেল কম্পোজিশন... কোনো কথা হবে না, বস... আমি মুগ্ধ, আমি অভিভূত.
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত! Robiul Rabbany
@amenakhatuntithi20724 жыл бұрын
হুম
@yousohag4 жыл бұрын
hahahaha.. Ai same comment ta koto jon j koto jaiga dilo. Its become a universal comment. :D
@fariahislam9203 жыл бұрын
আমার জীবনে এই অবধি শোনা সবচেয়ে সুন্দর গান আর আমার জীবনকে দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার নাগালে দিয়েছে এই গানটি। ধন্যবাদ আসির আরমান!!
@mdfazleazimazim43004 жыл бұрын
তোমার সুখ দেখে মনে হচ্ছে, আমি অক্সিজেন ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি । আর তোমার বিরহে ফুসফুস টাতে নিকোটিনের স্তর পড়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে । ১৩টি বছর ধরে একা বাঁচতে শিখেছি হে প্রিয়।
@psychoasif87615 жыл бұрын
ভাই কী গান শুনলাম,বাংলার মাটিতে জন্ম না হলে অনেক আবেগ বুঝতামি না 😍
@tulikasarkarartistry76724 жыл бұрын
Mon chuiye gelo ai bakyo sune ...🥰 Sotti bangali na hole onek onuvuti abeg chhunte partona .
@SabbirHossain-ud1ps Жыл бұрын
এতো এতো কমেন্টস এর মাঝে আমার পুরানো কমেন্টস খুঁজে পাওয়া মুসকিল,তাই আবার করলাম। চিরকাল বেঁচে থাকবে এই গান 🥰
@isratjahanalo93894 жыл бұрын
একা বেঁচে থাকতে শিখো প্রিয়,, কথাটা বলা যতটা সহজ, থাকাটা তার থেকেও বেশি কষ্টের। এটা শুধু তারাই বুঝে যারা একাকিত্বটা খুব কাছ থেকে অনুভব করেছে 😢😢
@mdalaminhossain75634 жыл бұрын
100% true 😏
@addawithsumon18464 жыл бұрын
kzbin.info/www/bejne/d3WvmHygZcmAj9k
@mdrafaz10183 жыл бұрын
আসলে খুবই কঠিন তবে এখন একা থাকাটা অব্যস্ত হয়ে গেছে আর যখন হঠাৎ মনে পড়ে যায় তখন যেনো নিজেকে হারিয়ে ফেলি
@rasikulislam88572 жыл бұрын
ঠিক বলছেন😐 কতটা কষ্টের তারাই বুঝে🥲
@arifahoque89964 жыл бұрын
এই একষট্টি বছর বয়সে চল্লিশ বছর আগে ঘটে যাওয়া সেই বিচ্ছেদের কথা ভেবে যদি পরিবারের সকলের সামনে আবারও কেঁদে ফেলি, তাই গানটা লুকিয়ে শুনছি, লুকিয়ে কাঁদছি। যেভাবে জননী কাঁদে (copy)
follow Aseer Arman's own channel, he has more amazing songs there!
@muhaddissojib77954 жыл бұрын
রাত্রি যতো গভীর হতে থাকে, গানটা ততোই প্রিয় হয়ে উটে।🙂 রাত্রি হলে গানটা না শুনলে বাধে মনে হয় একটা বিষাদ রয়েই গেলো। প্রত্যেক রাতে নিয়ম করে শুনতেই হবে। এমন একটা বাধ্যবাধকতা চলে আসছে।❤️
@rahidislam79415 жыл бұрын
ভিতরে নিখাদ শূন্যতা না থাকলে এভাবে গাওয়া সম্ভব না,
@adshafiqulislam51705 жыл бұрын
AD Shafiqul suffered
@rahidislam79414 жыл бұрын
@@adshafiqulislam5170 😢
@adnanalam20064 жыл бұрын
Indeed
@hasanathzamiabir15484 жыл бұрын
ভিতরে নিখাদ শূণ্যতা না থাকলে এ গান অনুভব করাও সম্ভব না। হৃদয় ভাঙা মানুষগুলা বুঝবে
@kaustavdas55474 жыл бұрын
@@hasanathzamiabir1548 Thik bolechen.
