স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি 65 বছর বয়সে চেষ্টা করছি আপনি সাহায্য করলে নিশ্চয়ই পারব কীর্তন গাইতে চাই
@somasarkar29363 жыл бұрын
আমি তিন দিন হল এই vedio গুলো দেখতে পাচ্ছি। আপনার কথা মতো সেইদিন থেকে- ই humming, vowel, omkar এর রেওয়াজ করছি। তাছাড়া সব বিষয় গুলো- ই শুনছি। খুব উপকার হচ্ছে।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@prafullasangeetniketan59893 жыл бұрын
খুব ভালো লাগছে আপনার শেখানো দমের রেয়াজ, আমি বাংলাদেশের বাগেরহাট জেলার জ্যোৎস্না দেবনাথ, বয়স প্রায় ৭০ রের কাছে।জন্ম গানের পরিবারে, রেডিওতে ৩৭ বছরের মতো উচ্চাঙ্গসংগীতের নিয়মিত শিল্পী, গান শিখাচ্ছি ৪০ বছর পার হয়েেছে। আমার ভালো লাগছে আমি ছোট বড় প্রতিটা শিক্ষার্থীকে দমের প্রাকটিস করাই যেভাবে আপনি শিখালেন। শিক্ষার কোন বয়স বা শেষ নেই, তাই এখন থেকে আপনার প্রতিটা ভিডিও দেখবো এবং শিখবো- অসংখ্য ধন্যবাদ আপনাকে।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@tapasighosh94103 жыл бұрын
👍ভীষণ ভালো লাগে আপনার শেখানো।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@suparnasengupta92143 жыл бұрын
আমি প্রায় বিশ বছর পর আবার নতুন করে গানে ফিরে আসার চেষ্টা করছি .... আপনার দেওয়া তথ্য গুলি পেয়ে বড় উপকৃত হই। অনেক ধন্যবাদ আপনাকে।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
@sadhanabanerjee57843 жыл бұрын
একজন সঙ্গীত শিক্ষিকা হয়ে আপনার মূল্যবান তথ্যকে ধন্যবাদ জানাই,নিয়মগুলি মেনে চলতে পারলে সকলের উপকার হবে। আশা করি,যারা শিখছেন,মন দিয়ে শুনুন,আমার ভাল লাগছে।
@robiscope3 жыл бұрын
দিদি আপনাকেও অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
@purabichowdhury42493 жыл бұрын
আমি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষিকা। আপনার ক্লাস আমার খুব ভালো লাগে। মুগ্ধ হয়ে যাই, আপনার শেখানোর পদ্ধতিতে। সত্যিকারের সঙ্গীত শিক্ষক আপনি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
@shyamallayek66802 жыл бұрын
Darun lage sir apner nikhut sikha padhaty
@ritadas-nh1uj2 жыл бұрын
Khub bhalo laglo , upokrito holam Sir. 🙏🙏
@chhandachakraborty4363 жыл бұрын
Apnar alochana khub valo.khub effective.
@robiscope3 жыл бұрын
Thanks
@sumanabarua1203 жыл бұрын
অনেক অজানা তথ্য জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
@robiscope3 жыл бұрын
স্বাগত জানাই আপনাকে। 🙏🏼🙏🏼
@sapnadeb36393 жыл бұрын
Onek dhonyobad ei proyojoniyo suggestions deoar jonyo Ami 64 years old...biyer aage gaan shikhechilam...tarpor nana karone r gaan practice kora sombhob hoy ni...ekhon abar 2 bochor holo gaan gaoa shuru korechi... Apnar kora bibhinno video gulo dekhe upokrito holam...ami o ei somosya gulo face korchi...apnar suggestions nishchoi follow korbo
@robiscope3 жыл бұрын
ভিডিওগুলো কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
@anjalibiswas76912 жыл бұрын
আমি অনেক দিন গান ছেড়ে দিয়ে ছিলাম আবার শিখতে চাই তাই আপনার দেওয়া রেওয়াজ টা ফলো করি খুব ভালো লাগলো দেখে 🙏🙏
@robiscope2 жыл бұрын
অনেক শুভকামনা রইল, নির্দ্বিধায় আবার রেওয়াজ শুরু করুন।
@itibiswas32932 жыл бұрын
Apnar sekhanor padhati amar khub bhalo lage
@mitamukherjee57433 жыл бұрын
Ami senior citizen hoyechi soddo..rabindra sangeet aksomoy gaitam barite school chilo dadar..sune sune choto theki sohoje gan tulte partm harmonium charai tanpura te gan korle schondo bodh kori.. kintu porasuna ..rojgar...sansar chele maye...sob kichu rabi thakur k dure thele dilo..akon chele maye boro hoye gache...akhon ..o sabai..anurodh kore get together e gan karar jonno...keu bhujte pare na ager moto confidence pachhi na..apnar ei ghurutopurno tips khub bhalo laglo..anek katha bole fellm... bhalo thakben...sustho takben....
