আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারছি। আল্লাহ আমাকে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।
@aminurrahman46872 жыл бұрын
হুজুরের আলোচনা এটাই প্রমান করে যে, আগে কুরআান বুঝতে হবে এবং হাদীসকে অস্বীকার নয় বরং কুরআনের সাথে সাংঘর্ষিক এমন হাদীস পরিহার করে চলতে হবে।
@sujan7902 жыл бұрын
সঠিক বলেছেন
@nishaakter48772 жыл бұрын
এই কথাটা উনার সকল ভিডিওতে উল্লেখ করলেই হয় তাহলে কেউ তাকে হাদিস(সুন্নাহ) বিরোধী ভাবতো না।
@mahfuzurrahman9742 жыл бұрын
ঠিক্ তাই।
@nutonmiya87932 жыл бұрын
হুজুরের আলোচনাই সঠিক মনে হচ্ছে।
@prophecyenterprise9260 Жыл бұрын
কোরানের সাথে সাংঘর্ষিক হাদিস অস্বীকার করতে বিলা হয়েছে। এটা করতে গেলে আগে কোরান সম্মন্ধে জ্ঞানার্জন করতে হবে, কোরান পড়তে হবে৷ বুঝতে হবে। অমার অভিজ্ঞতা হল কোরান অর্থ বুঝে পড়লে হাদিস দরকার তেমন হবে না। মানুষ কিভাবে চলবে, কি করবে তা সবই কোরানে দেওয়া আছে। আল্লাহতালা মানুষকে যা বলার তা অহীর মাধমে জানিয়ে দিয়েছেন যা কোরান নামে লিপিবদ্ধ করা হয়েছে। শেষ অহীতে বলে দিয়েছেন এটা সম্পূর্ণ করে দেয়া হল। কোরান পড়লে আল্লাহর নির্দেশ, বিধান ছাড়াও আর যা পাওয়া যায় সেটা একমাত্র যে পড়েছে সে জানে। মুসলমানদের জন্য এটাই একমাত্র পাঠ্য গ্রন্থ। মানুষের উপর দয়া করে এই কিতাব নাজেল করেছেন যাতে মানুষ সঠিক পথে চলার নির্দেশনা পায়। একমাত্র এই গ্রন্থই পড়ার কথা, অথচ আশ্চর্যের বিষয় হল মাদ্রাসায় কোরান পড়ার চর্চা নাই। পড়ানো হয় হাদিস আর ফেকা।
@anisurrahman97763 жыл бұрын
মুহতারামের প্রতিটা কথা খুব ই যুক্তি সংগত।আল্লাহ তার উপর রহম করুন এবং তার বক্তব্য থেকে সত্য গ্রহন করার তৌফিক দিন।
@sharifulislam66593 жыл бұрын
ভাই,সালামুন আলাইকুম। তার কথাগুলো আল্লাহর কোরআন দিয়ে যাচাই করে তারপর তাকে মুল্যায়ন করুন। ৯ঃ৩১ আয়াতের অন্তরভুক্ত থেকে নিজেকে নিরাপদ রাখুন।
@sohrabhossainrtdforester8628 Жыл бұрын
@@sharifulislam6659 আপনার কথা পরিষ্কার করুন।
@mdashadullahkhan44193 жыл бұрын
আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ আয়ু ও সুস্থতা দান করুন। আমিন।
@shaikhmd.abdullah11492 жыл бұрын
আপনার বক্তব্যই ঠিক! আল্লাহ আপনাকে ও আপনার শুভচিন্তার হেফাজত করুন!🤲🤲🤲
@RamjanAli-d1e Жыл бұрын
আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। ফালতু মাওলানাদের বাজে কথায় কান দিবেন না।
@mostofakamal93123 жыл бұрын
সালামুআলাইকুম। আল্লাহতালা মাওলানা সাহেবকে নেক হায়াত দান করুক। উনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহতালা সবাইকে বুঝার তৌফিক দান করেন।
@mdnahid5562 Жыл бұрын
এই হুজুর মানুষকে বিভ্রান্ত করছে । এই হুজুরের ওয়াজ কেউ শুনবেন না । এই সব ইহুদীদের দালালদের জন্যই আলেমদের বদনাম হয় ।
@sarascraftandarts87099 ай бұрын
"সালামুআলাইকুম" আবার কী উচ্চারণ ভাই?