@sanjuafra47244 жыл бұрын
আমি নিজেরে অনেক.. কঠিন করে রেখেছি চোখ দিয়ে পানি আসলেও পড়তে দেয় নি। এখন আর পারলাম না।🙂🙂 শুন্য হৃদয় কেমন.. যেন কেঁপে উঠল. 🙂🙂 একা রেখে ঐক্যে থাকো প্রিয়🙂
@ikejur2 жыл бұрын
😢
@alisr52375 жыл бұрын
গানটির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি তা জানি না, তবে এতো আবেগ আর অনুভূতি রয়েছে গানটির সুর এবং ছন্দে! অজান্তেই হৃদয় ভারী হয়ে উঠেছে! অজানা ব্যাথা মনকে ভারাক্রান্ত করেছে!
আজ ৩ বছর পর আবার ও নতুন করে শুনছি, অবাক করা হলেও সত্যি যে বৃস্টি হচ্ছে, আর আমি প্রায় ১২-১৫ বার শুনে ফেলেছি, আবার এখনও শুনছি ❤️❤️ ভালো থেকো ৭ বছর আগে হারিয়ে যাওয়া ভালোবাসা @Milha Tisha
@sahjan-samit18043 жыл бұрын
কত একাকী মধ্য রাতের একমাত্র সঙ্গী ছিলো গানটি, মধ্য রাত+হেডফোনে ভলিউম বাড়িয়ে এই গান। অসাধারণ একটা পিনিক। আর শুনতে শনতে অশ্রু ভেজা নয়নে হারিয়ে যাওয়া স্মৃতির রাজ্যে আর এভাবে ঘুমিয়ে যাওয়া।। ভালোবাসা অবিরাম ❤️
@AlamAlam-kq1tz4 жыл бұрын
25-5-2020 আজ ঈদের দিন,,,,গানটা শুনতে ছি,,,,ম্যাচ এ,,ভালোবাসার মানুষ টার উপর অভিমান করে বাড়িতে জাই নি,,বলা জায়...গান টা শুনতে ছি আর চখ দিয়ে পানি ঝরতেছে,,,মনে হয় গান টা আমার জন্য গেয়েছেন,,,,,আসার আরমান
@OpNabil4 жыл бұрын
যখন ঢাকার বাসায় থাকি দরজা জানালা বন্ধ করে এই গানটা ফুল ভলিয়ম দিয়ে ছেড়ে দেই। মনে হয় অন্য কোন জগতের বাসিন্দা এই দুনিয়াতে শুধু আমি একা। কারো হাত ধরে আমার কখনো ভালোবাসা হয়নি। তবু আমার স্কুল জীবন থেকে একটা মেয়েকে খুব ভালোবাসি। দূর থেকে সেই ক্লাস ৫ থেকে শুরু। শুনতে হাস্যকর কিন্তু বাস্তব। বিশ্ববিদ্যালয় জীবনটা শেষ হয়ে যাচ্ছে তবু সেই মেয়েটাকে এখনো ভুলতে পারিনাই। ২০১০ সালে প্রথম ফেসবুক খুলা তার জন্যে ২০১৫ সালে গিয়ে তারজন্যে মসজিদে গিয়ে পুরো রোজার মাস চোখের পানি ফেলেছি হয়তো আল্লাহ উপহার সরূপ রোজা ২৫-২৬টার সময় তার ফেসবুক আইডিটা আমাকে জুটিয়ে দিয়েছে। সে আমাকে খুব ভালোভাবে চিনে। কথায় কথায় তার প্রিয় কেউ আছে বুঝতে পারলাম একটা সময় মজার ছলে নিজের মনের কথাটাও বলে দিয়েছি কিন্তু উত্তরটা ছিলো আগে তাকে বলি নাই কেনো তাহলে আমি সুযোগটা পেতাম। একদিন তাকে তার বফ রিং দিয়ে প্রপোজ করার ছবি দেখতে পাই। এখন তার ব্রেকাপ হয়েছে, আগে তার জন্যে কান্না করলেও এখন সুধু রাতে তার কথা মনে পরে, আর মন খারাপ হয় এতটুকুই। শেষবার তারসাথে দেখা ২০১৬ সালের ডিসেম্বরের ২৬ তারিখ রাস্তার ধারে। সেইবার শেষ। এর পর নতুন ফেসবুক হয়েছে। আমিও বহু হিসেবের পর সেই লিস্টে এড হয়েছি। তবু খেয়াল করেছি সেই লিস্টে আমি ছাড়া তার পরিবার কয়েকজন ছেলেই সেই লিস্টে আছে। তবু তাকে টেক্সট করবার সাহস আমার হয় নাহ। ভালো থাকুক সে। সে না বাসুক আমিতো বাসি ভালো তাকে। 