আমি অনেকবার কোলকাতায় গিয়েছি কিন্তু এই রিকশায় একবার মাত্র ওঠেছিলাম। রিকশা এভাবে টেনে নেয়া আমার কাছে অমানবিক মনে হয়।( প্রায় সব রিকশাচালক বয়স্ক, দেখে খুব খারাপ লাগলো)
@urmibella76582 жыл бұрын
ওদের এই রিকশা গুলোতে চাকা লাগলেই পারে । এগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে।
@md86602 жыл бұрын
100% অমানবিক
@istoppedlaughing52252 жыл бұрын
পেটের খিদে মানবিকতার ধার ধারে না
@joydeepbhattacharjee25592 жыл бұрын
Aai jinis taa British raa aanachelo ..... But ekhon onek kome gache .... But at the end of the day they have families to feed ...
@opurvogope19952 жыл бұрын
আমি আপনার কথায় একমত
@arpitabiswas93292 жыл бұрын
এভাবে আপনার মতো করে কেউ হয়তো উনাদের নিয়ে ভিডিও তৈরি করে নি, খুব ভালো লাগলো ভাই
@sabbirahamed54922 жыл бұрын
হুম ইনি একজন বাংলাদেশী স্বনামধন্য জনপ্রিয় প্রতিবেদক 🇧🇩
@arpitabiswas93292 жыл бұрын
@@sabbirahamed5492 হ্যা জানি, আমিও বাংলাদেশের 🇧🇩
@galaxyj4884 Жыл бұрын
Tumake khub halo lage
@bedarulislam75132 жыл бұрын
সত্যিই এমন কষ্ট দেখে চোখে পানি চলে এলো। বর্তমান সভ্যতায় থেকেও এমন কষ্টদায়ক ঐতিহ্য এখনো বিদ্যমান যা পশুকে দিয়ে করানো হয়!!
@debashishsarkar35952 жыл бұрын
ঐতিহ্য থাকুক সংগ্রহশালায়। মানবতা থাকুক বিবেকে। ওদের জীবিকার ব্যবস্থা করা হোক।
@chayabalok2 жыл бұрын
ব্যাপারটা আসলে দুঃখজনক কিন্তু বাস্তবতা হচ্ছে ইনাদের বাহনটিতে যদি আমরা না উঠি বাহ্যিক দৃষ্টিকোণ দেখে। তাহলে হয়তো তারা না খেয়ে জীবন কাটতে থাকবে। সবচেয়ে ভালো হয় যদি প্রশাসন এ দিকে নজর দেয় এবং এই কষ্টের কাজ থেকে তাদেরকে মুক্তি দিয়ে ভালো কোন কাজে তাদেরকে অংশগ্রহণ করাতে পারে। তাহলে হয়ত এই ধরনের চিত্র আমাদের আর চোখে পড়বে না। ধন্যবাদ💗💗💗
@LashkarpurFoundation2 жыл бұрын
সহমত 💝
@rimonislam002 жыл бұрын
মানুষের কষ্ট হয় এমন ঐতিহ্য থাকার কোনো মানে নেই।এই অমানবিকতার অবসান হোক।
@Nontouristicindia12err2 жыл бұрын
Bicycle rickshaw also falls in Same category
@fullaranag2 жыл бұрын
এখন ব্যাটারীতে রিক্সা চলে। তবে বড় রাস্তায় নয়। বড় রাস্তায় সব রকম slow vehicle নিষিদ্ধ। হাতেটাষা রিক্সা কয়েকটা পকেটে অবৈধ ভাবে চলছে।
@bdkingbangla61602 жыл бұрын
Sotik
