সাপাহার থেকে অটো রিসার্ভ নিয়েছিলাম পোরশা পর্যন্ত। ৫০০ টাকা নিয়েছিলো। এরপর বিকালে আবার একটা অটো নিয়েছিলাম নিয়ামতপুরের ঘুঘুডাঙা তাল সম্রাজ্য ঘুরিয়ে নওগাঁ শহরে নামিয়ে দিয়েছিলো ৭০০ টাকা দিয়েছিলাম।
@mddedarahamed1903 Жыл бұрын
ঘর গুলোকে একটু ফুল ফল দিয়ে র্ংক করলে সেই লাগবে
@vromonwala Жыл бұрын
ধন্যবাদ আপনার মতামতের জন্য। হয়তো ওরা পুরো ব্যাপারটাকে একদম র' রাখতে চেয়েছে। তাই কোন কালার করেনি।
@sumonislam4529 Жыл бұрын
ঘুরে আসলাম সেখান থেকে সব কিছু ভালো ছিলো কিন্তু খাবার মান এতোটা ভালো ছিল না। আরো ভালো করতে হবে। নিরাপত্তা আরো ভালো করতে হবে। যখন তখন অন্য মানুষ রিসোর্টে ঢুকে।
@vromonwala Жыл бұрын
ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য। আসলে প্রত্যন্ত গ্রাম এলাকা তো তাই খাবারের মান সাধারণ। আর গ্রামের লোকজন আসে। কিন্তু তাতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা মনে হয়নি।
@surjokonna1492 Жыл бұрын
Vaia eikhan e ki mango season e best,naki Ekhon jabo
@vromonwala Жыл бұрын
আমের সিজনে একরকম সুন্দর। ভরপুর আম থাকে গাছে। খুব ভালো লাগে দেখতে। এখন শীতকালে আবার অন্যরকম সুন্দর লাগবে। গ্রামে শীতকাল সবসময়ই দারুণ হয়।
@রাফিয়াজান্নাতইউটিউবচ্যানেল15 күн бұрын
এখানে কি রাতে থাকার ব্যবস্থা হবে
@vromonwala15 күн бұрын
হ্যা চাইলে আগে থেকে বুকিং দিয়ে রাতে থাকতেও পারবেন
@রাফিয়াজান্নাতইউটিউবচ্যানেল15 күн бұрын
ফ্যামিলি সহ থাকতাম
@vromonwala14 күн бұрын
@@রাফিয়াজান্নাতইউটিউবচ্যানেল ফ্যামিলি সহ থাকতে পারবেন। কোন সমস্যা নেই।
@রাফিয়াজান্নাতইউটিউবচ্যানেল14 күн бұрын
@@vromonwala ভাড়া কত
@vromonwala14 күн бұрын
@@রাফিয়াজান্নাতইউটিউবচ্যানেল মাটির কটেজগুলোর ভাড়া প্রতিদিনের জন্য ৫০০-৮০০ টাকার মধ্যে।
@sadibanna Жыл бұрын
বুকিং এর জন্য নং থাকলে দেবেন প্লিজ
@vromonwala Жыл бұрын
কুঁড়েঘর- 01311039028
@surjokonna14928 ай бұрын
Vai apni kon month e gesilen
@vromonwala8 ай бұрын
জুন মাসে গিয়েছিলাম
@mohammadshafiulahsan24394 ай бұрын
@@vromonwala গরম কি সহনীয় ছিল ?
@vromonwala4 ай бұрын
আমরা জুন মাসে আমের সিজনে গিয়েছিলাম। তখন দুপুরের সময়ে গরম সহনীয় ছিলো না। বাকি সময়ে ঠিকঠাক ছিলো।
@AliveAsib Жыл бұрын
Excessive BGM
@vromonwala Жыл бұрын
BM ki jinish bhai?
@AliveAsib Жыл бұрын
@@vromonwala Sorry BGM
@vromonwala Жыл бұрын
ও আচ্ছা। ধন্যবাদ ভাই মতামত দেয়ার জন্য 🥰। এরপর বিজিএমের ব্যাপারে আরো সতর্ক থাকবো
@SagorShorts_1M Жыл бұрын
ভাইয়া আপনি যে এই মিউজিক গুলো ব্যবহার করেন, এইগুলোতে কি কোন কপিরাইট স্ট্রাইক / ক্লেইম আসে না ? মিউজিক গুলো ভবিষ্যতের জন্য কতটুকু নিরাপদ ? প্লিজ রিপ্লাই দিয়েন ভাইয়া 💖
@vromonwala Жыл бұрын
প্রপার ক্রেডিটসহ ব্যবহার করলে সমস্যা নেই। তবে ভবিষ্যতে কখনো কোন সমস্যা হবে না, এটা জোর দিয়ে বলা যায় না। পুরোপুরি সেইফ থাকতে চাইলে অডিও লাইব্রেরির মিউজিকগুলো ব্যবহার করাই ভালো।
@nasirqatar4613 Жыл бұрын
ভাই এখানে রাস্তার পাশে জমির শতাংশ কতো করে বলার অনুরোধ করছি ধন্যবাদ?
