Kabi konodin namer shurute mahammad lekhenni, tabe bikrita karar apachesta kan?
@jahurul_islam2 жыл бұрын
বাংলাদেশ কবিকে রাষ্ট্রীয় জাতীয় কবির মর্যাদা দিয়েছে। বাংলাদেশ ঠকায়নি।
@prabirchakraborty1444 Жыл бұрын
কে বলেছে ? এই হিন্দু ব্রাহ্মণ সন্তান নজরুল সাহেবকে গুরুজী বলে মানি
@ManzoorulAlam17 күн бұрын
এই যে কথাটা বললেন- এটাই প্রকৃত মূল্যায়ন। আসলে তার প্রতিভা মূল্যায়নের সাধ্যইতো নেই আমাদের। তাঁকে বুঝতে হলে তো আমাদেরকে মনেপ্রানে মানুষ হতে হবে- মানুষ কি হতে পেরেছি আমরা? আজও? সত্যিকারের মূল্যায়ন হয়নি বললেন! আমার তা মনে হয় না। কারণ কোন ‘শালা’ করবে তার মূল্যায়ন??????? লাগবে না ভাই- নজরুল চিরদিন নজরুল হয়েই থাকবে এই বাংলায়।
@shamitarafdar50423 жыл бұрын
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার কবি কাজী নজরুল 🙏 তাঁর অনবদ্য সৃষ্টি 🙏
@jitendranath25353 жыл бұрын
মুসলিম আর নিখুঁত শ্যামা আর শ্যাম ভক্ত। এমন নিখাত ভালো মানুষ বাংলা ভূখণ্ডে আর জন্মাননি।আমাদের দুর্ভাগ্য বাঙালি আজ নজরুল চর্চা করেনা তেমন।
@rohitchandramandal38064 жыл бұрын
হে নজরুল বাংলার বুলবুল তোমার চরণে শত কোটি প্রণাম / কীর্তন গুলি শুনে হৃদয় মন প্রাণ ভরে গেল /অপূর্ব সুন্দর গেয়েছেন / নজরুলের বাংলা যেন চিরদিন এভাবেই বেঁচে থাকে /
@ALIMURTAZA-t4w Жыл бұрын
নজরুল ইসলাম সাহেবের কীর্তন এক অতুলনীয় সৃষ্টি।
@mhchoudhurymd4 жыл бұрын
ভালোবাসার রাধা আর কালা অভিমান আর ভালোবাসা কত ভাবে প্রকাশ অত্যন্ত প্রানের গহনের কথা !
@prodipkumar15563 жыл бұрын
আহা আহা অপূর্ব সুন্দর। শুধু শুনতেই মন চায়।প্রনাম কবি, তোমাকে নমস্কার। তোমার এই অনবদ্য সৃষ্টি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। শিল্পীদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ।
@sudarshanmahato70603 жыл бұрын
Real , Braver, incomparable versatile Talented World label Author.Absolutely Respected poet.