@kingreturns24362 жыл бұрын
Tui bolar k..🤣🤣
@poushalibhattacharya43932 жыл бұрын
Indian government onek bochor agei bondho kore diye che r ei sob lok der onno kormo korar sujog o diye chen tbu o akhono kichu lok ache jara nijer ichha tei ei riksa chala lo bondho kore ni tai government ke dosh deua vul
@foyshalshuvo29242 жыл бұрын
আমার মনে হয় সব ঐতিহ্য ধরে রাখার দরকার নাই। এইটা সত্যি অনেক অমানবিক 😭
@TouchstoneTraveller19822 жыл бұрын
আমি ১৮ সালে কলকাতা গিয়েছিলাম।কিন্তু টানা রিক্সায় উঠিনি। কারন আমার কাছে কেমন কেমন মায়া লাগে তাদের জন্য।
@rahmatullahshiblee55542 жыл бұрын
জমিদার এবং ক্রীতদাস এর ঐতিহ্য বহন করে বলে মনে হয়।
@urmibella76582 жыл бұрын
কিন্তু এটা করেই তো তারা জীবিকা নির্বাহ করে ।দেখলেও খারাপ লাগে । চাকা লাগালে আসলে এদের কষ্ট কিছু কম হবে।
@jhumkasonamojumder22672 жыл бұрын
First View..... ধন্যবাদ সুমন ভাই,আপনি সব সময় বাংলার ঐতিহ্য কে সুন্দর ভাবে তুলে ধরেন।।
@ImranHossain-rt9ts2 жыл бұрын
ঠিক বলছেন ভাই আপনি।
@rasel92412 жыл бұрын
Hi
@somabhattacharjee54322 жыл бұрын
দাদা, কলকাতায় যখন এলেন এবং এখানকার একটি পুরনো ঐতিহ্যবাহী যান নিয়ে ভিডিও করলেন তাহলে আর একটি ঐতিহ্যবাহী যানের কথা আপনাকে বলি সেটা হল আমাদের খুব প্রানের কাছের জিনিস , তা হল ট্রাম, এটা নিয়ে ও একটা ভিডিও বানান তাহলে খুব ভালো লাগবে কারন জানি না এই যানটি কবে হারিয়ে যাবে কলকাতার বুক থেকে।
@abdurrahamanwb622 жыл бұрын
ভাই কলকাতার ট্রাম প্রায় বিলপ্তির পথে । এই দশ দিন আগে দেখলাম ট্রামের লাইন গুলো তে সব পিচ ঢেলে দিয়েছে.😭😭😭😭😭
@adamsilver73262 жыл бұрын
Apnader ei Tana rickshaw banned kore tader Bangladesh er moton Rickshaw din. Kichu toh korun. Eta kemon Heritage bolun didi
@mdruhul68892 жыл бұрын
বিষয়টা খুবই অমানবিক লাগছে। এভাবে হাতে টেনে নিয়ে যাওয়াটা খুব কষ্টেরই বটে। ভালো থাকুক খেটে খাওয়া মানুষগুলো ❤️
@sazzadshahin38362 жыл бұрын
অমানবিক কোন ঐতিহ্য থাকা উচিৎ নয়,সে হাজার বছরের পুরনো হলেও।হাতে টানা যে রিক্সা দেখলাম তা তৈরীতে যে খরচ লাগে তা হলে এখন প্যাডেল করা রিক্সাও পাওয়া সম্ভব যদি খরচ কিছুটা বেশি হয় তবে রাষ্ট্র কর্তৃক এই অসহায় মানুষগুলো কে সহায়তা দেয়া উচিৎ,,,
