নিশিথ দাদা কি বলবো বুঝতে পারছি না 😌 এটাও জানিনা সঙ্গীত, সুর এসব বুঝি কিনা ...! তবে চোখের জল রোধ করতে পারলাম না। আপনার এই মহৎ কাজের জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানবেন। গুরুজি সুস্থ থাকুক, আমাদের আরো অনেক ভালো ভালো গান উপহার দিক সর্বদা এই প্রার্থনা করছি 🙏 আমরা যারা তার শ্রোতাভক্ত আছি আমরা তাকে, তার গানকে কতোটা অনুভব করি তা তো কেবল আমরাই জানি।
@nishithsurjo4 жыл бұрын
: আসলেই ভাই। এই গানটা যখন শুনছিলাম তখন আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমাকে ধন্যবাদ জানানোর জন্য ভালোবাসা রইলো। চেষ্টা করছি নানাভাবে উনাকে তুলে আনার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকুন..
@rathinhalder33314 жыл бұрын
@@nishithsurjo সাবস্ক্রাইব তো সেই কবেই করে রেখেছি আর তাইতো নোটিফিকেশন পাই। আপনার চেষ্টা অব্যাহত থাকবে এই আশা রাখছি 👍
@nishithsurjo4 жыл бұрын
@@rathinhalder3331 : কৃতজ্ঞতা ভাই
@eliusmollagaanpagol4 жыл бұрын
@@nishithsurjo আমি তার গানকে অনেক ভালো বাসি আমি পরদেশি র গান যত সুনি ততই ভালো লাগে
@sentudebnath52384 жыл бұрын
@@rathinhalder3331 ৃঅসাধারণ
@mdpiarul91004 жыл бұрын
নিশীথ দাদা কি ভাষায় বুঝাবো আপনাকে আমার যে কোন ভাষাই নেই। আমি সেই শৈশব কাল থেকেই সংগীতগুরু লোকগীতি গানের সম্রাট মুজিব স্যারের গান শুনে আসতেছি। মজিব স্যারের গান ছাড়া আমি আর কোন শিল্পীর গান শুনি না। উনার প্রতিটি গান যে আমার চোখের লোনা জল পড়ে বুক ভেসে যায়। নিশীথ দাদা যখন রাত গভীর হয়। তার গানগুলো আরো যে বেশি বিরহে কাতর হয় মন। নিশিথ দাদা আপনার মাধ্যমে আমরা সঙ্গীত গুরু মজিব স্যারের গান এবং মজিব স্যার কে দেখতে পাই এটাই আমাদের হাজারো পাওয়া। তাই আল্লাহ পাকের কাছে সব সময় মুজিব স্যারের ফ্যামিলি এবং মজিব স্যারের জন্য এবং আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহপাক যেন মুজিব স্যারকে হায়াত দারাজ দান করুক এই কামনাই করি। মজিব স্যারের গানের মধ্যে গ্রামের মাঠ ঘাট গাছপালা তরুলতা ধানক্ষেতের মাটির গ্রান ভোরের কুয়াশার দৃশ্য রাতে পাখির কল অঞ্জলি সব কিছুই খুঁজে পাই। এবং খুঁজে পাই গ্রামের মায়েরা লাকড়ি খড়কুটা মাটির চুলাতে দিয়ে যখন রান্না করে সেই খর কুটার ধোয়া ছড়ানো। মুজিব স্যারের প্রতিটি গান ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি ঘরে চিরকাল বাজবে গানগুলা কখনো মরবে না। এই গানগুলোর প্রতিটা সুরে শৈশবের বিজড়িত দিনগুলো সবার চোখের মাঝে ভেসে উঠবে। নিশিথ দাদা আমার মোবাইলের মেমোরিতে মুজিব স্যারের কন্ঠে গাওয়া সবগুলো গান আছে। ভালো থাকেন নিষিথ দাদা ভালো থাকুক আমাদের প্রাণ প্রিয় শিল্পী মুজিব স্যার এবং আমাদের ছোট ভাই সজীব। আল্লাহ হাফেজ।
@rajumohajan77352 жыл бұрын
মুজিব পরদেশী শুধু একজন শিল্পী নন,তিনি গ্রাম বাংলার অলৌকিক মানুষ।সেলুট জানাই।
@txk__jen6136 ай бұрын
আমি ভারতের কোচবিহার জেলার। আপনার কেসেট অনেক কষ্টে বাংলাদেশ থেকে আনাতাম।আপনার গান খুব গাইতাম।সেটা 2000 সাল থেকে। এখনও বেশিরভাগ সময়ই আপনার গান গাওয়ার চেষ্টা করি। এত আনন্দ অন্য কোন গান গেয়ে পাই না। কল্যাণ
@MdZobayerAhmed-yb1xo3 ай бұрын
❤
@শেষঠিকানা-ন৩গАй бұрын
