নতুন আঙ্গিকে এই সঙ্গীতের সূর টা তো অসাধারণ লাগলো । সাথে সাথে সপরিবারে ভ্রমণ ও সঙ্গীত কলার প্রচার । খুবই সুন্দর । তবে , দুই দেশের একটা নির্দিষ্ট সঙ্গীতের সুরের বন্ধন ও মিলনের উদ্দেশ্য নিয়ে ভ্রমণটা হলে আরো সার্থকতা পরিপূর্ণভাবে পরিণত হতো ।
আপনি কি দোতারা বাদ্য ছেড়ে দিলেন ? বিদেশ ভ্রমণের পর থেকে একটাও ভিডিও নেই কেনো ? শরীর ও মন ঠিক আছে তো ? ভালো থাকুন , সুস্থ থাকুন , এই আশির্বাদ রইল ।
@zahidulkabir750Ай бұрын
@@AnantaKumarKundu ভিডিও দিবো অবশ্যই। অনেকগুলো পরিকল্পনা ঘুরছে মাথায়। গবেষণার কাজে বেশ ব্যস্ত ছিলাম। আপনি আমার খোঁজ নিয়েছেন এজন্য খুবই ভালো লাগলো। শরীর ও মন ভালো আছে। আপনাকে ভালোবাসা জানাচ্ছি