@অৰি2 жыл бұрын
ঠিক। কিন্তু রিকশা পা চালিত হোক কি হাত চালিত, চালকের কষ্ট হয়েই।
@sazzadshahin38362 жыл бұрын
@@অৰি প্রত্যেকটি কাজই কষ্টের। তবে,সেই কষ্টের মধ্যেও কিছু কষ্ট থাকে যা দৃষ্টি কটু,,
@অৰি2 жыл бұрын
@@sazzadshahin3836 সহমত।
@sazzadshahin38362 жыл бұрын
@@অৰি অনেক ধন্যবাদ ভাই,,,,
@urmibella76582 жыл бұрын
খুব মায়া লাগলো দেখে ।হেঁটে হেঁটে মানুষ বহন করা আসলেই কঠিন ।আমাদের রিকশাওয়ালা মামাদের দেখেই কষ্ট লাগে সেখানে এরা তো পায়ে হেঁটে যাত্রী বহন করে।
@goodmorningbangladesh14302 жыл бұрын
অমানবিক এ দৃশ্য যত বার দেখছি ততবারই হৃদয়ে রক্তক্ষরন হয়েছে।এটা সরকারের নজরে নিয়ে এ যন্ত্রনা দায়ক ঐতিয্য বন্ধ করা প্রয়োজন।
@pankajpaul47992 жыл бұрын
বেকগ্ৰাউণ্ড মিউজিক সিতার খুব ভাল লাগলো
@arkadip15152 жыл бұрын
অসাধারণ একটি উপস্থাপনা 🙏 মানুষগুলোকে দেখে কষ্ট হচ্ছে। এত গরমে তারা দুটি মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তাও আবার এত বয়সে 😓
@mamuntraveler36012 жыл бұрын
এমন কষ্ট দায়ক ঐতিহ্য না থাকাই ভালো। অমানবিক।
@Spokenenglish122 жыл бұрын
ইন্ডিয়া তে যখন এসেছেন তখন দক্ষিণ দিনাজপুর ঘুরে যান। অনেক ঐতিহ্য বাহী জায়গা আছে। খুব ভালো লাগবে।
@arbhowmik2 жыл бұрын
অনেক আবেঘঘন, তথ্য সম্বলিত, অনেক বাস্তবধর্মী। আপনার ভ্লগ গুলা তে এমন অভিজ্ঞতা শেয়ার করলে আমরা অনেক জ্ঞানলাভ করতে পারবো। ধন্যবাদ
@mrigankshidas78392 жыл бұрын
দাদা আপনার ভিডিও দেখি ভালো লাগে ।এখন আমাদের দেশে আছেন ।শুভেচ্ছা থাকল ।
@tusherkantimazumdar85632 жыл бұрын
রাজশাহী থেকে দেকছি। কিছুদিন আগে রাজশাহীর ডোপকল নিয়ে একটি ভ্লগ দিয়েছিলেন। ভ্লগটি খুব ভাল লেগেছিল।
@chandandas56892 жыл бұрын
সুন্দর ডকুমেন্টারী সুলভ ব্লগ।বাংলায় এরকম দেখিনি।
@TechWaym2 жыл бұрын
"টানা রিকশা" এটা যদি ঐতিহ্য হয়ে থাকে তাহলে ওনাদের যোগ্য সন্মান দেওয়া হোক। ভিডিও টা দেখে একটা অদৃশ্য চর এসে গালে পরলো।এটা লজ্জা।
@Americankjng7772 жыл бұрын
আমি কোলকাতায় কোনো কাজে গেলেই যতোটা সম্ভব এই টানা রিষ্কা ব্যাবহার করি, কারণ আমার মায়ায় ওঁদের পেটের অন্ন জুটবে না, তাই যোতটা পারি ভাড়া দাম না কমিয়ে যাত্রা করি, আপনাদেরও বলবো আপনারা উঠে ওদের সাহায্য করুন তাহলে শেষ বয়সে কিছুটা উপকার হবে এই পেশার ব্যাক্তিদের !