আমি ওনার মত গান গাইতে পারি আমি আসবো কোচবিহারে
@mdkalam71632 жыл бұрын
বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিজেন্ড মুজিব পরদেশি,৯০ দশকে উনার গান একটু হলেও শুনেনি এমন লোক বাংলাদেশ কমই ছিল
@kazisalim76304 жыл бұрын
সংগীতে পিতা-পুত্রের এমন মাখামাখি সত্যি আবেগ ধরে রাখতে পারিনি, চোখে জল পড়েছে, মুজিব পরদেশীর আবেগ যার জন্য তিনি যেন তাকে বুকে জড়িয়ে নেন সেই প্রার্থনা,,
@jhumurghosh75414 жыл бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি আমার বয়স যখন কুড়ি তখন থেকে এই গুরুর ফ্রেন্ড হই আর আজও শুনি গান উনার গান যখন শুনি মনে হয় কোন অজানা দেশ দেশে চলে গেছি তা মনে বড় ইচ্ছা হয় গুরুর কাছে গিয়ে পাঁচটা গান শুনতে কিন্তু যে উপায় নাই মোবাইল খুললে গান শুনলে মজিবপরদেশীর গান শুনি কি বলবো না আর গান না হৃদয় ফেটে জল আসে না পাথর পেটে জল আসে জানিনা আজও অজানা গুরুদেব ,আপনাকে স্যালুট স্যালুট স্যালুট♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@mdroson58124 жыл бұрын
ধন্যবাদ দাদা আপনাকে
@asifhossain94252 жыл бұрын
🦋🌹🥀🌺🌼🌻🌷
@akhtarhussainakhtarhussain60342 жыл бұрын
দিদি আপনে আমার মত নামবার টা দিয়েন আমি আপনার ছোট ভাই হিসাবে কথা বলব মনের দুখটা মিটবে আমি এখন ডুবাই প্রবাসি
@sagarali84732 жыл бұрын
Sem to you
@rakibhossen26382 жыл бұрын
আসলেই তাই
@ZahidHasan100kshorts Жыл бұрын
খুব মনে পড়ে ১৯৯৫ কিংবা ৯6 সালে আমার প্রিয় শিল্পী জনাব পরদেশী সাহেবকে সামনাসামনি দেখা এবং উনার গান শুনেছি । মঞ্চ মাতিয়ে ছিলেন । তারপর আর কোনদিনও দেখা হয়নি। এখন অনেক বয়স হয়ে গেছে । আল্লাহ , যেন উনাকে জীবনের শেষ দিন পযর্ন্ত সুস্থ রাখেন এই কামনাই করি ।
@AmritaArt-bi7gb10 ай бұрын
মুজিব পরদেশী আমার ওস্তাদ জী ওনার গান ১৯৯৫সাল থেকে শুনে এসেছি,, এখনো বৃদ্ধ বয়সে এখনো তার গান আমার জনপ্রিয় । তার গান আমি ভালো বাসি তার গান আমি গাই,, ওনাকে সবসময়ে মনে করি, এবংমিস করি। ওস্তাদ দের সাথে দেখা করতে চাই,যানিনা জীবনের শেষ সময়ে ও ৷দেখা হবে কিনা, ওনার সুস্ত তা আমি সৃষ্টি কর্তার কাছে কামনা করি ওস্তাদ জী কে যেন ভালো রাখে ন। ওনার আমি এক জন ভক্ত,, সকল কে ধন্যবাদ, ,। ❤❤❤
@taposhmitra58497 ай бұрын
মুজিব পরদেশি ভাইকে অনেক অনেক শ্রদ্ধা।তার গান শোনার আগ্রহ আদৌকমছেনা । শ্রদ্ধার্ঘ রইল। টিমকেও ধন্যবাদ ।
@ratanopnopandas75153 жыл бұрын
খুব কাঁদলাম,,,,যদিও আমি একজন ইতালির প্রবাসী ভালো লাগা আমার একজন প্রিয় শিল্পী মুজিব পরদেশী 🥰😭🙏🇧🇩🇮🇹🥀
@jamalmiah83122 жыл бұрын
খাই
@abdusshahid3972 жыл бұрын
😭💔
@mdnoman2952 жыл бұрын
আসসালামু আলাইকুম কেমন আছেন
@myphoneaccess3675 Жыл бұрын
😍
@AsaduzzamanShopon-f8c3 ай бұрын
@mdn❤❤❤oman295
@mdriduanferdushridoy85974 жыл бұрын
নিশীথ দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইলো, শ্রদ্ধেয় গুরুজি মুজিব পরদেশীর গান শুনেই গান কে ভালোবাসা শুরু করলাম। হাজারো বছর আমাদের মাঝে বেঁচে থাকোক মুজিব পরদেশী আমাদের মাঝে। কোটি তারার মাঝে যেমন একটি শুধুমাত্র চাঁদ থাকে, ঠিক তেমনি লক্ষ হাজার কোটি শিল্পীর মধ্যে মুজিবপরদেশি একজন অন্যতম। মুজিব পরদেশীর মত একজন জীবন্ত কিংবদন্তী মানুষের গল্প গান কাহিনী আমাদের মাঝে তুলে ধরছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
