গত সপ্তাহে গিয়েছিলাম। অভিজ্ঞতা খুবই বাজে। আমরা যেদিন যাই তার আগের রাতেই ওনাদের কনফার্ম করে রাখছিলাম এবং সকালের নাস্তার কথাও বলে রাখছিলাম। নাস্তা দেয়ার কথা ছিল খিচুড়ি, ভর্তা, ডিম ভাজা কিন্তু আমাদের দেয়া হয়েছিল ভাত,ডাল,আলু ভর্তা। রাতের মেনুতে বলছিলাম দেশি মুরগী করতে সাথে ডাল আর সব্জি। মূল্য ছিল জনপ্রতি ২৫০ টাকা। কিন্তু আমাদের না জানিয়ে রাতে দিছে শুধু ভাত আর লবন মসলা ছাড়া আধাকাচা গরুর গোসত। কোন ডাল/ সবজি কিছুই দেয় নাই। ভাই বিশ্বাস করেন অর্ধেকের বেশি খাবার আমরা ফেলে দিছি। এতো পরিমান বাজে রান্না ছিলো। পরেরদিন আমরা চেকআউটের সময় বিল করতে বললে অমিত ভাই আমাদের ১৩০০ টাকার বিল ধরাইয়া দিলো।ওনাকে বললাম খাবারের কথা কিন্তু উনি কোনরকাম অনুশোচনা বা আফসোস কিছুই করলো না অথচ খাবারের দাম রাখলো সম্পূর্ণ প্যাকেজের দামে। এইটা কি একধরনের প্রতারণা হইলো না? আমি আমার পরিচিত সবাইকে এই রিসোর্টে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছি।
@toysvlogs6 ай бұрын
ধন্যবাদ ভাই আপনাকে এধরনের অভিজ্ঞতা তুলে ধরার জন্য। প্রথম যখন এই জায়গাটি আলোচনায় আসে তখন আমি জরুরি কিছু এসাইনমেন্ট বাদ দিয়ে ৬০ কিলোমিটার দূর থেকে এটা দেখার জন্য গিয়েছিলাম। কিন্তু প্রথমেই তাদের বিহেভিয়ার দেখছি, অপেশাদার। তারপরও দর্শকদের মাঝে তুলে ধরেছিলাম ভিডিওটি। যদি তাদের কাজে লাগে। অভিজ্ঞতার দ্বারা উন্নতি ঘটে সেবার। মর্মাহত হলাম।