@belalhossain70792 жыл бұрын
এই অমানবিক ঐতিহ্য কিসের আনন্দ বুঝিনা? বর্তমানে অল্প টাকায় ব্যাটারিচালিত রিক্সা পাওয়া যায়, ভাড়ায় ব্যাটারি চালিত রিক্সা পাওয়া যায়, যা দিন শেষে 400 /500 টাকা ইনকাম হয়
@MdMomin-jm2nl2 жыл бұрын
আপনার তৈরিকৃত গ্ৰামবাংলার ভ্রমনের ভিডিও গুলো বেশি ভালো লাগে 🥰🥰। I love Grambangla🥰🥰
@anitakundu33422 жыл бұрын
পূর্ব নিবাস বাংলাদেশের বগুড়ার বশিপুর ও দৃপচাঁছিয়া ।বর্তমান নিবাস কোলকাতার শ্যামবাজার ।মানবিকতা আছেবলেই অনেকে রিক্সায় চরেন না ।যারফলে ওনাদের রুজি রোজগার কোমেগেছে ।
@sms10712 жыл бұрын
উত্তরবঙ্গের রাজধানী বগুড়ার পাশের জেলা গাইবান্ধা থেকে✌
@tanjhorrony65432 жыл бұрын
কেমন আছেন ভাই অনেক ভালো লাগছে ভিডিওটা আমিও আসতেছি ৩ দিন পর কলকাতা
@kazirahat85692 жыл бұрын
একটা সভ্য সমাজে এইধরনের অসভ্যতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,শিক্ষিত সমাজের কাছে বিনীত অনুরোধ, এইসব অমানবিক পেশা কোনোভাবেই ঐতিহ্যের দোয়াই দিয়ে টিকিয়ে রেখে লাভ নেই।এইসব মানুষদের অন্য পেশায় নিয়োজিত করুন।আপনাদের সবার জন্য শুভকামনা।
@poushalibhattacharya43932 жыл бұрын
Na jene kono ktha na bolai valo Indian government onek agei bondho kore diye che tana riksa ata o manobik bole tbu o kichu lok ache jara jor kore nijer ichha te chalay tana riksa akhono govt ader jonno onek kichu diye che bujhlen
@moumitamaiti38182 жыл бұрын
Sorkar theke onek agei ban kora hoeche haate tana rickshaw..kintu ki manus nijer thekei ei kaj kore.purono kolkatar kichu jaigai era ache but khub olpo sonkhai.
@kazirahat85692 жыл бұрын
@@moumitamaiti3818 ok..thanks for the info
@kazirahat85692 жыл бұрын
@@moumitamaiti3818 mam!r u from kolkata??
@mainulislam87562 жыл бұрын
আপনাকে ধন্যবাদ জানাই পুরাতন ঐতিহ্য তুলে ধরার জন্য। হাজার বছর ধরে এই ঐতিহ্য ইতিহাসের পাতায় লেখা থাকে। মানুষ যেন জানতে পারে। এই রিকশার আরও একটি পুরাতন নাম আছে আদম গাড়ি।
@siddiqurrahman36662 жыл бұрын
অসাধারণ সুমন ভাই,, আমি দীর্ঘদিন যাবত আপনার ভিডিও নিয়মিত দেখি।
@arifmiah7122 жыл бұрын
কলকাতার ঐতিহ্য ইতিহাস নিয়ে ভাল একটা ভিডিও খুঁজছিলাম, ঠিক তারই কিছুক্ষন পর আপনার ভিডিও সঠিক সময়ে পেলাম। ধন্যবাদ।
@IstiakbinMohsinvhaiiii9852 жыл бұрын
সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না,,, এইসব অমানবিকতা অবসান ঘটুক 😭
@abcdefgh5074 Жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাইকে আমার অনেক ভালো লাগে সুমন ভাই আমার অতীব প্রিয় একজন ইউটিউবার উনার প্রায় সব ভিডিওগুলি আমি দেখার চেষ্টা করি । ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবে ।
ব্যপারটা বেদনাদায়ক😥ও কষ্টসাধ্য😢 সরকার ও সেখানকার বিত্তশালীদের সহায়তায় রিক্সাগুলোয় আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হোক😥
@rejaullaskar31292 жыл бұрын
দাদা অনেক ধন্যবাদ আমাদের কলকাতার ঐতিহ্য কে এভাবে তুলে ধরার জন্য ।আমার বাড়ি কলকাতার কাছেই। আর আমি সব সময়ই তোমার ভিডিও দেখি।
@mrobi-dg8ux Жыл бұрын
😡 দূর বেটা, তোরা এতো অমানবিক 😢কেন???