@robiscope3 жыл бұрын
রবি ঠাকুর কখনও আপনার থেকে দূরে যেতে পারেন!!! তিনি আপনার মনের মধ্যেই লুকিয়ে ছিলেন, সংসারের চাপে আপনার মনে হয়েছিল তিনি আপনাকে ছেড়ে গেছেন! এখন যখন বুঝতেই পারছেন, আবার শুরু করুন, নিজের জন্য গান করুন, দেখবেন নিজের মন ভরে উঠলেই শ্রোতার মন ভরে উঠবে।
@krishnachoudhury453 жыл бұрын
Khub upakrito hochchhi.asankha.dhanyobad
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@aparnabose99743 жыл бұрын
Samney e guru purnima apnar video. gulo a khub upokar hoyeche ami 50 years old samanno gaan kori but majkhane gap hoye chilo anekdin ekhon seta puron korar chesta korchi apnake guru menei pronam janalam dur theke
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ, আবার রেওয়াজ শুরু করুন নির্দ্বিধায়।
@madhumitasharma60243 жыл бұрын
আপনার ei আলোচনা আমার ভীষন ভালো লাগছে।।আমার মনের নানা প্রশ্ন আমি খুব সহজ করে বুজতে ও জানতে পারছি।বহুদিন এমনই একজন মানুষ খুজছিলাম আজ যেন ঈশ্বর আমায় আপনার সাথে যোগাযোগ ঘটিয়ে দিলেন।আমি খুব উপকৃত।আন্তরিক ধন্যবাদ জানাই।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও। আমি একজন অতি সামান্য গানের শিক্ষক।
@narayaniray89363 жыл бұрын
ধন্যবাদ স্যর, আবার একটা নতুন দম শ্বাস এর রেওয়াজ আপলোড করার জন্য। একটু একটু ক'রে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াস খুব ভালো লাগছে।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@Sur_Sadhana2 жыл бұрын
p
@skipbal35273 жыл бұрын
Onik valo laglo dada very good video
@robiscope3 жыл бұрын
🙏🙏
@neilarya37453 жыл бұрын
স্যার আপনার রেওয়াজ র পদ্ধতি অসাধারণ। খুব ভাল লাগল। আমি ও একটু বেশি বয়সে গান আবার শুরু করেছি। সত্যিই দমের সমস্যা হচ্ছে যেটা আমি অল্প বয়সে করি নি।
@robiscope3 жыл бұрын
Standing notes দমশ্বাসের রেওয়াজ করুন নিয়মিত, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে।
@gitachakravarty88013 жыл бұрын
Khoob valo laglo very useful
@goutamroychowdhury6406 ай бұрын
আপনার video আজই প্রথম দেখলাম । এত সুন্দর বিশ্লেষন আগে কারো video তে পাইনি । আমার বয়স এখন 67 বছর। গান শুনতে খুব ভালোবাসি । বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত ।গুন গুন করে মাঝে মাঝে গাই কিন্তু বুঝতে পারি সুরটা ঠিক লাগল না । এবার হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার একটা ভুত মাথায় চাপল এই বয়সে । তাতে particular scal এ সুরটা হয়তো মেলাতে পারব । কিন্তু সমস্যা হচ্ছে উপরের দিকে কষ্ট হচ্ছে । এখন আপনার দেওয়া tips গুলো শুনে কাল থেকেই চর্চা শুরু করব । আশাকরি কিছুটা ফল তো পাবই । ত্রুটিগুলো শুধরে নিতে পারব । এই অবসর কালীন জীবনে এই হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রনাথকে আঁকড়ে থাকার একটা চেষ্টা মাত্র । ভালো থাকবেন 🙏
@mahuabose92903 жыл бұрын