🥰🥰 একদিন হয়তো এইসব কথা তাকে বলতে পারবো, জানি অনেক দেরি করে ফেলবো তবু সমস্যা নাই। তার ফেবু থেকে বাহির হওয়ার ভয় আছে কারণ এইখানে ছাড়া তার ছবি পাবার আর কোন উপায় আমার নাই। ভালোবাসী তোমাকে, ভালোবাসী তোমার সেই দুটি চোখ সাথে তোমার সেই চশমাটি 🥰
@winner.48623 жыл бұрын
Amar life er shate mile gasa onekta vai.. 🙂
@OpNabil3 жыл бұрын
@@winner.4862 লাইফে অনেক কিছুই মিল হয়ে যায়। লিখাটা ৮ মাস আগে লিখেছিলাম তখন দূরের থেকে সম্পর্কটা ছিলো। এখন এই গানটার আর তেমন একটা প্রয়োজন হয়না। ভালোবাসার মানুষটাকে এই কয়টা মাসেই কাছে পেয়ে গিয়েছি। দোয়া করবেন। অপরিচিত এই ভাই এর জন্যে 💖 ভালোবাসা নিবেন, যদি পারেন তাকে মনের কথাটা কোন এক বিশেষ দিনে বলে দিন। আই হোপ সে মেনে নিবে।
@musfiquealif2 жыл бұрын
@@OpNabil Mane Bhaia Jake Class 5 ey bhalbobashten ekhon taar shthei achen?
@ShilajitKRoy3 жыл бұрын
The crossover with 'October' deserves a special mention.
@asadrouf5373 жыл бұрын
তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে! এতো আর্তনাদ, এতো অভিমান, দম আটকে থাকা গল্প, কে শুনবে বোকা? কার এতো সময়? "একা বেঁচে থাকতে শেখো প্রিয়"💔
@shetu.raisul5 жыл бұрын
একটার বেশি লাইক দেয়া যায়না কেন? হাজার হাজার লাইক দিতে চেয়েছিলাম।
@sakirezwonamimi30014 жыл бұрын
আজ থেকে এক কি দুই যুগ পর তখন মানুষের রুচির চর্চা কেমন হবে তা জানা নেই। তবে হয়তো এই গান কেউ দেখবে শুনবে ইউটিউবের দুনিয়ায়। নুতুন করে তখন তারা দোলোনঁচাপা চিনবে, শিউলি,কাঠগোলাপ কুড়াতে শিখবে ।একা বাঁচার অনুপ্রেরণা পাবে.... 💜
@tonimaislamtoma85784 жыл бұрын
আসলেই একা বাঁচতে শিখতে হয়! কেননা, যাকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাকে ছাড়া তো একা বাঁচতে শিখতেই হবে💔🙂
@murshidhasan93325 жыл бұрын
সঠিক অর্থে গানটি একটি অসাধারণ অভিজ্ঞতা ... যা মানুসের মাঝে শূন্যতা না থাকলে বুঝতে পারে না....❤❤
@russel214 жыл бұрын
আছির আরমান শত বছরের এক বারই জন্মাই , যার গান গভীর থেকে আরো গভীরে অনুভবে ভাসায়। আমার ও একটা মানুষ ছিলো , মাঝে মাঝে তোমার গান সাজেস্ট করতাম। তোমার গান গুলো থেকে গেলো কিন্তু সে থাকতে পারলো না।।। রাত ভোর সিলিং এর দিকে তাকিয়ে থাকি পাশে তোমার গান বাজতে থাকে।
