খুব অবাক হই যখন দেখি যে একই মানুষের একটি গল্প (রাইম,সুর) এতটাই ভয় দেখিয়ে দেয় যে রাতে বাথরুমে যেতেও ভয় লাগে , আবার সেই মানুষেরই লেখা অন্য একটা গল্প(শিশুরা অকারণে কাঁদে) শুনতে শুনতে Human Psychology নিয়ে অবাক হতে হয়, আবার সেই একই মানুষেরই আরেকটা গল্প শুনে চোখ থেকে জল বেরিয়ে আসে! মানুষের কোথায় আঘাত করলে তার Emotion নিয়ে খেলা যাবে, সেটা আপনি ভালো মতই রপ্ত করে ফেলেছেন মশাই ! বিনা বাক্য ব্যয়ে আপনিই এই generation'এর, অন্তত আমার কাছে,সর্বসেরা লেখক! অনেক দিন পর গল্প পড়ে, না না "পড়ে" নয়, শুনে, অনেক দিন পর গল্প শুনে চোখটা ভিজে গেলো "কচুবনের কানাই" নামটা যতটাই হাস্যকর , গল্পটা ঠিক ততটাই বেদনাদায়ক আর অশ্রুআহ্বানকারী ! লিখতে থাকুন এইরকমই গল্প ! অপেক্ষায় থাকলাম পরবর্তী গল্পের... ইতি, আপনার Biggest Fan
@SubhamChowdhury972 жыл бұрын
Abar oikhanei pet fatano hasyo ros o dekhate pare (Badhon Bihin Je Badhon, Ishwor Boli Chan, etc.) 🙏
কি করে পারো সায়ক এত কঠিন কথা এত সহজে বলতে? আর শ্রোতাদের কাছে তুমিই তো আজ কানাই হয়ে এলে সায়ক।
@priyankasen52272 жыл бұрын
How can Sayak say so difficult things so easily? And to the audience, you are the one who became Kanai
@noobone18452 жыл бұрын
আর তুমি কৃষ্ণকলি🤣🤣🤣
@not_sam_072 жыл бұрын
Aaa dada bolo dada sayal dada . Somman dao 🗿
@jaypandit18252 жыл бұрын
@@priyankasen5227 jjjn thanks
@wriddhiman292 жыл бұрын
Level er nyakami
@Shinchan_world12 жыл бұрын
কাউকে যদি বেশিদিন বেঁচে থাকতে দেখতে চাও , তালে তাকে সময় দাও ♥️😌 অসাধারণ
@sugatachakraborty83702 жыл бұрын
মাঝরাতে পাগলের মতো কাঁদছি এমন একটা গল্প শুনে। কি অসাধারণ একটা গল্প।
@diabrombho18132 жыл бұрын
"পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার হলো সময় আর সবচেয়ে পবিত্র হলো প্রিয়জনের অশ্রু "🥺 আসলেই তো ! খুব ভালো লাগলো গল্পটা 💖
@manalihalder91352 жыл бұрын
Sera glpo
@Anonymous-wb8wi2 жыл бұрын
মুগ্ধ হয়ে শুনছিলাম, শেষটায় বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো 🙃 কি সাংঘাতিক রকমের গল্প ! "কাউকে যদি বেশী দিন বাঁচিয়ে রাখতে চাও তাহলে তাকে সময় দাও' ......😇😇😇 Deep meaning ❤️❤️
@rahulnandi8292 жыл бұрын
গল্পটা শোনার পর মনের ভেতরটা যে কি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবোনা .... কারন আমার বাড়িতেও ৫ টা রকি আছে আর সত্যি বলছি আজ থেকে আমার মা'কে আরো বেশি সময় দেবো ধন্যবাদ সায়ক এমন একটা গল্প উপহার দেওয়ার জন্যে ❤️
@monicahazra68132 жыл бұрын
গল্পটা এতো জীবন্ত যে মনটা ভরে গেলো। আমার 'চন্দু' আমাকে ছেড়ে গিয়েছে আজকে পাঁচ বছর হলো, ভিতরের লুকানো কষ্টটা আরেকবার প্রকাশ করে ফেললাম। ভীষণ সুন্দর উপস্থাপনা 🙏🏻
@memersdose54632 жыл бұрын
কিছু গল্পের শেষে সব ভাবনায় যেনো ঘুমিয়ে পড়ে, কেবল বেরিয়ে আসে একটা দীর্ঘনিশ্বাস, that's a perfect masterpiece ....