Aapnar video aaj 1st time dekhchi.. Bhishon bhalo laaglo... Aami gaan gai..gaite bhalobashi.. Kintu kothao shikhi na. অপূর্ব বোঝান আপনি... Aami senior lady. Thanks a lot... I will continue to follow
@robiscope3 жыл бұрын
Thanks 👍 ভিডিও কাজে লেগেছে জেনে ভালো লাগলো। 🙏🏼🙏🏽
@shethahira19523 жыл бұрын
ধন্যবাদ ওস্তাদ জী।বাংলাদেশি।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ।
@anitadatta35783 жыл бұрын
আপনার ক্লাস আজ প্রথম শুনলাম চেষ্টা করবো ফলো করার ।আমি senior citizen। খুব গান ভালো বাসি ,নিজে চেষ্টা করছি গান শেখার ।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@basabiroychowdhury96993 жыл бұрын
আজ আমার শুরু হোল আপনার class এ যোগ দিতে।
@aparajitadasgupta67113 жыл бұрын
খুব উপকৃত হলাম ধন্যবাদ
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@anirudhyakanjilal10402 жыл бұрын
ভীষণ উপকৃত হলাম।🙏
@robiscope2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে। 🙏🏻🙏🏻
@suparnamookherjee3498 Жыл бұрын
তিনটি ভিডিও দেখলাম। খুব সুন্দর আরো দেখতে চাই।
@robiscope7 ай бұрын
ধন্যবাদ আপনাকেও
@dhritashreesaha6473 Жыл бұрын
খুব সুন্দর বোঝালেন। ধন্যবাদ আপনাকে।তবে তানপুরার আওয়াজ আর একটু কম হলে খুব ভাল হত।
@robiscope Жыл бұрын
আপনার এই মন্তব্য থেকে পরিষ্কার, আপনি এখনো তানপুরার সঙ্গে স্বরক্ষেপণে অভ্যস্ত নয়। হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের তালিমের জন্য এই যন্ত্রটিকে আত্মস্থ করা একান্ত প্রয়োজন।
@drsuparnadatta445110 ай бұрын
Ami Rupe Tomay Bholabo na... ei gaan tar tutorial pele khub bhalo hoy. Onek dhonnobad apnake...
@robiscope9 ай бұрын
টপ্পা অঙ্গের গান নিয়ে একটা আলাদা সিরিজ করার ইচ্ছে আছে পরবর্তী সময়ে।
@rebaghosh41753 жыл бұрын
অসাধারণ আপনার শিক্ষন পদ্ধতি,,,,আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ আমি গান কিছুক্ষণ করলেই হাঁপিয়ে যাই,,, ভীষণ ভালো লাগলো,,, ধন্যবাদ আপনাকে
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@madhusreechakraborty12892 жыл бұрын
Khub sundor👌🏻
@robiscope2 жыл бұрын
অত্যন্ত জরুরি একটা আলোচনা বলে আমার বিশ্বাস।
@rubibanerjee30463 жыл бұрын
Khub upokrito holam Sir
@robiscope3 жыл бұрын
Thanks
@dinbandhudas97653 жыл бұрын
Hare Krishna Aapnar video Dekhe Aanek Upakrito Holam
@robiscope3 жыл бұрын
🙏🙏🙏🙏
@samitabhaumik8843 жыл бұрын
Khub useful subject eta
@robiscope3 жыл бұрын
একমত, খুব জরুরী আলোচনা। আশা করি কাজে লেগেছে।
@milichakarborty25323 жыл бұрын
খুব ভালো লাগলো সত্যিই উপকৃত হোলাম,, আমার দম কমের জন্য অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক ধন্যবাদ।।
@debumitra24703 жыл бұрын
Aapnar protita kotha mahamulyaban khub kaje dai dhonyobad
@robiscope3 жыл бұрын
এটা চর্চা করুন, আশা রাখি উপকৃত হবেন।
@aktechnolojyvlogs27267 ай бұрын
Dhanyavad sir aibhabe sekhanor jonno.