@avijitchakraborti63993 жыл бұрын
এই বহুমুখী প্রতিভা সম্পন্ন নজরুল ইসলামের গান, রচনা বড়ো অবহেলিত রয়ে গেল এই দেশে। গান গুলি খুব সুন্দর গাওয়া হয়েছে। নীলুফার ইয়াসমিন অনবদ্য।
@hridoysaha4403 жыл бұрын
কবি নজরুলের অসাধারণ সৃষ্টি। তাঁর এ গানগুলো শুনলে বোঝা যায় কবি সকল ধর্ম, দেশ,কালের উপরে ছিলেন। আজ এ ভালবাসার দিনে জাতীয় কবিকে ভালবাসা জানায় 💖
@birendrakumarsaha33622 жыл бұрын
Ppp0
@niyatisarma1452 жыл бұрын
Manjushree godmorning
@paruldas61672 жыл бұрын
00⁰
@subhadipdutta95252 жыл бұрын
@@birendrakumarsaha3362 b sabaara
@subhadipdutta95252 жыл бұрын
@@birendrakumarsaha3362 R
@kalyanidebchowdhury70424 жыл бұрын
আহা, শৈশবে বাড়িতে খুব নজরুলের গানের চর্চা হতো। ওস্তাদ রা সকলে এতো ভালো কীর্ওন গাইতেন। এতো বছর পর ই উ টি উব আমার শৈশব টাই ফিরিয়ে দিলো।নিজে গাওয়া, ও শুনতে শুনতে বেড়ে উঠা কীর্ওন গুলো সব এখন এই প্ল্যাট ফর্মে শুনতে পাই।
@chandanbasu71162 жыл бұрын
অসাধারণ নজরুল প্রতিটি কীর্তন অনুষ্ঠানে এই গানগুলি হলে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালো হবে, নজরুল এইখানে সারা ভারতের শিল্পী সঙস্কৃতি জগতের এক অনন্য সম্পদ অনেক বিখ্যাত জনের থেকে এগিয়ে।
@nirmalbhowmik28403 жыл бұрын
স্বর্বগুনে গুনি এই মহান কবি কে জানাই শ্রদ্ধাঞ্জলী ও নমস্কার তিনি বাঙালি জাতির অহংকার।
@spdas67313 жыл бұрын
বেঙ্গল ফাউন্ডেশন কে অসংখ্য ধন্যবাদ। আমি আগে কখনো এই গান গুলো শুনিনি। অপূর্ব সংকলন।
@birbaldevnath90633 жыл бұрын
Ek songe kabi o bengal foundation ke janai pronam.
@azharulislam49752 жыл бұрын
আমিও আগে কখনো শুনিনি। আমার পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ
@ManzoorulAlam17 күн бұрын
@@azharulislam4975 আরও একটু খুজে দেখুন- আমি নিশ্চিত মুগ্ধ থেকে মুগ্ধতর হবেন প্রতিপদে। বিধাতা নিশ্চয়ই বিশেষ যত্নে তৈরী করেছিলেন এই প্রতিভা। আহা কি অসাধারণ সব সৃষ্টি। যদি আরও কিছুদিন বিধাতা তাকে সৃষ্টিশীল রাখতেন- বাংলা ভাষা আরও কত সমৃদ্ধতর হতো------- সীমাহীন ভালবাসা তোমায় কবি-
@bonanidas32773 жыл бұрын
অসাধারণ ! নজরুল ইসলামের কথা আমার মতো একজন নগণ্য মানুষ কি লিখব তবুও বলি মানবতার এমন শ্রেষ্ঠ রূপ আর কারো র মধ্যে আমি প্রত্যক্ষ করি না ।
@mugdhoandmusic29953 жыл бұрын
যথার্থ বলেছেন
@RafiqulIslam-xi9sc Жыл бұрын
Thik
@enamhaque88003 жыл бұрын
কবি,গীতিকার, সুরুকার,সাহিত্য, বিদ্রোহী, সুফী,দার্শনিক, সবই আল্লাহ প্রদত্ব একজন সাধক আমার পূজনীয় গুরু মোহাম্মদ নজরুল ইসলাম জানাই ভক্তি।
@mustakakbar97673 жыл бұрын
নেশা করার অভ্যাস আছে?
@কমলমিত্র-র১ঝ3 жыл бұрын
@@mustakakbar9767 কিরে শয়তান
@jitendranath25353 жыл бұрын
মুসলিম আর নিখুঁত শ্যামা আর শ্যাম ভক্ত। এমন নিখাত ভালো মানুষ বাংলা ভূখণ্ডে আর জন্মাননি।আমাদের দুর্ভাগ্য বাঙালি আজ নজরুল চর্চা করেনা তেমন।
@jagannathghosh9155 Жыл бұрын
Devotional wealth can eradicate bad thinking from human mind and give peace in mind.