@@Sahidaaa কপি করতে আমার কখনো ভাল লাগে না,,, হয়তো ছোট শব্দ ভান্ডার আমার,কিন্তু স্মৃতির ভান্ডার এত বিশাল যে,,বর্তমানের ম্লান সুন্দর গুলো রাখার মত সাহস বা জায়গা অন্তরে নাই।।। তবে চেষ্টা করি সহজ ভাষায়, ভেতরে বেজে উঠা বিষাদের সুর গুলো তুলে ধরতে😌 প্রিয় মানুষ চলে যাওয়ার পর, সবার মত করে একা হতে পারিনি আমি।।। স্মৃতি গুলো আজও আমায় নিঃসঙ্গ হতে দেয়নি🥀
@arafatsarker4356 Жыл бұрын
@@anwarhossain5418 অভিমানি প্রেমিকের বিদায় ক্ষণে ও ছিল তার প্রেয়সীর প্রতি অফুরন্ত ভালবাসার ছাপ।। সাথে হাজার লক্ষ অভিযোগের অভিমান🗣️
@shakibulislam4025 жыл бұрын
ইশ কেন যে এতদিন শুনলাম না গানটা আফসোস হচ্ছে খুব । অসাধারণ ❤️❤️
@nusratjahinnova44155 жыл бұрын
অনেক রাতে, খুব সাধারণ একজন মানুষ, এই গানটার কথা জানালো.. কি অদ্ভুত সুন্দর গান..কি অদ্ভুত এই বাস্তবতা..
@mohammadjony54795 жыл бұрын
@nusratjahinnova44153 жыл бұрын
আমার প্রিয়ফুল কৃষ্ণচূরা। আপনার দোলনচাঁপা ভালো থাকুক..
@indranidutta39364 жыл бұрын
প্রতিটা শব্দের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি ❤❤❤❤
@raselahmad275 жыл бұрын
কতটুকু চাপা কষ্ট থাকলে জীবনে এইরকম লিরিক্স তৈরি করা যায়💔#বেষ্ট লিরিক্স বেষ্ট বিডিও কম্বিনেশন💟#ভালোবাসা মত একটা গান ফেবারিট সবসময় প্রিয়❤
@mdataulmostofa62634 жыл бұрын
প্রিয় ভালোবাসা এখন রাত প্রায় ২.৩০ মিঃ আসলে গানটা অনেক রাত ধরে শুনতেছিলাম কোনো দিন কমেন্ট করার সাহস হয়নি না জানি কোন দিকে ভুল কিছু বলি। আসলে তোমাকে ভালোবাসে আমি স্বগ্বীয় সুখ অনুভব করেছিলাম। কিন্তু কেন জানি হঠাৎ করে একা করে দিলে?! বুঝতে পারিনি আজও আমার তুমিটা কোনো একদিন আমাকে দাহন করবে। তাই আমি আজ একা থাকার শিক্ষা নিচ্ছি। আর তোমার নামে........!
@sheikhmasum723 Жыл бұрын
খুব ভালো লাগলো,,কমেন্ট করে গানটির সাক্ষী হয়ে থাকলাম
@AB-gw6uf2 жыл бұрын
This is such a wonderful, powerful song... thank you for sharing
@tariquemahfuz65824 жыл бұрын
সবচুপের ভার্সন টার থেকে এটাই ভালো লাগে বেশি..
@jannatulferdoussraboni65865 жыл бұрын
দিনে ১৫-২০ বার শুনি গানটা।এরপরও প্রত্যেক শুনলে মনে হয় নতুন শুনছি!❤
@mdazahar50152 жыл бұрын
মানুস যখন বড় কোন একটা আঘাত পায় তখন নিরব হয়ে জায়, আর এই গানটা তাদের জন্নই।
@faizkhan7038 Жыл бұрын
অবশেষে তুমিই পূর্ণতা পেলে আমাকে অসমাপ্ত রেখে!
@memyself73155 жыл бұрын
প্রথমে একদমই বুঝিনাই এটা অক্টোবরের। কম্বিনেশন টা দারুন। দারুন 👌
@BeinglogicalX5 жыл бұрын
সত্যিই!!!!