@mohammadalibintaher.13402 жыл бұрын
মাশা-আল্লাহ অতি উত্তম পবিত্র কুরআন মাজীদ চিরন্তন সত্য বয়ান,আল্লাহ পাক হুজুরকে সুস্হতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুক আমীন।
@mdyasin44583 жыл бұрын
আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন, হুজুর থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারি,শিক্ষতে পারি,আমিন।
@lailajhumur55862 жыл бұрын
আমিন।
@jalismahmud55392 жыл бұрын
ঐ হুজুর ভন্ড।
@mdnahid5562 Жыл бұрын
এই হুজুর মানুষকে বিভ্রান্ত করছে । এই হুজুরের ওয়াজ কেউ শুনবেন না । এই সব ইহুদীদের দালালদের জন্যই আলেমদের বদনাম হয় ।
@masudCumilla9 ай бұрын
হুজুর কোরআনের পথে থাকবেন আপনার সঙ্গে আমরা আছি
@omantelomantel56653 жыл бұрын
মাশাল্লাহ চমৎকার আলোচনা
@md.sirajulislam58883 жыл бұрын
আপনার পরামর্শ / বক্তব্যকে সঠিক বলে মনে হয়। কৃতজ্ঞতা জানাই।
@mahfuzurrahman9742 жыл бұрын
আল্লাহু আকবার! হুজুরের কথাগুলো মনের ভেতরে গেঁথে যায়।পবিত্র কুরআনের আয়াত সহ। সুবহানআল্লাহ! এটা নিশ্চয়ই আল্লাহর খাস রহমত আমার ওপর। আমাদের ওপর। প্রতিটি এপিসোড বারবার দেখি। যতো দেখি ততোই ভালো লাগে। আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খঈর।
@প্রবাসীদেরহৃদয়বাংলা3 жыл бұрын
আল্লাহ নিকট দোওয়া করি আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন। উনার সমতুল্য কোনো আলেম বাংলাদেশে নেই এত সুন্দর আলোচনা আর কারো কাছে শুনিনি
@hawladermd.lakitullah42316 ай бұрын
এত সুন্দর তাফসীর এর আগে কখনো শুনিনি। হুযুর খুবই জ্ঞানী মানুষ। আল্লাহ নেক হায়াত দান করুন,
হুজুরের তাফসির আমার খুব ভালো লাগে । আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কে বেশি বেশি হেদায়েত করেন আমীন।
@SyedAzrafAli9 ай бұрын
আল্লাহর কোরআনের কোন বিকল্প নেই,একমাত্র কুরআনই হচ্ছে আমাদের মুক্তির পথ আল্লাহ পাক হুজুরকে হায়াতে তাইয়েবা দান করুন এবং কুরআনকে আরো বেশি বেশি প্রচার করার তৌফিক দান করুন আমীন।
@drkaium3533 жыл бұрын
অসাধারন আলোচনা। কোরান আআল্লাহর বানি, এতে কোন ভুল নেই, কিন্তু হাদিস মানুষ রচিত এতে ভুল থাকতে ও পারে।
@uddinkabir68103 жыл бұрын
হাদিস মানুষ রচিত এটা বলা ঠিক নয়।কোরানে যা কিছু আছে নবি সা তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। সেটাই হল হাদিস।হাদিস সাহাবিরা মুখস্থ রেখেছেন। আর মুখস্থ জিনিস কিছুটা বিকৃত হবে এটাই স্বাভাবিক।অন্যদিকে হাদিস হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাই কোরান দিয়ে যাচাই করতে হাদিস টা সহিহ কি না।
@drkaium3533 жыл бұрын
@@uddinkabir6810 কেন ভাই বুখারি মুসলিম তিরমিজি তিনারা কি মানুষ নন হাদিস সংগ্রহ লিপিবদ্ধ তো উনারাই করেছিলেন আর সেগুলো তো ভুলে ভরা। বেশিরভাগ হাদীসেরই কুরআনের সঙ্গে কোনো মিল নেই। আর যখন আমরা কোরান এই সব পেয়ে যাচ্ছি তখন হাদিস সঙ্গে মিলানো । যার কোনো যুক্তি হয়না।
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,, পবিত্র কোরআন মজিদ তাফসির শোনার তৌফিক দান করেছেন,,, হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,
@mofajjalhossain57093 жыл бұрын
This is the real explanation regrading Hadith. Many many thanks.
@zakariakamal3 жыл бұрын
May Allah bless you
@ShibirJagannathpurUpazila3 жыл бұрын
আল্লাহ সবাইকে বুজার তাওফিক দিন। আমিন
@belal798 Жыл бұрын
ইনশাল্লাহ হুজুরের জন্য দোয়া করি কারণ হুজুর কোরআন গবেষণা করে অনেকটা লাইনে এসেছে আশা করি যারা জালেম আলেম এরা যদি বুঝতে পারে খুব তাড়াতাড়ি আলেম হয়ে যাবে
@MdMaziburRahman-p3b6 ай бұрын
লাইন ছাড়া কোরআন ছাড়া কবে কি বলেছেন?প্রমান সহ বলুন না হয় পন্ডিতি বাদ দিন।
@mdabdulwares32312 жыл бұрын
ধন্যবাদ - কুরআন একটি বিধান যা মানুষের জন্য যথেষ্ট।
@SarafatShikder5 ай бұрын
হুজুরের আলোচনা ৩বছর শুনি। পতিটা কথা সঠিক। রাতে হুজুরের আলোচনা না শুনলে আমার ঘুম আসে না।
@mahbubr.82183 жыл бұрын
সালামুন আ'লাইকুম! মাশাআল্লাহ! পবিত্র ক্বুরআনের মাধ্যমে হাদীসের যথার্থতা ও সঠিকতা নিরূপণ এবং অনুসরণের আহ্বান সম্পূর্ণ বৈজ্ঞানিক ও অসাধারণ! পবিত্র ক্বুরআনুল কারীমের যথাযথ উপস্থাপনার জন্য মহান আল্লাহ রাব্বুল অ্বালামীন আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
@গ্রামেরজীবন-প৮শ Жыл бұрын
আহলে কোরআনদের সালাম কেন সালাম হবে আসসালামু আলাইকুম
@opalbuildersltd6783 Жыл бұрын
আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন, - কুরআন একটি বিধান যা মানুষের জন্য যথেষ্ট।কোরান আআল্লাহর বানি, এতে কোন ভুল নেই, কিন্তু হাদিস মানুষ রচিত এতে ভুল থাকতেও পারে।
@horizonsky81893 жыл бұрын
My dearest person, may Allah give him a blessed life.
@md.zakariazakaria95972 жыл бұрын
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমীন।
@nevy302 жыл бұрын
My beloved shaikh, ya Allah grant him good health and long life Amen, I love you for the sake of Allah.
