অজস্র ধন্যবাদ এই হারিয়ে যাওয়া সিনেমাটি আপলোড করার জন্য ।কত সাহসী সিনেমা সেই 1952 সালে !! গল্পের মাধ্যমে বলিষ্ঠ সামাজিক বার্তা !বাংলা ছবি কত আধুনিক ছিল সেই সময় !মঞ্জু দে কে অজস্র কুর্ণিশ এমন সাহসী চরিত্র ফুটিয়ে তোলার জন্য ।
@M.ara666310 ай бұрын
সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও নীতিকথামূলক কথামালায় ভরা সিনেমাটি এত সুন্দরভাবে সমাপ্তির দিকে এগিয়ে গেছে, তা ভাবা যায় না! সুন্দর ও জমাটি চিত্রনাট্য, সুদক্ষ পরিচালনা এবং ততোধিক সুন্দর অভিনয়, বইটিকে মনোরঞ্জনে দর্শকদের আবিষ্ট করতে সফল হয়েছে। সাদা-কালো যুগের প্রথম দিকের শব্দসহ সিনেমার মান যে প্রকৃতই অতি উন্নত - তাই-ই এই বইটি প্রমাণ করে! আমাদের গৌরবের ব্যাপার!
@latikamukherjee291711 ай бұрын
ভীষণভাবে আধুনিক একটি ছবি অথচ কতদিন আগেকার কথা এখন এ ধরণের ছবি তৈরীই হয়না, কাহিনীকার ও পরিচালক কালীপ্রসাদ ঘোষের এজন্য অজস্র ধন্যবাদ প্রাপ্য
@shampamondal940411 ай бұрын
এই মুভি কোনদিন যে আবার দেখতে পাব ভাবিনি। অনেক ছোটবেলা য় দেখেছিলাম তখন অত কিছু বোঝার বয়স হয়নি। কিন্তু মনে ছিল গল্পটা আর সিনেমা র নামটা। পরে এই মুভি অনেক খুঁজেছি ইউবটিউবে । শুনেছি প্রিন্ট আর নেই ।মন খারাপ হয়ে গিয়েছিল। আজ ভালো সাউন্ডে ভালো প্রিন্টে দেখে জীবন সার্থক হল। ধন্যবাদ দিয়ে কোনভাবেই ছোট করবো না। সমাজ সচেতন তা মূলক এমন কাজে যুক্ত সেদিনের সমস্ত কলাকুশলী , টেকনিশিয়ান দের যারা প্রায় কেউই নেই এই জগতে তাঁদের সবাই কে আমার আন্তরিক শ্রদ্ধা জানালাম। আর এই সুযোগ করে দেবার জন্য এই চ্যানেল টির শ্রী বৃদ্ধি কামনা করি।
@debjani022210 ай бұрын
বাংলা ছবি চিন্তায় মননে কত আধুনিক আর প্রগতিশীল ছিল এই ছবিটা তার প্রমাণ । যাঁরা এই ছবি তৈরি করেছেন তাদের শ্রদ্ধা জানাই।
@avisekhmukherjee135411 ай бұрын
কার পাপে? সিনেমা টি আপলোড করার জন্যে এঞ্জেল কে অসংখ্য ধন্যবাদ।বহু বার আমি এঞ্জেল কে অনুরোধ করেছি কার পাপে? আপলোড করার জন্যে। অবশেষে সেই আশা পূরণ হলো।❤❤❤
@debjani022210 ай бұрын
বাংলা ছবি চিন্তায় মননে কত আধুনিক প্রগতিশীল ছিল এই ছবিটা তার প্রমাণ। স্যালুট জানাই যাঁরা এই ছবি তৈরি করেছেন তাঁদের
@bharatichatterjee73606 ай бұрын
Hi mohanaok k binomro srodhya also others all monju de chobi biswas renuka roy ositboron etc good afternoon
@susmitamukherjee85910 ай бұрын
Ki sab asadharan kahini chilo Uttam Kumarer cinema a.Ai cinema ti dekhe mugdho haye gelam.Durdanta cinema "Kar Pape".❤❤❤
@sanjaysanyal28811 ай бұрын
বহুদিন আগে দূরদর্শনে দেখেছিলাম। আজ দেখে খুব ভাল লাগল। দারুণ দারুণ দারুণ
Ajj O. Ki. Manush. Sachetan Hochhe? Ki. Durvagya manavjatir. Sudhu. Mithyer uparcholchhe. Shame! Hinsra amanush jati ke Nari Hi Aei Durvagadesher. Pratham. Criminal. Jara. AsrabyaputraSantan. Prasad kare. Er. Aparer. Kanyakumari. Khunkare
@Bikashchandra22711 ай бұрын
ছবি বিশ্বাস সত্যি কারের অসাধারণ বাংলা সিনেমার নাপুরন হওয়া এক চরিত্র।🙏🙏
@actionking71810 ай бұрын
আজ কোথায় হারিয়ে গেল? কার পাপে হারিয়ে গেল ? বাঙালির, বাংলা সিনেমার ফেলে আসা ঐ সকল সোনালী অতীত অধ্যায়।
@shampamondal940410 ай бұрын
পরিচালক রা দর্শক দের পালস বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই যা তা গিলিয়ে দিচ্ছে আধুনিক তার নাম করে।
@soumennaskar355410 ай бұрын
অনেক দিনের অপেক্ষার অবসান... অনেকদিন অনেক ধন্যবাদ...
