Рет қаралды 5
আবার একটি বছর পেরিয়ে এলাম.. এত গুলো দিন আর এত গুলো লোক আশেপাশে.. তাদের নিয়ে কি যে লিখব বা বা কি যে লিখি? এবারে আমার ই লেখা একটি কবিতা পাঠ করলাম
কি যে লিখি!!
(কলমে আমি সহেলি)
সহেলি বন্দ্যোপাধ্যায়, আমেরিকা
আচ্ছা কি লিখি বলুন তো?
আমাকে লিখতে বলা হোল..
জোর করে কিছু মানুষ হাতে কাগজ আর পেন ধরিয়ে দিলো..
বললো লেখ গল্প কথা….
নদী, পাহাড়, সমুদ্র রূপকথা.
লিখতে বসলাম বটে..
কিন্তু সব দৃশ্য ঘোলাটে..
লেপে মুছে ধুয়ে..
হয়ে গেলো একাকার..
তাই কি লিখি বলুন তো?
আসলে আমি তো আর লেখিকা না..
মাথায় ভিড় নানা মুখের ..
মানবিক অমানবিক..
কখনো আশ্রয় কখনো বহিষ্কার..
অস্তিত্বের লড়াই..
যুদ্ধ যুদ্ধ খেলায়
শানিত শাসানো তলোয়ার…
ট্রাফিক জlমে রাস্তা বন্ধ,
ভিড় ঠেলে যে এগোবেl তার ও কি আছে উপায়?
তাই যানজট মাথার ভিতর..
উল্টে পাল্টে যাচ্ছে সব
লিখব কি এ সব কথা??
তাদের কথা?
তাহলে কি যে লিখি বলুন তো?
আসলে আমি তো আর লেখিকা নl.
ছোট্টবেলা থেকে আজ
হরেক রকম মুখ..
মুখগুলোর সব আদল বদল
চেহারা কিন্তু এক..
কত রূপান্তরিত আমি..
ভাঙতে গড়তে পর্যায় ক্রমে
ক্রমশ পরিণত…
আচ্ছা, এসব কথা কি লেখা যায়?
আসলে আমি তো আর লেখিকা নl..
শেষ কালে ভাবতে ভাবতে
লেখা এগলো দু চার পাতা
চললো শুধু শব্দ গড়া শব্দ ভাঙ্গার.
বেহিসেবি বেনিয়মের
খেলা শুধু ই খেলা l
লাইন কাটা আঁকিবুকি
মেলাই পাতা হল ভারী
কাটতে কাটতে চিরতে ছিঁড়তে শেষে দেখি
পাতা শুধু ভরে গেছে..
মানুষের মুখের ভিড়ে..
মানবিক অমানবিক..
এত কিছু লিখতে গেলে
একটা পৃথিবী লেগেই যাবে..
দু চার পাতায় ধরlতে গেলে লেখিকা হওয়া কি সহজ হবে?
Copyright সহেলি বন্দ্যোপাধ্যায়, আমেরিকা
January 1, 2023
~-~~-~~~-~~-~
Please watch: "ধূ ধূ শূন্যতা.. কন্ঠ : সহেলি বন্দ্যোপাধ্যায় (USA)"
• Loneliness / emptiness...
~-~~-~~~-~~-~