Рет қаралды 45
রমজানের প্রিমিয়াম সব অর্গানিক ফুড কালেকশন এখন রিজিক মসলা ঘড় এ
❤️কৃষকের ক্ষেতের বাছাই কৃত আখ থেকে তৈরি খাঁটি আখের গুড়❤️
💥A গ্রেড এর ১০০% খাঁটি ইসবগুলের ভুষি💥
🔥মেডজুল, আজওয়া, মাবরুম প্রিমিয়াম কোয়ালিটির খেজুর🔥
❤️আপনি কি আখের গুড় খুঁজছেন যা আসল স্বাদযুক্ত এবং ভেঁজালমুক্ত? কিন্তু কোথাও পাচ্ছেন না। আমরা আপনার জন্য নিয়ে এসেছি উদ্যোক্তাদের নিজস্ব হাতে তৈরী ভেঁজালমুক্ত খাঁটি পণ্য। শুধু পিঠে-পুলি, পায়েস বা মিষ্টিজাতীয় খাবার তৈরির জন্য নয়, আখের গুড়ের রয়েছে হাজারো উপকারিতা। এটি রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে শরীর সুস্থ রাখে। গ্রীষ্ম, বর্ষা, শীত-১২ মাস দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এ গুড়❤️�এখানেই শেষ নয়, এর রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নিই আখের গুড়ের বহুবিধ উপকারিতা সম্পর্কে-�
১. এ গুড় শরীরে তাপ উৎপাদন করে এবং দেহের তাপমাত্রা ঠিক রাখতে সহায়তা করে।�
২. এতে রয়েছে উচ্চমানের ক্যালোরিফিক যা শরীর উষ্ণ রাখে এবং শক্তি যোগায়।�
৩. ক্ষতিকর অনুজীব বৃদ্ধি হ্রাস করতে সাহায্য করে এটি।�
৪. আখের গুড়ে থাকে নানা খনিজ উপাদান। যেমন- লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও পটাশিয়াম। এ উপাদানগুলো রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ দূরে রাখে।�
৫. গলার সমস্যা যেমন- কফ, গলাব্যথা, ফোলা বা খুসখুস দূর করতে সাহায্য করে এটি।
💥ইসবগুল মানুষের শরীরের জন্য খুবই উপকারি। ইসবগুলের ভুসি বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে💥
এর মধ্যে যে অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশ থাকে তা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো।
ডায়রিয়া ও পাকস্থলীর ইনফেকশন সারায়।
অ্যাসিডিটির সমস্যা প্রতিকার করে।
ওজন কমানোর ক্ষেত্রে কার্যকারী।
পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশন করে ও হজম প্রক্রিয়াকে উন্নত করে।
এর খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমায় ও হৃদরোগ থেকে সুরক্ষিত করে।
ডায়াবেটিস বা বহুমূত্ররোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
🤩খেজুর অত্যন্ত সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল, যা ফ্রুকটোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা ৩০ গ্রাম পরিমাণ খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন, ১৩ মিলি গ্রাম ক্যালসিয়াম, ২.৮ গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি, যা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক❤️
🌹প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন খেজুর। �আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন। অন্তত দুটি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ কাছেও ঘেঁষবে না🤩
�😍পুষ্টিবিদদের মতে, শরীরের প্রয়োজনীয় আয়রনের সবই রয়েছে খেজুরে😍
👉🏻মেজ্জুল খেজুর - ১৩৯০ টাকা কেজি
👉🏻আজওয়া খেজুর - ১৩৫০ টাকা কেজি
👉🏻মাবরুম খেজুর - ১৩৫০ টাকা কেজি
👉🏻ইসবগুলের ভুষি - ২৫০ গ্রাম: ৪৫০ টাকা
👉🏻ইসবগুলের ভুষি - ৫০০ গ্রাম: ৯০০ টাকা
👉🏻আখের গুড় - ৩৫০ টাকা কেজি
৩ কেজি গুর নিলে ৫০ টাকা ( মূল্যছাড় )
❤️অর্ডার করতে আপনার নাম ঠিকানা লিখে আমাদের কে ইনবক্স করুন অথবা আমাদের কে ডিরেক্ট কল করুন: 01619404212
😌 আমাদের পণ্য সম্পর্কে আমাদের সম্মানিত কাস্টমার-গণ কী বলছেন তা জানতে জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেইসবুক গ্রুপ "রিজিক মসলা ঘড় ফ্যামিলি"- তে
অথবা আমাদের কে ডিরেক্ট কল করুন: 01619404212
👉অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.riziqmoshlaghor.com