কাবেরী তুমি যে বৃহস্পতিবারে চলে গ্যাছো সে বৃহস্পতিবার এতটাই দীর্ঘ ছিলো যে, বাইশ বছর ধরে একই বৃহস্পতিবার চলছে...।
@nazmussalehinnisham903910 ай бұрын
kaberi
@mromi1.910 ай бұрын
ঈশ্বরের নিকট প্রর্থনা রাখি বাইশ বছরের বৃহস্পতিবারের ইতি ঘটুক। মায়া না কাটুক।
@mostafamahmud34669 ай бұрын
ভাই আমার ৮ বচ্ছর ধরেএই বৃহস্পতিবার চলতেছে
@verticalintegration8 ай бұрын
Bro are you even 22 yrs old?
@fmnz8k7 ай бұрын
পবিত্র বিশুদবার
@fahimahmed81677 ай бұрын
প্রিয় তিথি, একটা মানুষকে পাওয়ার পর আমরা যেভাবে রাখতে চাই কয়জনই বা পারি সেভাবে রাখতে..সারাজীবন থাকার ওয়াদা করার পর আমরা কয়েকটা মাস বছরও ভালো রাখতে পারিনা..একটা কথা তুমি আমাকে বলেছিলে যাবার সময়.. তোমাকে এতটুকু বিশ্বাস করসিলাম আর কি করলা তুমি..তোমাকে জামাইর স্থান দিয়েছিলাম আর এখন তুমি একটা রাস্তার ছেলের থেকে একটুও বেশি না আমার কাছে ..দেখ আমাকে ভালো করে তাকিয়ে দেখ কি পেয়েছিলা..আর কি হারালা..এরপর বলেছিলা.. সত্যিই সবচেয়ে বেশি ঘৃণা তাকেই করা যায় যাকে সবচাইতে বেশি ভালোবাসা হয়..গানের লিরিক্সগুলা কেবল কয়েকটা শব্দমাত্র কিন্তু প্রতিটা লাইন বাস্তব হয়ে উঠে.. বুঝা যায় ব্যথা কি জিনিস আর যখন মানুষটাকে নিজের অপরাধে হারানো হয় তখন এটাই মনে হয় সত্যিই কি তাকে ভালো রাখতে পারসিলাম? সত্যিই কি তাকে ভালো রাখতে পারতাম? ভালোবাসা আর ভালরাখা যে কতটা তফাত তা আমি বুঝলাম আজ..আমি তাকে কিই বা দিতে পারসি কিন্তু দিনশেষে তুমি আমাকে তোমার সবটা দিয়েই থাকার চেষ্টা করেছিলো.. কিন্তু ভাগ্য নামে একটা জিনিস আছে আর এটাই পরম সত্য.. আর তাই এতোকাছে এসেও আজ আমরা এতো দূরে..যদি কোনদিন সময় থামানো যায় যদি সময় পিছানো যায় আমি আবার তোমার হাত ধরতে বগুড়া যাব আাবার মাসের পর মাস অপেক্ষা করব..জানিনা কেন উল্টা এক প্রকার শান্তিই কাজ করতেসে তুমি যেখানে এতো ম্যাচিউর ছিলা আমি ছিলাম বাচ্চার মতো সময় দেয়া নিয়ে ঝামেলা করতাম..তুমি বলতা আমরা উল্টো কোনদিকে মিল নেই আমি বলতাম আমি তোমার জন্য মানায় নিব, নিয়েছিলামও কিন্তু আমি তোমাকে সবসময় হারানোর ভয় করতাম আর অবাক করা বিষয়টা দেখ সেই ভয়টাই আজ তোমাকে আমার থেকে দূরে নিয়ে গেল..যার কথা না শুনলে রাতে ঘুম আসতোনা আজ দিব্যি তাকে ছাড়াই ভালো থাকা শিখতেসি..আজ যা ভেবে মন খারাপ করে শুয়ে আসি একদিন এসব ভেবেই হাসব এটাই মানুষের জীবন..কিনতু একটা কথাই বলবো তোমাকে ভালো রাখতে পারিনি কখনো পারলে মাফ করে দিও..বলসিলাম জীবনের শেষদিন পর্যন্ত একসাথে কাটাবো দেখ বেঁচে থাকতেও আমরা আর একসাথে নাই..নিজের খেয়াল রেখো..নিজের জীবনটা নষ্ট করোনা..সুন্দর একটা জীবন যেন পাও, নিজের মতো করে যেন বাঁচতে পারো দোয়া করি.. একজন জঘন্য মানুষ
@fozlerabbyprottoy33593 ай бұрын
😢
@mdsaklainibnasaifАй бұрын
ভালবাসলেই ভাল রাখা যায় নাহ এটা যেমন সত্য তেমনি ভাল রাখলেই যে ভালবাসা যায় নাহ এটাও সত্য।। যাই হোক ভাই ভবিষ্যতের জন্য শুভকামনা। তিথিকে না পাওয়ার আক্ষেপ না করাই উত্তম।। হয়তো এর চেয়েও বেটার কিছু অপেক্ষা করছে।। ❤❤❤
@raiisulislamrakib529311 ай бұрын
Never dedicate this masterpiece to a wrong person. NEVER!!
