khel khel Mein Full Movie Explanation |১৯৭১ নিয়ে পাকিস্তানে নির্মিত আলোচিত মুভি | Nightales Bangla

  Рет қаралды 73,893

Nightales Bangla

Nightales Bangla

2 жыл бұрын

Khel Khel Mein অঅর্থাৎ খেলতে খেলতে, ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মন্ধিয় কোন কিছু নিয়ে এই প্রথম কোন চিন্তাধারার প্রকাশ হলো পাকিস্তানের পক্ষ থেকে। আলোচিত এই মুভির সম্পূর্ন কাহিনী থাকছে আজকের ভিডিওতে৷ সাথে থাকছে আমাদের চিন্তা-ভাবনা৷ চলুন শুরু করা যাক.. ভিডিওটি লাইক এবং কমেন্টে মতামত প্রকাশ করতে ভুলবেন না!!
Fallow us :
Instagram : _saframan_
Facebook Page : / nightaleswithsaif
Facebook acc : / saifbinrahman
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#nightalesbangla
#nightaleswith_saif
#Movie_Explained_In_Bangla
#movie_explain_in_bangla
#moviesexplainedinbangla
#endingexplainbangla
#banglaexplained
#banglamovieexplanations
#cinemargolpo
#moviesexplainbangla
#banglamovieexplanations
#moviesexplainedinbangla
#hollywoodmovieexplainedinbangla
======================================
Copyright Use Disclaimer This video is for Entertainment purposes only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
======================================
Note - We Make Videos To Influence People To Watch These Movies Which Are Truly Hidden Gems To Entertain People. This Video Is All About Explaining The Movie From Our Own Point Of View. For The Explanation, We Have Used Most Of The Video Clips From The Movie For Better Understanding. For Video Clips All Credits Go To The Movie Owners.
======================================
DISCLAIMER:
Any footage in this video has only been used to communicate a message (understandable) to the audience. According to my knowledge, it’s fair use under the reviews and commentary section. We don't plan to violate anyone's rights. If you have any issue, problem and query feel free to mail us @nightales.bangla And we'll eagerly Take our video down🙂

Пікірлер: 557
@eramony8319
@eramony8319 2 жыл бұрын
পুরোপুরিই নিজস্ব মতামত। প্রথমত সিনেমার থিম ভালো লাগলেও কাহিনী যেদিকে ইঙ্গিত করা হয়েছে সেটা মোটেও ভালো লাগেনি আমার। সিনেমাটি দেখিনি ভাইয়া আপনার এক্সপ্লানেশন দেখে যতটুকু মনে হয়েছে তাতে বারবার একটা জিনিশ খুব বাজে ভাবে আমার কানে বেজেছে আমরা একসাথে ভালো ছিলাম টাইপ মনোভাব। আমরা বাংলাদেশের যুদ্ধ পূর্ববর্তী ইতিহাস কমবেশী সবাই জানি। ১৯৪৭ এর দেশভাগ এর পর ১৯৭১ পর্যন্ত ঘটনাগুলোতে পাকিস্তানের সরাসরি ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। ২৫শে মার্চের গণহত্যা না হলে আমার বাংলাদেশ ৯ মাস ধরে লাল রক্তে ভিজে থাকতো না। ৭০ এর নির্বাচনে রাজনৈতিক অধিকারে তারা হস্তক্ষেপ করেছে, ৫২ তে ভাষা নিয়ে তারা জবরদস্তি করেছে। আমি বলব না ভারতের ইন্ধন ছিলো না যুদ্ধের পিছনে, কিন্তু তার মানে এই না যে সব দোষ টা ভারতের উপর দেয়া যায়। সিনেমায় ভারতকে প্রচন্ড বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে এবং এক প্রকার তারা যুদ্ধের শিকার এমন একটা সিনারিও প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের বর্তমান প্রজন্ম এর সামনে ১৯৭১ এর ঘটনা ঠিক কোনভাবে উপস্থাপন করা যায় সেটা বেশ কয়েক জায়গায় উঠে এসেছে যে তারা সঠিক ইতিহাসটাই জানেনা। আমি বলব না সব পাকিস্তানীরা খারাপ। কিন্তু তখনকার ষড়যন্ত্রের আঁচ এখনকার পাকিস্তান পায়না বললেই চলে। ইন্ডিয়াকে সামনে রেখে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করা হয়েছে মাত্র। আদতে পাকিস্তান বা ভারত দুইটি দেশই বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আর এখন আবগকে আঘাত করে এমন একটা সিনেমা, তারা চাইলেই আসল ইতিহাস খতিয়ে দেখতে পারতো। এখন হয়ত অনেকেই চায় সম্পর্ক টা ভালো হয়ে যাক। আমিও চাই পাকিস্তানের সাথে বন্ধুবৎসল সম্পর্ক জোরদার হোক। কারণ যারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলো সেই মানুষগুলোর সাথে সাথে ভাবধারাও পরিবর্তিত হয়েছে। আমরা আমাদের রক্ত ঝরিয়েছি তাদের কাছে, কান্নার পাহাড়ে আচ্ছন্ন থেকেও পাকিস্তানীদের রাইফেলের কাছে সেগুলোর কোনো দাম ছিলো না এজন্যই ২৫শে মার্চের গণহত্যা সহ্য করেছি। ৯ মাস ধরে তাদের অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছি। ১৪ই ডিসেম্বর শেষ আঘাত হিসেবে দেশকে পুরো ভেঙ্গে ফেলার পথ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা সহ্য করেছি। সিনেমার সবথেকে বাজে জায়গা যেটা লেগেছে সেটা হলো দাদার উক্তি "আমি তো পাকিস্তানেই ছিলাম, ইস্ট পাকিস্তান" জানিনা কেন আমার এটা মনে হয়েছে পাকিস্তান এই কথাটা দিয়ে এটা ইঙ্গিত করতে চেয়েছে বাংলাদেশ আগে পাকিস্তানের একটা অংশ ছিলো আর এখনো বাংলাদেশকে তারা পাকিস্তানের একটি অংশ মনে করে যা কিছুটা এটা ইঙ্গিত দেয় যে তারা চায় বাংলাদেশ পাকিস্তান আবার একটা দেশ হোক। আবার ডমিনেন্সি চলুক। আমার কথাগুলো অনেকের মতের বিরোধিতা করতে পারে। কিন্তু আমি মনে প্রাণে একজন বাংলাদেশী হিসেবে না ভারতের ডমিনেন্সি সহ্য করি আর না পাকিস্তানের ডমিনেন্সিকে সাপোর্ট করি। বাংলাদেশের আবেগকে আঘাত করে এমন সিনেমা পাকিস্তানের বানানো উচিত হয়নি বলেই আমি মনে করি। তারা যে ভ্রাতৃত্বের সম্পর্কে এগোতে চেয়েছে সেটা তারা অন্যভাবেও প্রকাশ করতে পারতো। মুক্তিযুদ্ধকে টেনে এনে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে ভ্রাতৃত্ব তৈরী করা কখনোই সম্ভব না।
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
পুরোটা কমেন্ট পড়লাম, অসাধারণ লিখেছেন। আপনার চিন্তাধারা যেমন পরিষ্কার তেমনই লিখার হাত অত্যন্ত সাবলীল! পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালবাসা জানবেন🌸🇧🇩
@yasnamarium_
@yasnamarium_ 2 жыл бұрын
Purapuri ekmoth !!!
@rayanahmed9650
@rayanahmed9650 2 жыл бұрын
বাহ! সুন্দর বলেছেন। যিদিও এই প্রজন্মের পাকিস্তানীরা ৭১ এর যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না, তবে তাদের উচিত ছিল এমন কিছু উপস্থাপন করা যেখানে তারা যে ভুল করেছিল সেটা প্রকাশ পায় এবং এখনকার পাকিস্তানীরা এটা ভাল ভাবে নিতে পারেনা এমন কিছু উপস্থাপন করা। কিন্তু তারা আসলে সবটা না জেনে এভাবে নাবালকের মত বিষয় টাকে উপস্থাপন করবে যেটা মেনে নেয়ার কোনো ভাবেই সম্ভব নয়। মুভি টার কাহিনি শুনে যতটুকু বুঝতে পেলাম, তারা নিজেদের ভুল টা চেপে গিয়ে সাধু সাজতে চাইছে। যদিও এই যুদ্ধ আর দেশ ভাগের পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল ইন্ডিয়া এবং সেটা তাদের ভালোর জন্য তবুও এমন ভাবে নিজেদের দোষ টাকে ডেকে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়া মোটেও উচিত হয় নি। এই মুভিতে আমার কাছে একটা জিনিস ভাল লেগেছে তা হল বাংলাদেশিদের তারা এখন ভালোবাসার নজরে দেখে, নিজের ভাই হিসেবে মানে। আমি চাই যে তারা অতিত সম্পর্কে পুরো পুরি জানুক এবং এই বন্ধুত্ব্ব সুলভ আচরণ বহাল রাখুক। দিন শেষে সব মুসলিম ভাই ভাই....❤️
@jannatulsayma5945
@jannatulsayma5945 2 жыл бұрын
আমরা সেই বিষয়েও আদৌ সিউর না যে আমাদের কে যেই ইতিহাস পড়ানো বা শুনানো হয়েছে তার সত্যতা কতটুকু। ইন্ডিয়া তো পুরো মুসলিম জাতির শত্রু।
@anupdutta2505
@anupdutta2505 2 жыл бұрын
Akdom thik
@fishleonh554
@fishleonh554 Жыл бұрын
এত বছর পরে ওরা যে চেষ্টা করেছে তাতেও অন্যদের দোষারোপ দেখতে পাচ্ছি একবারও ক্ষমা চাওয়ার কথা বলা হয়নি অতএব ছবিটি পূর্ণতা পুরোপুরিভাবে পায়নি !?
