Рет қаралды 442
#ShillongClub#KororePiyalaKobulSuddoImane
গানঃ মিশবি যদি জাত ছেফাতে এদিন আখেরের দিনে
কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে।।
শিল্পীঃ মুন্নাফ বাউল
তবলাঃ সুজন দাদা
ঢোলঃ জাহানঙ্গীর
বাঁশিঃ সাইদুল ইসলসাম
হারমোনিতেঃ জীবন বাউল
আমরা সবাই মিলে হ্মুদ্র চেষ্টা করে এই ভিডিও ধারণ করা হয়েছে। আমাদের এই প্রচেষ্টার মাঝে কোনো ভুল ত্রুটি হয় হ্মমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের সাথেই থাকুন হয়তো ভালো লাগার কিছু আপনি পেয়ে জেতে পারেন।
ধন্যবাদ
আমার কাছে গানের কথা ছিলো তা নিন্মলিখিত দেয়া হইলোