অশ্রু রোধে অসমর্থ ।আমার মিতা প্রায় পঞ্চাশ বছর সংসার করার পর পয়লা ফেব্রুয়ারি দুহাজার ঊনিশে পরপারে চলে গেছে, এই গানটি শুনে আর নিজেকে ধরে রাখতে পারি না ।গানটি যেন আমার জন্যই জন্ম হয়েছে ।ভালো থাকবেন সবাই ।
প্রায় চার বছর হতে চলল বেশ কয়েকজন গায়ক/গায়িকাদের মাধ্যমে এই অপূর্ব দরদভরা গানের মাধুর্য মুঠো মুঠো বেদনায় আবৃত হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরিবেশন করেছেন, শত চেষ্টাকরেও অশ্রু রোধে
@ranjitkumarroy55482 жыл бұрын
অসমর্থ
@tkadery Жыл бұрын
বাহ!
@shirazunnaharshathi5783 жыл бұрын
এই গানটা আমার ভেতরে কী এক যে উন্মাদনা জাগায়। আর আমার প্রেমাস্পদের মুখগুলো তখন আহত পাখির মতো কান্না হয়ে ঝরে পড়ে। আমার প্রেমিক হৃদয় ধুপের মতো পুড়তে থাকে। এই পুড়তে থাকা বড়ই শান্তির বড়ই আনন্দের। শিল্পীকে প্রাণঢালা শুভেচ্ছা।
@anisaanwar27563 жыл бұрын
অসাধারণ
@thakurshivanga3 жыл бұрын
সাধু সাধু!
@mcepoint Жыл бұрын
🙏🙏🙏🙏
@mddidar78933 жыл бұрын
Amar premomy vhokti
@bgupta2173 жыл бұрын
কিংবদন্তি ধীরেন্দ্রচন্দ্র মিত্র মহশয়ের গান মনে পড়ে।