@sarawarahmedmasud5545 Жыл бұрын
@@mustakakbar9767 mone hoche beta paidaish matal
@abbasuddinsyed34012 жыл бұрын
আমি জানতাম না যে কাজী সাহেব এতো, সুন্দর কীর্তন লিখেছেন, সত্যিই অসাধারণ একটি প্রতিভা, চির স্মরণীয় একটি চরিত্র ।
@intelligenceicd49492 жыл бұрын
গায়কদের অন্তর্লীন নিবেদনে কীর্তন হয়ে উঠেছে হৃদয়গ্রাহী........এই অনবদ্য সৃষ্টি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
নিলুফার ইয়াসমিন কে মনে পড়ে। বড় হয়েছি শিল্পী র গান শুনে। তার গলার কীর্ওন আহা।আমার বিনম্র শ্রদ্ধা তার বিদেহী আত্মা র প্রতি।
@sojolbiswas59603 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা
@tapangupta27264 жыл бұрын
আ হা হা হা , নীলুফার ইয়াসমীন "বাজে মঞ্জুল মঞ্জির" কি অসাধারণ গাইলেন, চোখে জল এসে যায়। অন্য তিন শিল্পীরাও অপূর্ব গেয়েছেন। নজরুলের প্রেম বোঝাতে আর এক নজরুলের দরকার। কিন্তু এই শিল্পীরা প্রেমের টানটুকু ভাল ভাবে অনুভব করেছেন। আমি রোমাঞ্চিত।
@samarmukherjee57403 жыл бұрын
অভূতপূর্ব.. মনে হয় সারা দিনরাত এই মধুর সংগীতে ডুবে থাকি ll
@amitasaha58844 жыл бұрын
নজরুলের গান আমার চিরদিনের পছন্দ।আর এই গানগুলো তো অসাধারণ!
@opasif2702 жыл бұрын
নুরুল ইসলাম
@sushilsingha4934 Жыл бұрын
কি অসাধারণ গান শুধু শুনতে ইচ্ছে করে । কবির প্রতি শ্রদ্ধা বেড়ে গেল ।একজন মুসলিম কবি হয়ে আমাদের সনাতনী ধর্মের গূঢ় তত্ত্ব যেভাবে আমাদের কাছে বিলিয়েছেন ও কালী কৃষ্ণের রস ডান্ডার উন্মুখ করেছেন ভাষায় প্রকাশ করা যায় না ।মনে খুব ইচ্ছে হয় কবি নজরুল ইসলামের মতো আরো নজরুল আসুক ।কবি ইসলাম রূপে ।
@কবিমোহাম্মদআফজালহোসেন3 жыл бұрын
কাজী নজরুল ইসলাম সংগীতের অনন্ত মহারাজা যুগ যুগ ধরে ফুটবে ফুলের মত আলো ছড়াবে সূর্যের মতো সেই নাম।
@avijitsinha58724 жыл бұрын
অসাধারণ। এই প্রথম এতগুলি কীর্তনাঙ্গের নজরুল সংগীত শুনলাম।
@tapanroy38043 жыл бұрын
অসাধারণ সংগীত পরিবেশন করার জন্য শিল্পীবৃন্দের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণতি, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।
@indranathbandyopadhyay99932 жыл бұрын
আহা, অসাধারণ কথা। কাজী নজরুলের এই কীর্তনাঙ্গিকের গানগুলি অসাধারণ সুললিত গায়কীতে পরিবেশন করলেন দুই বাংলার শিল্পীরা। হৃদয় জুড়ানো গান।
@damodaradhikari94362 жыл бұрын
বিস্ময়কর অসাম্প্রদায়িকতার আধার নজরুল ইসলামকে শত কোটি প্রণাম ।
@SwamiHararupananda2 жыл бұрын
আহা !!! কি অপূর্ব সৃষ্টি, অপূর্ব গেয়েছেন সকলে, নিত্যদিনের সঙ্গী এই কীর্তন। ধন্যবাদ Bengal Foundation কে - এত সুন্দর একটি উপস্থাপনার জন্য । কিন্তু "Tumi Kon Pothe Ele" এই গান একটু ভিন্ন আঙ্গিকের, ঠিক প্রচলিত কীর্তনাঙ্গের সুরের মধ্যে যেন আসে না, আমি ভুলও হতে পারি, কিন্তু শিল্পী অপূর্ব গেয়েছেন ।
@sabaridatta25053 жыл бұрын
অসাধারণ। শৈশব থেকেই কাজী নজরুল ইসলামের গান শুনে বড় হয়েছি। যত শুনি তত মুগ্ধ হয়ে যাই। এত আবেগ এত প্রেম আর কোথাও পাইনা। মন ভরে যায়।
@satyajitlahiri98113 жыл бұрын
Mo.