@ShakilAhmed-fg8bl2 жыл бұрын
হৃদয় ছুয়ে যাওয়া গল্প চোখে জল চলে এলো ❤️ সায়ক ভাই তুমি অসাধারণ ❤️❤️❤️
@Wildbangali2 жыл бұрын
পাঠ ও লেখা দুটোই এক কথায় অসাধারন ❤️ গল্পটি শুনে চোখে জল এলো
@surajit1992 жыл бұрын
কিছু বলার নেই,,,পুরনো স্মৃতি টা তাজা হয়ে গেলো। Thank you ☺️💓💓
@debanjanmukherjee811 Жыл бұрын
আমার শোনা অসংখ্য গল্পের মধ্যে সেরা দশে এই গল্পটি থাকবে। শায়খ তুমি খুব উচ্চ মানের শিল্পী ও লেখক।
@parambroto12292 жыл бұрын
চোখের জল আটকে রাখতে পারলাম না.. খুবই ভালো লাগলো.. গল্প, গল্প পাঠ, সুর শব্দ.. দারুণ.. খুবই ভালো...
@JADU012 жыл бұрын
চোখে জল চলে এলো,,, এরকম একটা মনোমুগ্ধকর বাস্তব জীবনের গল্প দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ❤️,,, ধন্যবাদ থেকেও যদি কিছু বেশি থাকে তাহলে এটা তারই প্রাপ্য 💖🍁❤️
@pujabloom57312 жыл бұрын
Worlds 🌍 Best Story Thank you so much 😊😊❤️. This story make me cry and peaceful, love for my dead parents. Sometimes we don't understand whether love or money is more expensive.We can't read anyone's head but we can hear what they are saying.Thats why If you love someone express your feelings and love ❤️❤️❤️👍👍 .
@nslifestyle6732 жыл бұрын
সাধারণ কারোর পক্ষে হয়তো এতোটা গভীরভাবে হয়তো ভাবতে পারবেনা,যা সায়কের ক্ষেত্রেই সম্ভব।সত্তি অসাধারণ চিন্তা ভাবনা। দারুণ লাগলো গল্পটা।।
@subhankaradhikary74072 жыл бұрын
জীবন বদলে দেওয়ার মতো কাহিনী.....কেউ লাইক না করে মনেহয় চলেযেতে পারবেনা.....খুব ভালো লাগল দাদা..
@jhankarhazra84552 жыл бұрын
সায়ক দা'র গল্পের প্রতি একটা আলাদাই আশা থাকে। সায়ক দা প্রত্যেকবার সেই আশা পূরণও করেন, এবারেও করলেন এমন একটি গল্প এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। অসাধারণ গল্প, গল্পপাঠ, অভিনয়। শেষের দিকটা তো গায়ে কাঁটা দিয়ে গেল, কাঁদিয়ে দিল।
@susmitadolui41912 жыл бұрын
এই প্রথম কোনো গল্প শুনে চোখ ভিজে গেল ।সেই অভিশপ্ত দিন টা আবার মনে পড়ে গেল ।।অসাধারণ গল্প ।।
@shovandas8222 жыл бұрын
Kub sundor..。.。:∞♡*♥ Mone hoche.. Jibon ar kichu sar.. Sikhlam.... Kub valo... Vogoban.. Apnake onk asirbad deben.....