@robiscope7 ай бұрын
ধন্যবাদ জানাই আপনাকেও
@meenakshilahiri740 Жыл бұрын
খুব ভালো ভাবে শেখান আপনি ধন্যবাদ
@madhumitanayak27583 жыл бұрын
" আমি শুনব ধ্বনি কানে, আমি ভরব ধ্বনি প্রানে।' দম, শ্বাসের গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনায় বিশেষ ভাবে উপকৃত হলাম। ধন্যবাদ স্যার।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। 🙏🏽🙏🏽
@sikhadas23353 жыл бұрын
আপনার বোঝানোর ধরন খুবই সুন্দর এবং পরিষ্কার---
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@pbhattacharya19963 жыл бұрын
বাহ্........ আপনাকে সত্যিই ধন্যবাদ দেওয়া দরকার। আজকাল বোধহয় এত সুন্দর ভাবে কেউ বোঝায় কিনা আমার জানা নেই। সঙ্গীতে আপনার মতো গুরুর প্রয়োজন।
@robiscope3 жыл бұрын
হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকেও।
@mousumibose4580 Жыл бұрын
খুব উপকৃত হচ্ছি🙏🙏
@robiscope Жыл бұрын
অনেক ধন্যবাদ, ভিডিওগুলো আপনাদের কাজে লেগেছি জেনে মনে হয়, এত পরিশ্রম করে ভিডিও বানানো সার্থক হলো।
@mirabiswas40093 жыл бұрын
খুবই ভালো লাগলো 🙏🙏🙏🙏
@robiscope3 жыл бұрын
🙏🙏🙏🙏
@triptimoyeebanerjee63323 жыл бұрын
আপনার এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে আমি খুব উপকৃত হচ্ছি।আপনি এত সহজ ও নিজের মত করে বলেন খুব ভাল লাগল এবং মনে গেঁথে যায়।আমি মাত্র চারটে ভিডিও দেখলাম।আস্তে আস্তে সবগুলো দেখে নেব।অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা রইল ভাই।
@robiscope3 жыл бұрын
সম্পূর্ন সিরিজ এই লিঙ্কে robiscope.wordpress.com/vocal-practice-foe-elderly-students-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
ধন্যবাদ সায়নবাবু, গানের মাঝে অনায়াসে শ্বাস নেবার সঠিক পদ্ধতি শেখালে উপকৃত হব।
@robiscope3 жыл бұрын
হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।
@sumitaghosh51873 жыл бұрын
অসাধারণ লাগলো ।।। খুবই উপকৃত হলাম
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।
@uttaramukhopadhyay29973 жыл бұрын
খুব সুচিন্তিত suggestion
@robiscope3 жыл бұрын
Thanks
@susmitamukherjee4968 Жыл бұрын
Pranam neben 🙏 anek upokar pachhi apnar video gulo theke
@tandrabasu10203 жыл бұрын
Apner sikha daan padhati dekhe ami mugdha.anek dhanyabad.valo thakben.
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@ananyaganguly52273 жыл бұрын
খুব সুন্দর করে শেখার সুযোগ পাচ্ছি।অনেক ধন্যবাদ sir
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও।
@shuklasarker49793 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@Suparna.Banerjee3 жыл бұрын
ভীষণ ভালো লাগছে আপনার কথা। খুব সমৃদ্ধ হচ্ছি। আমিও গান গাইতে ভালোবাসি। ভালো থাকবেন।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@samitamitra5490 Жыл бұрын
Apnar sob post gulo amar khub bhalo lage
@robiscope Жыл бұрын
ধন্যবাদ আপনাকেও।
@aynunnaharchaina6704 Жыл бұрын
দাদা,আমি ৫০+। আপনার দুটি ক্লাস আমি শুনেছি এবং অনুসরণ করে করে ফল পাচ্ছি। বাংলাদেশ থেকে আপনার ক্লাস ফলো করার চেষ্টা করছি।আমি সংগীত ভবনের থেকে রবীন্দ্র সংগীত ৫ বৎসরের কোর্স শেষ করেছি।১মান নিয়ে। শুভকামন রইল আপনার এই সুন্দর ও উপকারি আয়োজনেরপ্রতি।
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জন্য।
@robiscope2 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, যেকোনো রেওয়াজ এর আগে এই দম বাড়ানোর অনুশীলন করা একান্ত জরুরী, বিশেষত একটু বয়স্ক শিক্ষার্থীদের জন্য।
@sikharoy4713 жыл бұрын
খুব উপকৃত হলাম, এই জানার বিষয় আরো পেতে চাই।
@robiscope3 жыл бұрын
নিশ্চয়ই
@shajahanbhuiyan63253 жыл бұрын
অসাধারণ রেওয়াজ পদ্ধতি আপনাকে অনেক ধন্যবাদ স্যার
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ 🙏🏻🤗 বয়স্ক শিক্ষার্থীদের জন্য পুরো সিরিজটা আমাদের ব্লগ সাইটের পেজে ভিডিওগুলো পরপর সাজিয়ে দেওয়া আছে... দেখার অনুরোধ রইলো। আশা করি আপনার ভালো লাগবে robiscope.in
@kingshukshikder49723 жыл бұрын
সঠিক সময়ে সঠিক ভিডিও পেলাম । আপনার বক্তব্য খুব ভালো লাগলো ।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@smarajitchakravarty4163 жыл бұрын
উপকৃত হলাম।
@robiscope3 жыл бұрын
🙏🙏
@sucharitabhattacharya55233 жыл бұрын
Apnar katha gulo khub positive o relevant.keep it going.