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
আজ বাংলাদেশ পাকিস্তান এক থাকলে বাংলাদেশের অবস্থা এতোটা শোচনীয় হতো বলে বোঝানো যেত না ৷ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ৷ আজ বাংলাদেশ না তৈরি হলে আমাদের পরিবার থাকতো না কারণ আমাদের পরিবার মুক্তিযোদ্ধার পরিবার
@yusufkhan722
@yusufkhan722 25 күн бұрын
তোমার পরিবার বাল ফালানো পরিবার খোঁজ নিয়ে দেখলে দেখবে তোমরাই বড় রাজাকার ছিলা😈😈 হাসি পায় রাজাকার দের কথা সুনে😁😁
@s2industry
@s2industry Жыл бұрын
নমস্কার ভাই, আমি একজন ভারতীয় ও হিন্দু ধর্মের। আমার বাবা ও মা তথা আমার পুরো পরিবার এককালে বাংলাদেশের নাগরিক ছিল, প্রসঙ্গত উল্লেখ বিশেষত ধার্মিক অত্যাচার এর কারনেই আমাদের বাংলাদেশের ভিটা-মাটি-বাড়ি ছেড়ে ভারতবর্ষে আসতে হয়েছিল......... আর যদি বলি পাকিস্তান, সেখানেও অনেক ভালো মানুষ আছে কিন্তু ক্ষমতার উদ্ধতরের লোকেরা সাধারণত ভারতবর্ষ বিরোধী, তার উপযুক্ত প্রমাণ Geo-polytecs এই পেয়ে যাবে... ধন্যবাদ----
@minhazahamed9396
@minhazahamed9396 Жыл бұрын
ভাই, কাইন্ডলি জানাবেন, বাংলাদেশের কোন অঞ্চল থেকে আপনি অত্যাচারিত হয়ে ইন্ডিয়া চলে গেছেন,
@mehedisazib294
@mehedisazib294 Жыл бұрын
ভাই হুটহাট করে এভাবে সাম্প্রদায়িক আজগুবি কথা বলা ঠিক নয়।। যদিও এখন ভারতে আছেন তো তাই খুব সহজেই এভাবে সাম্প্রদায়িক কথাবার্তার মনোভাব আপনার মধ্যে থাকতেই পারে।। দয়া করে এটাও একটু জানাবেন যে ঠিক কবে এবং কোথায় আপনাদের উপর এতই ধার্মিক অত্যাচারের কারনে আপনাদেরকে দেশান্তরিত হতে হয়েছে?? যেহেতু খুব কষ্ট নিয়ে কথা বললেন তাই হয়তো আপনার সবই মনে থাকার কথা।। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র।। এটা কোন গাজাখুরে কথা নয় বরং বিগত ৫০ বছরের পরিসংখ্যানের বাস্তবচিত্র।। ধন্যবাদ
@laboniakter3250
@laboniakter3250 8 ай бұрын
ভাই ফিরে আসেন, আবার ভিটা মাটি ফিরিয়ে দেব
@sumaiyafatema6740
@sumaiyafatema6740 2 жыл бұрын
বাংলাদেশে প্রচুর পাকিস্তানি লোক আছে যাদের কে আমরা বিহারি নামে চিনি।আমার বাসার পাশেই ৩জন আছে।
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
বিহারিরা যে পাকিস্তানী এটা জানা ছিল না🤦‍♂️ Informative comment for me💥
@annna679
@annna679 2 жыл бұрын
বিহারীরা পাকিস্তানী নয়,ভারতীয়
@annna679
@annna679 2 жыл бұрын
তবে বিহারীরা ৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালিদের উপর অত্যাচার চালাত,তাই তাদের পাকিস্তানি ধরা হয়।যেমন আমরা ও ৭০ পযন্ত পাকিস্তানি ছিলাম।
@nittaroy840
@nittaroy840 2 жыл бұрын
😁😁😁😁
@sumaiyafatema6740
@sumaiyafatema6740 2 жыл бұрын
@@annna679আমি নিজেও আগে তাই ভাবতাম বাট কিছুদিন আগেই জানতে পারলাম যে বিহারী পাকিস্তানি দের বলে,আমাদের পাশেই একজন নাপিত এর কাজ করেন,উনাকে সবাই বিহারি বলে,উনি নিজেই সেটা আমাকে ক্লিয়ার করলেন,যে উনি পাকিস্তানি,এই বিষয় টা জানে এমন কোনো গুরুজন থেকে জেনে নিবেন দয়া করে,এখানে তর্ক করে সময় নষ্ট না করাই ভালো। আর হ্যা এখানে অনেকে কমেন্ট করেছে, সেগুলো দেখলেও বুঝতে পারবেন আশা করি যে বিহারী কারা🙂
@majharulislamnayem5405
@majharulislamnayem5405 Жыл бұрын
অতি রঞ্জিত করতে গিয়ে ইতিহাস এর বারটা বাজিয়ে ফেলেছে।
@8dmusicera219
@8dmusicera219 2 жыл бұрын
বাংলাদেশ অনেক পাকিস্তানি আছে,, এখনো,, মোহাম্মদপুরের বিহারি পল্লীতে অনেক পাকিস্তানি আছে। আর ততকালীন সময়ে এমন অনেক জায়গা আছে যেখানে পাকিস্তানি আর বাংগালীরা একসাথে বসবাস করতো।
@majharulislamnayem5405
@majharulislamnayem5405 Жыл бұрын
উনারা কেও পাকিস্তানি নয়, সবাই দেশ ভাগের সময় ভারত এর বিহার থেকে এসেছে।
@8dmusicera219
@8dmusicera219 Жыл бұрын
@@majharulislamnayem5405 আপনার জানায় হয়তোবা ঘাটতি আছে,, আমি উনাদের এলাকায় গিয়ে উনাদের সাথে কথা বলেছি,, উনাদের পূর্ব বাসস্থান পাকিস্তান
@majharulislamnayem5405
@majharulislamnayem5405 Жыл бұрын
@@8dmusicera219 দুঃখিত। আমি যেটুকু জানতাম সেখান থেকেই বলেছি।আপনি যেহেতু দেখে এসেছেন তাহলে তো আর কথা নাই।
@norsingdi1600
@norsingdi1600 Жыл бұрын
আচ্ছা বিহার যেনো কোথায়? পাকিস্তান নাকি ইন্ডিয়াতে? এসব উটভট গাঁজাখুরি কথা শুনলে ইন্ডিয়ার বিহারিরা আপনাকে জুতা পেটা করবে। বিহার ইন্ডিয়ার একটা রাজ্য যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া। উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একটা সময় বাংলা নামে পরিচিত ছিল আর সিরাজ-উদ-দৌলা ছিল এখানকার শাসক বা নবাব। যদিও বর্তমানে বিহার বাংলা থেকে আলাদা হয়ে বিহার নামের পৃথক রাজ্যে পরিণত হয়েছে। অথচ কিছু মূর্খচোদা বাঙ্গালি এখনো ভাবে বিহার বোধয় পাকিস্তানের অংশ। এসব আহাম্মক মূর্খ বাঙ্গালি আবার চেতনা আর ইতিহাসের বয়ান চুদায়। মূর্খচোদাদের জেনে রাখা উচিত বিহারের জনগোষ্ঠীকে বিহারি বলা হয় আর তাদের ভাষাও অসংখ্য। আর এই অসংখ্য ভাষাসমূহের মধ্যে অন্যতম হিন্দি-উর্দু। বিহারের মুসলিমদের ভাষা মূলত উর্দু। ১৯৪৭ সালে বাংলাকে (বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও বর্তমান বাংলাদেশ নিয়ে পূর্ণ বাংলা) ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে না দিয়ে আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় কিন্তু তা পরবর্তী সময়ে হিন্দুত্ববাদীদের বিরোধীতায় এই প্রস্তাব বাতিল করা হয়। তারপর অবিভক্ত বাংলার জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিগণ উপায়ান্তর না দেখে পাকিস্তানে যোগ দিতে চাইলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাকে পাকিস্তানের সাথে একত্রীকরণ করতে বাঁধা দেয়ার জন্য শুরু করে ভয়ঙ্কর দাঙ্গা যা শুরু হয় বিহার থেকে। বিহারে থাকা মুসলিমদের উপর শুরু করে ভয়ঙ্কর গণহত্যা। তারপর শুরু করে দ্যা গ্রেট কলকাতা কিলিং। এখানেও মুসলিমদের কচুকাটা করা হয়। এসবের মাঝে নোয়াখালিতেও শুরু হয় দাঙ্গা যদিও এখানে আবার হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় মারটা গিয়েছে হিন্দুদের উপর দিয়ে। এই দাঙ্গার পরেই মূলত বাংলা ভাগের রূপরেখা টানা হয়। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যায় পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ যায় ইন্ডিয়াতে। আর এই দাঙ্গার ফলে বাংলা ভাগ হয় ১৯৪৭ সালে। তখন বিহার ও পশ্চিমবঙ্গ থেকে লাখো মুসলিম চলে আসে বর্তমান বাংলাদেশে আর উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায় ইন্ডিয়াতে। ১৯৪৭ সালে মার খাওয়া বিহারি জনগোষ্ঠীকে আজকে চিত্রিত করা হয় পাকিস্তানি বলে।
@cutieepiee9620
@cutieepiee9620 Жыл бұрын
উনাদের পূর্বনিবাস ভারত।। ৪৭ দেশভাগের সময় হিন্দু বিহারিরা ভারতে থেকে যায়৷ যা এখনো ভারতে বিহার নামেই পরিচিত আর মুসলিম বিহারিরা পাকিস্তানে চলে আসে৷ (তখন বাংলাদেশও পাকিস্তান ছিল) বিস্তারিত গুগল করলে পেয়ে যাবেন৷ আর এই যে ম্যাডামরা এখানে এত এত চিল্লাই ভৃত্বত্তবোধ দেখাচ্ছে পাকিস্তানে থেকে যাওয়া বাংলাদেশিদের জন্য সাথে যে এখনো উনারা মিলেমিশে থাকতে পারছেন না৷ একটু you tube ঘেটে দেখিয়েন পাকিস্তানে থেকে যাওয়া বাংলাদেশিদের এখনো তারা শরনার্থী হিসেবে রেখেছে তাদের করে নেয়নি৷ কোনো রকমের জাতিয়তা দেয়নি৷ উনারা মনে করেন যে বাংলাদেশের মানুষ উনাদের মত মূর্খ৷
@Multigia
@Multigia Жыл бұрын
All of entirely Pak people love Bangladeshi people. They were not taught real story but when I watched this movie myself, I honestly cried. May your country touch the high peaks of success, forever. Glory to Bangladesh 🇵🇰❤️🇧🇩
@NightalesWithSaif
@NightalesWithSaif Жыл бұрын
Shuqran❣️
@mahmudulalampapel3744
@mahmudulalampapel3744 Жыл бұрын
First know the real history and speak u Pakistani
@Multigia
@Multigia Жыл бұрын
@@mahmudulalampapel3744 I have known that very well my sweet brother. That's why just feelings of compassion for Bangladesh filled my heart. Out political system ruining the country but remember we all are the parts of one body ❤️🇵🇰🇧🇩
@tutorials3610
@tutorials3610 Жыл бұрын
First tell you country to officially apologise for killing more than 3 million Bangladeshis and raping more than 400000 Bangladeshi women.
@hemayethossain1554
@hemayethossain1554 12 күн бұрын
এটা দেখে আমার খুবি ভালো লাগলো। বাংলাদেশ যদিও ইন্ডিয়ার শয়তানি প্রকাশ করতে পারে না। কিন্তু পাকিস্তান করতেছে। ইন্ডিয়া একটা শয়তান এটা সবাই যানে
@nujairanur2836
@nujairanur2836 2 жыл бұрын
Opekkhay chilam.Thanks for explaining ❤️
@sabrinsume
@sabrinsume 2 жыл бұрын
একটা বিষয় আমার মধ্যে খুব নাড়া দেয়, যদিও আসল কাহিনী জানার জন্য অনেক বই পুস্তক সংগ্রহের তালিকায় রাখতে হবে, তাই কেও চাইলে সাহায্য করবেন আশা করি। বিষয় টা হচ্ছে, " আমরা, ইন্ডিয়া, পাকিস্তান একসাথেই তো ছিলাম, ব্রিটিশরা আমাদের টানা একাধিক শতক জুলুম অত্যাচার দখল সবই করলো, তাহলে সেই ব্রিটিশ কে আমরা গ্রহণ করি অথচ এই ৩ জন কেন শুধু মারামারি করি!!! এভাবে কেন কেও ভাবি না????
@anyotoma
@anyotoma 2 жыл бұрын
As far history goes, Indian Continent existed before 'Brit Invasion' where war never ended neither personal differences. Race & religion always created division. Brit just used it for division to break the Continent into small pieces, so there could be no joint power. Same as the Soviet Union.
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
একদম ঠিক মূল দোষ ব্রিটিশ দের ৷ ওরাই বাইরে থেকে এসে আমাদের তিন টুকরা করেছে
@bayezidbarendrabolsheviks
@bayezidbarendrabolsheviks Жыл бұрын
In this movies who are mentioned to be non-Bengalis and resident in Dhaka, are actually Biharis. After the 1971's war Pakistan government give an excuse that all they did this to protect the Biharis. For example, they said that at that time a huge riot took place between the Bengalis and Biharis, to bring the situation under control the Pakistan army attacked on the Bengalis. In the movie we can see that Zara's grandfather lives in a society name 'Pakistan People's society'. In Mohamadpur, Dhaka there is a refugee camp for Biharis, who could not move to Pakistan after the end of 1971 war, the name of the camp is Geneva Camp. In the movie they address the 'Geneva Camp' as 'Pakistan People's society' This movie is not a step of their apology, this movie just portray the point of view of Pakistan on the 1971's war. It will be a big mistake if we expect any apology from Pakistan.
@ayeshapalak6682
@ayeshapalak6682 Жыл бұрын
Onek din dhore movie tar jonno wait korechi, thanks❤️
@joinalabedin8035
@joinalabedin8035 2 жыл бұрын
Kno jni na explanation ta khub e vlo laglo....Mon chuye gelo...r onk emotional o hoye gelam😔
@tohfaiqbal1813
@tohfaiqbal1813 Жыл бұрын
এই মুভিটা দেখলে আরো যুদ্ধ লাগার সম্ভাবনা বেড়ে যাবে এই সিনেমাটি বয়কট করা উচিত
@user-hg6wy9go6i
@user-hg6wy9go6i 6 ай бұрын
hudai abal ar moto kotha barta
@yeasin0221
@yeasin0221 Жыл бұрын
পাকিস্তানি সোসাইটি বলতে এই মুভিতে সম্ভবত বিহারিদেরকে বোঝানো হয়েছে, তবে এটার কোনো যৌক্তিকতা নেই, কারণ বিহারি মূলত ১৯৪৭ এ দেশভাগের সময় ভারতের বিহার থেকে তৎকালীন পূর্ব বাংলায় এসেছিলো।
@vampiremasterchanel1552
@vampiremasterchanel1552 2 жыл бұрын
thank you via ai movi ta explain korar Jonno
@tapadiptapal6849
@tapadiptapal6849 2 жыл бұрын
Darun .... 🥳🥳🥳🥳
@naziakhandaker1347
@naziakhandaker1347 2 жыл бұрын
Well said to the movie explainer 👏👏👏
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
🖤
@ledarsbd
@ledarsbd Жыл бұрын
Very good explanation.
@sheikhparvez4788
@sheikhparvez4788 2 жыл бұрын
পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান কেউই বাংলাদেশের ভালো চাইনা
@SurjoOP
@SurjoOP 2 жыл бұрын
And no Turkey no Saudi Arabia everyone looking own benefits this is a survival game you understand brother ☺️
@sadiyamufti8766
@sadiyamufti8766 Жыл бұрын
I'm from India bhaya apnr dharona ta vul bhaya karon varoteo bangali a6e ami akjon bangali hoye Bangladesh er kharap chaite parina
@md.anwaruddin5971
@md.anwaruddin5971 Жыл бұрын
You are a good explainer
@haimantibarua6157
@haimantibarua6157 2 жыл бұрын
Lovely sir I like that
@tanvirhasan9294
@tanvirhasan9294 Жыл бұрын
চট্টগ্রামের দুই জায়গায় পাকিস্তানি বিহারি বসবাস করে৷ যারা স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান ফিরে যায় নি
@sabrinaakter7170
@sabrinaakter7170 Ай бұрын
কোন দুই জায়গায়?
