Рет қаралды 638
কিশোরকুমার ও লীনা চন্দ্রভারকরের বিবাহের ঘটনা। Married story of Kishor Kumar And Leena Chandavarkar
#kishorekumar #biography #jibonpanji
কালিম্পং-এ ভারতীয় জওয়ানদের জন্য অনুষ্ঠান করতে গিয়েছিলেন কিশোরকুমার। সেখানেই প্রথম দেখা হল লীনা চন্দ্রভারকরের সঙ্গে। লীনা দেবী গিয়েছিলেন মন কা মীত ছবির শুটিংয়ে। কিশোরকুমার গান গাইবেন শুনে নেহাতই কৌতুহলবশে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ছোটবেলা থেকেই কিশোরের ভক্ত ছিলেন লীনা। তাই কিশোরকুমারকে কে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি। তবে তখন কিশোরকুমারকে বিয়ে করার কথা তিনি স্বপ্নেও ভাবেননি। কেন না তখন তিনি প্রায় সদ্য স্বামীহারা। লীনার বাবা খুব আশা করে তাঁর বিয়ে দিয়েছিলেন গোয়ার মুখ্যমন্ত্রীর ছেলে সিদ্ধার্থ বান্দোকারের সঙ্গে। কিন্তু বিয়ের দশ দিনের মধ্যেই খুন হলেন সিদ্ধার্থ। খুব স্বাভাবিকভাবেই লীনার জীবনে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল। দুঃস্বপ্নের স্মৃতিটাকে ভোলার জন্যই তিনি আবার ফিরে এসেছেন সিনেমা জগতে।কালিম্পং-এ কিশোরকুমার তাঁকে দেখে প্রায় কিছুই বলেননি। সম্পূর্ণ কাহিনীটা শুনতে ভিডিওটি পুরো দেখুন। এবং সঙ্গে থাকুন।
Jibonpanji youtube চ্যানেল এ আপনাদের স্বাগত জানাই। আপনাদের এই চ্যানেল এ দেশ বিদেশ এর বিভিন্ন জ্ঞানী গুণী ও বিখ্যাত ব্যাক্তিদের ছোটবেলার জীবন ও তাঁদের জীবন কাহিনী আপনাদের সামনে গল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের পাশে থাকুন ও ভালো থাকুন। নমস্কার ।
your Queries:
কিশোরকুমার কেমন মানুষ ছিলেন?
লিনা চন্দ্রভারকর কে ছিলেন?
কিশোর কুমারের স্ত্রী দের নাম কি ?
लीना चन्दावरकर का जन्म कब हुआ था?
किशोर कुमार ने लीना से शादी क्यों की?
लीना चंदावरकर के पहले पति कौन थे?
किशोर कुमार पत्नी
#কিশোরকুমার #biography #LeenaChandavarkar