@anisurrahmanpilu87675 жыл бұрын
Ami October er combination buji nai vai?
@syedullah77195 жыл бұрын
Anisur Rahman Pilu bhai october hindi movie varun dhawan er . Oi movier scenes
@thatfoodiecouple4 жыл бұрын
👍👍👍
@ZoyaKhan-w1i6 ай бұрын
It's 19 July, we broke up, he told me not to contact ever in this life. I've made my mind to wait for him forever, it's his favourite song and listening to it is my favourite thing.
@aranan95434 жыл бұрын
Onek sundur ektah gaaan!!! Mon er naah bolaa kothaa gulaa gaan er lyrics ey choley ashchey❤❤❤❤❤ Thank you !!!!!!!!!!!
@kawsarmahid74234 жыл бұрын
একটা কালো রঙের কষ্ট হৃদয় টা অন্ধকার করে দিল,
@itzlinkon83505 жыл бұрын
- ভিডিও গ্রাফি টা বেশ উপভোগ্য - আর লিরিক্স গুলা আগুন।
@diphaldar64444 жыл бұрын
মনে শুন্যতা তাইতো এই সংটা দিনে অনেক বার শুনি।অনেক সময় মনের অজান্তে কেঁদে ফেলিও। খুব ভালো লাগে সংটা।
@tanmoysarkar90772 жыл бұрын
আমি নিজেকে অনেক বার আটকে রেখেছি ,সব অনুভূতির ইচ্ছে থেকে, কখনো ভেবে দেখিনি তোমার কি হবে,, তাই ভবি তোমায় মাঝ পথে ফেলে আমি চলে যায় আমায় নিয়ে , ভালো থেকো প্রিয় ভালো থাকি ইচ্ছের বাইরে .. "একা "গান টা অক্টোবর মুভির সদৃশ্য আমার ভালো লাগে মধ্য রাতে এখানে বার বার হারিয়ে যেতে .
@imrnaskar72864 жыл бұрын
মনের শূন্যতা পূরণে এই গানের কথা ও সুর অপরিহার্য্য।
@nocturnalxahin22675 жыл бұрын
October (movie clip) আর ব্যাকগ্রাউন্ড এ এই গান অসম্ভব সুন্দর কম্বিনেশন। দেশ-ভাষা, গল্প- কথা যেখানে যেমন হোক ভালবাসা সব জায়গায় এক রকম। কাছে থাকলে আমরা বুঝিনা, দূরে চলে গেলে শুধু হাহাকার নিয়ে বেঁচে থাকা।
@saifullahiftihar59324 жыл бұрын
গভীররাতে শুনার জন্য এর চেয়ে ভাল গান খুব কমই আছে!!! মাস্টারপিছ!!
@mahmudhasankhan26645 жыл бұрын
great choice and amazing editing skills! really goes well with the song ! much love
@shilaakter75894 жыл бұрын
একদিন তুমি বলেছিলে যাবে না কখনো আমাকে ছেড়ে,,,,সে অনেকদিন হলো তুমি অন্য কাউকে নিয়ে সুখেই আছো,,,,,,তোমাদের ভালোবাসার প্রতীক আসছে শুনলাম,,,,আমি বালিশে চোখ ভিজিয়ে বোকার মতো তোমার অপেক্ষাই করে যাচ্ছি,,,,ভালো থেক প্রিয়,,আমি এখন নিজের কষ্ট গুলি লুকিয়ে হাসতে শিখে গেছি,,,,আমি নিজের হাতে খেতেও শিখে গেছি,,,শুধু তোমার শুন্যতা,,,এখন ও অনেক পোড়ায়,,ভালোবাসি এখন ও প্রিয়😊
@Toki_AKA_T4 жыл бұрын
Cheers to the love we can’t have 🥂
@Yousuf7063 жыл бұрын
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!ভেঙে নিশ্চুপ হয়ে যাওয়া মানুষ টাই এই গান গাইতে পারে 🖤
@Jayed-jad2 жыл бұрын
ভালোবাসার মানুষের ক্যান্সার ধরা পড়েছে!! গানটা মনে আমার জন্যেই লেখা হয়েছে।।
@MdSaddam-um9ld2 жыл бұрын
Ajj 5yers 3 month 12 din Miss u ... Really miss u,
@marsfreefire54895 жыл бұрын
আহা কি শান্তি গানটা শুনলে এইসব গানগুলো না থাকলে বেচে থাকাটা কঠিন হতো
@tamay23102 жыл бұрын
আমার মতো ইন্ট্রোভার্ট কারও জন্যই এই গান 🖤🌻
@aniruddhasen81662 жыл бұрын
💝🙂
@nilimajahan65674 жыл бұрын