@nahidshadhin2132
@nahidshadhin2132 Жыл бұрын
Apsos toh amar o hoi onk.. Khub besi apsos hoi j tara jdi vlo hoto vlo vbe cholto amader sathe taile amra sukhe santite thaktamm... eksathe amra onk vlo thaktam..
@etimandal6470
@etimandal6470 Жыл бұрын
মুভির থেকে আপনার কথা গুলো বেশি সুন্দর ভালো লাগলো 🙏🏻
@SaifulIslam-fn6bb
@SaifulIslam-fn6bb 5 ай бұрын
দারুন বিশ্লেষণ করেছেন tnx
@mahamudamou26
@mahamudamou26 Жыл бұрын
একটা দেশের সব মানুষই খারাপ না। তাছাড়া পাকিস্তানেও ভালো মানুষ আছে। মুভীটা অনেক আগেই দেখছি তবে আজকে এক্সপ্লেনেশান টা আবার শুনলাম। শেষের কথাগুলো অসাধারণ ছিল। 🇧🇩❤️
@mhasankhan3094
@mhasankhan3094 Жыл бұрын
আপনার কথা ঠিক।কিন্তু এইটার জন্য paksitan কে ভালো ভাবার কারণ নেই।এমন অনেক ইহুদি আছে যারা মুসলিম দের সাপোর্ট করে।তাহলে কি এখন ইহুদি ইজরাইল দের ও ভালো ভাবতে হবে।
@shohelihossain8121
@shohelihossain8121 Жыл бұрын
Kothai dhakhlan . Ami toh anok try korlam dhakha r jonno. Ata you tube toh nai.
@masudranadigital
@masudranadigital Жыл бұрын
ভাই মুভিটা কিভাবে দেখব
@muktamukta2670
@muktamukta2670 2 жыл бұрын
পাকিস্তানের সব মানুষ খারাপ না এমন কিছু মানুষ আছে যারা বাংলাদেশের মানুষ কে ভালো বাসে
@mhasankhan3094
@mhasankhan3094 Жыл бұрын
আপনার কথা ঠিক।কিন্তু এইটার জন্য paksitan কে ভালো ভাবার কারণ নেই।এমন অনেক ইহুদি আছে যারা মুসলিম দের সাপোর্ট করে।তাহলে কি এখন ইহুদি ইজরাইল দের ও ভালো ভাবতে হবে।
@lucifer-je9oi
@lucifer-je9oi Жыл бұрын
@@mhasankhan3094 bhaii akhono pakistanira onk bhalobashe bangali derke ami Qatar e thaki akhono pakistani -Pathanira jokhon shune je ami bangali abong bangladesh theke tara ektai kotha bole ' O accha apni bangali apni toh amader apon bhai Bangali manei amra pakistani bhai der motoi bhabi abong ' onk help kore jekono pakistani amader ke bhai der moto treat kore INDIA AMDER JE KOTO KHOTI KORSE TAA APNI BUJHTESEN NA JAI HOK AMDER KEWI APON NA KINTU AI JUG E AMADER UCHIT MUSLIM DER SUPPORT KORA
@Multigia
@Multigia Жыл бұрын
not some but entirely Pak people love Bangladeshi people. They were not taught real story but when I watched this movie myself, I honestly cried. May your country touch the high peaks of success, ever. Glory to Bangladesh
@Reyad866
@Reyad866 Жыл бұрын
We understand only one thing, the way Allah is keeping us, Bangladesh, we are good with it, Alhamdulilla
@nusratmolla8736
@nusratmolla8736 2 жыл бұрын
আমাদে গ্রামের পাশের গ্রামে একজন পাকিস্তানি ছিল বর্তমানে এখন মারা গেছে।
@Anika_Is_Here
@Anika_Is_Here 10 ай бұрын
Tai amader ki😒
@sabrinasaba8489
@sabrinasaba8489 2 жыл бұрын
Ei bishoy ta bangali der emotion r gombhitotar jayga...tai Kichui bolbo na ami..but Pakistani ra ja korechilo tar jonno Bangladesh er manusher kache tader obosshoi khoma chawa uchith chilo ei movie tar end e eshe....but tara shudhu dosharop kore geche onno country k.....r Bihari para bole Dhaka te ekti jayga ache jei khane Pakistani Lok Jon onekei thake ekhono eita Ami Amar maayer kache shunechi...r Amar abba Amma onek Kichu bolten 1971 niye...jai hok sesh porjonto ekta kothai bolbo eto kichur poreo Jodi Tara onutopto hoy tahole ei tukui jotheshtho......Dhonnobad...
@sarowarmunna2135
@sarowarmunna2135 Ай бұрын
A hstorical movie without history
@alliks1892
@alliks1892 Жыл бұрын
Nice explain
@nazmulrashed380
@nazmulrashed380 Жыл бұрын
Subscribed🖤
@mjmiraj8594
@mjmiraj8594 2 жыл бұрын
Love you vay 🌹
@tanvisuporna
@tanvisuporna Жыл бұрын
My grand father was a captain in East Pakistan Airforce back in 1949. Just immediately before the language martyrs day, he was send to Karachi, West Pakistan. He was completely disconnected from his own family and took the risk to take his wife (grand mom) along with him. From their experience, as bangladeshi people, they were not treated well becouse they used to speak bengali. So, after their first child (my dad) was borned in Pakistan on 1955, he stayed there until 1971. He learned to write and speak in urdu, pastu and farshi by forced. Apart from that my father was always told by my grandparents that, our nationality belongs to East Pakistan (Today's Bangladesh). Most of the Bangladeshi people were send back to Bangladesh after the war revolution. Some of the officers decided to stay there, some took the risk to fly back their home countries, even some Pakistani family (today's bihari) decided to stick with us (Bangladesh). There's many more things here to explain.. Thankfully we are independent now. Thanks to my grandparents for taking the high risk to fly back home between the liberation war of 1971. But one more thing I must mention, now, the people from Pakistan are way more better. Those people who disgust us and our nations were actually killed, that's what we call the nature has taken the revenge on them already. It's true that India helped us, its also true that India already killed them when they were getting back to Pakistan.. Definitely that's not our headache, that's why we never cared for them and always hated people from Pakistan, assuming that the terrorist bloods are running from generation to another generation... sorry for my long explanation ..I wish I would be a writer too 🤭
@NightalesWithSaif
@NightalesWithSaif Жыл бұрын
I absolutely love the way you shared the Glorious history of Your Grannies, May Allah SWT bless both of 'em. You can be a good writer! Keep up the good Work🤍
@cutieepiee9620
@cutieepiee9620 Жыл бұрын
পুরা একটা ভুলভাল কাহিনি দেখাই দিলো৷ তারা এখনো তাদের আর্মিদের পা ছাটছে৷ এরা হলো জাস্ট এদের আর্মিদের পাপেট আর কিছুই না৷ দেখবেন আর্মিদের তেল দেয়ার জন্য এরা কত মুভি, কত ড্রামা করে৷ এদিকে আমাদের বাংগালিদের শেষ দৃশ্য দেখে কান্না পেয়ে যাচ্ছে৷ আজ পর্যন্ত তারা আমাদের কাছে ক্ষমা চায়নি৷ তাদের যদি সত্যি অনুশোচনা থাকত তারা মুভিটা করার international journal গুলা ভালভাবে দেখতো৷ যেখানে তাদের আর্মিদের কর্মের ডকুমেন্টস আছে৷ তখনকার সময়ে বিবিসি সহ অনেক গণমাধ্যমের ডকুমেন্টস গুগলে available. বাদ দেই না ওদের কথা৷ শেখ মুজিবের ওই ভাষণ ছাড়া আমাদের নিজেদের হিস্ট্রি বইতেওতো কিছুই নাই৷
@neeghatakther4499
@neeghatakther4499 Жыл бұрын
Your story is part of it is mine. Thank you.
@nobonita02
@nobonita02 2 жыл бұрын
Purai banoat..india shadhin hoise 1947 e erpor indian ra Bangladeshe thaka Pakistani der khuje khuje ber kore mere felse kmne ki vai..nijeder victim indian der villain ar amader k gadha banaise ei movie.. ki bole dui vaiyeder moddhe shotruta kmne hoise...kmne hoise ora jane na..amader nijer vasha kere niye tader urdu vasha matri vasha declare korte chaisilo eijonno hoise shotruta..