@dilipchowdhury68093 жыл бұрын
সবাই খুব ভালো গেয়েছেন। বিশেষ করে নীলুফার ইয়াসমীন এতো দরদী গায়িকা, এতো আবেগ, এতটা ভাবে নিমজ্জিত হয়ে যেতে পারেন! আমার জানা ছিলো না। সবাইকে ধন্যবাদ নজরুল ইসলামের কথা কি আর বলবো ওনাকে শুধু প্রনাম করলে হয় না, ওনাকে হৃদয়ে স্থান দিতে হয়। ওনার এই ধরনের অনেক কীর্তন/ শ্যামা সঙ্গীত আছে। আরো-আরো শুনতে চাই।
@somasvariety.16073 жыл бұрын
Bঅ
@mdakber8001 Жыл бұрын
কাজী নজরুল ইসলাম নিজেই গান,নিজেই কবিতা,নিজেই,গজল,নিজেই কীর্তন এবং অর্থ , ধন্যবাদ ঢাকা টঙ্গী হতে শুনছি।
@DrParthaPDhar3 жыл бұрын
আহা কী মধুর বাণী!! এমন হ্রিদয়স্পরশী কীর্তন!! অশ্রুধারা বয়ে গেল!
@HaridasDas-o1b6 ай бұрын
অসাধারণ কীর্তন যা একমাত্র নজরুল ইসলামের পক্ষেই সৃষ্টি করা সম্ভব। অতুলনীয় সৃষ্টি।
@A60able4 жыл бұрын
Asadharon... Nazrul was one of the greatest poet and humanists of the subcontinent. Can’t be compartmentalized by any religion. He was far above that.
@nityagopalnanda20063 жыл бұрын
apurba gayan asadharan
@sdmsdm5418 Жыл бұрын
Mon.bhore.jai.ak.apurba.rachana.ar.sur
@chandidassarkar4799 Жыл бұрын
The poet Kazi Nazrul Islam was above all the religions. He was a true lover of Mankind. I convey my Pranam to him.
@sojolbiswas59603 жыл бұрын
আহা! গভীর ভাব-ভক্তিতে অপূর্ব আত্মনিবেদন, মনপ্রাণ ভরে শ্রবণ করছি।
@sushilkumarbanik8434 Жыл бұрын
আমার মতে নজরুল একজন মহা কবি।কারুর সাথ এ তার তুলনা হয় না। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করতে হবে।
@soojaataa4 жыл бұрын
খুব আনন্দ পেলাম গানগুলি শুনে আরও এই ধরনের অজানা নজরুল গীতি শোনার আশায় থাকলাম
@kalyanidebchowdhury70423 жыл бұрын
শারমিন সাথী, কি অসাধারণ গায়কী। অনেক ভালোবাসা প্রিয় বোন। সকলের গানই ভালো হয়েছে।
@ARUNCHDEV3 жыл бұрын
এক কথায় অসাধারণ।
@Souls_Fooddie3 жыл бұрын
কী অপূর্ব কথার গাঁথুনি! সবাই গেয়েছেনও ভালো। খন্ডিত নজরুল শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সর্বব্যাপী নজরুল অবহেলিতই রয়ে গেলেন,এপার - ওপার দুই বাঙলাতেই। সত্যিকার অর্থেই আমরা আজও বাঙালি হয়ে উঠতে পারিনি, মানুষ হতে পারিনি। হিন্দু বা মুসলিম রয়ে গিয়েছি।
@SOTOTA663 жыл бұрын
Enamul kabir : একদম সত্যি ! নজরুলের বহুমুখী প্রতিভার কোনো মর্যাদা তিনি পাননি ! শ্যামাসঙ্গীত সংগীতের প্রায় ৬০ ভাগ তার লেখা ! তাছাড়া কীর্তন বাংলা ঠুংরি বাংলা গজল কি না রচনা করেননি ! কিন্তু হিন্দু মুসলিম কারো কাছেই উনি গ্রহনযোগ্য হতে পারেননি ! এটাই বড়ো অনুতাপের বিষয় !