চোখটা শুধু ঘোলাটে হয়ে আসছে💔জানি না কেনো সে আমায় অবহেলা করলো...বার বার তার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু সে নিতে চাই নি🖤
একা বেঁচে থাকতে শেখো প্রিয় তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি আমার নিরাগ লাগে ভারি, কবে ছোঁবো সাদা শাড়ি ? আমায় নিয়ে আর ভেবোনা আরাম প্রিয়, মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো। দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার, তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ? তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান? তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান? একা বেঁচে থাকতে শেখো প্রিয় তোমার নামে শিরনি দিয়েছি, তারার মাজারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি আমার নিরাগ লাগে ভারি, কবে ছোঁব সাদা শাড়ি ? আমায় নিয়ে আর ভেবোনা, আরাম প্রিয় মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো, দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার, তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাব না করেছি ক'বার ? তোমার মনের গতি... তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি, আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি। টিকিট কেটে রেখেছিলাম যাত্রা সময় ভুলে এখন ইষ্টিশনে বেজায় অন্ধকার। তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান? তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?
@sadiaislam89475 жыл бұрын
Thnk u akram amk link ta dewar jnno....mind blowing song..lyrics gulo onuvob korar moto..feel na korle ai gan gawa jai na..r onuvob chara shuna mullohin..😞
@raihantahjib97324 жыл бұрын
ভাই কি বলবো মনের কথাগুলাই প্রকাশ পেয়েছে💔💔 কতটা চাপা কষ্ট থাকলে এইভাবে গাওয়া যায়💘 হৃদয় ছুয়ে গেছে 💞
@limmooon90224 жыл бұрын
আমার নিরাগ লাগে ভারি, কবে ছোঁব সাদা শাড়ি ? ❤
@mdsuzonkhan9574 жыл бұрын
ইতি. তোমার স্পষ্ট চাহনিটাই... আহারে না পাওয়ার বেদনা আর কেউ পাবে না.
@nil-m24e5 жыл бұрын
অসমাধান ভাই....😍 বার বার শুনতে ইচ্ছে করে....
@monayemhossain38614 жыл бұрын
পরিস্থিতি আমায় বদলে দিয়েছে,খারাপ লাগলে প্রকাশ করা হয়না,কান্না পেলে মন খুলে হাও মাউ করে কেঁদে পেলে যায়না,পছন্দের জিনিস মাঝে মাঝে অন্যকে বুঝিয়ে দেওয়া,আমি এখন সব পারি!পরিস্থিতি আমায় সব করতে শিখিয়েছে🙂
@saraswatmukherjee12184 жыл бұрын
Just loved it ❤️... Speechless...
@paromitagangully73584 жыл бұрын
Asadharon Kata gulo..... Mon chue gelo..... 🤗🤗
@rijvijoarder10344 жыл бұрын
একাকিত্ত জীবনটা সাদা শাড়ীর মতো বিধমাময়।সাদা কাশফুলের মতো সাদা।
@OmarFaruk-vn9kg5 жыл бұрын
আজকে দেখলাম এটা। বাস্তব যখন সম্মুখে দাড়ায়, দু' পা তখন পিছু হটতে পারে না
@rajibulislamemon15 жыл бұрын
Getting lost in it.🖤😔 How amazingly you fit the song into 'October' movie. Both the movie and song are my favorite. Man, you earn my respect. You just killing it. You deserve all the like in the world.