@rejaullaskar3129 Жыл бұрын
@@mrobi-dg8ux কলকাতা তোমার সাথে কি করেছে
@milonkhan94372 жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই আপনার সব ভিডিওগুলি আমি দেখি ভালো লাগে আপনার ভিডিওগুলি বিষয়বস্তু ও দারুন
@susantavlogs78842 жыл бұрын
ধন্যবাদ দাদা video টি করার জন্য ।আমাদের কলকাতা এক সময় ভারত বর্ষের রাজধানী ছিল ।আর কলকাতা মানে টম টম বা ঠেলা রিক্সাএর সাথে ট্রাম ।বৃটিশ কালে ঘোড়ায় টানা ট্রাম চলতো ।এখন ইঞ্জিন ট্রাম চলছে ।
@mdkosermondol55282 жыл бұрын
আধুনিক যুগে এমন বর্বরতা কখনোই মেনে নিতে পারিনা
@skbadolpramanikbappy66432 жыл бұрын
ভাই এই ভিডিওটা খুব সুন্দর লাগলো । এই রকম ভিডিও কলকাতার ট্রাম গাড়ি নিয়ে করেন !
@technicalsrh76162 жыл бұрын
1:52 KING KHAN 👑👑👑
@parthorobidas482 жыл бұрын
Onek vlo lage amrr Kolkata sohor ta akdin jawa hobe oikhne 🥰🥰🥰😍😍😍😍❤️❤️❤️
@anitdutta39222 жыл бұрын
India always love there heritage ❤️❤️
@prosenjitmazumdardigtaltv.73512 жыл бұрын
🦁আপনার সব ভিডিও খুব সুন্দর লাগে।
@ইমানদার2 жыл бұрын
বাংলাদেশের ঢেলাগাড়ী আর কোলকাতার টানা রিক্সা একই কথা।
@sayantannayak41152 жыл бұрын
হাতে টানা রিক্সা একটা আলাদাই আনন্দ , যারা এই রিক্সা টানে তাদের দেখে খুব কষ্ট হয় কিন্তু এখনো যে এই পুরনো ঐতিহ্য চলছে এটাই খুব আনন্দের।
@belalhossain70792 жыл бұрын
এই অমানবিক ঐতিহ্য কিসের আনন্দ বুঝিনা? বর্তমানে অল্প টাকায় ব্যাটারিচালিত রিক্সা পাওয়া যায়, ভাড়ায় ব্যাটারি চালিত রিক্সা পাওয়া যায়, যা দিন শেষে 400 /500 টাকা ইনকাম হয়
@europeanbengali2 жыл бұрын
একজন অমানবিক কষ্ট করে আর তুমি আনন্দ পাচ্ছো।👉🤦🤦
@atanusworld90232 жыл бұрын
আপনার উপস্থাপনা দারুন
@VlogTheWanderer2 жыл бұрын
ধন্যবাদ ভাই। কোন একদিন কলকাতা গেলে হাতে টানা রিকশায় উঠবোই 🔥✌️
@abidulhaque60862 жыл бұрын
বেস ভালো লাগলো ৷ কলকাতাৰ ট্ৰামেৰ ওপৰে একটি ভিডিও কৰুণ
@alhasan8102 жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাইয়ের কন্ঠ শুনলেই মন ভরে যায়।
@soumyajyotighosh43312 жыл бұрын
সালাউদ্দিন সাহেব, কলকাতায় সেই বৃটিশ সময় থেকে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এই উপমহাদেশে যা বিরল। সেইসব নিয়ে অনুষ্ঠান করুন। ধন্যবাদ।
@tapolsss97652 жыл бұрын
কোলকাতার অনেক কিছুই অজানা ছিল কিন্তু প্রয়ি সুমন ভাই আমাদের সবকিছুই জানিয়ে দিলো।। ধন্যবাদ প্রিয় সুমন ভাই কে
@chayabalok2 жыл бұрын
ভালো লাগার আরেক নাম এই বাহনটি💗💗💗
@right28752 жыл бұрын
মানুষের ঘাড়ে চড়ার মত🥲।🇺🇸
@chayabalok2 жыл бұрын
ব্যাপারটা আসলে দুঃখজনক কিন্তু বাস্তবতা হচ্ছে ইনাদের বাহনটিতে যদি আমরা না উঠি বাহ্যিক দৃষ্টিকোণ দেখে। তাহলে হয়তো তারা না খেয়ে জীবন কাটতে থাকবে। সবচেয়ে ভালো হয় যদি প্রশাসন এ দিকে নজর দেয় এবং এই কষ্টের কাজ থেকে তাদেরকে মুক্তি দিয়ে ভালো কোন কাজে তাদেরকে অংশগ্রহণ করাতে পারে। তাহলে হয়ত এই ধরনের চিত্র আমাদের আর চোখে পড়বে না। ধন্যবাদ
@videoblogs80342 жыл бұрын
ভাই আমি এই প্রথমবারের মতো দেখলাম টানা রিক্সা। খুব ভালো লাগলো ধন্যবাদ সালাউদ্দিন ভাই
@rinkuchowdhury85052 жыл бұрын
Khub valo laglo apni Kolkata ese video banalen ...