@badolroy41172 жыл бұрын
চোট কালে রেডিওতে ওনার গান শুনে ঘুমিয়ে যেতাম। খুব দরদী কন্ঠ ওনার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে যেন ঈশ্বর সব সময় ভালো রাখে।
দেখুন প্রিয় শ্রোতামন্ডলী এই বয়সে ও প্রিয় মুজিব পরদেশী সাবলীল ভাবে তার কন্ঠে কি চমৎকার করে গানটি করছেন- সত্যি অসাধারণ--
@Prakriti20224 жыл бұрын
অসাধারণ অসাধারণ........বাংলাদেশ তথা বাংলা ভাষাবাসি অঞ্চলের মানুষের প্রতিদিনকার হৃদয়ের গান এবং আত্মপ্রকাসের বিলাপি সুর মানেই এককথায় মুজিব পরদেশী.....💐💐💐
@almamun32793 жыл бұрын
উনি যে বেচে আছে আজকে জানলাম। ২৫ বছর আগে তার অনেক গান শুনেছি
@আশারআলোয়আলোকিত2 жыл бұрын
আমিও আরো ১০-১৫ বছর আগেও ভাবছিলাম সেম কিন্তু একদিন টিভিতে দেখলাম মুজিব পরদেশী
@mdpiarul91003 жыл бұрын
মজিবপরদেশী স্যার হলেন এই সমগ্র গ্রাম বাংলার সবুজ গাছপালা তরুলতা খাল বিল এবং সব কিছুর মাঝেই আমাদের স্যার এর গানগুলো লেগে আছে।
@folksingerboby86393 жыл бұрын
গানটা শুনে বুকের বা পাশে ব্যাথা অনুভব হচ্ছে, স্যালুট স্যার, আপনি এবং আপনার গান, সুর মানুষের মাঝে সারা জীবন বেচে থাকবে, ভালো থাকবেন❤️❤️❤️
@KholilAhmed-m7d Жыл бұрын
ওকে জান
@KholilAhmed-m7d Жыл бұрын
ওকে জান
@ruhulaminamin183010 ай бұрын
😂😂
@ss-.12636 ай бұрын
ওনার মনের একটা মানুষ জরুরি যে ওনাকে বুঝবে
@mohammadalibintaher.13403 жыл бұрын
অসাধারণ সুর,এই গানটি খুব ভালো লাগে।ব্যাক্তিগত ভাবে মুজিব পরদেশী স্যার কে খুব ভালোবাসি।
@bondu63youtubechannel24 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏অপূর্ব অসাধারণ আসলেই পরদেশী স্যারের গান শুনে আত্ম তৃপ্তি পাওয়া যায় পরদেশী স্যার বেঁচে থাকুক সকল ভক্তের হৃদয়🙏🙏🙏🙏🙏
@mdpiarul91004 жыл бұрын
নিশিথ দাদা পল্লী গ্রামে যখন বর্ষার পানিতে মাঠ ঘাট খ্যাত খোলা খাল বিল ভরে যেত ঠিক তখনই পাড়ার কয়েকজন বন্ধু নিয়ে নৌকা তে উঠতাম ব্যাটারি চালিত টেপ নিয়ে এবং সেই টেপের মধ্যে মজিব স্যারের কেসেট লাগাতাম। স্যারের কি মায়াবী কন্ঠে গানগুলো বাস্ত এক সময় গানগুলো শুনতে শুনতে সন্ধা ঘনিয়ে আসত৷ কি মায়াবী সুর। তাহার গান শুনেই শিখেছিলাম প্রিয়জনের সাথে কিভাবে কথা বলতে হয়। মজিব স্যারের গানগুলোর মধ্য দিয়ে শুরু হয়েছিল আমার ভালোবাসা। মজিব স্যারের গানগুলো যখন শুনতাম তখন দেখতাম গ্রামের গাছপালা তরুলতা গুলো আরো সুজলা সুফলা হয়ে উঠত। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট মজিব স্যার। আল্লাহ হাফেজ।
@abdulkuddus25282 жыл бұрын
আমার প্রিয় শিল্পী মুজিব পরদেশী
@আইলালফকির2 жыл бұрын
ষ
@ashikrahman53712 жыл бұрын
Vai❤❤
@dibakirtunis78662 жыл бұрын
মুজিব পারদেশী মানেই দেহ মন শীতল হওয়া মন জুড়ানো গান
পৃথিবী যত আধুনিক হবে, মুজিব পরদেশী ঠিক ততই জনপ্রিয় হবে, শ্রদ্ধা এবং ভালোবাসা
@priyontymedia50382 жыл бұрын
গুরু আপনার চরনে প্রনাম।
@amarkotha80813 жыл бұрын
অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ভাই মুজিব পরদেশী কে ,যাদের মন আছে তারা ভালো বাসে ,আর যারা ভালো বাসে তাদের অন্তর পরিশোধীত বিশ্বাস আর ভালো বাসা বুকের ভিতর লুকিয়ে রাখে ।