@shamimanasrin560
@shamimanasrin560 2 жыл бұрын
এইটা আসলে একটা সিনেমা মাত্র, বাস্তবতার সাথে মিল খুব কম। ঢাকায় কিছু ব্যবসায়ী আছে যাদের পাকিস্তানে পূর্বপুরুষ আছে তারা নিয়মিত যাতায়াত করে, আমার এক রুমমেট চাকরি করত এমন একটা ফুড কোম্পানিতে। পাকিস্তানি ও বাংলাদেশিরা এক সাথে কিভাবে বাস করেছিল, এখানে যারা এসেছিল তাদের অধিকাংশ পাকিস্তান হতে এসেছিল প্রশাসনের প্রয়োজনে, যারা পূর্ব বাংলার মানুষকে শাসন করত। শাসক আর শোষিত মানুষ কিভাবে পাশাপাশি বাস করতে পারে।
@paprikhanam6725
@paprikhanam6725 2 жыл бұрын
মিরপুর ১১ তে স্ট্যান্ডার পাকিস্তানিজ সোসাইটি আছে।
@tanimaitvideo
@tanimaitvideo 7 күн бұрын
মুভিটা ঢাকায় এসে করলে ভালো হতো
@ameerhussain6019
@ameerhussain6019 Жыл бұрын
Osadaron movie baniyese Pakistan. Onek valo laglo
@mdraselislam7624
@mdraselislam7624 Жыл бұрын
গ্রামের নানা দাদাদের মুখে যে গল্প শুনেছি সে গল্পের সাথে এই ছবির কাহিনির অনেক মিল রয়েছে..আমাদের আলাদা করার পেছনে একমাত্র কালো হাত ছিলো ভারতের।। আর ২৫ সে মার্চের কালো রাতের পেছনেও রয়েছে ভারতের বড় ষড়যন্ত্র
@thtamimhasan8992
@thtamimhasan8992 Жыл бұрын
কথা অনেকটাই সত্যি...।
@naturallife454
@naturallife454 Жыл бұрын
ঠিক বলেছেন সামনে সাহায্য করেছে আর পিছনে এরাই বাঁশ দিয়েছে
@laboniakter3250
@laboniakter3250 8 ай бұрын
একশো ভাগ সত্যি
@rabeyasultana3904
@rabeyasultana3904 2 ай бұрын
True
@virat2231
@virat2231 29 күн бұрын
Motherchood... Eto manus marlo tau bolbo varot er dos...main problem tora Muslim ar India te hindu etai..
@moynamalisha4122
@moynamalisha4122 21 күн бұрын
ভাইয়া আমি অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি,, আপনাকে আমার একটা অনুরোধ প্লিজ সম্ভব হলে পাকিস্তানের আরো সিরিজ মুবি এক্সপ্লেইন করবেন,,,, request ❤
@NightalesWithSaif
@NightalesWithSaif 18 күн бұрын
মনে রাখলাম🤍
@farhanaafroze4473
@farhanaafroze4473 2 жыл бұрын
❤❤❤❤
@tislam1786
@tislam1786 Жыл бұрын
Full Movie ti Akhono dekhte pari ni, Tobe Kichu Kichu Part dekhechi. Bangladesh 🇧🇩 theke "Mukti Juddho" niye lekha boi gulo Aktorfa, ja Amra pore, shune Boro hoyechi, Coin ar Other side ti missing chilo. Ja Pakistani drama "Jo Bichar Gaye" te dekhechi, Dr. Taj Hashmi Shaheb ar Alochonai peyechi, Onek Documentary Film a dekhechi, Pakistani der lekha Boi porechi. Shob gulo Ak korle missing puzzles gulo mile jai. Yes, Pakistani ra Amader shathe Onnai koreche, Amader choto kore dekheche, Ora Amader shathe Force khatiyeche, Amader Odhikar bonchoto koreche, folosrutite "Mukti Juddho" hoyeche. Tobe, 1947 thekei India 🇮🇳 East Pakistan a Bish-Bashpo choriyrche. Aajo ta cholche. 💥 Pakistani ra Gordhop Chilo bolei, Indian 🇮🇳 der Ai Agun ke Choriye dite diyeche. 💥 Pakistani ra Buddhiman hole, Indiar 🇮🇳 Peter maze Boshe thaka East Pakistan ke Shokol khetre Beshi Shujog-Shubidha diye Jonogon ke Tushto rakhto abong East Pakistan ke Tikiye rakhto. 💥 Bangladesh 🇧🇩 ar Bondhu India 🇮🇳 Ami ta Bisshash kori Na. 💥 Zia Ur Rehman Shaheb ar "Bangladesh 🇧🇩 ar Shadhinotar Ghoshona" abong 9 Months " Roktokkhoi Juddher maze Orjito Bangladesh 🇧🇩 Amader Ashirbadh. 💥 Pakistan Amader Shotru Rashtro Ami ta Mani Na. 💥💥 Bangladesh 🌾🇧🇩🌾 Zindabadh.
@tasnimtanjim976
@tasnimtanjim976 2 жыл бұрын
Pakistan institute বলতে, এখানে হয়তো বিহারী ক্যাম্পের কথা বলা হয়েছে। আর আপনার কোথাও ঠিক।কিন্তু এখানে ৩য় বাংলাদেশ বা পাকিস্থান কিবা ভারত নয়,বরং ব্রিটিশরা।কারণ আমরা সবাই একই দেশের ছিলাম।
@LalSabujOne
@LalSabujOne Жыл бұрын
মনের কথা
@labonno12
@labonno12 2 жыл бұрын
বিল্লাহ আব্বাস আমার একজন প্রিয় অভিনেতা।যদি কেউ উনার অভিনয় যাচাই করতে চান তবে তার কিছু নাটক দেখতে পারেন।যেমন:-Dunk,Bala,Cheekh etc.Dunk সে তার এক্সপ্রেশান দিয়ে মানুষের মন অতি সহজে জয় করে নেই।❤️ এবং বাংলাদেশ এখনো কিছু জায়গা আছে যেখানে পাকিস্তানের কিছু লোকজন এখনো বসবাস করে।ইনফেক্ট তাদের নামে জমিও আছে(জমি আছে কি না সিউর না তবে বসবাস করে এটা সিউর)
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
ধন্যবাদ🌸
@sukkursufia4095
@sukkursufia4095 2 жыл бұрын
South indian movie Gumnam explain koren..🙏🙏
@tabiniqbal3645
@tabiniqbal3645 2 жыл бұрын
ভাই ঢাকার মো্হাম্মদপুরে একটি বিহারি ক্যাম্প আছে সেখানে অনেক পাকিস্তানি আছে খোজ নিয়ে দেইখেন
@norsingdi1600
@norsingdi1600 Жыл бұрын
আচ্ছা বিহার যেনো কোথায়? পাকিস্তান নাকি ইন্ডিয়াতে? এসব উটভট গাঁজাখুরি কথা শুনলে ইন্ডিয়ার বিহারিরা আপনাকে জুতা পেটা করবে। বিহার ইন্ডিয়ার একটা রাজ্য যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া। উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একটা সময় বাংলা নামে পরিচিত ছিল আর সিরাজ-উদ-দৌলা ছিল এখানকার শাসক বা নবাব। যদিও বর্তমানে বিহার বাংলা থেকে আলাদা হয়ে বিহার নামের পৃথক রাজ্যে পরিণত হয়েছে। অথচ কিছু মূর্খচোদা বাঙ্গালি এখনো ভাবে বিহার বোধয় পাকিস্তানের অংশ। এসব আহাম্মক মূর্খ বাঙ্গালি আবার চেতনা আর ইতিহাসের বয়ান চুদায়। মূর্খচোদাদের জেনে রাখা উচিত বিহারের জনগোষ্ঠীকে বিহারি বলা হয় আর তাদের ভাষাও অসংখ্য। আর এই অসংখ্য ভাষাসমূহের মধ্যে অন্যতম হিন্দি-উর্দু। বিহারের মুসলিমদের ভাষা মূলত উর্দু। ১৯৪৭ সালে বাংলাকে (বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও বর্তমান বাংলাদেশ নিয়ে পূর্ণ বাংলা) ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে না দিয়ে আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় কিন্তু তা পরবর্তী সময়ে হিন্দুত্ববাদীদের বিরোধীতায় এই প্রস্তাব বাতিল করা হয়। তারপর অবিভক্ত বাংলার জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিগণ উপায়ান্তর না দেখে পাকিস্তানে যোগ দিতে চাইলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাকে পাকিস্তানের সাথে একত্রীকরণ করতে বাঁধা দেয়ার জন্য শুরু করে ভয়ঙ্কর দাঙ্গা যা শুরু হয় বিহার থেকে। বিহারে থাকা মুসলিমদের উপর শুরু করে ভয়ঙ্কর গণহত্যা। তারপর শুরু করে দ্যা গ্রেট কলকাতা কিলিং। এখানেও মুসলিমদের কচুকাটা করা হয়। এসবের মাঝে নোয়াখালিতেও শুরু হয় দাঙ্গা যদিও এখানে আবার হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় মারটা গিয়েছে হিন্দুদের উপর দিয়ে। এই দাঙ্গার পরেই মূলত বাংলা ভাগের রূপরেখা টানা হয়। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যায় পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ যায় ইন্ডিয়াতে। আর এই দাঙ্গার ফলে বাংলা ভাগ হয় ১৯৪৭ সালে। তখন বিহার ও পশ্চিমবঙ্গ থেকে লাখো মুসলিম চলে আসে বর্তমান বাংলাদেশে আর উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায় ইন্ডিয়াতে। ১৯৪৭ সালে মার খাওয়া বিহারি জনগোষ্ঠীকে আজকে চিত্রিত করা হয় পাকিস্তানি বলে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে গিয়ে বিহারিদের জিজ্ঞেস করেন তারাই বলে দিবে তাদের পূর্বপুরুষের ভিটা কোথায় ছিল।
@akjilani7821
@akjilani7821 Жыл бұрын
আমি ছবিটা দেখেছি খুব ভালো ছিলো
@truevoiceahsan9286
@truevoiceahsan9286 2 жыл бұрын
সাইফ ভাই পাকিস্তানি ছবি এক্সপ্লেইন করার কথা বলেছিলাম।অনেক ধন্যবাদ এত সুন্দর ছবি এক্সপ্লেইন করার জন্য।যে সব কারনে একটি দেশে যুদ্ধ হয় তার মধ্যে তৃতীয় শক্তির প্ররোচনাই মুখ্য অনেকটা আগুনে গী ঢালার মত।যাইহোক আমিরিকা জাপান যুদ্ধের পরেও ভালো সম্পর্কে থাকলে আমাদের সমস্যা কি?যুদ্ধের পর প্রতিবেশি দেশ হিসেবে ভারত এখন যা করছে সে হিসেবে পাকিস্তান যদি মিলতে চায় ক্ষতি কি?পরিবারের দুভাই ঝগড়া হলে মিলবার সুযোগ থাকলে মিলবে।
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
❤️
@zafree8775
@zafree8775 2 жыл бұрын
কারণ জাপান ক্ষমা চেয়েছে এখনো প্রায়চিশ্ত করেছে।
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
জাপানের কাছে যুক্তরাষ্ট্র বহুবার ক্ষমা চেয়েছে আর এখনো ক্ষতিপূরণ দিয়ে আসছে ৷ সম্পর্ক এমনি এমনি ভালো হয়নি
@mdamirhamza-4795
@mdamirhamza-4795 2 жыл бұрын
vai apni ei movie kotha theke dekesen
@aviroupapurbo6184
@aviroupapurbo6184 10 ай бұрын
Vai ami Saudi Arabia a thaki Pakistan ra amader bodhu obosoi mone kore but vai amara oder ato ta friendly vabe dakhi na...... Ar india der to aro dakhtew pari...