@somabhattacharjee68222 жыл бұрын
ভাষা হারালাম, এতো কঠিন বাস্তব এতো নিপুণ কৌশলে আঁকলে কিভাবে সায়ক আমান! চোখের কোণ ভিজলেও, কঠোর সত্যের সামনাসামনি দাঁড়াতে হলো সকলকে। সময়ের যে সত্যিই বড়ো অভাব, কাছের মানুষগুলোকে দূরে যেতে দেওয়ার আগে সময় দেওয়াটা খুব দরকার। আমারও দুই পোষ্য ছেড়ে চলে গিয়েছিল আমায়, তখন বুঝেছিলাম বিট্টুর কষ্ট টা। 😔
@arpitabose27892 жыл бұрын
অনেকদিন পর একটা গল্প এভাবে ছুঁয়ে গেল। ধন্যবাদ, সায়কদা।
@shirsha392 жыл бұрын
অসাধারণ ❤️ কানাই সত্যিই জীবন দর্শন করিয়ে গেলো।👍👍👍খুব ভালো সায়কদা🙏
@sudiptaadhikary24612 жыл бұрын
Thank you শায়ক দা "কচুবনের কানাই" এর মত এত সুন্দর ও অনবদ্য মন ভালো করে দেওয়া গল্প আমাদের উপহার দেবার জন্য। 🙏😊
@stallinrozario38752 жыл бұрын
Deep meaning. It's an abstract story beautifully narrated. It's not about transferring age but about spending time with parents which makes our parents happy and that's how they gain energy. But we avoid our parents cause they are too old to understand our world. That's my understanding. Beautiful story I loved it ❤️
@susangitadas872 жыл бұрын
একদম ঠিক কথা গুলো।
@nobabsk24552 жыл бұрын
Kk.kkkmkmomo
@priyankasen52272 жыл бұрын
Deep meaning, lt's an abstract stfory beautifully narrated, lt's not about transferring age but about spending timeb With parents which
@rafatrahman50642 жыл бұрын
সায়ক দা,অনেকদিন পর ওপার বাংলার গ্রাম্য পরিবেশের সাথে আধুনিকতার ছোয়া দিয়ে দারুন এক পরিবেশ সৃষ্টি করেছেন।ভাল লাগছে বেশ।
@aparnadutta2092 жыл бұрын
অসাধারণ। চোখ ভিজে এলো মাঝরাতে।কি অসাধারণ কথা, "কাওকে বেশী দিন বাঁচিয়ে রাখতে চাইলে তাকে সময় দাও"।
@bimitabhattacharjee89332 жыл бұрын
গল্পটি শোনাকালীন এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমি গল্প শুনছি ... প্রতি মুহূর্তে গল্পের প্রতি লাইনে আবেগপ্রবণ হয়ে পড়েছি ..... সত্যিই....যেকোনো মানুষ কে সবচেয়ে বড় উপহার তার সাথে কাটানো মুহূর্ত..... 💖💖
@evelynrain89272 жыл бұрын
Just can't express....it's incredibly touchy, true and close to the ultimate realisation
@poulomiroy18692 жыл бұрын
আপনি নানারকম স্বাদের গল্প উপহার দেন কত্তটা আবেগ অনুভূতি নিয়ে🥰। প্রতিটি গল্প ভীষণ রকম ছুঁয়ে যায় আমাদের। অনেকেই বলে থাকেন যে সাহিত্যকে বুঝতে গেলে সাহিত্যের ছাত্র-ছাত্রী হতে হবে, কিন্তু আপনি বুঝিয়ে দিয়েছেন আবারো যে অনুভূতি, ভালোবাসা থাকলেই তা শুধু লেখা সম্ভবই নয় শ্রোতার কাছে পৌঁছে দেওয়া অপরূপ উপহার। এইভাবেই রঙবেরঙের গল্প নিয়ে থাকুন আপনি আমাদের গল্পবাবু(নামটা আমার দেওয়া)😁 আপনার শব্দে ও স্বরে মজে থাকুক আমার মতো ভক্তগণ🤗🥰। ভালোবাসা অবিরত🍫💐।