@KakaliGhosh-t1n9 ай бұрын
ছবিটির জন্য ধন্যবাদ। অনেক খুঁজেছিলাম। পাইনি। ডেস্ক্রিপশন বক্সে লেখা দেখলাম ১৯৭৬ এ এটি রিলিজ হয়, কিন্তু এই চলচ্চিত্রটি ১৯৫২ সালে নির্মিত ও প্রকাশিত বলে জানতাম।
@MelodicSymphonywithBeas10 ай бұрын
অনেকদিন ধরে এই মুভিটা খুঁজছিলাম।পাই নি আগে, অসংখ্য ধন্যবাদ।
@archanachakraborty311110 ай бұрын
খুব ভালো লাগলো। ধন্যি মেয়ে ছবিটা দেবার জন্য অনুরোধ করছি।
@proproot8 ай бұрын
Telegram e ache
@sarbarimukharjee730311 ай бұрын
অসামান্য অভিনয়ে সমৃদ্ধ সিনেমা.. দারুণ বিষয় ..
@sudipmondal857611 ай бұрын
What a film. Ahead of its time. If shown today with English subtitles or dubbed in Hindi, it will be loved by current generation.
@dipakdas67111 ай бұрын
Se juger tulanai koyek jojon egiye thaka 1ti milestone ei cinema. Magnificent direction as well as unbelievable performance of Manju Dey. If possible please upload Chandranath movie.
@abhishekbanerjii9 ай бұрын
Asadharon cinema. Bhaba jaye na etodin agey eto futuristic cinema hoto Bangla te. Ar ekhon 😢
@mdibrahimkhalil724810 ай бұрын
ভাবা যায়, ১৯৫২ সালে এই ধরনের সিনেমা তৈরি হয়❤❤❤
@SouvikMajumdar-wk9bg11 ай бұрын
অবশেষে, বহু প্রতীক্ষার পর.. অসংখ্য ধন্যবাদ
@sankarchakraborty856611 ай бұрын
A unique motivational film with outstanding acting of our great Chabi Biswas. Really he was legend of bengali cinema. Thanks for your uploading❤
পুরোনো দিনের সিনেমা মানুষকে শিক্ষা দেয়, প্রেম ভালোবাসার মধ্যে কোনো অশ্লীলতা ছিল না, ছিল কান্না হাসি কমেডি গোয়েন্দা কাহিনী মন ভরে যেত।
@Sucheta32809 ай бұрын
করোনা কালে Hollywood এর একটি বই নাম Contagion ভাইরাল হয়েছিলো। 1952 সালের " কার পাপে "দেখে বোঝা যায় আমাদের বাংলা তেও contagious disease নিয়ে same ইমোশনাল , থ্রিলার মুভি বানানো হয়েছিলো অনেক আগেই। কেবল বাঙালিদের গাফিলতিতেই তা প্রচার পায়নি।
@suparnaroy96911 ай бұрын
স্ত্রী শেষে ঠিক কাজটি করেছেন, সিনেমায় দর্শক টানার জন্য গল্পের মিল করতে হয় তবুও বলবো এখানে ছোট বোনের বিয়েটা দেখানো ঠিক হয়নি।বিয়ে সমস্যা বাড়ায়।
@mritunjaygorai86111 ай бұрын
Really heart touching reality.
@IffatArisa8 ай бұрын
সিনেমার কাহিনী খুব ভাল আর উত্তম কুমার সত্যিই সুদর্শন সুঅভিনেতা।
@sushantakumarbag15998 ай бұрын
"চন্দ্রনাথ" কবে সম্ভব হবে ?
