নমস্কার। রান্নাটা দেখলাম। আমি বাইরে থাকি। বিদেশে নয় বাংলার বাইরে। আমার দিদিমা এভাবেই রান্না করতেন। তবে মুসুর ডাল বেটে এভাবে খাইনি কখনও। রান্না দেখে মুখে জল চলে এলো নাকে গন্ধও চলে এলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি। রান্নাটা করতেই হবে। তবে একটু যোগাড়ের ব্যাপার আছে। কুইন অফ্ দ্য রেসিপি কুমড়োর ডগা খুঁজতে হবে আর মিষ্টি আলু। 🙏🙏🙏 হিমাচল প্রদেশ থেকে।
@sangramghosh38466 ай бұрын
সপ্তর্ষি, তুমি কিন্তু দিনকে দিন ভালো কথকঠাকুর হয়ে উঠছো, অসাধারণ😊
@BongEatsBangla6 ай бұрын
হাঃ হাঃ, থ্যাংক ইউ।
@tasnovajahan15316 ай бұрын
Ahhh...your voice!!❤❤❤❤love it!
@Rifaislam15 ай бұрын
আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে
@shakilanishat62766 ай бұрын
গড়িয়া হাটের শাড়ির দোকান এর মত,❤❤উফফ,,,,বাংলাদেশে থেকে দেখছি।
@shakilasume58545 ай бұрын
তোমাদের রান্নার অপেক্ষায় থাকি।বাংলাদেশ থেকে দেখছি। দারুণ সব রেসিপি।
@tanwi29896SB6 ай бұрын
আমি বাড়িতে রান্না সেরকম করি না... এত সবজি কেটে তো নয় এই...কিন্তু আপনাদের অসাধারণ Video-graphy এবং Narration এর জন্য প্রতি টা video দেখি... আপনারা অতুলনীয় ❤
অমৃত তুল্য খাদ্যপ্রনালি ...আপনাদের হেসেলে, আপনাদের চিত্রগ্রহণে আর বলার পরিবেশনে আরো খানিকটা স্বাদ বাড়িয়ে তোলে। অপেক্ষায় রইলাম আমি আর আমার হেসেল আরো অনেক স্মৃতিতে মোড়ানো রেসিপির জন্য। ধন্যবাদ।😊
@aloktaishika8936 ай бұрын
অন্য চ্যানেলে রেসিপি দেখা শেষ....ধারাবিবরণী শুনতে আবার আসলাম এই রোজকার মানডেন রান্নাগুলি ধারাবিবরণীর গুনে অনন্য হয়ে যায় কাটারিভোগ চাল আমাদের খুব প্রিয়...এখানে নাজিরশাইল বলে একটা চাল আমরা খাই প্রায় কাটারিভোগের মত দেখতে কিন্তু ওই এ্যরোমাটা নেই ঢাকা বাংলাদেশ থেকে বং ইটস চ্যানেলের জন্য ভালোবাসা রইল
@creativezonebyarnabi6 ай бұрын
আমার দিদিমার হাতের এই রান্নাটি ছিল অসাধারণ। এখন কুমড়োর ডগা রান্না হয় পাঁচমেশালি তরকারি হিসেবে।কিন্তু ডাল দিয়ে এই রান্নাটি ভুলেই গিয়েছিলাম। এত দিন পর মনে করানোর জন্য অনেক ধন্যবাদ। আর এত সাবলীল রান্নার ধারা বিবরণীর জন্য মনে হয় রান্না গুলো বারংবার দেখি। অনেক ধন্যবাদ।
@laboniakter5596 ай бұрын
অসাধারণ ❤❤,,,,দাদা তোমাদের এই রান্নার কড়াই টা কিসের আর কোথা থেকে কিনছো? প্লিজ বলো
@sadiaabdullahmithi77846 ай бұрын
রান্নাটা দারুণ, কিন্তু একই রান্নায় সরিষার তেল আর ঘি ব্যবহার করলে কোনোটার ফ্লেভারই ঠিকমতো আসে না। তাই যেকোনো একটি ব্যবহার করা ভালো।
@susmitabanerjee72775 ай бұрын