@সঙ্গীতাদুয়ারী2 жыл бұрын
ভাই সায়ক, বছর খানেক তোমার গল্প শুনছি, এই প্রথম তোমার লেখা কোনো গল্প শুনে গলার কাছে একটা অন্য অনুভূতি দলা পাকিয়ে শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। কিছু বলার ক্ষমতা নেই আমার। দুচোখের অশ্রুও যখন যথেষ্ট হয় না, তখন বুকের ভিতর হুহু আবেগ একটা অন্য গল্পের জন্ম দেয়। কানাইয়ের বলা প্রতিটা শব্দ অন্তর দিয়ে অনুভব করলাম। খুব জানতে ইচ্ছে করছে ভাই," ক'ফোঁটা চোখের জল ফেলেছো ..." এমন একটা ending দেওয়ার পর? ভালো থেকো। অনেক শুভেচ্ছা রইল তোমার এগিয়ে চলার পথে।
@Rups2182 жыл бұрын
পোষ্টার design দেখে বাচ্ছাদের গল্প ভেবেছিলাম শোনার পর বুঝলাম কত গভীর অর্থ আছে। চোখে জল চলে এল।
@DebkumarRoy-k7gАй бұрын
চোখে জল এলো 😢😢😢
@shree94812 жыл бұрын
সত্যিই কাউকে ভালোবাসলে নিজের কাছে কতটা আছে জেনে দিতে নেই.. না জেনে না বুঝেই সবটাই দিতে হয়.. অনেক অনেক দিন পর আবার আমাদের আগের সায়কদাকে ফিরে পেলাম ❤️❤️ ধন্যবাদ সায়কদা আজ সত্যিই আমার এই গল্পটার ভীষণ প্রয়োজন ছিল.. ভীষণ ❤️
@rimighosh592 жыл бұрын
সত্যি হৃদয় ছুঁয়ে গেলো ,❤️, তবে শেষে চোখে জল এসেই গেলো 😢
@souryaghoshall62822 жыл бұрын
চোখের জল আর ধরে রাখতে পারলাম না... সত্যিই সায়ক দা তুমি সত্যিই ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
@snigdhadeydey79292 жыл бұрын
সায়ক আমানের গল্প সবসময়ই একদম আলাদা ! গল্পের নাম অথবা প্রথম থেকে শুনতে শুনতে কখনোই বোঝা যায়না কোন দিকে মোর নেবে কাহিনী, শেষে কি থাকবে! সায়ক আমানের গল্প মানেই এক এক গল্পে এক এক ধরণের অনুভূতিগুলি খুঁজে পাওয়া! কিভাবে একজন মানুষ তাঁর কলমের টানে বারবার এমন অভিনবত্ব আনতে পারে, অবাক হয়ে সেটাই ভাবি প্রতিবার! ভয়ে কাঁটা হচ্ছি, তো কখনো হেসেই কুটিপাটি, আবার চোখের জল বাঁধ মানছেনা.... এক এক গল্পে এক এক অনুভূতি! আমরা যারা আপনার ভক্ত সকলের হয়ে প্রার্থনা করি "writter's block" যেন আপনাকে কখনোই স্পর্শ না করে! আপনার লেখা, আপনার কণ্ঠ এভাবেই আমাদের হৃদয় স্পর্শ করে যাক..... 💖💖💖💖🙏🙏🙏🙏🙏
@mrinalsaha72332 жыл бұрын
গল্পটা নাম শুনে বেশ কৌতুক গোছের মনে হলেও গল্পের শেষের দিকে চোখ দিয়ে জল বেরিয়ে এলো❤️
@sheikh-23862 жыл бұрын
❤️মনোমুগ্ধকর❤কতোটা ভালো লাগলো তা বলার মতো ভাষা আমার কাছে নেই,গল্পের কাহিনি চোখে জল আনতে বাধ্য করলো, এক কথায় অসাধারণ ❤️❤️❤️❤️
@manishasarker92802 жыл бұрын
সায়ক আমান মানেই সম্পূর্ণ অন্যরকম, গভীর আবেগে ভরপুর ! প্রাণ ভরে গেল ! 🥰
@tanmoyyroy79022 жыл бұрын
Such a sad story !! litteraly cannot tolerate the sadness, almost in tears. I really love dogs and that made the story more sorrowful.