@alamgir7star2 жыл бұрын
ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে তুমি কবে এই ভিডিওটা করেছিলে আমি জানিনা আমি দেখতে পেলাম আমাদের কলকাতায় সেই ভিডিওটা তুমি করেছ খুবই ভালো লাগছে দাদা
@alamgir7star2 жыл бұрын
আমাদের এখানে প্রায় এরকম টানা রিকশা আরও রয়েছে বউ রিক্সা রয়েছে দিনমজুরির চেটে খাওয়া ভালোবাসার লোক
@Turaf_Mondol2 жыл бұрын
আধুনিক যুগে হাতে টানা রিকশার প্রচলন অত্যন্ত অমানবিক মনে হয় 🙏
@ashishsinha24922 жыл бұрын
অসাধারণ একটা ব্লগ বেশ ভালো লাগল ।
@joyelislam73582 жыл бұрын
Vai apner vedeo dharon gullo sotti kotha bolte gele pura oshadharon amer mon guriye jai apner vedeo dekley ami agami bosor Kolkata murshidabad gurte jabo meherpur theke bolci
@sumonkabootarcare59172 жыл бұрын
🇮🇳 lNDIA Kolkata 👌🌷🇧🇩 Bangladesh 🌷 Thanks Bahi
@srimantahatui19082 жыл бұрын
দাদা আপনি এবার আমাদের প্রিয় শহর কলকাতার ট্রামে ভ্রমণ করুন। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।
@prabirkayal80912 жыл бұрын
সুমন দা আপনি কলকাতায় এসেছেন ভীষণ ভালো লাগছে। আমার কলকাতার কাছাকাছি বাড়ি। আপনার কাছে একটা অনুরোধ কলকাতায় ফুটপাত সেলূন আছে সেই ইংরেজ আমল থেকে। গাছের গোড়ায় একটা ইটের উপর বসিয়ে চুল বা দাড়ি সেভ করে। শুনেছি খুব সল্প মূল্য। এই ঐতিহ্যবাহী সেলুন নিয়ে যদি একটা ভিডিও উপহার দেন তাহলে ভীষণ ভালো হয়। আর রবিঠাকুরের বাড়ি জোড়া সাঁকো নিয়ে একটা স্পেশাল ভিডিও আপনার উপস্থাপনায় দেখতে চাই।
@mdshofiuzzaman70382 жыл бұрын
ভিডিও তে ট্রাম্প টাওয়ার দেখে পুরোনো কথা মনে পড়ে গেলো
@sumandad1032 жыл бұрын
বাড়ির কাছে এসেও তোমাকে দেখতে পেলাম না,,,, খুব মিস করলাম সুমন দা,,, খুব ইচ্ছে ছিলো তোমার সাথে দেখা করা র,, আবার কবে আসবেন কোলকাতাতে????