@vromonwala Жыл бұрын
দুঃখিত এই ব্যাপারে জানা নেই। স্থানীয় কারো সাথে বা রিসোর্টের লোকজনের সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আশাকরি।
@ahsanhabib8840 Жыл бұрын
ভাই এইদিকে জমির দাম অনেক কম। রাস্তার পাশে জমি গুলো সর্বোচ্চ ৪০-৫০ হাজার টাকা শতাংশ হতে পারে। গ্রামের ভেতরে গেলে আরও কমে পাবেন😊
@abdullahnoman40917 ай бұрын
কয়েকদিন আগে গেলাম। খাবার খরচ মান অনুযায়ী একটু বেশি মনে হয়েছে ।
@vromonwala7 ай бұрын
প্রত্যন্ত একটা গ্রাম তো। তাই খাবারের মান সাধারণ। এটা মেনে নিয়েছি।
@glowdark95439 ай бұрын
ভাই ঈদের সময় কি এটা খোলা
@vromonwala9 ай бұрын
কোরবানির ঈদের কথা বলছেন? ওখানে যোগাযোগ করে দেখতে পারেন খোলা থাকবে কি না? যোগাযোগের নম্বর: 01311-039028
@k.farhadrezasopnil4425 Жыл бұрын
রিসোর্ট ভাড়া কত?
@vromonwala Жыл бұрын
খুবই কম। ২০০-৬০০ টাকা।
@JahangirAlam-mj2vi Жыл бұрын
ভাই থাকা খাবার খরচ, এবং যাতায়াতের বিস্তারিত জানান
@vromonwala Жыл бұрын
থাকার খরচ বেশ কম। দুইজনের জন্য কটেজের ভাড়া ২০০ টাকা। আমরা ৪ জন ছিলাম। ওদের সবচেয়ে বড় কটেজটা নিয়েছিলাম। সেটার ভাড়া ছিলো ৬০০ টাকা। খাবার খরচ নির্ভর করে মেন্যুর উপরে। আর আমরা ২ দিনের প্লানে গিয়েছিলাম। ঢাকা থেকে সরাসরি হানিফ বাসে সাপাহার গিয়ে প্রথমদিন সেখানে ঘুরেছি। পরদিন পোরশায় গিয়েছি। পোরশায় সরাসরি যাওয়ার বাসও আছে।
@MushyZerG Жыл бұрын
Achcha
@AnindoMaisha Жыл бұрын
ঢাকা থেকে কিভাবে যাব?
@vromonwala Жыл бұрын
আমরা ঢাকা থেকে সরাসরি নওগাঁর সাপাহারে যে বাস যায়, সেটায় গিয়েছিলাম। সাপাহার ঘুরে পরে পোরশার এই রিসোর্টে গিয়েছিলাম। এর আগের পর্বটা দেখলে ধারণা পাবেন।
@abdullahnoman40917 ай бұрын
খাওয়ার খরচ তিনবেলা ৪০০ করে। কিছুটা বেশি মনে হয়েছে তুলনামূলক।
@princeprincess58232 ай бұрын
ঠিকানা ও নাম্বার দেন না কেনো??
@vromonwala2 ай бұрын
লোকেশনের ব্যাপারে ভিডিওতে বিস্তারিত বলেছি। ফোন নম্বর: 01311039028
@hridoymozumdarsabbir1452 Жыл бұрын
কুড়িঘর ম্যাংগো রিসোর্ট এর নাম্বার টা দেওয়া জাবে
@vromonwala Жыл бұрын
+8801311039028
@MushyZerG Жыл бұрын
Bharai to bollen na. Video dekhe ki laab hoilo
@vromonwala Жыл бұрын
ভাড়ার ব্যাপারগুলো ইচ্ছা করেই এভয়েড করি। কারণ এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। বর্তমানে কটেজ ভাড়া আকারভেদে ২০০-৬০০ টাকা।