@soumiliroy58742 жыл бұрын
অসম্ভব ভালো গল্প মন ছুঁয়ে গিয়েছে❤️
@flamen40992 жыл бұрын
Hi
@jayantasingha2078 Жыл бұрын
Khub sundor hoyeche golpo ta
@piyalisaha6292 жыл бұрын
আবার অনেকদিন পর সায়কদার গল্প ✨ একদম অন্যরকম হবে সে বিষয়ে নিশ্চিত 🔥❤ অপেক্ষায় আছি❤❤
@pranoti82 жыл бұрын
Khup Darun laglo
@tithidey65142 жыл бұрын
কী গল্প উপহার দিলে... শেষ মুহূর্তে এসে তো আমার কান্না থামছিল না ।🥺🥺🥺🥺😭😭😭 আমার কাছে কোনো ভাষা নেই আমি কি বলব...🥺🥺 সত্যিই মা, বাবা ঠিক যতটা মূল্যবান ও গুরুত্বপূর্ণ, যতটা মূল্যবান ভালোবাসা, ঠিক ততটাই মূল্যবান সময় ।।❤️❤️❤️❤️
@sayantankundu85412 жыл бұрын
রাত প্রায় 12:30 , যখন আমি গল্প শুনছিলাম , ভেবেছিলাম অন্যান্য গল্পের মত এটাও হয়তো কোনো রোমাঞ্চ , বা ভৌতিক গল্প হবে । সাধারণত সুর , স্বর , wind chime , rhyme , স্পর্শ , রাত তিনটার পর ইত্যাদি এসব গল্প শুনে রাতে বিছানা ছেড়ে উঠতে ভয় লাগে , সেরকম ভাবে কচু বনের কানাই এই গল্প শোনার পর একটা সম্পূর্ণ অদ্ভুত অনুভূতি কাজ করে যেটা বলে বোঝানো কোনো ভাবে সম্ভব না । সত্যি বলতে আমি এই গল্প টা শুনতে শুনতে খুব ই আবেগপ্রবণ হয়ে পড়ি । এরম আরো অনেক ভালো , সাধারণ কিন্তু অসামান্য গল্প আশা করি সায়ক আমান এর থেকে। ❤️ অনেক ভালোবাসা
@kavyaasofficial98992 жыл бұрын
অসাধারণ।।।।।। চোখের জল আটকাতে পারছিনা। খুব ই ভাল লাগল ❤️❤️❤️ রকি কে আমার অনেক ভালোবাসা.
@dancewithriya68722 жыл бұрын
সায়ক দা তোমার গল্প জীবনের অনেক সত্যি কথা জানিয়ে দিয়ে যায়, গল্পটার শেষে চোখে জল এনে দিলো 🥺🥺♥️♥️
@bikramjitdas57222 жыл бұрын
কিছু কিছু গল্প যা চিরন্তন, যা মানুষ কে কিছু শিখিয়ে যায়, এইটা সেটাই। স্মৃতি অটুট থাকবে যতদিন, আশা করবো এই গল্পটা আর শিক্ষাটা মনে থাকবে আমার, সব সময়ের জন্য। ❤❤❤
@sugatamajumder65112 жыл бұрын
অন্যতম সেরা গল্প। মন টাকে দুমড়ে মুচড়ে দিলে।।❤️❤️
@riyasvlogs65162 жыл бұрын
চোখের জল ধরে রাখতে পারলাম না।।😓 সত্যিই অসাধারণ একটি উপস্থাপনা ❤️💫
@sourav-02142 жыл бұрын
চোখ ভিজে এলো...🥹 অন্যরকম অনুভূতি 😌💛
@Asif-bh1st2 жыл бұрын
গল্পটা মনে দাগ কেটে গেলো।❣️সেই সাথে এটি বেশ ইউনিক+ শিক্ষণীয়। সেই সাথে আমার নিজের নামেী সাথে কিছুটা মিল আছে।
@subharajchoudhury3622 жыл бұрын
শেষের ১০ মিনিট শুনতে শুনতে কেঁদেছি। গল্প আর বাস্তব মিলে মিশে একাকার হয়ে গেছে। অপূর্ব উপস্থাপনা। ♥️
@rubichowdhury9003 Жыл бұрын
অসাধারণ গল্প। এটি একটি কঠিন সত্য কথা। মানুষের সত্যিই সময়ের খুব অভাব এখন। ❤
@trisha27802 жыл бұрын
Missing my bestfriend my dog.. Rip friend.. Loveyou always.. Thank you so much for this story Sayak da.. 🙂
@foodypayel27722 жыл бұрын
কিছু বলার নেই,,,,খুব সুন্দর।।।।।
@kamrunnaharkoli182 жыл бұрын