@NageebHassan5 жыл бұрын
Much love 🖤🖤
@jamilahmedmunna37263 жыл бұрын
After watching this scene i couldn’t understand which movie’s part it is. Then i got the name of movie. Yes, this is October! What a mind-blowing movie, i have just finished it right now. And i am back here in order to take the actual smell of Eka ❤️
@mdiqbalhossainsohan67174 жыл бұрын
অামরা ছেলে রা নয় বয়স বা চাকরির কাচে হেরে যায়।প্রিয় মানুষ টা হারিয়ে পেলি।
@appletomato56332 жыл бұрын
তার প্রতি অভিযোগ রয়ে যাবে😊
@mirzarifatasfia52075 жыл бұрын
এটা সেরা ❤
@hmsabbir68435 жыл бұрын
Don't know how many times I have listened this song. Just loving it. Those lyrics have so deep meaning and your beautiful voice just nailed it bro. 💯💯💯
@tithidas66222 жыл бұрын
কিছু বলার ভাষা নাই!!! 🙂🙂
@smoronzaman62854 жыл бұрын
তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি। আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি। টিকেট কেটে রেখেছিলাম; যাত্রাসময় ভুলে এখন ইশটিশনে বেজায় অন্ধকার। valo theko priyo....sobsomoy
@Dr.OmarFaruq5 жыл бұрын
This video has done the Justice to the song. Great Job
@jamilahmedmunna37263 жыл бұрын
Vai eta kunu movier scene? Hole movier name ta bolen
@Dr.OmarFaruq3 жыл бұрын
October 2018
@Dr.OmarFaruq3 жыл бұрын
@@jamilahmedmunna3726 October 2018
@shuvrorongin2789 Жыл бұрын
যেখানে যেভাবে যেই অবস্থায় থাকো, ভালো থেকো
@samiyabadhon19344 жыл бұрын
তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের যোগান।🖤 এই জায়গাতে সত্যিই বুকের ভেতরটা শূন্য হয়ে যায়।🙂
@lamisamanha80594 жыл бұрын
সে ছেড়ে গেলে আপনি মরেই যাবেন জানা সত্ত্বেও সে যখন বারবার ছেড়ে যাওয়ার কথা বলে, হুমকি দেয়, তখন নিজে থেকেই ছেড়ে দিতে হয়, মুখের উপর দরজা বন্ধ করে দিতে হয়। যে ছেড়ে যেতে চায়, তাকে স্বাচ্ছন্দ্যে ছেড়ে দিতে হয়....
@mdgoogle95984 жыл бұрын
Hmm thik ,, Shatai tu hobar,,
@sajeedhossain78975 жыл бұрын
💝💝🔥🔥🤘🤘 ভাই সেরা ছিলো 💝💝🔥🔥🤘🤘
@imranhasan865 жыл бұрын
হায়,এমনও তো গান হয়! 🖤😌
@bizlikhatun53774 жыл бұрын
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়,,,,,,,,, অসাধারণ গানটা❤😍❤
@mushfiqurtanveer25995 жыл бұрын
গানতো অনেক পরিচয় চেনা😍 তবে এর থেকে ভাল ভিডিওগ্রাফি আর হতে পারে না। ❤🙏
@toxic_life623 жыл бұрын
আমার আর তোমার ভালোবাসা পূর্ণতা না পাক, না হোক দুজন কে দুজন পাওয়ার ইচ্ছা পূরণ, তোমার আমার ভালোবাসা টিকে থাকুক না পাওয়ার আক্ষেপ এ, দুজন দুজনকে কাছে পাওয়ার আশায়, শূন্যতায়, টিকে থাকুক সার্থপর ভালোবাসা
@shohelahmed9960 Жыл бұрын
দোলনচাপা দিতে পারি নাই তোমাকে কিন্তু অনেক ফুল দিছি দিন গুলো মনে হলে চোখে পানি চলে আসে আমার তোমাকে কোন দিন ভুলতে পারবো না জান আমার 😭🥰💔🖤
@hasnajahan92302 жыл бұрын
আমার প্রিয় মানুষটার দোলন চাপা খুব পছন্দের ছিল ..আশা ছিল সেই দোলনচাপা তার হাত থেকে নিব প্রতরনা করবে তা কখনও কল্পনাও করিনি💔