@tabastumtanjima8940
@tabastumtanjima8940 Жыл бұрын
Amr mote eitai sotti amder na jana ekta golpo ekta itihas ekta sotti jeita hoyto amra jani na ❤️🥀
@alauddin8397
@alauddin8397 Жыл бұрын
ছবির থেকে আপনার মূল্যবান কথা গুলো বেশি ভালো লাগলো
@sumaiyadina7438
@sumaiyadina7438 2 ай бұрын
আমার একটা বান্ধবী আছে , হঠাৎ একদিন জানতে পারি যে সে পাকিস্তানি।
@OWLGaming_OG
@OWLGaming_OG Жыл бұрын
Bhai apnar sathe amio akmot. Tobe ami mone kori 71 Pakistan jemon amader upor torture koreche thik temoni India amader binasartre upokar kore nai. I hate both countries politicians, but loves the peoples live in that countries. R akhane pakistani socity bolte maybe bihari camp ar kotha bola hoiche
@lubnajahan2385
@lubnajahan2385 2 жыл бұрын
🙂🙂
@RS-nw6xy
@RS-nw6xy 2 жыл бұрын
বিহারী পাড়া খুলনার খালিশপুরে ও আছে। তাই হতে পারে এক সময় বাংলাদেশি এবং পাকিস্তানি রা একসাথে মিলেমিশে ছিলো
@tanisafarhin859
@tanisafarhin859 Жыл бұрын
Dhakar mirpur 6,9,11 te bihari polli ache and mohammad pureo kichu ache. Muloto tader bongshodhor ra food stall then food hotel ba rastar pashe choto khato restaurant diye now beche ache.
@reallife979
@reallife979 Жыл бұрын
Ha ase
@rabeyabosri4386
@rabeyabosri4386 2 жыл бұрын
Hai ase ami dakhichi...
@xahedahmed8818
@xahedahmed8818 Жыл бұрын
আমি মনে করি,ভারত সুযোগ বুঝে, তাদের প্রতিশোধ নিয়ে নে ,১৯৭১ । আর আপনি বলছেন বডারের কথা, তখনকার সময়ে অনায়াসে এক দেশ থেকে অন্য ঢুকা যেত ,যারা ভূক্তভোগীরাই ভালো জানে। এরকম হলে ও হতে পারে, অবিশ্বাসের কোন অবকাশ নেই
@waqarsheikh4478
@waqarsheikh4478 Жыл бұрын
I'm from East Pakistan
@JRD935
@JRD935 Жыл бұрын
Yes,bro...u r right....west and east Pakistan onk dur a cilo...ganja ghur director besi valo r periti dekate ai movie banaise....amder GDP deke always ora akn afsos korse....but jodi amder reserve GDP oder thke kom hoto or jkn kom cilo tkn kintu asb nie kothaw bole nai...just flattering korse akn BD k oder sthe add kore aginst India banate chawar jonnoi asb alga piriti.
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
একদম ঠিক
@Farhankhan-dg2jn
@Farhankhan-dg2jn Жыл бұрын
Movie ta kothao paowa jabe?
@waqarsheikh4478
@waqarsheikh4478 Жыл бұрын
I'm from dhaka
@haimantibarua6157
@haimantibarua6157 2 жыл бұрын
Ami o Bangladeshi
@hasanalmansur3162
@hasanalmansur3162 Ай бұрын
Hue tum ajnabi movie ta explain korben
@noorejannat3097
@noorejannat3097 10 ай бұрын
বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ এত ঘনিষ্ঠ ভাবে ছিল না। তাদের প্রদেশ ই আলাদা ছিল। আন্দাজে বানায় দিল একটা।
@rawshonararawshon698
@rawshonararawshon698 2 жыл бұрын
চিটাগং এ অনেক বিহারি আছে, আমার ফ্রেন্ড ও আছে। চিটাগং এ বিব্লক একটা এলাকায় কবরস্থান আছে বিহারি দের। আর অইখানে ও অনেক বিহারি আছে।
@norsingdi1600
@norsingdi1600 Жыл бұрын
আচ্ছা বিহার যেনো কোথায়? পাকিস্তান নাকি ইন্ডিয়াতে? এসব উটভট গাঁজাখুরি কথা শুনলে ইন্ডিয়ার বিহারিরা আপনাকে জুতা পেটা করবে। বিহার ইন্ডিয়ার একটা রাজ্য যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া। উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একটা সময় বাংলা নামে পরিচিত ছিল আর সিরাজ-উদ-দৌলা ছিল এখানকার শাসক বা নবাব। যদিও বর্তমানে বিহার বাংলা থেকে আলাদা হয়ে বিহার নামের পৃথক রাজ্যে পরিণত হয়েছে। অথচ কিছু মূর্খচোদা বাঙ্গালি এখনো ভাবে বিহার বোধয় পাকিস্তানের অংশ। এসব আহাম্মক মূর্খ বাঙ্গালি আবার চেতনা আর ইতিহাসের বয়ান চুদায়। মূর্খচোদাদের জেনে রাখা উচিত বিহারের জনগোষ্ঠীকে বিহারি বলা হয় আর তাদের ভাষাও অসংখ্য। আর এই অসংখ্য ভাষাসমূহের মধ্যে অন্যতম হিন্দি-উর্দু। বিহারের মুসলিমদের ভাষা মূলত উর্দু। ১৯৪৭ সালে বাংলাকে (বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও বর্তমান বাংলাদেশ নিয়ে পূর্ণ বাংলা) ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে না দিয়ে আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় কিন্তু তা পরবর্তী সময়ে হিন্দুত্ববাদীদের বিরোধীতায় এই প্রস্তাব বাতিল করা হয়। তারপর অবিভক্ত বাংলার জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিগণ উপায়ান্তর না দেখে পাকিস্তানে যোগ দিতে চাইলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাকে পাকিস্তানের সাথে একত্রীকরণ করতে বাঁধা দেয়ার জন্য শুরু করে ভয়ঙ্কর দাঙ্গা যা শুরু হয় বিহার থেকে। বিহারে থাকা মুসলিমদের উপর শুরু করে ভয়ঙ্কর গণহত্যা। তারপর শুরু করে দ্যা গ্রেট কলকাতা কিলিং। এখানেও মুসলিমদের কচুকাটা করা হয়। এসবের মাঝে নোয়াখালিতেও শুরু হয় দাঙ্গা যদিও এখানে আবার হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় মারটা গিয়েছে হিন্দুদের উপর দিয়ে। এই দাঙ্গার পরেই মূলত বাংলা ভাগের রূপরেখা টানা হয়। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যায় পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ যায় ইন্ডিয়াতে। আর এই দাঙ্গার ফলে বাংলা ভাগ হয় ১৯৪৭ সালে। তখন বিহার ও পশ্চিমবঙ্গ থেকে লাখো মুসলিম চলে আসে বর্তমান বাংলাদেশে আর উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায় ইন্ডিয়াতে। ১৯৪৭ সালে মার খাওয়া বিহারি জনগোষ্ঠীকে আজকে চিত্রিত করা হয় পাকিস্তানি বলে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে গিয়ে বিহারিদের জিজ্ঞেস করেন তারাই বলে দিবে তাদের পূর্বপুরুষের ভিটা কোথায় ছিল।
@farhanaakter9029
@farhanaakter9029 2 жыл бұрын
Jani India east & west pakistan alada korte chaito but ai alada hoawr karon pakistan. Ai movie te tara shudu dos chapia dise
@arjun-yq2lv
@arjun-yq2lv 2 жыл бұрын
তোমার সরব সেস কথা গুলো ভালো ছিলো। কিন্ত একটি ভালো লাগলো না হাত ভাঙ্গর কথা। আমি ও ভাঙ্গতে পারি সব পা থেকে মাথ।
@rokeyaislam8177
@rokeyaislam8177 6 ай бұрын
Bangladesh Pakistan brother ❤❤❤❤❤❤❤❤❤❤
@shohelihossain8121
@shohelihossain8121 Жыл бұрын
Sajal Ali looks so so pretty always
@mobasshweratabassum5625
@mobasshweratabassum5625 Жыл бұрын