@SaizUddin-m4l Жыл бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি এইসব গান গোলো অনেক শুনতাম এখন শুনি প্ৰিয় শিল্পী আল্লাহ তালাই উনাকে হাইয়াত দান কৰুন
@CharchaMusic5 ай бұрын
আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন। আপনি বাংলার লোক গানের এক জীবন্ত কিংবদন্তি। দোয়া করি যত দিন বেচে থাকেন আপনার কন্ঠ থেকে যেন গান হারিয়ে না যায়।
@biswajithalder5483 жыл бұрын
আমার ছোট বেলায় আমার বাবাকে দেখতাম এইগান গুলো শুনতে আর আমি যখন থেকে গান বুঝতে শুরু করছি সেই থেকে মুজিব পরদেশীর একজন কঠিন ভক্ত।
@P.Haque.92432 жыл бұрын
সত্যিকারের শিল্পী, ভালো থাকবেন গুরু।
@mdrajonshikder82623 жыл бұрын
আবেগ ধরে রাখতে পারি না। ছোটবেলা থেকেই মুজিব পরদেশীর গান শুনে বড় হয়েছি। শুরের মধ্যে কতো আবেগ ও প্রেম। আমাদের আবেগ ও প্রেমের মধ্যে সারাজীবন বেঁচে থাকুক মুজিব পরদেশী স্যার ও তার গান।
@hayatulhaque4833 жыл бұрын
মুজিব পরদেশী কাঁদলে আমাদের কষ্ট হয় কারণ এই মানের শিল্পী সব সময় প্রফুল্ল চিত্তে থাকার কথা। তিনি আমাদের যা দিয়ে ছেন তা মনে রাখার মতো। আল্লাহ তাকে ক্ষমা করুক সেই সংগে আমাদেরকেও। আল্লাহ হাফেজ।
@kcphs28013 жыл бұрын
একদম ঠিক বলেছেন। আমিও সহমর্মিতা জানাই।
@juniornakulofficial12462 жыл бұрын
বাজিয়েছেন যারা অতুলনীয় 👌👌👌👌ধন্যবাদ আপনাকে
@drabdulwadud68493 жыл бұрын
মুজিব পরদেশী একজন লিভিং লিজেন্ড আমি তার গান খুব পছন্দ করি। শুনি। 100 বছরে একজন মজিবপরদেশীর জন্ম হবে না এদেশে। আমার প্রিয় শিল্পীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
@mainulislammanna7793 жыл бұрын
ছোটবেলায় ক্যাসেট কিনে এনে আমার বাবা আপনার গান শুনতেন।আপনি উনার সবচেয়ে প্রিয় গায়ক ছিলেন।আপনাকে দেখার অনেক শখ ছিল উনার।কিন্তু আরে দেখা হইল কই? বাবাতো না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।আপনার গানগুলো আমি শুনি অত্যন্ত ভালো লাগে।এবং বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা ও কিন্তু আপনার গান গুলো অত্যন্ত চমৎকারভাবে গাইতে পারতেন। ভালো থাকবেন ভালোবাসার মুজিব পরদেশী স্যার।
@amirhosan55833 жыл бұрын
জিবনে অনেক হারমনিয়মমের সুর সুনিয়েছি কিন্তু আমার প্রান প্রিয় শিপ্লী মজিদ পরদেসির মতো হারমনিয়ম আর কেও বাজাতে পারে কি না আমার যানা নেই। যত দিন বেচে থাকব পরদেশির গান আমি সুনবো আমি হত বাগা সৌদি প্রাবাসি। মোঃ আমির খসরু বাড়ি টাংগাইল।
@hasanmasud18433 жыл бұрын
আহা কি দরদ মাখা কন্ঠের ফুলঝুরি। মুজিব পরদেশী স্যারের জন্য দোয়া এবং ভালবাসা থাকলো।
@mdalammihaalam90884 жыл бұрын
আমিও মজিব পরদেশীর বক্ত সেই চোটে থেকে,,, আল্লাহর কাছে দোয়া করি সে জেন আরও কিছু নতুন করে গান উপহার দেন।৷ । সৌদি থেকে,,
@bankateshlive1236 Жыл бұрын
পৃথিবীতে কিছু কিছু ভালবাসা অমরনশীল হয়ে থাকবে। কখোনো মরবেনা। ❤❤ মুজিব পরদেশীর গানগুলোর মাঝে কিবা যেনো লুকিয়ে আছে। আমাদের মাঝখানে আপনি এখোনো বেছে আছেন আর সারা জীবনি থাকবেন❤❤❤
@jahidulislam3607 Жыл бұрын
বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র মুজিব পৰদেশী,❤❤❤❤❤
