ভাই বাচ্চা কবুতর নতুন খেতে শিখছে,এখন ওদের কি খেতে দিলে ওদের স্বাস্থ্য ভালো থাকবে ?
@zahidpets2802 жыл бұрын
ধন্যবাদ ভাই কমেন্টের জন্য। বাচ্চা কবুতরকে রেজা,বাজরা,কুসুম ফুলেরবীজ, তিসি তবে গরমে শুধু রেজা, বাজরাই যথেষ্ট আর যদি বুট খাওয়ানোর অভ্যাস করতে পারেন তাহলে ভাল হয়।
@zula01152 жыл бұрын
Informative
@zahidpets2802 жыл бұрын
Thanks brother. stay with me
@parisharabbani7011 ай бұрын
Amr kobutorer dim pathrw theke pore gese halka fatse kintu kichu ber hoy nai,chun lagaisi oi jaygay, ekhn dim ta dekhlam rog ashche,pray 10 diner beshi hbe dimer boyosh, ekhn ki dim ta theke baccha hbe?
@zahidpets28011 ай бұрын
হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে বাচ্চা হবে।
আচ্ছা এই নিয়ে শীঘ্রই একটা ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ
@hellohaha75352 жыл бұрын
আমার কবুতরের ডিমে পানি লেগেছে বাচ্চা হবে কি
@zahidpets2802 жыл бұрын
হ্যা ইনশাআল্লাহ হবে। যদি আল্লাহ রহমত দান করেন। সাধারণত পানি লাগলে ডিন নষ্ট হয়না। তবে বাচ্চা হওয়ার পর যদি বেশী পানিতে ডুবে যায় বা মোটামুটি লেভেলের পানি থাকলেও বাচ্চা ভিতরে মারা যায় ফলে ডিম নষ্ট হয়ে যায়।
@essamsayedemam70782 жыл бұрын
Tnx
@zahidpets2802 жыл бұрын
You are most welcome and stay with me
@mdratulalrafi6 ай бұрын
ডিম না জমলে করণীয় কি ? আপনার চ্যানেলে কি ডিম না জমলে কি করতে হবে এমন কোনো ভিডিও দেও আছে ?
@zahidpets2806 ай бұрын
পিবি ফার্টি খাওয়ান লিটারে ২ এম এল করে
@DipongkorMalo7 ай бұрын
আপনার ❤ম্যাসেঞ্জার আইডিটা দেন
@zahidpets2807 ай бұрын
এবাউটে লিংক দেওয়া আছে
@EjajUddin-g2m6 ай бұрын
ভাই আমার কবুতর ১৬ দিন হইছে ডিম পারছে এখন কি ডিম চেক দিতে পারবো রিপ্লাই প্লিজ 🙏
@zahidpets2806 ай бұрын
চেক করে দেখেন নড়ে কিনা ভিতরে। আর যদি ডিমের ভিতরে হলুদ হয়ে যায় তাহলে মারা গেছে
@mdrob85822 ай бұрын
ভাইয়া কবুতারের বাচ্চা কতদিন পরে ফোটে
@zahidpets2802 ай бұрын
১৬-১৮ দিন
@najninnaher148 Жыл бұрын
রোগ না হওয়ার কারন কি জানাবেন প্লিজ
@zahidpets280 Жыл бұрын
যদি বাবার ভ্রুণ স্ট্রং না হয়। যদি মায়ের শরীরে পুষ্টির ঘার্তি থাকে। এই ক্ষেত্রে আপনি ব্রিডিং করানোর আগে ভাইটাল এমিনো বা পিবি টনিক খাওয়াতে পারেন। ধন্যবাদ
@Romarshortsvideo-un5ioАй бұрын
বাড়িতে কি ভাবে বাচ্চা ফোটানো যাবে?
@zahidpets280Ай бұрын
ইনকিউবেটরে
@rafin-jc6jz Жыл бұрын
ভাই আমার দুইটা ছোট মাদি বাচ্চা কবুতর ছোট থেকে বড় হয়েছে। তারা নিজেদের মধ্যে জোড়া নিয়েছে এবং তারা মাঝে মাঝে মেটিং করে। এখন আমি অন্য নর কবুতর এর সাথে তাদের কাউকেই জোড়া দিতে পারছিনা। এখন কি করতে পারি?
@zahidpets280 Жыл бұрын
এক সপ্তাহ আলদা রাখেন এবং কেউ যেন কাউকে ভুলেও না দেখে। তারপর অন্য নরের খাচায় দেন ইনশাআল্লাহ জোড়া নিবে। যদি তাও না নেয় তাহলে প্রতিদিন এক বার বা দুইবার দিবেন যখন পিটবে তখন আলাদা করবেন ইনশাআল্লাহ জোড়া নিবেই।
@rafin-jc6jz Жыл бұрын
ধন্যবাদ ভাইয়া। কিন্তু গতকাল একটি মাদি কবুতর ডিম পেড়েছে। এখন কি সেটাকে অন্য নর এর সাথে জোড়া দিয়ে যাবে?