@pabitrachatterjee76663 жыл бұрын
একেবারে অন্তরের অন্তঃস্থল হতে উঠেআসা কথাটিই কত সুন্দর ভাবে বলেছেন ,মানুষ হতেই পারিনি,হিন্দু মুসলমান ই রয়ে গেলাম তো আমরা সাধক নজরুল,বিপ্লবী নজরুল বা মানুষ নজরুলকে কি ভাবে মূল্যায়ণ করবো।
@indirapadamisra28693 жыл бұрын
@@SOTOTA66 Kabir saheb musalmander katha bolte parbo na hindura mathay tule rekheche. I P Misra
@sheikhfarid3 жыл бұрын
এই চিন্তা, এই মনন অনেক বিশাল কিছু। একদিন মানুষ পরিচয়ই হবে আমাদের একমাত্র পরিচয়।
@snehasisdutta34063 жыл бұрын
যা বলেছেন।
@shanksmukherjee47152 жыл бұрын
কি গাইলেন আপনারা !! ঈশ্বর, আল্লা, জিসাস সবাই এক হয়ে গেলেন। সবার ওপরে মানুষ সত্য তার ওপরে নেই।
@minasikdar50653 жыл бұрын
মহান সাধক নজরুল ইসলাম,ঘোর নিসির,,,আলোর ঝটিকা, বাংলার কিডনি,,আগেও ছিল,আজ ও আছে,ভবিষ্যতে ও থাকবে,,
@dipakchandradas98933 жыл бұрын
এতো সুন্দর কীর্তন,কি সুন্দর ভাবে প্রাণ খুলে গেয়েছেন আগে কোনদিন শুনিনি ,আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে ।
@rijugaming92724 жыл бұрын
কতবার যে শুনলাম। তবু মন ভরে না। বারবার শুনতে ইচ্ছা করে। বিশেষ করে নীলুফার ইয়াসমিনের কণ্ঠ যেন মনকে আচ্ছন্ন করে দেয়।
@kartickkarmakar4913 жыл бұрын
👍 অসাধারণ এই গান। এই মনমুগ্ধকর গানগুলি সত্যিই খুব মানুষকে ভাবিয়ে তুলে।
@subhratanubanerjee3 жыл бұрын
অসাধারণ লাগলো। এতগুলো কীর্তন একসাথে এই ভাবে শুনতে পেয়ে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে গেলাম। নজরুল গীতি আমার সবথেকে প্রিয়। শিল্পীদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
@pareshchandradas76014 жыл бұрын
কবি নজরুল শুধু কবি নন তিনি তিনি একজন অসাধারণ মানুষ ও মানবতার দূত।
@sayadfaysal38594 жыл бұрын
যত শুনি ততই হারিয়ে জাই অতল গভীরে।এমন সম্পদ আছে নজরুলের লেখনীতে আগে জানতাম না।
@ranjitghosh96014 жыл бұрын
Very sweet to listen
@mujibrahman65383 жыл бұрын
@@ranjitghosh9601 Yes agree
@arunkumarsarkar77613 жыл бұрын
@@ranjitghosh9601 11¹¹1¹
@bishawjitkumardey20753 жыл бұрын
সত্যিই তাই।
@jitendranath25353 жыл бұрын
মুসলিম আর নিখুঁত শ্যামা আর শ্যাম ভক্ত। এমন নিখাত ভালো মানুষ বাংলা ভূখণ্ডে আর জন্মাননি।আমাদের দুর্ভাগ্য বাঙালি আজ নজরুল চর্চা করেনা তেমন।
@mrityunjaysen64003 жыл бұрын
এই নজরুল সঙ্গীত শুনে আবারও বলতে হয় ; আমাদের এই পোড়া দেশে নজরুল কে সঠিক মূল্যায়ন হয় নি। তবুও ওপার বাংলার শিল্পীরা যে চেষ্টা করছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
@chandanaguha80593 жыл бұрын
বহু মুখী প্রতিভা। কি ভাবে এমন সৃষ্টি সম্ভব একজন মানুষের মধ্যে!