@mdalauddinalauddin74922 жыл бұрын
সত্যি অসাধারণ মনে পরে যায় সে দিনের কথা অনেক ধন্যবাদ আপনাকে.
@mdfiroj13063 жыл бұрын
এখন আর গান সুনিনা কিনতু খুভ মনে পড়ে মুজিব স্যার কে ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন
@rakibkhan2315 Жыл бұрын
গানটি হেডফোন দিয়ে শুনছিলাম কিন্তু এর মধ্যে শরীরের সমস্ত লোম গুলো মুহূর্তেই দারিয়ে গেল। অনেক অনেক শুভ কামনা রইলো মুজিব স্যারের জন্য💖💝🥰
@mdpiarul91003 жыл бұрын
মুজিব পরদেশী স্যার হলেন আমাদের এই গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট এবং গুরু।
@heronbadshah4 жыл бұрын
অসাধারন একটি গান। ভাই খুব ভালো লাগলো
@arifulislam-15043 жыл бұрын
এই বয়সেও এত সুন্দর ভাবের পরিবেশ তৈরি করেন বলেই উনারা লিজেন্ড। প্রাণ ভরে উপভোগ করার মতো। অবিরাম ভালোবাসা রইলো স্যার আপনার জন্য। সরকারি সংগীত কলেজে পন্ডিত বারীম মজুমদারের স্মরণে আয়োজিত একটি প্রোগ্রামে আপনাকে সরাসরি দেখার এবং গান শুনার সৌভাগ্য আমার হয়েছিলো।
@shamimhossain50193 жыл бұрын
গুড,ধন্যবাদ স্যার,এখনো কত মজার কণ্ঠ আছে,৷ love u mujib pordesi
@naturetune65434 жыл бұрын
অনেক দিন পর প্রিয় মানুষ প্রিয় মুখটা দেখে আত্মার শান্তিটা পেলাম। মামা গুরু হাজার বছর বেচে থাকেন আমাদের মাঝে। বিপ্লব মামা আপনাকেও অনেক মিছ করি
@md.shahabuddin9663 жыл бұрын
মনের অজান্তেই কমান্ট করলাম খুব ভাল লাগলো।
@poddopuran4 жыл бұрын
অসাধারণ একটি গান শুনে আমার খুবই ভাল লাগল ধন্যবাদ চান্যাল দাদা কে এবং মুজিব পরদেশী গুরুজি কে
@nishithsurjo4 жыл бұрын
: আপনাকেও অশেষ ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন
@bijoydas59312 жыл бұрын
অসাধারণ গান সুন্দর সুরে ❤️ আমার বলার মতো কোন বাসা নেই তবে একটা কথা আপনার মতো শিল্পী হয়না উপর আলার কাছে একটাই কামনা 🙏🙏🙏 যুগ যুগ ধরে আপনাকে জেন বাঁচিয়ে রাখে👍
@dayalbiswas59872 жыл бұрын
অসাধারণ কালজয়ী সুর, ধন্যবাদ স্যার।
@anotoacharjee51223 жыл бұрын
উনার সুসাস্হ কামনা করি। আমার এক জন প্রিয় শিল্পী আমি কোন বাস্তবে দেকিনাই। তার পরও আমি মন তেখে উস্তাদ মানি উনাকে বাস্তবে দেকলে আমার জীবন টা ধন্য হত
@ekkaallchannel2 жыл бұрын
খুব ভালো লাগলো মুজিব পরদেশী গান দুয়া থাকলো আপনারা এগিয়ে যাবেন কাকা nice 👌👌👌👌 INDIA থেকে ইন্ডিয়া থেকে
@সপনহাসান3 жыл бұрын
যাদের গান শুনে ছোটকাল থেকে এত বড় হয়েছি তবুও শুনতে মনে চায় দোয়া করি ভালো থাকবেন
@modakgourab4932 Жыл бұрын
আমি ইন্ডিয়া থেকে বলছি এই মধুর সংগীত চোখ দেয়া বেড়ে গেলো Hara krishna 🕉️ joy sri krishna I love from India West Bangla uttar Dinajpur raiganj খুপ ভালো লাগলো গানটা শুনে পর্নম নেবেন আমার
@azizurrahman48584 жыл бұрын
গানটি শুনুন মনের খোদা মিটে গেল ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং মুজিব পরদেশী কে ভালো রাখে শুভকামনা রইল
@nishithsurjo4 жыл бұрын
: অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই।
@biddutmunshimmn66253 жыл бұрын
@@nishithsurjo sir ki ajo jibito jala kusi hobo
@mdsalimreza77793 жыл бұрын
@@nishithsurjo dada vai,ay gantar lyrics dewa jabe ki?