@zahidpets280 Жыл бұрын
না দরকার নাই। মিনিমাম এক সপ্তাহ রেস্ট দেন। আর এর মধ্যে প্রতিদিন একটা করে কড লিভার ওয়েল দেন।
@rafin-jc6jz Жыл бұрын
ভাই ধন্যবাদ,আপনার কথামতো কবুতরগুলোকে জোড়া দিয়েছি। একটি কবুতর ঠিকমতো জোড়া নিয়েছে। কিন্তু আরেকটি কবুতর নর মাদি প্রথমে কয়েকবার মেটিং করতেছে। কিন্তু তারপরেই নর কবুতর মাদিটিকে মারা শুরু করছে। এখন কি করবো?
@zahidpets280 Жыл бұрын
নরকে হাড়ি দিয়ে দেন আর একটা খাচায় নরকে কিছুদিন রাখেন তারপর মাদীকে দিয়েন। তবে অবশ্যই হাড়ি দিবেন এবং মাদী কবুতরটা ছেড়ে লাইট অফ করে দিবেন।
@recebsinema98022 жыл бұрын
ডিম দুটোই জমছে কিন্তু বাচ্ছা হচ্ছে একটা।আর একটার ভিতর বাচ্ছা মরে যাচ্ছে।এটার সমাধান কি?
@zahidpets2802 жыл бұрын
একটানা অনেকদিন রেস্ট না দিয়ে ডিম বাচ্চা নিলে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া অল্প বয়সে ডিম বাচ্চা নিলেও এই সমস্যা হয়ে থাকে। প্রথমত আপনি কিছুদিন রেস্ট দিন এদের। এবং এই রেস্টের মধ্যে কৃমির কোর্স করিয়ে তারপর ভাইটাল এমিনো ফরতে ভ্যাট একমি কোম্পানির একটা ভ্যাটেনারী মেডিসিন আছে সেটা খাওয়ান সপ্তাহে দুইবার এবং সপ্তাহে দুইবার ক্যালপ্লেক্স এবং জিসভ্যাট এই দুইটা মেডিসিন খাওয়াবেন। তারপর নর মাদীকে একটা একটা করে কড লিভার ওয়েল দিয়ে জোড়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুইটা বাচ্চাই ফুটবে।
@mrratul89532 жыл бұрын
Upokito holam
@zahidpets2802 жыл бұрын
ধন্যবাদ ভাই
@kmcgaming2587Ай бұрын
ভাই ডিম জমার পর লরে না
@zahidpets280Ай бұрын
অপেক্ষা করেন
@bdlegendshimul100m Жыл бұрын
ভাই আমার কবুতরের ডিমের ভিতর বাচ্চা মরে থাকে একটু বলবেন😊
@zahidpets280 Жыл бұрын
অতিরিক্ত ডিম বাচ্চা নিলে কিংবা মাদীর বয়স কম হলে কিংবা নরের ভ্রুন দূর্বল হলে মাদী শারীরিক ভাবে দূর্বল হলে কিংবা ডিমের খোসা বেশী শক্ত হলে এই সমস্যা হয়। আপনি এক লিটার পানিতে ভাইটাল এমিনো দুই এম এল মিশিয়ে সপ্তাহে তিন দিন খেতে দিন। আর কবুতর ডিম পাড়ার আগে তিন দিন একটা করে কড লিভার খাইয়ে দিয়েন। ধন্যবাদ
@MdEbrahim-j1t2 ай бұрын
ভাই আমার কবুতরের 18 দিন হওয়ার পরে একটা ডিম ফুটেছে আরেক টা ডিম ফেটেছে কিন্তু বাচ্চা টা বের হতে পারে না আমি সিজার করতে চাইছিলাম কিন্তু পচুর রক্ত আসে তাহলে করনীয় কি
@zahidpets2802 ай бұрын
রেখে দেন নিজেই বের হবে ইনশাআল্লাহ
@MdEbrahim-j1t2 ай бұрын
@@zahidpets280 ধন্যবাদ ভাই
@r....p803411 ай бұрын
আসসালামু আলাইকুম ভাই আমার কবুতর ডিম দিছে চার দিন উমও দিছে আজকে হঠাৎ করে কবুতর উরে চলে গেছে আর আসেনি এখন পুরুষ কবুতর ডিম নিয়ে বসে আছে এখন কি করনীয় বললে উপকৃত হতাম
@zahidpets28011 ай бұрын
কিছু করার নাই আর ভাই। এইটা দুই দিন পর আর তা দিবেনা।
@r....p803411 ай бұрын
@@zahidpets280 ধন্যবাদ আপনাকে