@singer_ashim2 жыл бұрын
অসাধারন ভিডিও পরিবেশনা। খুবই ভালো লাগলো। নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করতে আসুন একে অন্যের ভিডিওগুলি দেখি।🙏
@Shanjoydas2 жыл бұрын
আমি অনেকবার কলকাতাতে গিয়েছি কিন্ত কখনো টানা রিক্সায় উঠিনি। যে সমস্ত লোকেরা এই রিক্সা টানে তাদের দেখলে খুব মায়া হয়, কষ্ট হয়। কেউ কেউ তো আমার বাবা-দাদার বয়সীও আছে।
Apnar video gulo amar khub valo lage... Ami akhon Kolkatai aci jode apnar sate dakha hoto
@husainahmed76582 жыл бұрын
রাখিবন্ধন হলে ভালোই হত।এ যেন আরেক স্বদেশ,আরেক বাংলাদেশ।
@nacok96812 жыл бұрын
কষ্ট, অমানবিক হলেও মনে হয় কলকাতাকে কলকাতা মনে হবে এই “টানা রিকশা ” ছাড়া, এটা কলকাতার ঐতিহ্য। ❤️❤️❤️❤️❤️
@rajibchowdhury5694 Жыл бұрын
ছিঃ !! 😢
@toufiqmahin49932 жыл бұрын
সম্রাট শাহজাহানের মহলের ভিডিও চাই ❤️❤️❤️ love frome Kushtia
@newtonmajumdar79002 жыл бұрын
অমানবিক মনে করেই আমি কলকাতা ভ্রমণকালে এই রিকশায় আমি উঠিনি সত্যি। 😪
@ashishsinha24922 жыл бұрын
যেহেতু ঐতিহ্য তাই আমি মনে করি ভাড়া বাড়িয়ে দিলেই ভালো , যেমন যেখানে 10 টাকা ভাড়া সেখানে এটার ভাড়া নূন্যতম 30 টাকা হোক , এতে যেমন ঐতিহ্য বজায় থাকবে তেমনি ওনাদের জীবিকাও কিছুটা স্বাচ্ছন্দ্যময় হবে।
Bhai,very interesting and knowledgeable video. From west bengal.
@mdforied97352 жыл бұрын
আসসালামুআলাইকুম সালাউদ্দিন ভাই আপনার ভিডিও ভালো লাগলো আপনার মাধ্যমে টানা রিকশার ইতিহাস শুনে খুব ভালো লাগলো আমাদের বাংলাদেশও টানা রিকশা নাই অন্যরকম রিক্সা
@drahsankabir7312 жыл бұрын
সুমন ভাই আপনার বর্ননা তে আপ্লুত হই।হৃদয়গ্রাহী ধন্যবাদ
@Gippnbcghcxxvb2 жыл бұрын
এই ব্যাপার আমার কাছে এইযুগে এসে অমানবিক মনে হয়। ব্যাক্তিগতভাবে এখনও আমি চেষ্টা করি মোটর চালিত রিক্সা গুলো ব্যবহার করার,(যেখানে পাওয়া যায় আর কি) ।
@travelwithsazib89022 жыл бұрын
সত্যি ভিডিও টা যেমন ভাল লাগল ঠিক তেমনি খারাপ লাগল কারন যান্ত্রিকতার যুগে এখনো মানুষ রিক্সা টানে,,, খুব তারাতাড়ি কলকাতা আসছি ইনশাল্লাহ,, কেউ কি আছে কলকাতার যার সাথে যোগাযোগ করব?? কলকাতা কেউ কি আছে যে আমাকে কলকাতায় চলতে সহযোগিতা করবেন এবং ভিডিও করতে সহযোগিতা করবেন🥰🇧🇩🇧🇩🇧🇩
@turjoahmed39122 жыл бұрын
কলকাতার রাজ্য সরকারের উচিত এইসব রিকশাচালক দের তালিকা করে, তাদের ব্যাটারি চালিত অটো রিকশা দেওয়া।।।
@Arkaworldd2 жыл бұрын
Govt bolechilo but ora nebe na.