@Tomioka-Giyuu61196 ай бұрын
কাবেরি, এই চরম ব্যর্থ মানুষটাতে ডুব দিয়েও তো একবার দেখতে পারতে; দু:খ বিষাদ আর তুমি ছাড়া সেখানে কেউ নেই...একদিন অনেক টাকা হবে, মানুষের দাম কতো কাবেরি?
@chayonmondol38862 жыл бұрын
নিঃসঙ্গতা আর একাকীত্ব মানুষ কে যে শিক্ষা দেয়,হাজারো বইয়ের জ্ঞান ভান্ডার সে শিক্ষা মানুষকে কখনই দিতে পারে না। ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ভালোবাসায় ❤️
@golamraufu4 жыл бұрын
টিএসসিতে আপনাদের গান শুনেছিলাম, তখনই গানটা খুঁজেছিলাম, গানটা তখনই আরেকবার শোনার ইচ্ছে ছিল। গানের নাম জানা ছিল, ব্যান্ডের নাম জানতুম না। আজ খুঁজে পেলুম। ☮︎
@abdunnurwasit64433 жыл бұрын
vai ei shooting ta kothay kora hoyeche bolte paren? amar monee hoy Rajshahi University
@shubhayu_kabbo3 жыл бұрын
@@abdunnurwasit6443 RU er kichu shot ache ekhane...alada kore shooting kora hoy ni.lyricist er neya random kichu shot eksathe kore,puro video ta kora hoise.
@mdfirozarefin40502 жыл бұрын
kzbin.info/www/bejne/r6bNY4NuaJ2ofcU
@shubjaan8 ай бұрын
বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিন। আকাশে একই মেঘ, ধুন্দুলবনে একই হাওয়া প্রতিদিন ঘুরে ফিরে আসে। সমুদ্রে ক্লান্ত, নদীতে ক্লান্ত। এইসব ছেড়ে কোথাও যাওয়া গেলে ভালো হতো। জীবন ক্লান্ত হতে হতে ছেঁড়া স্যান্ডেল হয়ে যাচ্ছে তবুও বাঁচতে হচ্ছে প্রতিদিন। 🖤
@i_bhattacharjee3 жыл бұрын
আজ সকালে এক বাংলাদেশী বন্ধু suggest করলো এই গানটা শুনতে, সন্ধ্যায় শুনলাম! মুগ্ধ হলাম, আসলেই সুন্দর তার মিউজিকের টেস্ট.. খুব সুন্দর, খুব সুন্দর এই গানটা :) অনেক অনেক শুভকামনা রইল ।
@sijanurrahmansijan73272 жыл бұрын
আমি তাকে 'পিচ্চি' বলে ডাকতাম। কিযে মিল ছিলো আমাদের আহা... গান'টার শুনে পিচ্চি'টার কথা মনে পড়ে গেলো ভালো থাকুক সকলের কাবেরী❤️
@Sahoshilin2 ай бұрын
Picchi 😂😂😂 Sala pedophile 😂😂
@chyafrinАй бұрын
হৃদয়ের প্রত্যেক টি, আহবান, এবং দুঃখ দুর দ্বশা চিন্তা সব, জানেন আল্লাহ, যে হৃদয়র অসমাপ্ত আর কেউ জানে না,
@abdullahsamirrr4 жыл бұрын
This song deserves much more appreciation! শুভকামনা কাবেরী। শুভকামনা আধপাগলা।
@ahammedafridi7956 Жыл бұрын
দাদা গানটা প্রথম শুনছিলাম সোডিয়াম বাতির গানের আড্ডায়। তারপর থেকে তোমার প্রত্যেকটা গানের ভক্ত হয়ে গেলাম। এইভাবে তুমি হৃদয় ছুঁয়ে দিচ্ছো। মনে হয় জীবনের কথাগুলো বলতেছো।🙂