এই গল্প টা শুনে প্রথমটা গাজা খুরি মনে হয়েছিলো কিন্তু শেষ এর দিকে অপ্রত্যাশিত শিক্ষনীয় গল্প❤️❤️❤️
@rajdeepghosh994310 ай бұрын
প্রথম দিকটায় মনে হচ্ছিল "টিপু ও গোলাপী বাবু"র সিক্যুয়েল শুনতে চলেছি কিন্তু পরতে পরতে যেমন মোড় ঘুরতে থাকলো গল্পটার আর শেষটায় যখন সেই তারানাথের কালভৈরব যেমন বলেছিলো, "দাঁড়াও, তোমাকে একটু মনখারাপ দিয়ে যাই।" সেইরকম শেষটায় আবার আরও একবার মুগ্ধ হয়ে গেলাম আপনার কলমের মুন্সীয়ানায়।
@bishalkoley12802 жыл бұрын
চারিদিকে যে ভাবে তারানাথ চলছে, সেই খানে এই রকম একটা গল্পো মনে আলাদা রকম অনুভূতি, সত্যি দাদা জীবন এক আশ্চর্য ধাঁধা।।
@tubaidey74282 жыл бұрын
চোখের জল ধরেরাখতে পারলামনা। অসাধারণ গল্প 💕
@THprince-20252 жыл бұрын
আমি কাদছি কেন, দাদা! জীবনের এত কঠিন তত্ত্ব এমন সহজে আমাদের কাদিয়ে বুঝিয়ে দিলেন, দাদা। আহারে! 😭
@rupsa_712 жыл бұрын
সত্যি বলছি শেষে গিয়ে না বুক টা জাস্ট কেঁপে উঠেছিল । কিছু মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল। গল্প টা থেকে অনেক কিছু সেখার আছে , সত্যি সায়ক আমান বলেই হয়তো এত কঠিন কথা এত সহজে বলে বোঝানো যায় ♥️
@sambitadhikary78142 жыл бұрын
Thanks Sayak Da for passing those valuable message through this video ❤️
@DarkGamer-xf2dc Жыл бұрын
Just beautiful 😢
@spiritofindia13812 жыл бұрын
কী অপূর্ব গল্প.. শুনতে শুনতে চোখে জল চলে আসলো
@aritrapaul245210 ай бұрын
গল্পঃ টা শুনে শরীর এ একটা শিহরণ জেগে গেলো, তবে সেটা ভয়ের নয়, দুঃখের, আমিও অনেক বছর মা বাবার সাথে তেমন থাকতে পারিনি, কয়েকমাস হলো আছি তাদের সাথে এক সাথে, আবার ২ বছর পর চলে যেতে হবে চাকরি সূত্রে বাইরে, তাই এখন থেকেই ভাবী আর তো ১৬ টা মাস মাত্র, সত্যিই মা বাবার দিকে কখনো তাকানোর সময় ই পাওয়া যায় না, কিভাবে কেটে যাচ্ছে সময়, কখনো একটু ভাবী ও না তাদের নিয়ে বা ভাবা হয় না, আজ গল্পঃ টা শুনে কষ্ট লাগছে ভীষন, কাল থেকে সত্যিই তাদের সময় দেবো❤❤ ভাগ্যিস শুনলাম আজ গল্পঃ টা 😊, thank you sayak দা ❤
@sunitabaur43812 жыл бұрын
সত্যি চোখে জল আসে গেলো 🥺🥺অসাধারণ গল্প একটা 💖💖💖💖🥰
@aninditadey24152 жыл бұрын
Ki kore erokom lekho🙂sttyi e kede fellam.. Message ta chuye gelo ❤
@arpita34032 жыл бұрын
Thank you for writing and presenting such a beautiful story, Sayak da. Truly heart touching ❤️
অনবদ্য, অসাধারন, প্রত্যেকটা মুহূর্ত ছুঁয়ে গেলো ভিতর অবধি, সময় সবচেয়ে দামি।
@monishamanna27742 жыл бұрын
অসাধাৱণ। মন ছুঁয়ে গেল আপনাৱ গল্প।🥺😌
@sweetycoolsweety29062 жыл бұрын
Khub khub sundor laglo. R laste kostow holo. Jara jara sunechhe. Asha kori Tadero amari moto chokh vijechhe. Somoy er moto boro. Ba bolban r kichue nei .