@probashergolpo44339 ай бұрын
বর্তমান শিল্পীদের শিক্ষা নেওয়া উচিত এসব গান থেকে। হৃদয় ছোঁয়া গান।
@ibrahimali7043 Жыл бұрын
ওস্তাদ দীৰ্ঘ জীৱি হওক। আমি আসাম থিকে বলছি।
@nishithsurjo Жыл бұрын
ধন্যবাদ ভাই
@afsoruzzaman2352 жыл бұрын
Thanks Great dear mujib pordeshe . I am waiting this song from England.
@mdalladeen28024 жыл бұрын
অসাধারণ গাইছে //// একটা কথা কাঁদাইছে ঐ হারমনিয়াম টা
@meglaakter6970 Жыл бұрын
আমার যখন দশ বছর বয়স তখন থেকেই উনার গান শুনি । তিনি একজন খুব ভালো শিল্পী । দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘায়ূ দান করুক।
@sanjidalovelysong92674 жыл бұрын
অসাধারন চমৎকার স্যার চোখের পানি ধরে রাখতে পারলাম না স্যার আমি সানজিদা লাভলী
@sumonthakur61204 жыл бұрын
সহমত
@জাহাঙ্গীরএগ্রোহাসেঁরহ্যাচা-ঞ৪জ4 жыл бұрын
ধন্যবাদ
@anilmistry43602 жыл бұрын
আমার হ্রিদয়ের মানুষ মুজিবপরদেশী মানুয নামে মানুয আছে দুনিয়া বোঝাই এই মানুষের ভিড়ে এই মানুষ টা কাছে না পাই আমী দিল্লী থেকে ধন্যবাদ জানাই
@parvejmahamud52684 жыл бұрын
আহ ধারুন, যত শুনি ততই মুগ্ধ হয়ে যাই। মনে চায় ছুটে আসি।
@jonykhan7724 ай бұрын
সত্যিই আমাদের দেশে মুজিব পরদেশী এক লোককথা গানের ডায়মন্ড খোদা তাকে দীর্ঘায়ু দান করুক
@nurulhoque25144 жыл бұрын
কি যে মায়াবী সুর কতটা বেথা ভরা গানের ভিতর ধন্যবাদ সুপ্রিয় মুজিব পরদেশি
@md.mamunmamun43838 ай бұрын
এই গান গুলি মনকে খুবই নরম করে তুলে,যাদের মনে হিংসা রাগ বেশী তাদের এই গান গুলি শোনা উচিৎ ১০০% মনের ভিতর থেকে কিছুক্ষণের জন্য হলেও রাগ হিংসা চলে যাবে ❤
@gaziabdulawalsaboj62663 жыл бұрын
মুজিব পরদেশী বাংলার পথেপ্রান্তরের মানুষের শিল্পী। তাঁকে দেখলেই মনটা ৭০% ভরে যায়। আর গান হলে তো কথাই নাই। খুব খুব ভালো থাকেন প্রিয় শিল্পী।
@dipokpaul42284 жыл бұрын
সত্যি নিশিথ ভাইয়া ইমোশনাল হয়ে গেলা কি বলবো ভাষা খুজে পাচ্ছি না জানি না আপনাদের সাতে কবে দেখা হবে 🙏🙏🙏🙏🙏🙏
@nishithsurjo4 жыл бұрын
: আমিও সেদিন হয়েছিলাম ভাই। অশেষ ধন্যবাদ
@bellalhossain89433 жыл бұрын
এই গান শোনার পর যার চোখে জল না আসবে, আমি বলব তার হৃদয় মরে গেছে। ❤️❤️❤️❤️মুজিব পরদেশী 💝💝💝💝
@zoniislam202211 ай бұрын
এই গান সোনার পর নিজেকে ধরে রাখতে পারেনি
@km97303 жыл бұрын
পাগল করা গান। আহা!কী আবেগ! অসাধারণ।
@Mohammed-ec9gf4 жыл бұрын
নিশিত ভাই আপনার গান শুনিছি আপনার চ্যানেলে থেকে খুব ভাল গান করেন আপনি মজিব পরদেশী ভাই অনেক গুনি শিল্পী খুব লেগেছে
@ruhelmiah2026 Жыл бұрын
বলার মত ভাষা নাই আমার কি বলবে অসাধারণ একটি গান গানটা শোনার পর কেঁদে ফেললাম
@pankajgupta66783 жыл бұрын
অপরূপ অপরূপ এই বাংলা । যেখানেই থাকেনা কেন, এপার হোক বা ওপার কিংবা পৃথিবীর কোথাও । 🙏🙏🙏🙏🙏
@mohdnasirudin2884Ай бұрын
আমি সেই 90 দশক থেকে মুজিব পরদেশী গান শুনি
@shankarnath33692 жыл бұрын
Salute to whoever captured these powerful moments of unfiltered devotion to eternal truth: longing for love that is beyond physical realities.
@nazmulhuda3918 Жыл бұрын
মজিদ পরদেশী আমার প্রিয় একটা শিল্প অনেক গান শুনে চোখে জল আসে
@juniornakulofficial12462 жыл бұрын
হে আল্লাহ মুজিব পরদেশী কে আপনি হায়াৎ দান করুন আমিন
@juniornakulofficial12462 жыл бұрын
বাহ বাহ অসাধারণ অসম্ভব সুন্দর গেয়েছেন গুরুজী
@mostafakamal45784 жыл бұрын
অসাধারণ মুজিব ভাইয়ের প্রতি আন্তরিক ভালবাসা ও অভিনন্দন রইলো
@mainulislammanna7792 жыл бұрын
তখনকার দিনে ঐরকম ইউটিউব এর প্রচলন ছিল না। আমার বাবা ক্যাসেট কিনে এনে গানগুলো শুনতেন। সেই সময় থেকেই গানগুলোর সুর কানে আসতে থাকে। এখন বাবা নাই। গানগুলো যখন শুনি উনার কথা খুব মনে পড়ে যায়। বাবার ইচ্ছে ছিল মুজিব পরদেশী স্যারের সাথে দেখা করবেন কিন্তু উনার ইচ্ছা পূরণ হলো না। গানগুলো অত্যন্ত চমৎকার, অসম্ভব সুন্দর সুর, মনমুগ্ধকর। আমি যতবারই শুনি ততবারই ওই টেপ রেকর্ডে যখন বাবা গানগুলো শুনতেন ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়।
@mdpiarul91004 жыл бұрын
নিষিথ দাদা শৈশবের কথা গুলো কখনোই মানুষ ভুলতে পারবেনা। দাদা আমার শৈশবের দিনগুলো কেটেছিল আমার নানা বাড়িতে। তখন সচরাচর সব বাড়িতে টেপ ছিলনা। কিন্তু আমার নানার একটি টেপ ছিল কারণ আমার নানা ছিল একজন শিক্ষক তাই আমার একটি মাত্র মামা ছিল আমার মার ছোট সেই মামার জন্য আমার নানা টেপ কিনে এনেছিল। এবং আমার মামা মজিব স্যারের খুব ভক্ত ছিল। যখন মা নানা বাড়িতে যেত ঠিক সেদিনই পিঠা বানানোর ধুম পড়ে যেত। বিকাল থেকেই ঢেঁকিতে আওলা চাউল ঢাল তো। ঢেঁকিতে পিঠার চাউল ভাঙাতো। ঠিক সেই সময়ই আমার ছোট মামা ঘর থেকে টেপ মজিব স্যারের ক্যাসেট আর ব্যাটারিটি নিয়ে উঠানে একটি শীতলপাটির মধ্যে রেখে মজিব স্যারের ক্যাসেট লাগা তো আর একের পরে এক মায়াবী সুরের গানগুলো বাস্ত ঢেঁকির আওয়াজ গুলো কানের কাছে বাস্ত কি যে ভালো লাগতো। ঠিক সেই রাতেই গান শোনার জন্য আর আমাকে দেখার জন্য ঘন ঘন চলে আসতো আমার প্রিয় মানুষটি। যদি আমার মামা উঠানে থাকতো তখন আমার প্রিয় মানুষটি উঠানে আসতো না।সে তখন ঘরের পেছনে সরিষা ক্ষেতে বসে বসে মজিব স্যারের গানগুলো শুনত আর কান্না করত। আমিও কান্না করতাম কিন্তু কাউকে বুঝতে দিতাম না। যতই রাত গভীর হতে থাকে ততোই যে গানের সুর গুলো আর ভালোবাসার মায়াজাল গুলো আরো ভারী হয়ে উঠে। গানের সুরের সাথে সাথে আরো বেশি করে আমার প্রিয়জনের জন্য মায়া লাগতে শুরু করে। ভালো থাকেন নিশীথ দাদা ভালো থাকুক আমাদের গ্রাম বাংলার লোকগীতি গানের সম্রাট ভালো থাকুক আমাদের সঙ্গীতগুরু মুজিব স্যার এবং ভালো থাকুক আমাদের মুজিব স্যারের ফ্যামিলি বর্গ। আল্লাহ হাফেজ।