@yousuf-abir64712 жыл бұрын
আহা কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত মায়া মাখা গান।❤️ কাবেরী এখন ভালোই আছে বেশ।
@jannatunferdous25484 жыл бұрын
যেখানে হৃদয়ের খুব কাছে বারুদ আর গোলাপের সুবাস❤
@altuniaarfin28 күн бұрын
আমি নাহয় তোমার কাবেরী হবো তুমি যুদ্ধের শেষে এসো আমার কাছে, খুব যত্নে ভালোবাসায় তোমার রক্তাক্ত ক্ষতগুলোকে সারিয়ে দেব, তোমার শীতে ফেটে যাওয়া ঠোঁট সারিয়ে দেব। তুমি বুক পকেটে আমার ছবিটি রেখে দিও,আমি আমার জীবনজুড়ে তোমার ছবি এঁকে রাখবো। তুমি এসো তোমার খুব নিঃসঙ্গতায় , খুব বিষন্নতায়, একসাথে নাহয় অমাবস্যা দেখবো জোৎস্না তো দেখে সবাই, আমরা নাহয় দুজন দুজনের ক্ষত সারিয়ে দেব অমাবস্যায়। তবুও তুমি এসো ,আমি তোমার কাবেরী হওয়ার অপেক্ষায় 🌸
@mdibrahimkhalil933816 күн бұрын
তীব্র হাড়কাঁপানো কনকনে শীতে তোমার চাদরেই তার আশ্রয় হোক❤
আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মূহুর্তগুলোয় নির্মিত গানটি।ভালোবাসা নিস বন্ধু অর্ঘ্য.. .❤️
@hamimhasan90553 жыл бұрын
ঐ যে হয় না,'গেঁথে যায়?' সেরকম গেঁথে গেছে। ❤️🙂
@nijhumhaque46164 жыл бұрын
প্রথম লাইন টাই খুন করে দিলো
@AnotherSHAFINAHMED3 жыл бұрын
কাবেরী তুমি কেন আসো শুধু স্বপ্নে, পাশে এসো না হাতটা ধরি... মগজে এসে দিয়ে যাও ঘুম, চলো না দেই শহরতলী পাড়ি.. ও কাবেরী....
@topops32542 жыл бұрын
আমি জানি আমার প্রিয় একজন মানুষ গানটা শুনতে আসবে, তাকে আমি আজকাল কাবেরী বলে ডাকতেছি। কমেন্টটি তোমার জন্য রেখে গেলাম। ভালোবাসি তোমায় 🌺🖤
@knockturnal16374 жыл бұрын
এর আগে গানটা অর্ঘ্যের মুখে শুনেছি অনেকবার। তবে আজ সকালে হঠাৎ করে গানটা শুনতে ইচ্ছে হল। next thing I know, I'm listening to this all day.
@ahmedamir464011 күн бұрын
কাবেরী তুমি যে শুক্রবার চলে গেছো,সে শুক্রবার এতোটাই দীর্ঘ ছিলো যে আজও প্রায় এক কোটি বছর ধরে এখনো শুক্রবার'ইই চলছে !
@anishchowdhury15782 жыл бұрын
গুরু ঠিক বলেছেন গানটা বমির মতো আসতে হয় পিরিডের মতো আসতে হয় কষ্টে সিষ্টে কোন দিন গান লেখা যায় না আজ এই গান টা শুনে কথা ও শুর শুনে মনে হচ্ছে গুরুর বচন সদা সত্য 🌹
@shainurrahman86733 жыл бұрын
"যুদ্ধের অবশিষ্ট আগুনে পুড়ে গেছে আমাদের বয়েস..."
