Bol horibol ajit kr nath chibita bichia cachar assam
@rajeshroy29045 жыл бұрын
Joy gour ...🙏🙏🙏🙏
@jbmathtricks5 жыл бұрын
বাবুর আশ্রমটা কোথায়? একটু বলবেন!
@baulofbengal5 жыл бұрын
এই আশ্রমটি বীরভূমের জয়দেবে - শ্যামসখা আশ্রম।
@jbmathtricks5 жыл бұрын
বাবু অনাথ বন্ধুর আশ্রম কোথায়?? ওনাকে কোথায় গেলে দেখা মিলবে??
@baulofbengal5 жыл бұрын
@@jbmathtricks উনার নিজস্ব কোন আশ্রম নেই।। ইনি অনাথবন্ধু ঘোষ,, ভারতীয় এক প্রাচীন সংস্কৃতির হয়তোবা অন্তিম ধারক ও বাহক,, এই প্রবীণ মানুষ টি জয়দেব মন্দিরে প্রতি একাদশীতে সারা রাত জেগে গীতগোবিন্দম পাঠ করেন। দৃষ্টিহীন হলেও সম্পূর্ণ ভ্রাম্যমাণ জীবন তাঁর। পান্ডবেশ্বর থেকে জয়দেব ধাম অঞ্চলে তাঁর গতাগতি।।।। তাঁর কন্ঠে ভারতীয় মার্গ সঙ্গীত ছাড়াও বাউল ও ভক্তি মার্গের গান শুনলে যেন ঈশ্বর দর্শন হয়।।। যখন তখন গাইতে গাইতেই পদ রচনা করে ফেলেন,,, এক বিষ্ময়কর প্রতিভা তিনি।। আমরা বলি জীবন্ত কিংবদন্তি।। গুরুজী।।। জয়বেবের মেলা চলাকালীন তমালতলী আশ্রমে সন্ধ্যাবেলা থেকে ভোর পর্যন্ত থাকেন ,, তবে বেশীরভাগ সময় গৌরবাজারের আরশিনগর আশ্রমে (উত্তম দাসের আশ্রম) অবস্থান করেন।।