@indranilhazra92992 жыл бұрын
" সময় " The most valuable thing of the Universe . Hat's off Sayak Aman Da.... 🙏🏻🙏🏻 Literally choke jol ase ga6e. Daaruunn Daaruunn Daaruunn 1ta Golpo. Onek ki6u bujhiye dile, choke আঙুল diye dekhiye dile.... 🥺🥺🥺🙏🏻🥺🥺🥺
@asmitadey81012 жыл бұрын
অভিভূত ও অভূতপূর্ব!! 💝💝 অভিভূত কারণ, এখনকার পরিচিত ও পরিমেয় জীবন যাপনে "সময়" বলতে বোঝায় ইঁদুর দৌড় আর নিজের, কেবল নিজের জন্য ভেবে বেকুবের ন্যায় সুখ অর্জন করাটাকে বোঝায়.. কিন্তু প্রকৃত অর্থে "সময়" কথাটির আক্ষরিক অর্থ যে লুকিয়ে আছে এই গল্পে, সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অভূতপূর্ব..... তোমাদের সকলের উপস্থাপনা এবং ঐশ্বরিক কণ্ঠ যা গল্পের শেষে অন্যদের মতন আমার এই চোখ দুটোকে বারবার সিক্ত করে চলেছে। সকলের উদ্দেশ্য একটাই কথা বলবো.. যদি ভালোবাসতেই হয় মন থেকে ভালোবাসুন। কেবলমাত্র এই মানবকুলকেই নয়, বিশ্বে যত প্রাণীজগৎ আছে যারা নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে তাদের প্রতি একটুকরো স্নেহ আর আদর সমর্পণ করুন, দেখবেন অপরপক্ষ আপনাকে নিরাশ করবে না। বরং অপার্থিব যত্নে আপনাকে আগলে রাখবে। একটু মানবিক হলে ক্ষতি কি!? তাই না! সকলের সুস্থতা কামনা করি 💐 💐
@yearalimondal58662 жыл бұрын
সেদিন কেঁদেছিলাম যেদিন শুনেছিলাম নিশীরাত বাঁকা চাঁদ আর আজকে কাঁদলাম।সয়ক দা তুমি আজ কানাই এর ভূমীকা নিয়েছো
@suparnadutta5855 Жыл бұрын
Oshadharon golpo...chok diye jol chole elo , shotti samay ta khub important, tar priyojon r jonno , kintu akhun manush r kache sab ache , kintu samay nei😢
@arzudaanjum69692 жыл бұрын
এতদিন পর আবার মনে হলো মিডনাইট হরর স্টেশন নিজের মানে ফিরে এসেছে ❤️ অসাধারণ ছিল গল্পটা ❤️❤️
@mohammedsharuk55472 жыл бұрын
Mon valo kore deayacho...khub valo, heard touching story...oooppp thankyou....