@ontar38142 жыл бұрын
হৃদয় থেকে যদি কখনো একরাশ সুখ হারিয়ে যায় সেই সুখ ফিরিয়ে আনার জন্য আমি কাবেরী কে স্মরণ করবো🙏❤️☺️
কিছু গান থাকে,যেগুলোকে নিজের গান মনে হয়। এই সকল গানগুলোকে কিভাবে প্রশংসা করা যায়,সে বাক্য নেই আমার..!তেমনি একটা গান এই কাবেরী..!🧡
@shehab01902 жыл бұрын
Lyrics : কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি (2x) যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই ঘুরে তোমার কাছে এসেছি। কাবু হয়ে ঘরে ফেরার দিন শেষ যুদ্ধের অবশিষ্ট আগুনে পুড়ে গেছে আমাদের বয়েস। কাফের দিলো নাজরানা, নদী ভরা উত্তাল যৌবন কাবেরী তোমার ছবি আমি আজও বুক পকেটে নিয়ে ঘুরি। কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি (2x) যদি তুমি বলো নিঃস্পৃহ, তবে তাই ঘুরে তোমার কাছে এসেছি। সংশয়ে বিমান আর মরুঝড়ে আটকে পড়া বেদুঈন আমরা বহন করছি কিছু অন্তঃসার শুন্য গান পৃথিবীর একপক্ষ করে খেয়ে ফেলা রাজনীতি মগজে ধোঁয়া লাগিয়ে বলে আমার শিল্প বলিয়ান। কাবেরী চলো এবার শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি কাবেরী চলো এবার শুয়ে পড়ি নিভিয়ে ঘরের বাতি। কার্তুজ ভর্তি পকেট আমার নিজস্ব পিস্তল হাতে যুদ্ধের এই ময়দান যেখানে হৃদয়ের খুব কাছে বারুদ আর গোলাপের সুবাস কাবেরী তোমার চাদরেই আমার বসবাস।
@mdfazlerabbi40524 жыл бұрын
গতকাল প্রথম শুনলাম গানটা। কাল থেকে এই গানটা ছাড়া আর কোনো গান শুনিনাই। অসাধারণ ♥.. Views মিলিয়ন ছাড়াবে দেখে নিয়েন 🙂
@rezuanahmmed7301 Жыл бұрын
অর্ঘদা, কি বিস্ময়কর সৃস্টি আপনার।২ বছর থেকে তম্ময় হয়ে শুনছি,তবুও মন ভরেনা
@abdullahsamirrr3 жыл бұрын
I would pay anything to listen this song for the first time! :')
@abirrahmanbabu2033 жыл бұрын
ভাবতেই অবাক লাগতাছে এই গানটা আমি কেমনে দুই বছর পর পাইলাম, দুই বছর আগে পাইলাম না কেন? 😔 ❤️
@rupanzelrema35583 ай бұрын
যে মানুষটা আমাকে এই সুন্দর গান শুনালো আজ ও আমার জীবনে নেই। গানটা শুনে ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করছে কিন্তু হাই! কিভাবে যাব? আমি তো ওর চোখের বালি!
@babulhossain30642 жыл бұрын
প্রতি শীতেই শুনবো দুই বছর আগে এক বড় ভাই শুনাইছিলো গানটা তার পর থেকে শীত আসলেই মনে পরে ❤️❤️❤️
@borhanrabbani2 жыл бұрын
নিঃসঙ্গতা বাড়ার সাথে সাথে জীবনে সুন্দর কিছু গানের খোঁজ মিলে, কিছু কবিতার। কী সহজ কথাবার্তার এই গান তবুও কী গভীর!🖤
@mdfirozarefin40502 жыл бұрын
kzbin.info/www/bejne/r6bNY4NuaJ2ofcU
@jednijoty22184 жыл бұрын
ami bujhina eto sundor gan gulay eto kom views keno! ruchibodh ki ekdm e sesh hye jacche naki amader!jai hok.it was amazing!
@rahulshaw.8889 Жыл бұрын
আজও শুনি হে তোমাকেই বলছি💙 ভুলে যেতে পারিনি আর পারবও না গান টা শীতের শুরু তে ফেটে যাওয়া ঠোঁট নিয়েই শুনিয়ে ছিলাম সব স্মৃতি গুলো মনে পড়ে?? না আজ তাকে আমার এই স্মৃতি টুকুও সব কিছুর সাথেই দিয়ে দিয়েছো?!!
