Subhanallah Alhamdulillah La ilaha illallahu Allahu Akbar La hawala wa la quwwata illa billah Assalatu Assalamu Alaika Ya Rasullullah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Astaghfirullah Astaghfirullah Astaghfirullah
@salafimanhazmedia2 жыл бұрын
জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন..
মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানী - এই নাম হুজুর কোথা থেকে পাইলেন, কোন হাদিস দিয়ে পাইলেন? কেন এরকম মনগড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলছেন, মাহাদীর নাম হবে উনার নামের মত, বাবার নাম হবে উনার বাবার নাম এর মত। রাসুলুল্লাহ সাঃ বলেন নি, উনার নাম হবে মোহাম্মদ। বলেননি উনার নাম হবে আহমেদ। অথবা বলেননি ওনার নাম হবে আবুল কাশেম। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের নাম জানতেন। কুরআন মজিদে আল্লাহ দুটো নাম উল্লেখ করেছেন। মোহাম্মদ এবং আহাম্মেদ। মানুষ জানতো আবুল কাশেম, আল আমিন এসব নামে। যেখানে রাসূলুল্লাহ সাঃ মাহাদীর নাম সুস্পষ্ট করে বলেননি, সেখানে হুজুর এই যে ধারণা প্রসূত নাম কনফার্ম করে দিলেন, তার মাধ্যমে উনি কত লোককে বিভ্রান্ত করছেন? কবে ওনারা এসব বুঝবেন? হুজুরের কথা শুনে এটা ক্লিয়ারলি প্রতীতীমান হয়, হুজুর আখেরি জামানার উপরে কোন স্কলারলি পড়ালেখা করেননি, চিন্তাভাবনাও করেননি, গবেষণাও করেননি - জাস্ট কথা বলে যাচ্ছেন। এবং তার মাধ্যমে মানুষকে বিপথগামী করছেন। "আকিদার নামে" "নীতিমালার নামে" উনি উনার নিজস্ব মত দিচ্ছেন - যার সাথে কুরআন কিংবা হাদিসের কোন দলিল দিতে পারছেন না। আর এটা আর এক ধরনের ফিতনা, অজ্ঞতার ফিতনা। এর মাধ্যমে উনি ওনার নিজের যেমন ক্ষতি করছেন; মুসলিম উম্মাহর ও ক্ষতি নিশ্চিত করছেন।