@slayer19802 жыл бұрын
No way we will allow Toto/Tuktuk/Tomtoms to clog our streets , we won't allow Kolkata to turn into Dhaka 😡
@turjoahmed39122 жыл бұрын
@@slayer1980 একটু বাংলায় বললে উত্তর দিতে পারতাম।। আমি কমেন্ট টা বাংলায় করেছি।।।
@turjoahmed39122 жыл бұрын
@@slayer1980 অহংকারী তা দূর করেন।। মানুষ কে মূল্য দিতে শিখুন। মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করুন।। কলকাতা কলকাতায়, ঢাকা ঢাকায়। কেউ কারোর জাইগা নিতে পারবে না।। নীতি পালটান: ঢাকার মানুষ জল খাই, কলকাতার মানুষ আপনি / আপনারা জল খাইয়েন না।।। ঢাকায় পাবলিক টয়লেট আছে, কলকাতায় যেন না থাকে, ঢাকায় অনেক হোটেল মোটেল আছে, কলকাতায় যেন না থাকে। তাহলে ঢাকার মতো হয়ে যাবে।।। একজন মানুষ হিসেবে কিভাবে অন্যের কষ্ট সহ্য করেন।।
@slayer19802 жыл бұрын
@@turjoahmed3912 mian bhai,English is an universal language🤗
@jollyashutosh2 жыл бұрын
I have seen quite a lot videos regarding city of Kolkata, but hardly any videos of Tanariksha. Great Sumondada. Keep it up.
@salimhossain45252 жыл бұрын
ভাইয়া আমি আপনার ফ্যান ।আমি কলকাতা থেকে বলছি আমি আপনার সঙ্গে বাংলাদেশ বেড়াতে চাই
@bhaskar85232 жыл бұрын
Love from murshidabad, Farakka ❤
@firozsheikh98922 жыл бұрын
Sir apnar video gulo onk sundor lage....apnr sob video gulo dekhi ami.. Ami chai apni Delhi ese vlogs banan..
এতো বড় নিষ্টুরতা ভারতে চলে, এই ভিডিওদ দেখে আমি শিক্ষা পেলাম। আমাদের বাংলাদেশের মানুষ কতো শুখি আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ্ আল্লাহুম্মা আমিন
@lifeboy19782 жыл бұрын
অনেকে না জেনে অনেক গালমন্দ করছেন সরকারের বিরুদ্ধে, তাই সত্যটা জানা দরকার । রাজ্য সরকার বহুকাল আগেই এই রিকশা তুলে দিতে চেয়েছিল এবং তার পরিবর্তে সাইকেল-রিকশা এমনকি ব্যাটারিচালিত যানও দিতে চেয়েছিল । কিন্তু এই মানুষগুলি বয়স্ক আর নতুন করে কিছু স্কিল শিখতে চাননি । তাই আজও চালিয়ে যাচ্ছেন । তবে নতুন কাউকে এই রিকশার লাইসেন্স দেওয়া হয় না । এই লোকগুলি প্রায় সবাই বিহার অথবা ঝাড়খন্ড থেকে এসেছেন ।
@dipakguha94922 жыл бұрын
😆😆😆😆
@TechAs14M2 жыл бұрын
Dada ami Assam theke tumader video sai Tumader akjon subscriber Assam nalbari jilla theke dekheisi
@srabaniadhikari97212 жыл бұрын
Anek suveccha apna k Suman da ..🙏
@souravsaha13292 жыл бұрын
I love my kolkata ❤❤❤
@mdhassan76182 жыл бұрын
Thor.kolkoter.proti Amar.Grina
@belalhossain70792 жыл бұрын
বর্তমানে যন্ত্র প্রযুক্তির যুগে এরকম অমানবিক ঐতিহ্যের না থাকা উচিত। পৃথিবীর প্রত্যেকটা দেশ কতটা প্রযুক্তিতে এগিয়ে গেছি সেখানে এরকম টানা রিকশা একদম আদিকালের এবং অমানবিক।
@lalturoy91432 жыл бұрын
বাংলাদেশে এখনো ৯৫% কৃষক এই গরমে শরীর পুড়িয়ে রোদের মধ্যে মাঠে চাষ আবাদ করছে,,,,এখন কথা হচ্ছে বর্তমানে যন্ত্র প্রযুক্তিকর যুগে বাংলাদেশের কৃষকদের এমন অবস্থা কেনো আপনার কাছে জানতে চাই?????????