@rahulshaw.8889 Жыл бұрын
অভিশাপ দিইনি, মন্নত এই রেখে এসেছি তোমায় 🌬️
@arpon346011 ай бұрын
Vai apni আধ্যাত্মিক
@mmshai5 ай бұрын
শীতে মানুষ মানসিক ভাবে দূর্বল থাকে, তাই হঠকারিতা বেশি উপলব্ধি করে তখন উদাসীন মানবতাবাদীরা। নিরিক্ষা(d.n.c.gov.bd)
@SheikhyeazuddinEmon2 жыл бұрын
একটা গান কিভাবে এতো সুন্দর হইতে পারে???? আমি তো পুরাই প্রেমে পরি গেলাম 🖤🖤
@NayemIslam-qh3so7 ай бұрын
Ei gan ta age kn pailam na ami? 🙂 How deep!!! Amazing!! Shei laglo ganta 🫶
@arif__hosen11 ай бұрын
গত শীতে সে ছিলো! এই শীতের শুরুতেই সে হারিয়ে গেছে আলোকবর্ষ দূরে কোনো এক সৌন্দর্যের মায়ায় পরে!🥲
@ProjonmoShoot9 ай бұрын
আমাদের যুদ্ধ শেষ হবে আর কিছুদিন পর। শীত ও শেষ হবে হয়তো। কিন্তু যুদ্ধ শেষে আর ফিরা হবে না তোমার কাছে... scanner ❤
@MahadiHasan-qr8rf7 ай бұрын
যেই দিন একবার গানটা শোনা হয় এইদিন আর অন্য গান ভালোই লাগে নাহ। তাই বারবার এটাই শুনতে থাকি। কাবেরী💜
শুনতেও গর্ব হয় ভাবতেও গর্ব হয়,আমার এলাকার বড় ভাইয়ের গাওয়া গান🤘 শৈশবটা কেটে গেছে অর্ঘ্যদার সাথে ক্রিকেট খেলে❤️❤️ ভালোবাসি অর্ঘ্য দা❤️❤️❤️
@titizomock1624 ай бұрын
বাংলায় এখনও গান লেখা হয়। গানটাকে নিয়ে কথা বলার মত কিছু নেই, সুর আর লিরিক্সের মুগ্ধতায় ভর্তি। ভিডিওগ্রাফিটা অত্যন্ত অর্গানিক আর খুব মানানসই। দুর্দান্ত কাজ❤️
@sayandipchakraborty22184 ай бұрын
Tumi bolcho jokhon hobe hoito.
@rakibhasan80167 ай бұрын
গানটা Spotify তে পাওয়া যায় না। দয়া করে সেখানে দিলে ভালো হয়।
@limonhossain35795 жыл бұрын
আহা! অনিন্দ্য সুন্দর ❤ শুভকামনা আপনাদের 😊
@nikhatmehran17103 жыл бұрын
গান টা ভীষণ সুন্দর। আমার ভাই আর আমার প্রিয় মানুষ ভীষণ সুন্দর করে গান টা গেয়ে শোনায়। 🌺❤️
মস্তিষ্কে আরাম দেয় গানটা।। দমে যাবেন না,সময় আরো অনুকূলে এগোবে।।আধপাগল থাকাটাই যে অসম্ভব সুন্দর সৃষ্টি করতে সাহায্য করবে।।এই পাগলের ভালোবাসা জানবেন।। [🖤🖤🖤]
@mrsgiraffey5 жыл бұрын
গানটা শুনে এক ধরণের অদ্ভুত মন খারাপ হচ্ছে।
@nahidhasanrobiul15532 жыл бұрын
আহ...কাবেরী টিএসসিতে প্রথম শুনছিলাম, এত শুনে আসছি আজ একটা কমেন্ট করে রাখলাম কেননা গানটা কিছুদিন দেখি অনেক মানুষ শুনা করছে, কিন্তু আমার জেন জানি মনে হয় এটা একান্তই আমার গান আমার জন্য তৈরি হয়েছে, তবুও এত সুন্দর সবাই শুনুক ছড়িয়ে ছিটিয়ে যাক সবার কাছে ভালো গানের মূল্য দিক সবাই।
@kinjanchatterjee32023 жыл бұрын
Lyrics, Melody , Cinematography everything is in a perfect blend...💫🖤
@nineteennintysix47783 жыл бұрын
কোন গান যে এত সুন্দর হয় জানা ছিল না❤️🖤
@muhaiminarafatswapnil2 жыл бұрын
লিরিক, ভোকাল, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে অসাধারণ! 🤍
@nadimmahmud3721 Жыл бұрын
সুন্দর গান।কাবেরীরা না হারাক🌺
@ankitsaha3939 Жыл бұрын
হারানোতেই তো ভালোবাসার স্বার্থকতা❤
@shuvochakma83022 жыл бұрын
গাননু দোল। ব্যান্ডর বেক্কুনরে হোচপানা!❤️
@agniksaha14779 ай бұрын
Gan ta onno kono platform a nei keno Ato sundor gan❤
@miranabil304 жыл бұрын
এক কথায় অসাধারন লকডাউন এর ঘটে যাওয়া কিছু ভালো জিনিসের মধ্যে একটি হলো এ গানটি খুজে পাওয়া।
@sanjidaafrin68432 жыл бұрын
যেখানে হৃদয়ে খুব কাছে বারুদ আর গোলাপের সুবাস 🌼🌼
@MehediHasan-ob6so11 ай бұрын
এটা ৪ বছর পরে এসে শোনায় নিজের ওপর মায়া হচ্ছে। এতদিন এটা মিস করে গেছি।
@abdullahsamirrr3 жыл бұрын
Kaberi crossed 72k! So it's not my little secret anymore!