@anikpathak92152 жыл бұрын
সবার হৃদয়ে রবীন্দ্রনাথ আর চেতনায় নজরুল।
@kawsarali63593 жыл бұрын
নজরুল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেব ভাবতেন! নিজেকেও তিনি মানুষই ভাবতেন! তাই তো বলেই ফেললেন--- মানুষের চেয়ে মহান, মানুষের চেয়ে বড় আর কিছু নাই !
@khokonpalit88033 жыл бұрын
ধ্যনবাদ
@eshoksaha83233 жыл бұрын
Absulatlly correct...
@ashimadutta98343 жыл бұрын
তোমরা নিজেকে পরিবর্তন করতে পার না? এর পর ও সংখ্যালঘু অত্যাচার করে চলেছ
@shahmizanur3 жыл бұрын
ধর্মান্ধ আফিম এর নেশা থেকে বারিয়ে আসতে সময় লাগবে।
@যমদূত3 жыл бұрын
@@ashimadutta9834 আমরা-তোমরা আবার কি? ধর্মান্ধতা, উগ্র-জাতীয়তাবাদ, সংখযালঘু নির্যাতন ভারতেও আছে খুব ভাল করেই। সব দেশেই কমবেশি আছে। তাই আমরাও তো _"তোমাদের "_ একই প্রশ্ন করতে পারি তাই না??? কিন্তু এইধরণের _" আমরা-তোমরার "_ মানসিকতাই আসলে আরও বেশি করে এইধরণের সাম্প্রদায়িক বিভেদের আগুনে গোপন জ্বালানি যোগায়। আমরা-তোমরা যদি কিছু থাকেই তাহলে সেটা হওয়া উচিৎ ভাল মানুষে-খারাপ মানুষে, সম্প্রদায়ে-সম্প্রদায়ে-দেশে-দেশে-জাতিতে-জাতিতে- না। ধন্যবাদ।
@kantamajumdargupta85383 жыл бұрын
কোন পথে এলে হে মায়াবী কবি........ প্রণাম প্রিয় কবি নজরুল ......
@ehsanulhaque55453 жыл бұрын
Oporbu. Not usually heard. Nazrul - an exceptional, rare talent. Singers have sung with exceptional effort. Well done.
@kalachandtarafdar67043 жыл бұрын
বাঙালির গর্ব কিন্ত প্রাপ্য সম্মান পান নাই।
@jitendranath25353 жыл бұрын
মুসলিম আর নিখুঁত শ্যামা আর শ্যাম ভক্ত। এমন নিখাত ভালো মানুষ বাংলা ভূখণ্ডে আর জন্মাননি।আমাদের দুর্ভাগ্য বাঙালি আজ নজরুল চর্চা করেনা তেমন।
@Nazr634 жыл бұрын
এই গানগুলো শুনলে মনটা কেমন উদাস হয়ে যায় ........এত সুন্দর গানের বাণী লিখে গেছেন নজরুল .........