@reetambhandari340211 ай бұрын
jibito obosthai dakte pabo vabini
@rijubratagiri358511 ай бұрын
ঠিক বলেছেন, কত খুঁজেছি, আরো একটা খুঁজছি সেটা হল শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক
বিয়েটা শেষে দেখান হয়েছে বটে তবে সেখানে তার স্বামী সংযমের সঙ্গে জীবন কাটাবে যতদিন না স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এমন আশ্বাস দিয়েছে ডাক্তারের কাছে। অর্থাৎ কেউ বিয়ে করলেও যদি রোগের বিষয়ে সচেতন থাকে আর নিজেকে সংযত রাখতে পারে তাহলে কোন সমস্যা নেই। এটাই দেখানোর জন্য গল্পের শেষে বিয়েটা দেখানো হয়েছে বলে মনে হয়।
@aparnamahanta534210 ай бұрын
ছবি বিশ্বাস এর মত স্মার্ট বোধহয় এখনও কেউ হবে না এই ভাবে পাইপ বা চুরুট ধরার ক্ষমতা কারোর নেই
@barbiefashion11 ай бұрын
❤❤🎉🎉
@nabakumarmondal699011 ай бұрын
Good movie
@tanmay63611 ай бұрын
dhanni meye full movie upload korben plzz
@biswanathdas581610 ай бұрын
Ha " Kajallata" movieta upload korle khub bhalo hoy , tahole movie ta dekhte pabo
@rahatshekh16410 ай бұрын
Please, upload uttam kumar movie chandranat ❤
@sukdebnaiya801811 ай бұрын
Thanks❤
@mandirajana58297 ай бұрын
এই ছায়াছবি টি দেখা ছিল না ।
@SahanaChakrabarty-i9z8 ай бұрын
The only supporters she had were her younger sister-in-law and her bf.
@architabiswas844711 ай бұрын
awesome movie........ ive been waiting for this........... please also upload 1943 version of "sahar theke dure'' starring Jahar ganguly, Dhiraj Bhattacharya and Molina Devi
@swapankar219010 ай бұрын
A good film .
@sekharenduroy5613Ай бұрын
Please upload জতুগৃহ 🔥🔥🔥🗿🗿🗿🗿
@papaipain641210 ай бұрын
Er part 2 dekhte chai 😅😅😂joni sing hero & mia khalifa heroine😂😂😂just jome jabe
@reetambhandari340211 ай бұрын
please upload sanjarur kanta1974
@sukdeblahiri238611 ай бұрын
THANKS
@ashimdebnath82549 ай бұрын
❤❤❤❤
@MamoniDas-m2u5 ай бұрын
Valo
@SahanaChakrabarty-i9z8 ай бұрын
The poor woman contracted the disease from her cad husband and suffered for so many years. The bastard's mother wanted to get rid of her innocent daughter-in-law and have her son remarry. Only because she had lost her looks due to her disease and coz of her miscarriages. Such is the reality of this lousy Indian society. He knew she got sick coz of him and just began avoiding the poor wife. But all the while, she wasn't aware of what had truly afflicted her.
@sagarneelroy399010 ай бұрын
কমললতা দেখতে চাই।
@gangotridhibar259310 ай бұрын
হারায়ে খুঁজি সিনেমা টি দিলে খুব ভালো হয়
@chaitalidhar146311 ай бұрын
🙏🙏
@pratitichatterjee73559 ай бұрын
উত্তমকুমার অনবদ্য কিন্তু শ্রীমতি মঞ্জু দে ও শ্রী ছবি বিশ্বাসের অভিনয় কে কী উপমা দেব,জানিনা।অভিনয় করছেন বলে মনেই হচ্ছেনা এমন বিশ্বাসযোগ্য।প্রণাম অসংখ্য।
@bulletbullet255810 ай бұрын
❤❤❤❤❤❤❤
@anjanabanerjee145211 ай бұрын
Maredharma. Mare. Dharmiknamer Samajbirodhider Dhikkar! Puro Manabjatike. Mrityudanda Dik Dharani. Sab Paperfal. Akhanei. Hoke
@SahanaChakrabarty-i9z8 ай бұрын
Jesus, the disease spreadeven to that nice woman who cared for her sick nephew. But thank god, her bf wasn't a cad like her brother, and didn't abandon her.
@provashkumarbiswas25862 ай бұрын
• দৃষ্টিদান (১৯ ৪৮) • কামনা (১৯৪৯) • মর্যাদা (১৯৫০) • সহযাত্রী (১৯৫১) • ওরে যাত্রী (১৯৫১) • নষ্টনীড় (১৯৫১) • সঞ্জীবনী (১৯৫২ , ei sobigulo upload dile kritoggo thakbo
@SahanaChakrabarty-i9z8 ай бұрын
STDs r not just a scourge of Third World countries where ignorance and poverty causes people to get such afflictions. These diseases r also a problem in the U.S.
@majedaparveen726010 ай бұрын
Dushtu mishty 1981 er bachchader movie please upload korun
@nanditac922511 ай бұрын
Channel management committee k anurodh korbo ei cinema tar release year correction er. Ota 1976 nay 1952 habe.