@supravamidya9562 жыл бұрын
সত্যি এই গল্পটা এক অনবদ্য সূত্র দিয়ে গেল❤️🥺খুব ভালো হয়েছে গো❣️ প্রত্যেকবারই তোমার লেখাগুলো মনে ছুঁয়ে যায়💓😌গল্পটা বুঝিয়ে দিল প্রিয় মানুষগুলোকে সময় দিতে শেখো আগলে রাখতে শেখো যত্ন নিতে শেখো যতদিন তারা আছেন❤️💓😌
@bapiadhikary82792 жыл бұрын
সলিড, দারুণ, খুব সুন্দর , ভীষণ ভালো লাগলো, আরো চাই এরকম, মনের মতো।
@adventuretravel31912 жыл бұрын
কচুবনের কানাই আসলে বিবেক।
@bittu68522 жыл бұрын
অসাধারণ সায়ক দা । শেষ টাই চোখে জল চলে আসলো ।।। ❤️
@srii7952 жыл бұрын
অপেক্ষায় রইলাম ♥️♥️😍 আর একটি নতুন গল্পঃ শোনার আশায়😊
@insanediganta2910 ай бұрын
Ekta Sadharon message eto asadharon kore bola...sotti Sayak Aman e pare!! Sotti chokh vije gelo... Apurbo ❤❤
@shinjinisen19902 жыл бұрын
সায়ন্তনী পূততুণ্ডকে ১০০ য় ৯৯ দেব। বৈশালী দাশগুপ্ত নন্দীকে ৯৮ দেব। আর লেখক সায়ক আমানকে ?? ১০০ য় ১০০ ♥️🧡💚🤍💛
@gwbmg15822 жыл бұрын
সত্যি অসাধারণ.... কিছু কিছু গল্পের প্রতি কোন মন্তব্য করা যায় না এটা তার মধ্যে সেরা গল্প❤️❤️❤️❤️
@barsha_biswas172 жыл бұрын
এই গল্পটা শুনে অনেক দিন পর আবার আমার কুকুর টার জন্য কাঁদলাম 🥺😭
@kishorsarkar63862 жыл бұрын
এবং একই সাথে মা বাবাকে সময় দিও
@rabiulauwal81282 жыл бұрын
অসম্ভব ভালো লাগলো। এই প্রথম কোন চ্যানেলে কমেন্ট করলাম। শুনছিলাম সুদূর জার্মানি তে বসে। বাবা-মা কে রেখে এসেছি সহস্র মাইল দূরে। অজান্তেই কিভাবে যেন চোখে জল চলে এলো, বাবা-মা কে খুব মনে পড়ছিল কানাই এর কথাগুলো শুনতে শুনতে। আমিও চাই বাবা-মা কে আমার কাছে নিয়ে আসতে, চাই তাদের শেষ বয়সটা আমাদের সাথে কাটুক। ভালো থাকুক জগতের সব বাবা মা, ভালো থাকুক সব সারমেয়... অসংখ্য ধন্যবাদ Midnight Horror Station কে আমাদের এতো সুন্দর গল্পটা উপহার দেবার জন্য।
@sourabhkarmakar80402 жыл бұрын
Gollum এর মতো নাকি ? কচুবন বলতেই খালি একজনের কথা মনে পড়ে যায় 🤣
@wanderercommunity48872 жыл бұрын
Exactly Lord of the Rings er Gollum er motoi lag6e 😃😃
@ankitbhattacharjee_iitkgp2 жыл бұрын
কচুবনে হেগে গেল কালো কুকুরে
@user-ob9tf5ny6i2 жыл бұрын
kar kotha vi
@priyankasen52272 жыл бұрын
Like Gollnm? Only one person comes to mind when l say Kachuban 🤣
@arghyaray99922 жыл бұрын
কচুবনের কথা বলতে মনে পড়লো মজুমদার মশাই কেমন আছে
@sucharitasamajdar48012 жыл бұрын
Awsadharon, chokher jol thamchena! Eto sundor
@amitbiswas81622 жыл бұрын
Osadharon sundar .ai sundar prokas korar kono vasa nai .chokha jol asa galo
@SumanShaw-u1n Жыл бұрын
Dada chokhe jol chole elo.. sotti bolchi.. speechless.. ek vison mulloban life lesson.🥹
@manassahaharmonica2 жыл бұрын
সময় - সেরা উপহার। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আরো একবার। সব মানুষ কি বোঝে? চোখদুটো ভারী হয়ে যায় - অজান্তেই। ❤️
@remosstorytravell62852 жыл бұрын
অসাধারণ। একেবারে চিন্তামুক্ত একটা সাদামাটা গল্প। শেষের দিকটা শুনতে শুনতে আন্দাজ করতে পেরেই বুকটা ভারী হয়ে উঠলো, শেষটা শুনতে গিয়ে চোখে জল চলে এলো, জড়িয়ে ধরলাম আমার সারমেয় টাকে। ও যে আমার প্রাণের চেও প্রিয়।.....অসংখ্য ধন্যবাদ -সহজ কথা সহজ ভাবে বোঝানোর জন্য। 🙏🏻
@26nihan2 жыл бұрын
Ki darun valobashar golpo! Ki shundor ekta jibon adorsho ei golper maddhome fute utheche! Vishon valo legeche.