খুব সুন্দর আসে flavour. গাওয়া ঘিতে সম্পূর্ণ রান্নাটি করার যূগ চলে গেছে। তাই তেল ( সাদা/ সর্ষের তেল ) আর ঘি মিলিয়েই রান্না করা হয়ে থাকে বেশিরভাগ নিরামিষ সব্জি তো বটেই, কালিয়া, কোপ্তা, কোর্মা, কাবাব, তন্দুরি র মতো আমিষ পদ গুলোতেও। যে কোন মাছ, মাংসের মোগলাই রান্নায় সর্ষের তেল আর গাওয়া ঘি একসাথে ব্যাবহার হয়। কাবাব , তন্দুরি র marination সর্ষের তেলেই উৎকৃষ্ট রকম হয়। একদম রেস্টুরেন্টের মতো। সর্ষের তেল দিয়ে মেখে রাখলেও সেঁকতে হয় গাওয়া ঘিতে বা মাখনে। কোনো flavour সমস্যা হয় না কিন্তু। তাছাড়া তরকারি ইত্যাদিতে গাওয়া ঘি দিতে হয় ঠিক নামানোর আগে। যখন পুরো রান্নাটা হয়ে গেছে সর্ষের তেল দিয়ে। ৩১ বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা দিয়েই বললাম। বিয়ের আগে আমিও একদম আনাড়ি ই ছিলাম। রান্না সম্পর্কে ন্যুনতম জ্ঞান / ধারণাও সঙ্গে নিয়ে সংসার জীবন শুরু করি নি। করতে করতে হয়ে গেছে। আপনিও এই পদ্ধতিতে রান্নাটি করে দেখবেন, হলফ করে বলতে পারি, খুব ভালো খাবেন।
@sahinipatra20586 ай бұрын
এই রেসিপি টা আমার বাড়িতে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে হয়।।।তবে ডাল বাটা টা বেশ ইউনিক লাগছে।।।অবশ্যই ট্রাই করে দেখবো।❤
@ronyakter28075 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি। রান্না দেখেই খেতে ইচ্ছে করছে আর আমি অবশ্যই রান্নাটা তৈরি করে খাব ইনশাআল্লাহ!
@rima..916 ай бұрын
কুমড়োর সাথে কুমড়োর ডগা খায় না, মা আর বাচ্চা এক সাথে খাওয়া হয় যায়...আগেকার দিনের প্রচলিত কথা😊
@mdrupantar67686 ай бұрын
আমার মাও তাই বলে।
@paprighosh16186 ай бұрын
কিন্তু আমার মা বলে লাউ ডগা এর সাথে কুমড়ো দেয় না
@sonalisarkar33155 ай бұрын
Right
@sabnamyasmin91095 ай бұрын
আমিও শুনেছি ❤
@alaminatakipatialamin25105 ай бұрын
যতসব কুসংস্কার
@aparupamondal74064 ай бұрын
বাঙালি রান্না নিজেই এক আশ্চর্য ভেলকি ❤😃
@HomemadeTasteBD6 ай бұрын
আপনাদের কথা বলার ধরণ,রেসিপির উপস্থাপনা সব কিছু মিলিয়ে দেখতে খুব ভালো লাগে🙂
@JJJ-qc2ff5 ай бұрын
আপনাদের রান্নার ভিডিও সামনে আসলে কখনও মিস করিনা যেমন সুন্দর আপনাদের রান্না তেমন আপনার কথা বলা। কথায় রান্নায় কি অসাধারণ বাঙ্গালীয়ানা দেখে মন ভরে যায়। ভালো থাকবেন আপনারা। লিখছি বাংলাদেশ থেকে।
@chrisirfan43436 ай бұрын
These aren’t just any recipes, these are just art Lots of good-wishes for you guys to keep on this amazing work ❤
@dishita_shorts6 ай бұрын
Oshadharon! Chochori, ghant, ghonto, panch mishali, labda, niramish khabarer sombhar ache bangali rannay❤ onek dhonnobad ei post tar jonno
@susmitabanerjee72775 ай бұрын
বেশ ভালো লাগলো। আমিও করি অবশ্য। আমার বারান্দায় টবে কুমড়ো লতা ফনফনিয়ে উঠেছে।
@pujahalder6633 ай бұрын
এতো সুন্দর স্ক্রিপ্ট আর রান্নার খুটিনাটি টিপস!কি দারুন উপস্থাপনা আপনাদের🌻
@champakalimajumder49856 ай бұрын
Insiya’s knife skills is fascinating and quite therapeutic . The Bangla voiceover is so full of dauntless Bengali gyan given with charismatic aplomb,such fun and full of youthful exuberance. Shall try the masoor daal trick for sure, it sounds magical, and am sure, will taste divine.
Beautiful voiceover ❤ Khub shundor hoyeche script ta
@aeyshahome82615 ай бұрын
সবজি কাটাগুলো আমার অনেক ভালো লেগেছে রান্না তো অসাধারণ হয়েছে ❤❤❤
@paragdutta78086 ай бұрын
লস্ট এন্ড রিয়ার রেসিপি র দেখানোর ধরণ খুব ভালো লাগে আর আজ আপনাদেরটা দেখেও সমান আনন্দ হলো। সম্পূর্ণ আলাদা উপস্থাপনা কিন্তু ছোট ছোট টিপস এর সাথে খুব আর্টিস্টিক ভাবে দেখানো ভাবাই যায়না। 👌👌👌👌👌👌
আমার মা কুমড়ো ডগা দিয়ে মোটর ডাল আর কুমড়ো ডগার সরষে চচ্চড়ি বানায় 😋....... আমি এই recipe টা মাকে বানিয়ে খাওয়াবো 😊
@shakilasume58545 ай бұрын
রান্নার সাথে তথ্য গুলো মনযোগ দিয়ে শুনি।শুভকামনা রইল দুজনার জন্য।
@MiliEasmensCooking5 ай бұрын
বাংলাদেশ থেকে দেখে নিলাম কুমড়োর ডগা৷ রেসিপি অসাধারণ হয়েছে ❤❤
@abhipshaduttasrot6 ай бұрын
স্ক্রিপ্টটা যে কি অদ্ভুত সুন্দর লেখো সপ্তর্ষি দা ❤❤❤ বাংলা চ্যানেলটা ভালোবাসা হয়ে গেছে এখন। উফফফ ❤❤❤ প্রত্যেকটা রান্না অনবদ্য ভাবে দেখাও, শোনাও। এটা অন্যরকম experience একটা 😊❤
@taniahaniy78085 ай бұрын
দারুণ হয়েছে ভিডিও টা দেখে খেতে ইচ্ছা করছে।
@DrGopaDas6 ай бұрын
Durdanto hoyeche...ei soptahe chutir din dekhe try korbo vabchi...Tulsibhog Tao onek Ta erkm ... recently Try korlam...Otao Dinajpur er...
@samirdutta455 ай бұрын
Apnader gariahat e dokan ta kothay ektu bolben please
@BongEatsBangla5 ай бұрын
Eta Amar Khamar er dokan, 'Annaja', 21B Hindustan Road. Google Maps er link description box e peye jabe.
@SamiyaAkter-jb9eg6 ай бұрын
বাংলাদেশ থেকে বলছি কুমড়োর ডগা আমার ওনাকে পছন্দ এইভাবে তো আর ভালো লাগে
@Isratjahan-dw4gw5 ай бұрын
Thanks for sharing your recipes with us; I am from Bangladesh. Your voice over is very calming, and I am enjoying watching your videos because they sound delicious.