@banglatube39153 жыл бұрын
এই হুজুর সঠিক বলেছেন,,,,,
@AyubAli-cn2kv2 жыл бұрын
হে অাল্লাহ তুমি এই মওলানাকে সুন্দর তাফসির করার জন্য নেক হায়াত দান করুন।
একদম সঠিক কথা! ❤❤❤❤ অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য।
@abdussalam-vd6qt2 жыл бұрын
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
@motuthapa72513 жыл бұрын
আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন আমীন।
@mdashrafulalam51242 жыл бұрын
100 ভাগ সঠিক আলোচনা।
@rayisaislam33752 жыл бұрын
আল্লাহু আকবার,,
@abuelias82826 ай бұрын
আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন।
@motaherhossain15433 ай бұрын
Alhamdulillah onk valo alochona
@lutfurhak9738 Жыл бұрын
মহা অগুরুত্বপূর্ণ ওয়াজ
@mdabdulwares32312 жыл бұрын
ধন্যবাদ - অতি উত্তম কথা।
@begumshahnaz3538 Жыл бұрын
আমার খুব পছন্দ হয়েছে হুজুরের কথা
@nayeem-ul-azam39642 жыл бұрын
হুজুর সাহসী একজন মানুষ। তার বক্তব্য থেকে অনেক প্রশ্নের পরিস্কার ধারনা পেয়েছি বিশেষ করে কবর আজাব ত পরকাল সংক্রান্ত বিষয়ে।
@bdbadshabadsha33483 жыл бұрын
আল্লাহ তায়ালাই ভাল জানেন।
@mdyasin44583 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@sufyanchaudhry8875 Жыл бұрын
সত্যের মালিক আল্লহ তাই সত্যে চির সত্যো হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করুক ,সত্য সঠিক বোঝানোর জন্য
@nooraalamsikder32472 жыл бұрын
চমৎকার কথা
@Sharifmiah19893 жыл бұрын
মাশাল্লাহ্
@sabrinaafroze9824 Жыл бұрын
Right sir.
@mdazadali93143 жыл бұрын
Exactly Right explanation
@Loveland-ih8bv Жыл бұрын
মাওলানা সাথে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা প্রচার করার জন্য তারপর মনে হয় তার ভিতর কিছু ভুল ত্রুটি আছে তাকে আমি শ্রদ্ধা করি এজন্য ইসলামের ইতিহাস জানে
@salimuddin41252 жыл бұрын
হে যুবকেরা এসো আল কোরআনের পথে। সেলিম হাক্কানী।
@feelingislamabdullah62603 жыл бұрын
Mah Shaa Allah ما شاء الله love From..🏠🏡 Bangladesh Dhaka. Mirpur11....❤❤🇧🇩🇧🇩
@mostofaanowarhossain16762 жыл бұрын
Assal@m,thanks many, many for telling the truth straightly without hesitation.May Allah bliss upon inthis life and in life in the next life.
@mdalaminhasan5876 Жыл бұрын
সুবহানাল্লাহ ❤️
@MdKhalek-g1r8 ай бұрын
Alhamdulliah/subhanallah/amin.
@awlad-zi8rf2 жыл бұрын
We are very proud for your islamic Right information from Al Quran may you be live longer of life
@tofazzalhossain61519 ай бұрын
Alhamdulillah. Asalamualaikum woa Rahmatullah woa Barakatuhu. May ALLAH Bless to Hujir.and May ALLAH Bless to all of Muslim Ummah. AMEEN
@learnspokenenglishwithshak31153 жыл бұрын
আপনার মত সব আলেম সমাজে হইলে, দলে দলে বিভক্ত না করলে আজকে মুসলিমরা পৃথিবীর সেরা জাতি হিসেবে আবারো রাজত্ব করতো। আমরা কোরান থেকে বহু দূরে যত মারামারির হাদিস নিয়া আজকে দলে দলে, গালিগালিতে ব্যস্ত
@nurunnahar29642 жыл бұрын
You are 100./.It is the main reason for divisions feuds in Muslims.Slowly we have dissociated us from the book of Allah swt Koran believing man written different Hadis. May Allah swt bless us with wisdom to know that Qoran n only Qoran is the book for our salvation.