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@subhrabhattacharyya983 жыл бұрын
Khoob upokaari.
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ। 🙏🙏
@jhumabandyopadhyay62092 жыл бұрын
ভালো লাগল।
@robiscope2 жыл бұрын
অনেক ধন্যবাদ।
@manishasimondal21903 жыл бұрын
Khub bhlo laglo...kichhu jante parlam..Thanks🙏🙏
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@sampritisett1793 жыл бұрын
দাদা,, আপনাকে নমস্কার জানাই 🙏🙏🙏🙏 আপনার video থেকে আমি উপকৃত। ভালো থাকবেন।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@indranihazra28673 жыл бұрын
Sir apnake onek dhonobad. Onek kichu shikchi.ami 20th years pore abar gann suru korechi.
@robiscope3 жыл бұрын
খুব ভালো কথা, মন দিয়ে রেওয়াজ করুন।
@nilimamajumder73313 жыл бұрын
Khub valo laglo
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও। 🙏🙏
@daliachowdhury17153 жыл бұрын
খুব ভাল লাগলো
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@hwklegend80783 жыл бұрын
Darun sar
@robiscope3 жыл бұрын
Thanks
@iqbalnur53863 жыл бұрын
খুব সুন্দর। সব কিছুই অনেক সাহায্য করবে আমাদের সবাইকেই। ভাল থাকবেন।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@HIRA101113 жыл бұрын
খুব সঙ্গত প্রসঙ্গের অবতারণা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।কারন আমিও এই ব্যাপারের শিকার।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@farhanaislam4839 Жыл бұрын
তানপুরার আওয়াজে আপনার কথা গুলো শুনতে অসুবিধা হলো।
@robiscope Жыл бұрын
আমার দুর্ভাগ্য তানপুরার আওয়াজ আপনার অপছন্দ।
@baishalichatterjee97973 жыл бұрын
Thank u very much sir.... Amar age 37+......amar khub kaje lagbe ei vdo ta..... Apnar bolar style khub sundor..... Oneke boleche Tanpura r awaz bondho korte but amar apnar kotha bolar somoi ei Tanpura r awaz khub valo lagche sunte..... 👌👌
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@baishalichatterjee97973 жыл бұрын
@@robiscope wel come sir
@pritidutta25643 жыл бұрын
আজ আমি প্রথম আপনার প্রোগ্রাম শুনলাম।খুব উপকৃত হলাম।বাকি ভিডিও গুলো কি ভাবে পাবো? খুব সুন্দর উপস্থাপনা।অনেক ধন্যবাদ আপনাকে
@monalisabandyopadhyay15583 жыл бұрын
Khub valo
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ। 🙏🙏
@dalibasu60363 жыл бұрын
Onek onek dhonnobad Dada 👌 ami age onek practice kortam.majkhane..20 bachhor bondho chilo.abar star maker a suru korchi.onek kichu jante pere khuuuub khusi holam.valo thakben sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@robiscope3 жыл бұрын
🙏🙏
@bipashabanik69263 жыл бұрын
দাদা নমস্কার। বয়স্কদের শিক্ষার জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আরও বিস্তারিত জানালে উপক্রিত হবো।অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ, তবে আমি অতি সামান্য মানুষ, এটুকুই জানি, আর তার সবটাই আমার সামর্থ্য মত বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আরও উপক্রিত করা আমার পক্ষে অসম্ভব।
@jayantasaharoy95893 жыл бұрын
অসাধারণ উপকারী আড্ডা
@robiscope3 жыл бұрын
কাজে লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
@manjumajumdar6983 Жыл бұрын
অসাধারণ 👍
@robiscope7 ай бұрын
🙏🙏
@itibiswas32933 жыл бұрын
খুব ভালো লাগলো
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকেও।
@jhumurbanerjee81093 жыл бұрын
Sob video guloi khubi proyojonio,shikhhonio.. Onek upokrito holam.
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@jayachaudhuri4195 Жыл бұрын
অসম্ভব সুন্দর করে বোঝান আপনি
@robiscope Жыл бұрын
ধন্যবাদ, বয়স্ক শিক্ষার্থীদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন বলে আমি মনে করি।
@sampachatterjee39903 жыл бұрын
খুব ভালো ভাবে বোঝালেন স্যার।
@robiscope3 жыл бұрын
🙏🙏
@krishnabarat84733 жыл бұрын
Khub upokrito hochchi. Onek kichchu janteo parchhi. Many many thanks.