@krishnabhattacharya41206 ай бұрын
Ami toh Pune te thaki ekhane kumro shak kkhono dkhini bajare bikri hote..but kumro shak kumro ful er Bora khub miss kori
@debikamitra78396 ай бұрын
Darun darun…. Ranna aar sanlap dutoi💕chaaliye jao…tomaader kochurir moshla online e dilli te aaniyechhi…chaal o kinechhi 4 te different dhoriner…. Khub bhalo quality. Thank you for introducing us to Amar Khamar
@anuradhasen49196 ай бұрын
ধারা ভাষ্য এত সুন্দর ও মজার খুবই আনন্দ পেলাম
@bidishamaitra6916 ай бұрын
Eto bhalo peeler kothai paoa jabe? Ei torkari ta amaro favorite tobe dal bata diye try korbo
@Esadadavloger993 ай бұрын
আপনার রান্না অসাধারণ লাগে❤❤❤❤👌👌👍
@ছোটরাঁধুনি-ন৩স5 ай бұрын
Recipe ta onk valo hoyeche. Eirokom video r o chai suvo kamona roilo❤❤
@beautyvloggeryeasmin79405 ай бұрын
অসাধারণ ,, পুরোই বাঙালিয়ানা❤❤
@rumpabhattacharyya57275 ай бұрын
Eto Nipun , eto shundor Bhave narration , too good
@SushmitaMazumder-y6g4 ай бұрын
1st class hoyeche ranna
@moumitamondal77316 ай бұрын
ভিডিও তে রান্নাটা দেখে আমার দিদার কথা মনে পড়ে গেল ধন্যবাদ 🙏আপনাদের কে আমি বাড়িতে রান্না নিশ্চয়ই ট্যাই করব ।
@dipanandi71816 ай бұрын
Ei video gulo therapy r moto kaj kore..❤
@kolkatasmartlearner-ow1uw5 ай бұрын
khub valo recipe❤❤ khub valo video❤❤
@sugata_family_vlog5 ай бұрын
Ranna dakhe khub bhalo laglo, ebar banie dekhbo
@shabashealthykitchen42475 ай бұрын
খুব সুন্দর রান্না করেছো ❤❤❤
@Shikhashometales_05 ай бұрын
অসাধারণ সব রেসিপি 😮।❤❤
@shusmitaamin41116 ай бұрын
দুপুরে ইংরেজি ভিডিওটা দেখে অপেক্ষা করছিলাম, বাংলার জন্য। আপনাদের ধারা বিবরণী খুব ভালো লাগে।
@FarzanaDayliLife5 ай бұрын
মাশাআল্লাহ,অনেক সুন্দর রেসিপি অনেক লোভনীয়
@World.Motions5 ай бұрын
এই রান্নাটা খুবই ভালো লেগেছে
@Rexona12345 ай бұрын
সত্যিঅনেক ভালো হয়েছে শুভ কামনা রইল। ❤❤❤
@ripascorner86815 ай бұрын
এক কথায় অসাধারণ
@AditiNath12345 ай бұрын
Super 👍 0:26
@pujadey86846 ай бұрын
ভালো থাকবেন খুবই ভালো লাগলো ধন্যবাদ 🙏💐
@arunimahore95706 ай бұрын
Puro video ta montromugdho hoye dekhlam....onobodyo laglo 🎉🎉🎉
@RashidasLifesVlogs0576 ай бұрын
Wow খুবই মজাদার খাবার ❤❤❤❤❤ভীষণ ভালো লাগলো❤❤❤
@juyenaskitchen5 ай бұрын
দারুণ হয়েছে।
@rakhighoshshaw9526 ай бұрын
কি অপূর্ব একটা রান্না শিখলাম ❤
@Mou-m8j6 ай бұрын
Dada mosur Dall r bodole onno dal dewa jabe??
@chaitalichakraborty91236 ай бұрын
মটর ডাল দেওয়া যাবে
@taifrahman1635 ай бұрын
বাংলাদেশ থেকে দেখে নিলাম কুমড়োর ডগা রেসিপি চমৎকার হয়েছে আপু ❤❤💚💚👌👌
Amar Dida o maa ke dekhechi daal er bora byobohar korte. Daal bata tao nischoi darun lagbe.