@archonasarkar54185 ай бұрын
...🐑🦡🦡
@sudipdas35604 жыл бұрын
মুজিব ভাই আপনার কাছে সালাম ও শুভেচ্ছা। জানাই আমি প্রতিটি রাত কম পক্ষে তিনটি গান শুনি ভাই আপনার আমার জীবনে একজন শিল্পী মন মতো পেলাম ভাই মুজিব পরদেশী
@mohimasharee87543 жыл бұрын
কসম খোদার, অনেক অনেক মায়া লাগলো তাদের জন্য ♥️♥️♥️♥️♥️♥️♥️
@juniornakulofficial12462 жыл бұрын
মুজিব পরদেশী আহা আর কি বলবো এতো ভালো লাগে😍😍
@aradhansk41994 жыл бұрын
মুজিব পারদেশী কে দেখে বোঝাই যায় তিনি একজন বড়ো সাধক। এনার মন একজন সদ্য নবাজাতক শিশুর মতো। আমার মা আব্বু মুজিব পারদেশী একজন ভক্ত। আমি ও একজন ভক্ত হয়ে পড়েছি। পশ্চিমবঙ্গ থেকে। নীশিথ ভাই মুজিব পারদেশী সঙ্গে একবার কথা বলাতে পারবেন।
@zafariqbal...fitness4 жыл бұрын
ও মাই গড। ও মাই গড। এটাতো আমার মনের ভাষা। আপনি কি করে জানলেন। আপনার প্রতি শুভকামনা রইল আশা করি ভালো থাকবেন।
@saleharsad4 жыл бұрын
মুজিব পরদেশী কি জিনিস তা ৮০/৯০ দশকের এর লোকজনই জানে। সুস্থ থাকেন এই কামনা করি
@sandipbiswas89732 жыл бұрын
JayHaribal, Respected Dada apnar ei hriday bidarok gan e chokher jal rakhte parlam na. Long live you.
@ibrahimkhan-pm3gx4 жыл бұрын
খুবই ভাল লেগেছে ,, কি যে যাদু প্ৰদেশীৰ কন্ঠে ভাষাই বলা যায় না
@nishithsurjo4 жыл бұрын
: অশেষ ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন
@MehediHasan-nt7eh3 жыл бұрын
গানগুনে নিজেকে হারিয়ে ফেলেছি শুরের মূর্ছনায়
@mohhamodalauddinalfarukee85695 ай бұрын
বাবার একটা পুরানো আমলের টেপ রেকর্ডার ছিল 543 model, তখন ছোট ছিলাম, বাবা কেন জানি না ওনার গান ছাড়া শুনতো না, এখন বুঝি বাবা কি সুর খুঁজতো। অনেক অনেক দোয়া মুজিব পারদর্শীর জন্য
@monirmiamonirmia2012 жыл бұрын
. এইসব গান শুনলে পূরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়
@firozmiabp932 Жыл бұрын
জয় গুরু দয়াল বাবা মোস্তা চাঁন ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️ দয়া কর মালিক ❤❤
@mitrosatyaprokash90822 жыл бұрын
In 1985 then I was in Riyadh. S.arabia I was alone Bangladeshi in Korean office.one of my friend Abdur Rahim who was the caretaker of Korean officer's suits he offered me a cassette of this artist.Then I first enjoy the song Ami Bondi karagarey.I feel now a nostalgic inspirational touch in my heart.Long live Mujib Pardeshi