@billalgamingbd873529 күн бұрын
আমার ডিম লাইট দিয়া কিছু দেখা জাই না তাহলে কি নষ্ট
@zahidpets28028 күн бұрын
অপেক্ষায় করেন ১৮ দিন
@mrsafayatgaming9602 жыл бұрын
আমার কবুতরের দুটি ডিম থেকে বাচ্চা ফুটবে
@zahidpets2802 жыл бұрын
ইনশাআল্লাহ ফুটবে
@ahanafkhan30275 ай бұрын
ডিম পাড়ার কতদিন পরে এটা চেক করব
@zahidpets2804 ай бұрын
৪ দিন
@ahanafkhan30274 ай бұрын
আমার কবুতর ডিমে তা দেওয়ার ১৩ দিন পর আমি চেক করে দেখলাম ডিমের ভিতরের অংশ কালো হয়ে রয়েছে এখন কি সেই ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে।আশা করি খুব শীঘ্রই রিপ্লে দিবেন
@zahidpets2804 ай бұрын
শিউর না অনেক সময় নষ্ট হলেও কালো হয় আবার বাচ্চার কারণেও কালো বোঝা যায় তবে যদি একেবারেই কালো হয় তাহলে না ফুটার সম্ভাবনাই বেশী। আর শীঘ্রই রিপ্লে দিবেন এই টাইপ কথা বলবেন না। আমাদের চাকরি সংসার অনেক কিছুই আছে। ধন্যবাদ
@ahanafkhan30274 ай бұрын
@@zahidpets280 ধন্যবাদ
@kmcgaming2587Ай бұрын
আচ্ছা ভিতরে নরা চরা না করলে কি সেই ডিম নষ্ট হয়ে গেছে
@zahidpets280Ай бұрын
নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত রাখেন
@zzzitzmimosa68314 ай бұрын
ভাইয়া আমার কবুতরের ডিমের থেকে একটু বাচ্চা বের হয়ে আর বের হয় নি এর কারন কি?
@zahidpets2804 ай бұрын
দূর্বলতা প্লাস ক্যালসিয়াম এর অভাব
@esc-prime2 жыл бұрын
ভাই আমার কবুতর দুইটা ডিম পারে একটা ফুটে আরেকটা বাচ্চা ফুটে না। এর সমাধান দিবেন
@zahidpets2802 жыл бұрын
একটানা অনেকদিন রেস্ট না দিয়ে ডিম বাচ্চা নিলে এই সমস্যা হয়ে থাকে। এছাড়া অল্প বয়সে ডিম বাচ্চা নিলেও এই সমস্যা হয়ে থাকে। প্রথমত আপনি কিছুদিন রেস্ট দিন এদের। এবং এই রেস্টের মধ্যে কৃমির কোর্স করিয়ে তারপর ভাইটাল এমিনো ফরতে ভ্যাট একমি কোম্পানির একটা ভ্যাটেনারী মেডিসিন আছে সেটা খাওয়ান সপ্তাহে দুইবার এবং সপ্তাহে দুইবার ক্যালপ্লেক্স এবং জিসভ্যাট এই দুইটা মেডিসিন খাওয়াবেন। তারপর নর মাদীকে একটা একটা করে কড লিভার ওয়েল দিয়ে জোড়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দুইটা বাচ্চাই ফুটবে।
@mrratul89532 жыл бұрын
Upokito holam
@mdmubarak60129 ай бұрын
ভাই ডিমে কতদিন তা না দিলে ডিম নষ্ট হবে
@zahidpets2809 ай бұрын
ডিম জমার পর সাধারণত ৫ দিন
@AminulIslam-hx7mi8 ай бұрын
আমার কবুতর ১ টা ডিম পেরেছে রবিবারে আরেকটা পেরেছে মঙ্গলবারে, ঐ রাতেই নরটা মিসিং, শুক্রবার সকাল পর্যন্ত মাদিটা ডিম তা দিয়েছে,সকাল ৯ টার দিকে যখন ডিমে না বসলো তখন আমি ঐ ডিম গুলো ফ্রিজে রেখে দেই,রাত ৯ টায় ফ্রিজ থেকে ডিম বের করে সারারাত রাখি।শনিবারে সকাল ৮ টায় অন্য কবুতরের ডিম সরিয়ে এই ডি দেই। রীতিমত তা দিচ্ছে। এখন এই ডিম থেকে আমি বাচ্চা পাবো কিনা? জানালে উপকৃত হতাম ভাইয়া।।।