@sadmansaakibdhrubo52202 жыл бұрын
3am... শীতের রাতে শুধু এই গানটাই চলবে। সঙ্গে থাকবে চা।
@arifudoy11805 жыл бұрын
গানটা শুনছি আর শুনছি। অদ্ভুত রকমের সুন্দর।
@mharnobb33292 жыл бұрын
বাংলায় এই রকম কিছু গান আছে বলেই হয়তো জীবন রংধনু। 🥀❤️
@MrNarco2 жыл бұрын
কাবেরীকে আমি প্রায় দেখি খুব কাছ থেকে আর দেখে নিজেকে প্রশ্ন করি এই কি সে কাবেরী যাকে এই নিষ্ঠুর পৃথিবীতে সব কিছুর বিনিময়ে ভালোবেসেছিলাম? ভালোবাসা টিকে থাকুক সকল প্রেমিকের মাঝে যার একটি করে কাবেরী রয়েছে। কাবেরী শুনো শীতের ফেটে যাওয়ার ঠোট নিয়ে তোমার কাছে এসেছিলাম মনে রেখো।
@farhanislam9034 жыл бұрын
অসাধারন লিরিক্স 😍 নাজমুস সাকিব ভাই
@momin3x3 Жыл бұрын
প্রিয় লাইন :- কার্তুজ ভর্তি পকেট আমার নিজস্ব পিস্তল হাতে যুদ্ধের এই ময়দান যেখানে হৃদয়ের খুব কাছে ❝'বারুদ আর গোলাপের সুবাস'❞ কাবেরী তোমার চাদরেই আমার বসবাস।।।। Most Underrated Band Aadhpagla || 🖤 🎶 + 🎧 + 🌿💨 = 😊🖤 Now Me Full-Pagla || 😎
@tanvirswapnil32812 жыл бұрын
বছর ঘুরে আবার এই শীতে কাবীর কথা মনে পড়লো..
@EpsilonBangladeshАй бұрын
কাবেরী তুমি আর কদিনে আমার হয়ে আসবে? তোমায় পথ চেয়েই তো এতো অপেক্ষা কাবেরী।
@meghla24445 ай бұрын
I still remember the day when you told me to listen to this song. I still listen to this song. But now alone
@_riyu_piyu_ Жыл бұрын
আমার প্রেমিক আমাকে কাবেরী বলে ডাকে। সে আমার জন্য নিজ কন্ঠে এই সুন্দর গানটি গাইতে থাকে।
@joyantoray15262 жыл бұрын
গানটা হঠাৎ করে সাজেশনে এসে আপনা আপনি শুরু হয়েছিল। প্রথমবার শোনার পর লিরিক্সটা অনেক ইন্টারেক্টিং লেগেছিল। দ্বিতীয়বার শোনার জন্য আবার প্রথম থেকে চালু করলাম। এবার এক বন্ধু আসল। কিছুক্ষণ পর সে বলল - গানটা তার খুব পরিচিত। তারপর ভালো মত ভেবে চিন্তে সে বলল- এটা তার স্কুলের বন্ধুদের ব্যান্ড, অত:পর জানতে পারলাম আধপাগলার উত্থানের বিবরণ। ..... গতকাল রাত থেকে একটাই গান শুনতেছি। প্রার্থনা করি সবসময় এরকম আধপাগলা থাকুক তারা। পুরোপুরি পাগল হওয়ার প্রয়োজন নেই, আবার পুরোপুরি সুস্থ হলেও চলবে না। 🤘
@rakibislam-rc7gj3 жыл бұрын
কাবেরী তোমার ছবি এখন আমার প্রিয় উপন্যাস শেষের কবিতার মধ্যে নিয়ে হাটি। কাবেরী তুমি ভুলকরে আমার জংশনে নেমে যেও...... কাবেরী তোমার চাদরেই আমার বসবাস।
@rafsanahmed28844 жыл бұрын
এটা কি গান ছিলো নাকি একমুঠো বেঁচে থাকার অনুভূতি?? অসাধারণ ❤
@hasanalbanna83132 жыл бұрын
শুন্যতা হচ্ছে যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে জিতে যায় 🤝
@mashkuraakter71702 жыл бұрын
অনেকদিন অপেক্ষার পর যখন হঠাত্ দেখা কিনবা প্রচণ্ড ঝগড়ার পর ঝলসানো এক মুখ নিয়ে সামনে এসে একটা লাইন সব দুঃখ মোচনের জন্য যথেষ্ট "কাবেরি এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি"🖤
@habibulbasarchoton32902 жыл бұрын
কাবেরী আমার প্রিয়জন😍 গানটার মতোই প্রিয়..