হ্যাঁ, পাকিস্তানের অনেক মানুষ এখনো আছে আমাদের প্রতিবেশি হয়ে পুরান ঢাকায়। পুরান ঢাকায় এসে জরিপ করলে পাবেন এখনো অনেক পাক পরিবারের বসবাস। শুধু NID তে পরিচয় এখন বাংলাদেশি। তাছাড়া - রংপুরের সায়েদপুরে, যশোরে এখনো অনেক অনেক পাকিস্তানি পরিবার পাবেন,যারা তাদের ভাষা বা সংস্কৃতি পরিবর্তন করেননি
@norsingdi1600
@norsingdi1600 Жыл бұрын
আচ্ছা বিহার যেনো কোথায়? পাকিস্তান নাকি ইন্ডিয়াতে? এসব উটভট গাঁজাখুরি কথা শুনলে ইন্ডিয়ার বিহারিরা আপনাকে জুতা পেটা করবে। বিহার ইন্ডিয়ার একটা রাজ্য যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া। উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একটা সময় বাংলা নামে পরিচিত ছিল আর সিরাজ-উদ-দৌলা ছিল এখানকার শাসক বা নবাব। যদিও বর্তমানে বিহার বাংলা থেকে আলাদা হয়ে বিহার নামের পৃথক রাজ্যে পরিণত হয়েছে। অথচ কিছু মূর্খচোদা বাঙ্গালি এখনো ভাবে বিহার বোধয় পাকিস্তানের অংশ। এসব আহাম্মক মূর্খ বাঙ্গালি আবার চেতনা আর ইতিহাসের বয়ান চুদায়। মূর্খচোদাদের জেনে রাখা উচিত বিহারের জনগোষ্ঠীকে বিহারি বলা হয় আর তাদের ভাষাও অসংখ্য। আর এই অসংখ্য ভাষাসমূহের মধ্যে অন্যতম হিন্দি-উর্দু। বিহারের মুসলিমদের ভাষা মূলত উর্দু। ১৯৪৭ সালে বাংলাকে (বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও বর্তমান বাংলাদেশ নিয়ে পূর্ণ বাংলা) ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে না দিয়ে আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় কিন্তু তা পরবর্তী সময়ে হিন্দুত্ববাদীদের বিরোধীতায় এই প্রস্তাব বাতিল করা হয়। তারপর অবিভক্ত বাংলার জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিগণ উপায়ান্তর না দেখে পাকিস্তানে যোগ দিতে চাইলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাকে পাকিস্তানের সাথে একত্রীকরণ করতে বাঁধা দেয়ার জন্য শুরু করে ভয়ঙ্কর দাঙ্গা যা শুরু হয় বিহার থেকে। বিহারে থাকা মুসলিমদের উপর শুরু করে ভয়ঙ্কর গণহত্যা। তারপর শুরু করে দ্যা গ্রেট কলকাতা কিলিং। এখানেও মুসলিমদের কচুকাটা করা হয়। এসবের মাঝে নোয়াখালিতেও শুরু হয় দাঙ্গা যদিও এখানে আবার হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় মারটা গিয়েছে হিন্দুদের উপর দিয়ে। এই দাঙ্গার পরেই মূলত বাংলা ভাগের রূপরেখা টানা হয়। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যায় পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ যায় ইন্ডিয়াতে। আর এই দাঙ্গার ফলে বাংলা ভাগ হয় ১৯৪৭ সালে। তখন বিহার ও পশ্চিমবঙ্গ থেকে লাখো মুসলিম চলে আসে বর্তমান বাংলাদেশে আর উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায় ইন্ডিয়াতে। ১৯৪৭ সালে মার খাওয়া বিহারি জনগোষ্ঠীকে আজকে চিত্রিত করা হয় পাকিস্তানি বলে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে গিয়ে বিহারিদের জিজ্ঞেস করেন তারাই বলে দিবে তাদের পূর্বপুরুষের ভিটা কোথায় ছিল।
@ahmedgazi3796
@ahmedgazi3796 Жыл бұрын
Dosh dhakar jonno koto jon koto kahini shunabe😏
@farhana7654
@farhana7654 Жыл бұрын
বাংলাদেশকে যারাই ভালোবাসে দিন শেষে তারাই খোছা মারে
@khushi6972
@khushi6972 Жыл бұрын
বন্ধু যে সবসময় ভালো চাইবে তা কখনোই ঠিক নয়
@Anika_Is_Here
@Anika_Is_Here 10 ай бұрын
Ascha,, ei movier lokera ki asolei Bangladesh e ashcilo?❤❤❤
@snehasultana4712
@snehasultana4712 2 жыл бұрын
অসাধারন ভাইয়া । Pakistani actress Sajal Ali My favourite actress ❤️💗
@gyansujan8001
@gyansujan8001 Жыл бұрын
Fucking actrees now
@riya....8433
@riya....8433 Жыл бұрын
Aiii movie ta kotha theke pabo
@gameprotube9849
@gameprotube9849 6 ай бұрын
​@@riya....8433ei movie r lady cast Der BD te ane same kaaj kora uchit
@Hahahah1234
@Hahahah1234 2 жыл бұрын
A lot of Pakistani present in BD, as bihari
@mohammadrayhan86
@mohammadrayhan86 2 жыл бұрын
মুভিটা আমি দেখতে চাই কীভাবে দেখবো.? আপনি কীভাবে দেখলেন ভাই কেউ জানাবেন প্লিজ.!
@NightalesWithSaif
@NightalesWithSaif 2 жыл бұрын
mlwbd. Com site a paben
@dailylifewithnahiyansoha8394
@dailylifewithnahiyansoha8394 8 ай бұрын
কিছু পাকিস্তানি বাংলাদেশেও থাকত। আমার নানির বাবার বাড়ি যশোর, ঐখানে তাদের সাথে অনেক পাকিস্তানি ছিল, পাকিস্তানি বাচ্চারা আর বাঙালি বাচ্চারা একই স্কুলেও পড়ত নাকি,,,....
@sammyboy8443
@sammyboy8443 2 жыл бұрын
this movie is exactly like recently Released indian movie the kashmir files one side's story of a coin cause both of them are filed with ridiculous lies
@rishabhsingh7826
@rishabhsingh7826 Жыл бұрын
I think you watched both incident with your own naked eyes that's why you know the whole truth. So don't try to be oversmart
@sammyboy8443
@sammyboy8443 Жыл бұрын
@@rishabhsingh7826 i know i Didn't see the incident with my own nacked eyes🙄 but i khow a hindu in my neighbour who doas so Don't try to overreact on everything 😒
@nahin3296
@nahin3296 Жыл бұрын
গ্রামের নানা দাদাদের মুখে যে গল্প শুনেছি সে গল্পের সাথে এই ছবির কাহিনির অনেক মিল রয়েছে
@MDASIFZF
@MDASIFZF Жыл бұрын
TRUE
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
পাকিস্তান প্রেম থাকলে মিল পাবেনই
@user-sh8ov9ys9f
@user-sh8ov9ys9f 8 ай бұрын
বাংলাদেশে এখনো অনেক পাকিস্তানি আছে৷ তাদের জন্য আলাদা সোসাইটি আছে কিনা সেটা জানা নেই
@antar6637
@antar6637 2 жыл бұрын
Movie link ta den
@mehedi_rimel
@mehedi_rimel 8 ай бұрын
পুরান ঢাকাতে এখনো অনেক পাকিস্থানি আছে।
@TrueCitizens
@TrueCitizens 2 жыл бұрын
Pakistani onek Lok ekhono dhakar mohammadpur Geneva Camp and Zohuri Mohollah te onek Pakistani ache
@rumkeykhatun2205
@rumkeykhatun2205 2 жыл бұрын
movie ta duibar deklam tobu bujini tara ki bojate caice,,🙄🙄🙄 etihas nie porci kintu etihas er kono mil kuje paini,,,😧😧Pakistane Bangladesh er onk manush ace jekane tara onk obohelar modde bas kore,,😢😢sekane tara na Bangladeshi na Pakistani,,🥺🥺 Pakistanira jdi Bangladesh er manush k atoi vlobase tahole tader age nagorikota dik,,,
@mdhasannoor3168
@mdhasannoor3168 2 жыл бұрын
কিভাবে দেখলেন ইউটিউব নাকি ওটিটি?