@zaberedu.59308 ай бұрын
আমরা নিজেরা পড়ি না, পড়লে বিশ্বাস করি না, বিশ্বাস করলেও অনুসরণ/অনুশীলন বা আমল করি না। আমারা জীবনের শুরুতেই কোনো না কোনো মতাদর্শের অনুসারী হয়ে যায়। তারপর সত্য অনুসন্ধান না করে সেই মতাদর্শের পক্ষ এবং বিপক্ষের যুক্তিগুলির অনুসন্ধান করি এটাই বিভক্তির মূল কারণ।
@mohammednazmulhasan69938 ай бұрын
Thanks for your lecture
@shaukautfiroz57622 жыл бұрын
zonab aponake dhonnobad
@younusmeya8846 Жыл бұрын
মাসু আ allh
@MDJoinal-n4q3 ай бұрын
Sir knowledge very good sir carry on
@sheikhshamim1982 Жыл бұрын
আপনি 100% যথার্থ বলেছেন।
@mdsumonmiabussnice41993 жыл бұрын
ধন্যবাদ
@mohammaduddin20182 жыл бұрын
Mashallah Subahanallah Alhamdulillah Nice explanation Nice lecture Nice tafseer May Allah guide us about this tafseer. Jazakallah khair
@awlad-zi8rf2 жыл бұрын
You are wealth of our muslim ummaho
@montu28832 жыл бұрын
You are right.
@misbahchowdury46092 жыл бұрын
১০০%। এদেশের গরু-ছাগল মোল্লার রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস। নবী কান্নাকাটি করলেও এ ইতিহাস মুছে যাবার নয়। এদের কবরে শুয়ে থাকা ওস্তাদরা তাদের শিখিয়েছে, "কোরআন বোঝা এত সহজ নাকি ? কোরআন কঠিন। আমরা নবীর চেয়ে বেশি বুঝবো নাকি ? হাদিসে সব আছে। হাদিস পড়লেই হবে। আমাদের কাছে চলে আসবেন। আমাদের দোকান খোলা আছে।" (আমাদের পেট চালাইতে হবে।)
@salimuddin41252 жыл бұрын
এসো সবাই কুরআনের পথে।
@salimuddin41252 жыл бұрын
বিশ্বের সকল মুসলিম এক হও, মহান নেতা সেলিম হাক্কানী।
@nazimuddin38652 жыл бұрын
Sokol muslim ak konodin hobe na.
@meskatul Жыл бұрын
Best scholar in Bangladesh
@mahbubrahman33302 жыл бұрын
Amin
@asikakhatun48853 жыл бұрын
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা... আমি পরামর্শ দেব আপনাদের চ্যানেলকে add করে ছড়িয়ে দিতে... এত গুরুত্বপূর্ণ কথা, আর view এত কম....
@@TheFalammd জি ভাই, তবুও ভাল কাজের চেষ্টা করে যাচ্ছি।
@zahirmuhammad50602 жыл бұрын
এই হুজুরের বক্তব্য আগে কখনও শুনি নাই ২১/০১/২০২১ থেকে শুরু করেছি। যত শুনছি তত অভিভূত হচ্ছি। মনে হচ্ছে ইসলামকে নতুনভাবে জানতে পারছি। মহান আল্লাহ হুজুরকে দীর্ঘায়ু দান করুন। পবিত্র কুরআনের আলোকে বক্তব্য দেয়া হুজুরের খুবই অভাব। জানতে ইচ্ছে করে এই হুজুরের দ্বারা কোন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হয়ে থাকলে কোথায়?
@salimuddin41252 жыл бұрын
আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই।
@abdulhannan69312 жыл бұрын
শ্রদ্ধের হুজুর আপনার তাফসীর ভালো লাগে। আমার অনুরোধ বতর্মান প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলেন। আমাদের করণীয় কি?