@sweetdreamstouch.36533 жыл бұрын
গান যত দিন থাকবে তত দিন বাংলা তথা বিশ্ববাসির হৃদয়ে মন্থন করাবে ,অমর কবি।
@smritikarmakar69343 жыл бұрын
কি অসাধারণ! আমি বাক্ রুদ্ধ। কবি সত্যি অবহেলিত রয়ে গেলেন আহা কি অপূর্ব । অশ্রুধারা বয়ে চলেছে
@mrityunjoyroy13423 жыл бұрын
Excellent! Many many thanks to Bengal Foundation and the Artists.
@tonmoythakur398315 күн бұрын
❤তাঁর প্রতিভা অবর্ননীয়,অকল্পনীয় 🙏🙏🙏
@dhirajkumarkundu50973 жыл бұрын
নজরুল বিনা বাংলা সাহিত্যের কীর্ত্তন অঙ্গটি অসম্পূর্ণ। প্রনাম জানাই নীলুফার ইয়াসমীন এর স্মরণে।
@swatimunshi32684 жыл бұрын
এসব গান গুলো স্বল্পশ্রুত। এখন কার নবীন শিল্পীরা এসব গান গায় না। গানের বাণী অপূর্ব।
@nimaimahata26013 жыл бұрын
কী আর করবেন বলুন সব রঙে মজেছে এখনকার গানে শুধু আমি তুমি তুই আর বাজনা আছে
@swyamdiptachakraborty3 жыл бұрын
আহা কি অপূর্ব গায়কী! দু-একটি ছাড়া অন্য কীর্ত্তনগুলো আগে শুনিনি। গানগুলি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ শিল্পীদেরও।একটা কথা মনে হচ্ছে , আমরা আমাদের সম্পদগুলো ভুলে যেতে বসেছি।বাংলায় সম্পদের অভাব নেই। অভাব সেগুলোকে খুঁজে আপামর বাঙালির কাছে পরিবেশন করা।সেদিক থেকে আমরা শ্রোতারা আপনাদের কাছে কৃতজ্ঞ।
@ahmedatifabrar76984 жыл бұрын
গানগুলো একবিংশ শতকী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, যদি পুনর্নিমাণ করা যায়।
@kalibanerji84033 жыл бұрын
নজরুল ইসলাম সরব কালের সবার প্রিয় কবি। তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
@riponmrchowdhury73383 жыл бұрын
ওহে কি যে গেয়েছেন ~ পরান হরন ও করেছেন ~ শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন !!
@Areeb4443 жыл бұрын
প্রথম শিল্পীর কণ্ঠটা এত্ত সুন্দর!
@mezbhamd2533 жыл бұрын
কোন ভাষা নাই শারমিন আপুর গলাই এতো মায়া আমি তার অনেক কি বলবো
@prodoshchatterjee36634 жыл бұрын
Oshadharon kirton .. pronam janai amr praner kobi k ...
Aamar priya mahapurush eto sundar kirtan o rachana korechen Jene aami apluta
@nashuchowdhury62203 жыл бұрын
বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলাম শ্রদ্ধা রেখে বলছি, নজরুল লেখনীতে কীর্তিন আছে আমার জানা ছিলো না,, অসাধারণ শিল্পীর কণ্ঠ,,
@kamolahmed80246 ай бұрын
নজরুল কি অসাধারণ একটি প্রতিভা। যত গভীরে যাই ততই আবাক হই।
@daskmd4 жыл бұрын
এক কথায় অপূর্ব। মনে হয় কোন পদকর্তার পদ। এমন সম্পদ আছে নজরুলের লেখনীতে আজ জানলাম।
@najrulislam34383 жыл бұрын
সত্যি সত্যি অসাধারণ ভাষা নেই কি লিখে বর্ননা করি........