@RayathZaman7 ай бұрын
Randomly found this gem. Wish I found it in my earlier days. Commenting as a reminder to my future self, So I don't forget what my taste used to be.
@kaberipal8289 Жыл бұрын
নিজের নাম শুনতে যখন বেশ লাগে❤️🍃
@dtdborndaysh5766 Жыл бұрын
কোথায় আপনি কাবেরী
@murarikartik77813 жыл бұрын
Seriously I love those who hear such songs. ❤
@Dhruba992 жыл бұрын
Cinematographer should have a mention. খুব ভালো
@kaberi...2 жыл бұрын
ভালো লেগেছে ❤ keep it up💕 good wishes 🌿
@sabrinajesmin3434 жыл бұрын
Heard it yesterday. And kept humming it all day long. Such an enchanting song. Fell in love 🕊
@entertainment5836 Жыл бұрын
কোনোভাবেই কি যোগাযোগ পসিবল? আমরা পরিচিত ছিলাম,মনে আছে?
@sabrinajesmin343 Жыл бұрын
@@entertainment5836 পরিচিত ছিলাম মানে এখন নেই, এটার মানে হচ্ছে I took myself away from u whoever u are because maybe u disappointed me somehow and I know for sure it was more than once so yeah we ain’t connected still because I let u go. Whoever u are take care and good luck. I hope u don’t have to look back again the way u are doing right now.
@UchchashAhmed Жыл бұрын
"কাবেরী তোমার ছবি আজও আমি বুকপকেটে নিয়ে ঘুরি।" ♥ "কাবেরী তোমার চাদরে আমার বসবাস।"♥
@antualexo3918 Жыл бұрын
শীত আসতেছে দিনে কতবার যে শুনা হবে এটা❤
@nazifmuhammadnafi28395 жыл бұрын
বেশি সুন্দর। amazing song.
@zannatulnayeem36733 жыл бұрын
কি যে ভীষণ মাদকতাময় গানটা... মুগ্ধ হয়ে গেলাম
@sadiaafroz31245 жыл бұрын
❤️ gaan ti oshadharon ❤️
@shakibahmed15915 жыл бұрын
@sadiaafroz31245 жыл бұрын
You’re welcome
@jahidulislam18514 жыл бұрын
K jeno tmk suggest korsilo? 😂
@sadiaafroz31244 жыл бұрын
@@jahidulislam1851 hahahah xD
@antoreep3684 Жыл бұрын
gaan ta bhalobashi onekdin dhore, gotokal live shunlam❤️
@al_refat10 ай бұрын
came back to the song after a year, glad to see it's getting the love it deserves
@abdullahsamirrr5 жыл бұрын
অসাধারণ সুন্দর::)
@mdtouhidulislam736910 ай бұрын
হ্যাঁ তুমি! চিরকাল থাকবে আমার মনে
@tarikulislam62192 жыл бұрын
যখন নিজেকে একা লাগে তখন এসব গান খুব ফিল দেয়! 🥰😍>3
@habibulbasarhabib92 жыл бұрын
কাবেরী এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি......... কামুক একটা গান মেলাদিন শুনেছি।