@ruhulaminamin98352 жыл бұрын
একজন মানুষ কিভাবে অন্য আরেকজন মানুষকে ভাল / মন্দ বলতে পারেন? একমাত্র আল্লাহই পারেন তা।
@Mir-w8p10 ай бұрын
May " Allah " blessed. May " Muhammad " ( sm ) pbuh beloved. May ' Auwleia ' desciple.
@quranlimited84353 жыл бұрын
رب زدني علما
@SabbirAhmed-xz8nq8 ай бұрын
হুজুরের বক্তব্য 100% সঠিক।অনেক বড় বড় মাদ্রাসা আছে যেখানে হাদীস বিভাগ আছে অথচ তাফসীর বিভাগ বা কোরআন বিভাগ নাই।অনেক হাদীস বিশারদ আছেন তারা 40 বছর পর্য্যন্ত হাদীস পড়ান। মাঠে ময়দানে ওয়াজ করেন হাদীস উনার পুঁজি পড়ছেন হাদীস জানেন হাদীস ওয়াজ করবেন আর কি দিয়ে।উনিতো হাদীস গবেষণা করেন কোরআন গবেষণা করার উনার সময় নাই।
@Nasir_Uddin843 жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান ❤️ 🇮🇹
@AbSiddik-j1f Жыл бұрын
একজন প্রকৃতো মুসলিমের চাওয়া হবে ইসলামের পাঁচটি স্তম্ভ মানার সাথে সাথে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে সেটা মনে প্রানে চেষ্টা করা
@SarafatShikder5 ай бұрын
Right
@younusmeya8846 Жыл бұрын
❤❤❤❤😢😢
@wahidulislam31433 жыл бұрын
True
@monalisaqueen7288 ай бұрын
আমিনুর রহমান সাহেব অবশ্যই আগে কুরআনকে ভালোভাবে বুঝতে হবে। আর কুরআন বিরোধী হাদিস ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করুন। আমিন।।
@Reza-Ani3 жыл бұрын
💚
@mdziaulhaque97063 жыл бұрын
Sir ke Salam
@amiraji99812 жыл бұрын
আমাদে সটিকপত দেখিয়ে দেয়ার জন্য আপনার নেক হাযাত দান করুক
@banglatube39153 жыл бұрын
হাদিস তো ইতিহাসের বই বা নবীর জীবন বৃত্তান্ত,,,,, হাদিসকে ধর্ম গ্রন্থ হিসাবে মানা যাবো না,,,
@kausarhamed10722 жыл бұрын
তাহলে কোরআনের ব্যাক্ষা বিশ্লেষণ কোথায় পাবেন ? কোরআনে নামাজ পড়ার কথা বলেছে কিন্তু কিভাবে পড়বেন তাতো হাদিস থেকে শিক্ষেনিতে হয়
@mofajjalhossain57092 жыл бұрын
হাদিসটা যেন কুরআনের সাথে সাংঘর্ষিক না হয়, কোনটা সাংঘর্ষিক কোনটা সাংঘর্ষিক নয়, এই ব্যাপারটি একটি উদাহরণ দিয়ে বুজালে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হত।
@golammostofa92552 жыл бұрын
হাদীস আব্দুল্লাহ্ এবনে ওমর বর্ণনা করেন: রাছুল (সাঃ) মরা লাশগুলোর প্রতি উঁকি দিয়ে বলতে লাগলেন-। ঐ সময় হযরত ওমর (রাঃ) বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ্! আপনি মৃত ব্যক্তিদের সাথে কথা বলছেন? যাদের কোনো শ্রবণশক্তি নেই। নবী উত্তর দিলেন, তারা তোমাদের মতোই শ্রবণ করে কিন্তু উত্তর দেওয়ার শক্তি নেই। [হাদিছ সূত্র: বোখারী, ১ম খ. ১২ প্রকাশ, আ. হক; পৃ: ৩৫১; হামিদিয়া লাইব্রেরী কোরআন সূরা নমল ২৭:৮০ আয়াত إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاء إِذَا وَلَّوْا مُدْبِرِينَ অর্থঃ নিশ্চয়ই তুমি মৃতদেরকে শুনাতে পারবে না- অন্ধ, বধিরকেও নয়।
@মোঃইসমাইলহোসেন-ল৫ভ2 жыл бұрын
إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰي....) এখানে মৃত বলতে ঐ সকল লোকদেরকে বোঝানো হয়েছে যারা কুরআন ও হাদীসের কথা শোনার পর এর দ্বারা উপকার লাভ করতে পারে না। বরং এ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারাই হল মৃত মানুষের মত। মৃতরা যেমন শোনে না আবার দেখেও না তাদের অবস্থাও অনুরপ। সুতরাং যারা মু’মিন তারাই হিদায়াতের কথা শুনে। যেমন আল্লাহ তা‘আলা বলেন: (إِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ وَالْمَوْتٰي يَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُوْنَ) “শ্রবণ করে শুধু তারাই যারা ডাকে সাড়া দেয়। আর মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন; অতঃপর তাঁর দিকেই তারা প্রত্যাবর্তীত হবে।” আয়াত হতে শিক্ষণীয় বিষয়: ১. কুরআন পূর্ববর্তী লোকদের মতভেদের সমাধান প্রদানকারী। ২. কুরআন মু’মিনদের জন্য রহমত ও পথনির্দেশ। ৩. আল্লাহ তা‘আলা মানুষের সকল বিষয়ের মীমাংসা করে দেবেন। ৪. সর্বাবস্থায় আল্লাহ তা‘আলার ওপরই ভরসা করা উচিত। ৫. যারা সত্য দীনের কথা শোনে ও তার দ্বারা উপকার লাভ করতে পারে না তারা মূলত মৃত মানুষের শামিল।
@AnwarHossain-io1fk2 жыл бұрын
19:38 أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَٰلٍ مُّبِينٍ AsmiAA bihim waabsir yawma yatoonana lakini alththalimoona alyawma fee dalalin mubeenin কত স্পষ্টভাবে তারা শুনবে ও দেখবে সেইদিন যেদিন তারা আমাদের কাছে আসবে! কিন্তু অন্যায়কারীরা আজ স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। Surah Maryam Ayat 38
@samiulalom-1127 ай бұрын
কথা ঠিক
@mdkamrulislam9897 Жыл бұрын
৩:১০৫ وَ لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ تَفَرَّقُوۡا وَ اخۡتَلَفُوۡا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَهُمُ الۡبَیِّنٰتُ ؕ وَ اُولٰٓئِکَ لَهُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۰۵﴾ۙ و لا تکونوا کالذین تفرقوا و اختلفوا منۢ بعد ما جاءهم البینت و اولئک لهم عذاب عظیم ﴿۱۰۵﴾ۙ আর তোমরা তাদের মত হয়ো না, যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর। আর তাদের জন্যই রয়েছে কঠোর আযাব। ৬:১৫৯ اِنَّ الَّذِیۡنَ فَرَّقُوۡا دِیۡنَهُمۡ وَ کَانُوۡا شِیَعًا لَّسۡتَ مِنۡهُمۡ فِیۡ شَیۡءٍ ؕ اِنَّمَاۤ اَمۡرُهُمۡ اِلَی اللّٰهِ ثُمَّ یُنَبِّئُهُمۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿۱۵۹﴾ ان الذین فرقوا دینهم و کانوا شیعا لست منهم فی شیء انما امرهم الی الله ثم ینبئهم بما کانوا یفعلون ﴿۱۵۹﴾ নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত, তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। ৩৬:৬২ وَ لَقَدۡ اَضَلَّ مِنۡکُمۡ جِبِلًّا کَثِیۡرًا ؕ اَفَلَمۡ تَکُوۡنُوۡا تَعۡقِلُوۡنَ ﴿۶۲﴾ و لقد اضل منکم جبلا کثیرا افلم تکونوا تعقلون ﴿۶۲﴾ আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা অনুধাবন করনি? আল-বায়ান (কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেয়া সত্ত্বেও) শয়ত্বান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বুঝ না? ১৭:৭৭ سُنَّۃَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَکَ مِنۡ رُّسُلِنَا وَ لَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِیۡلًا ﴿۷۷﴾ سنۃ من قد ارسلنا قبلک من رسلنا و لا تجد لسنتنا تحویلا ﴿۷۷﴾ তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোন পরিবর্তন পাবে না। ৩৫:৪৩ اسۡتِکۡـبَارًا فِی الۡاَرۡضِ وَ مَکۡرَ السَّیِّیَٴ ؕ وَ لَا یَحِیۡقُ الۡمَکۡرُ السَّیِّیٴُ اِلَّا بِاَهۡلِهٖ ؕ فَهَلۡ یَنۡظُرُوۡنَ اِلَّا سُنَّتَ الۡاَوَّلِیۡنَ ۚ فَلَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبۡدِیۡلًا ۬ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحۡوِیۡلًا ﴿۴۳﴾ استکـبارا فی الارض و مکر السییٴ و لا یحیق المکر السییٴ الا باهلهٖ فهل ینظرون الا سنت الاولین ۚ فلن تجد لسنت الله تبدیلا ۬ۚ و لن تجد لسنت الله تحویلا ﴿۴۳﴾ যমীনে উদ্ধত আচরণ ও কূটচক্রান্তের কারণে। কিন্তু কূটচক্রান্ত কেবল তার ধারককেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের (উপর আল্লাহর) বিধানের অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনই কোন পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনই কোন ব্যতিক্রমও দেখতে পাবে না। :৩৩ঃ৩৮ مَا کَانَ عَلَی النَّبِیِّ مِنۡ حَرَجٍ فِیۡمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ؕ وَ کَانَ اَمۡرُ اللّٰهِ قَدَرًا مَّقۡدُوۡرَۨا ﴿۫ۙ۳۸﴾ ما کان علی النبی من حرج فیما فرض الله لهٗ سنۃ الله فی الذین خلوا من قبل و کان امر الله قدرا مقدورۨا ﴿۫ۙ۳۸﴾ নবীর কোন পাপ হবে না আল্লাহ তার জন্য যা নির্ধারণ* করেছেন তা করলে; পূর্বে যে সব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর নিয়ম। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী। ৪৯:১৬ قُلۡ اَتُعَلِّمُوۡنَ اللّٰهَ بِدِیۡنِکُمۡ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ وَ اللّٰهُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۶﴾ قل اتعلمون الله بدینکم و الله یعلم ما فی السموت و ما فی الارض و الله بکل شیء علیم ﴿۱۶﴾ বল, ‘তোমরা কি তোমাদের দীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে যমীনে। আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত’।
@abilasker43182 жыл бұрын
কোরআনের সাহায্যে হাদীস ব্যাখা করলে আরও দৃঢ আরও হবে। কোন বিতর্ক থাকার সম্ভবনা থাকবে না। এর মানে এই নয় আমরা শুদ্ধ হাদীসকে অস্বীকার করছি। আসলে আমাদের যদি খিচার্স বা গবেষণা সেন্টার থাকে, তবে সাধারণের বুঝার জন্য অনেক উপকার হতো।বিতর্কের নিরসন হবে। অনেক জটিল বিষয় আছে, তা এভাবে আলোচনার মাধ্যমে সহজ হবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন।
@mduzzalhossin71328 ай бұрын
আমি আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে মনে করি বাংলাদেশের সকল মসজিদে জুমার নামাজের আগে কোরআন থেকে তেলাওয়াত করে তা মানুষের মধ্যে বাংলা তরজমা করা হয় তাহলে মানুষ সহজেই বুঝতে পারবেন আমীন