@gobinda.73813 жыл бұрын
অসাধারন প্রান জুড়িয়ে যায়। কোথায় যেন হারিয়ে যাই।
@praneshshil6984 жыл бұрын
আশা করি সবার হ্রদয়সিংহাসনে সারাজীবন ঐ গান জেগে থাকবে।
@prasantasarker9842Ай бұрын
কবি কাজী নজরুল ইসলাম একজন আপাদমস্তকে অসাম্প্রদায়িক মানুষ।
@goalbadanmondal2918 Жыл бұрын
কাজী নজরুলের গান মানেই মনহরণ করা। নজরুলের কীর্তন শুনলে স্বর্গ দর্শন হয়।
@fatikmukherjee90878 күн бұрын
আহা: কি অপূর্ব সব গান! শুনে মনপ্রাণ ভরে গেল।
@jhumurghatak4 жыл бұрын
Darun gaan, bhalo artist specially Nelofar Yasmin osadharon, Kazi Nazrul k onek onek namon
@rayajitkr3 жыл бұрын
অসাধারণ সংকলন। সুস্মিতা দেবনাথ, শারমিন সাথী, নীলুফার ইয়াসমীন, ইয়াকুব আলী প্রত্যেকেই অত্যন্ত দরদ ও আবেগ দিয়ে গেয়েছেন।
@supriyobhattacharjee72302 жыл бұрын
নজরুল এক বহুমুখী প্রতিভার অসাধারণ অতুলনীয় অনবদ্য শিল্পী, কিন্তু উপযুক্ত সন্মান পেলেন না।
@mugdhoandmusic29953 жыл бұрын
নজরুল এর প্রতিভার কথা বলে শেষ করা যাবে না,,শুধু এইটুকু অনুভব করি যে কতখানি প্রতিভার অধিকারী হলে,,,বানীগুলো এত নিবিড় ভাবে তুলে ধরা যায়,,এবং সুর ও যেন এক্কেবারে,,,হ্রদয় ছুয়ে যায়।
@sankarsarkar1482 жыл бұрын
Mon kere ney, gangooli
@subirsau4588 Жыл бұрын
এমন গুনি মহা মূল্যবান মানবকে হারিয়ে আমরা অনাথ হয়ে গেছি ,এমন উজ্জল তারকা,এই কল্পে আর পাবো না।এদুঃখ্য আর আমাদের যাবে না।জয় শ্রী কৃষ্ণ।
@kanikamandal89062 жыл бұрын
কি অপরূপ তাল ও শব্দের উৎপত্তি 😌❤️
@sukumarmajumder90152 жыл бұрын
আমার জন্ম গোপালগঞ্জে হলেও এখন আমি থাকি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম স্থান চুরুলিয়ার কাছে । বাংলাদেশের শিল্পীদের গান আমার খুব ভাল লাগে । এই গানগুলি আরো ভাল লাগল। ধন্যবাদ
@nirmalkantidas74242 жыл бұрын
অসাধারন অতি অসাধারন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ .
@abusayemhimo20103 жыл бұрын
শ্রদ্ধা কাজী নজরুল ইসলাম ♥♥♥
@shahkamalhossian4645 Жыл бұрын
আমি কম হলেও দশ বার সবকয়টি গান শুনেছি । সময় হরেই শুনতে ইচছা করে। অসাধারণ !
আজকের প্রজন্ম এসব গান পছন্দ করে না চারিদিকে লারেলাপপা ডিজে গানে ভরে গিয়েছে।
@mdalifuddinmanik7372 жыл бұрын
সারা পৃথিবীর যত কবি আছে,, সকল কবিদের কবি হওয়ার যোগ্যতা রেখেছেন,,, কবি কাজী নজরুল ইসলাম❤️ অসাধারণ
@anzrulislam54544 жыл бұрын
ভালো লাগলো অনেক
@chandidassarkar4799 Жыл бұрын
All the artists ( singers) have sung the Nazrul's Kirton so vivaciously that I can not express in my language. Namaskar to the qualified artists . Pranam to Pujoniyo Kazi Nazrul Islam.