@rumkeykhatun2205
@rumkeykhatun2205 2 жыл бұрын
@@mdhasannoor3168 you tube a Rihan creation you tube channel teke dekci
@Abmnahian01
@Abmnahian01 Жыл бұрын
ঢাকায় আছে বিহারি ক্যাম্প যেখানে পাকিস্তান থাকে মুহাম্মাদপুর মিরপুর ১০
@birupakhadattabaichitra9611
@birupakhadattabaichitra9611 9 ай бұрын
যত দোষ নন্দ ঘোষ , নিজে তো সাধু
@munirsarker7811
@munirsarker7811 2 жыл бұрын
আছে অনেক পাকিস্তানি এখন বাংলাদেশ হয়তো আপনি জানেন না
@farihachowdhurytonny9166
@farihachowdhurytonny9166 2 жыл бұрын
Voice ta cheena cheena🤔
@safinmahmoudrisaad
@safinmahmoudrisaad 2 жыл бұрын
Muhammadpur Geneva Camp ..
@naturallife454
@naturallife454 Жыл бұрын
জ্বি আছে আপনি জানেন না এটা দুঃখের বিষয় সৈয়দপুর অনেক পাকিস্তানি আছে
@Masrafia
@Masrafia 3 ай бұрын
তারা বিহারী
@annurtashruba1751
@annurtashruba1751 Жыл бұрын
এই গল্পটা এত অসাধারণ যে দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা কথা বলে যে আসলেই দুই দেশ শুধু আলাদা হই নেই হয়েছে ভালোবাসা ও হুম আমরা চাইলেই গল্পের মাধ্যমে সব ঠিক করতে পারি আমি জানি যে আমার কথা শুনে অনেকে মজা করবে আমার এটা মনে হলো তাই বলেই ফেললাম আসলে সবার মধ্যেই ভেধা বেধ আছে কারো কাছে এটা ভালো লাগবে কারো কাছে না
@shahriarshrabon9003
@shahriarshrabon9003 6 ай бұрын
১৯৭১ এর ভুক্তভোগী হলে এসব কথা বের হতো না
@annurtashruba1751
@annurtashruba1751 5 ай бұрын
@@shahriarshrabon9003 বললাম ই তো যে কারো আমার কথা ভালো লাগবে কারো লাগবে না
@towfidaaktertrina7209
@towfidaaktertrina7209 Жыл бұрын
মুভি তো মুভিই সব টপিক যে সেইম হবে এমন তো না। খুব ভালো ছিল মুভিটি।
@SaifulIslam-fn6bb
@SaifulIslam-fn6bb 5 ай бұрын
আর সেই মুভি যদি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয় এবং সেই সময়ে মুভিতে সঠিক তথ্য গোপন করা হয় তখন বিষয় টা বিতর্কের জন্ম দেয় ।। আশা করি বিষয় টা বুঝতে পেরেছেন পাকিস্তানিদের সেই অমানবিক নির্যাতন আজ ও ভুলিনি আমরা বাংলাদেশিরা clear🖤🖤
@laboniakter3250
@laboniakter3250 8 ай бұрын
সবার সামনে সাহায্য দেখিয়ে, ভারত পেছনে আমাদের বাশ দিয়েছে
@yasinarafat6502
@yasinarafat6502 Жыл бұрын
আছে ভাইজান এখনো অনেক পাকিস্তানি বাংলাদেশে বসবাস করে কিন্তু তাদেরকে সবাই বিহারী নামে চিনে।
@norsingdi1600
@norsingdi1600 Жыл бұрын
আচ্ছা বিহার যেনো কোথায়? পাকিস্তান নাকি ইন্ডিয়াতে? এসব উটভট গাঁজাখুরি কথা শুনলে ইন্ডিয়ার বিহারিরা আপনাকে জুতা পেটা করবে। বিহার ইন্ডিয়ার একটা রাজ্য যেটা পশ্চিমবঙ্গ লাগোয়া। উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একটা সময় বাংলা নামে পরিচিত ছিল আর সিরাজ-উদ-দৌলা ছিল এখানকার শাসক বা নবাব। যদিও বর্তমানে বিহার বাংলা থেকে আলাদা হয়ে বিহার নামের পৃথক রাজ্যে পরিণত হয়েছে। অথচ কিছু মূর্খচোদা বাঙ্গালি এখনো ভাবে বিহার বোধয় পাকিস্তানের অংশ। এসব আহাম্মক মূর্খ বাঙ্গালি আবার চেতনা আর ইতিহাসের বয়ান চুদায়। মূর্খচোদাদের জেনে রাখা উচিত বিহারের জনগোষ্ঠীকে বিহারি বলা হয় আর তাদের ভাষাও অসংখ্য। আর এই অসংখ্য ভাষাসমূহের মধ্যে অন্যতম হিন্দি-উর্দু। বিহারের মুসলিমদের ভাষা মূলত উর্দু। ১৯৪৭ সালে বাংলাকে (বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল ও বর্তমান বাংলাদেশ নিয়ে পূর্ণ বাংলা) ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে না দিয়ে আলাদা রাষ্ট্র গঠনের সুপারিশ করা হয় কিন্তু তা পরবর্তী সময়ে হিন্দুত্ববাদীদের বিরোধীতায় এই প্রস্তাব বাতিল করা হয়। তারপর অবিভক্ত বাংলার জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিগণ উপায়ান্তর না দেখে পাকিস্তানে যোগ দিতে চাইলে ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাকে পাকিস্তানের সাথে একত্রীকরণ করতে বাঁধা দেয়ার জন্য শুরু করে ভয়ঙ্কর দাঙ্গা যা শুরু হয় বিহার থেকে। বিহারে থাকা মুসলিমদের উপর শুরু করে ভয়ঙ্কর গণহত্যা। তারপর শুরু করে দ্যা গ্রেট কলকাতা কিলিং। এখানেও মুসলিমদের কচুকাটা করা হয়। এসবের মাঝে নোয়াখালিতেও শুরু হয় দাঙ্গা যদিও এখানে আবার হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় মারটা গিয়েছে হিন্দুদের উপর দিয়ে। এই দাঙ্গার পরেই মূলত বাংলা ভাগের রূপরেখা টানা হয়। বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যায় পাকিস্তানে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ যায় ইন্ডিয়াতে। আর এই দাঙ্গার ফলে বাংলা ভাগ হয় ১৯৪৭ সালে। তখন বিহার ও পশ্চিমবঙ্গ থেকে লাখো মুসলিম চলে আসে বর্তমান বাংলাদেশে আর উচ্চবর্ণের হিন্দুরা বাংলাদেশ থেকে চলে যায় ইন্ডিয়াতে। ১৯৪৭ সালে মার খাওয়া বিহারি জনগোষ্ঠীকে আজকে চিত্রিত করা হয় পাকিস্তানি বলে। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে গিয়ে বিহারিদের জিজ্ঞেস করেন তারাই বলে দিবে তাদের পূর্বপুরুষের ভিটা কোথায় ছিল।
@rafsunhossain5443
@rafsunhossain5443 Жыл бұрын
india ki porimane chalaki krse vbteo prba na.indiar main fact iccha chilo hydrabad er moto add kore neya kintu tara eta directly prchilo na karon,7 sisters emn holey hat chars hoye jabe as oi tym e onk militant grp chilo regional.jara 7 sisters k vag krte chay ekhono emn militant group ache tai voye india ekhno shahosh pacche na,tai mv er kahini ekdm accurate,ami eta niye prochurr porashuna korechi amr regular study er sthe sthe
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Sajal Aly & Bilal Abbas Khan | Whisper Challenge | Khel Khel Mein | FUCHSIA
12:29
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
0:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 4,9 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 4,3 МЛН