আসসালামুয়ালাইকুম ভাইয়া , কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমার নাম রোকসানা সুলতানা, আমার বাড়ি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়। আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি , আপনার ভিডিওগুলো আমাকে অনেক ভালো তথ্য পেয়েছি যা অন্য কোনো ভিডিওতে পায়নি, ভাইয়া আমি ২০২৪ সালে HSC পরীক্ষা দিব , আমি এখন থেকেই IELTS এর জন্য প্রস্তুতি নিচ্ছি । আমি বিবাহিত , আমার ইচ্ছা আমি আমার স্বামীকে নিয়ে কানাডায় ব্যাচেলর করতে যাব। ভাইয়া আপনিও তো আপুকে নিয়ে কানাডায় আছেন, আমি একটি মধ্যবৃত্ত পরিবারের , আপনি যদি আমাকে বলেন যে কানাডায় কোন ইউনিভার্সিটি বা কোন কলেজের পড়ার মান ভালো ও টিউশন ফ্রি কম কোন ইউনিভার্সিটিতে। ভাইয়া আসলে সত্যি কথা বলতে আমি কোনো এজেন্সির কথা বিশ্বাস করি না , আমিও আপনার মতো নিজে নিজে আমার কাজগুলো করতে চাই । আমি আপনার একটু সাহায্য পেতে চায় । আপনি যদি এই সব বিষয়ের ওপর একটা ভিডিও করেন তাহলে আমার অনেক উপকার হবে । আর ভাইয়া আপনি যদি আপনার নাম্বার টা যদি দেন তাহলে আমি আপনার সাথে একটু কথা বলব যখন আপনি ফ্রি থাকবেন তখন । আপনার ফেইসবুক এর লিংক টা যদি শেয়ার করেন তাহলে আমার অনেক উপকার হবে। আমি যেহেতু আমার স্বামীকে রেখে প্রথমে আমি একলা যাব তখন আমার মনে হয় আপনি আমার বড় ভাইয়ের মতো দেখবেন যদি আমার কোনো সমস্যা হয় আমি আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। আসসালামুয়ালাইকুম ভাইয়া।
@b2c_bd Жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম আপু, আমার জানামতে ব্যাচেলর এ স্কলারশিপ কম পাওয়া যায় । তাছাড়া নিজ খরচে পড়তে হলে এরাউন্ড কোটির উপরে টাকা লাগতে পারে। ভালো হয় মাস্টার্স বা পিএইচডি ডিগ্রির জন্য বিদেশে আসলে। এ সময় হাসব্যান্ডকে নিয়ে আসাই ভালো। দুই জন একাসাথে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়। এটা নিয়ে একটা ভিডিও আছে চ্যানেলে দেখে নিবেন। অনেক অনেক শুভ কামনা।