@redhood57806 ай бұрын
Eta lau saag diye hoy na?
@sabujghosh60736 ай бұрын
বাহ্, বেশ রোদ ঝলমলে ভিডিও।
@CandidRecipe5 ай бұрын
হেলদি রেসিপি দারুন লাগলো❤❤
@ARPITAPAUL-r8x5 ай бұрын
Ami Raiganj ar meye....ty bol6i tulaipanji chal ar vat akbr try korben
@BongCookery6 ай бұрын
দারুন উপস্থাপনা
@shamcitoua67775 ай бұрын
অনেক মজার রেসিপি ভালো লাগলো ভাইয়া ❤
@RanjanTanushree6 ай бұрын
Darun holo Ranna ta
@atreyimukherjee47536 ай бұрын
Arsalan style chicken biryani recipe ta share korun please 🙏
@sapnasinha71555 ай бұрын
Motor daal diya jabe
@sanjuktadas56606 ай бұрын
আমি সারাদিন দেখি আপনাদের ভিডিও ♥️
@tandrabanerjee18295 ай бұрын
খুব সুন্দর হয়েছে
@TabassumTahera-u2v5 ай бұрын
কি সুন্দর রান্না❤
@MehaboobaAkthar5 ай бұрын
অসাধারণ হয়েছে রান্না ❤❤
@anindyabakshi20106 ай бұрын
মুসুরির ডাল বাটা ব্যাপারটা দারুণ। এই রবিবার করছি।
@swapnadas44425 ай бұрын
Dal bata dey Shak ranna Ami kori.besh valo hoyche tabe Amar Mone hoy bori dile aro valo hoto,kore ekber dekhte paren❤❤❤❤
@Farhana2.006 ай бұрын
দারুণ হয়েছে ❤❤❤❤
@fatemaakhter685 ай бұрын
❤❤😊❤ স্বাস্থ্যকর রেসিপি❤
@tanusreeshome62766 ай бұрын
Foron e Kalo jeera er bodole pachforon deben taste vison valo hobe
@Moms_kitchen20246 ай бұрын
খুব সুন্দর❤❤❤❤
@Dreamz-y8q6 ай бұрын
দাদা হেলেঞ্চা শাক চেনেন যদি চিনে থাকেন তবে তার একটা রেসিপি একদিন হবে নাকি
@jayantachowdhury25715 ай бұрын
Ranna ta to darunnn laglo but tomer katha gulo aro soondor laglo. Bhalo theko.
@ShohelAhamed-qo2ou5 ай бұрын
Ai recipi ta r o sohoja o ranna kora jai. R torkari ranna korta cini daower dorker nai.
@ArpitaPaul-iw5pm6 ай бұрын
এতে আদা sorshe bata দিলে আরো ভালো লাগে,, আর dal টা বোরা কোরে দিলে ভালো টেস্ট হোয়☺
@gargichaterjee6616 ай бұрын
Bangla narration tar jonnoi bose thaki ei channel e video dekhar jonno
@Villagekitchen8736 ай бұрын
বা ! খুব সুন্দর
@NayanaVlogss6 ай бұрын
This is so true that Bengali food is very similar to authentic Chinese food.
@Food_and_feelings5 ай бұрын
খুব ভালো লাগলো।
@Foodie_778236 ай бұрын
Very nice recipe 👍🎉🎉
@Jhunucooking6 ай бұрын
খুব ভালো লাগলো বন্ধু 🎉🎉❤❤🎉🎉❤
@meghaavijit6 ай бұрын
Ufff darun khelam bhujle ?amar abar ei rokom torkarir sathe dal laage na ebar ekta kotha bolo dadabhai kolkatai ashbo tomader sob mosla amar chai ami delhi te thaki. Kolkatai.aahle.dekha korte pari ki?? Reply diyo opekhaai thakbo
@sudiphalder90956 ай бұрын
Ami banai dal bata diye. Eto sobji di na. Eta try korbo.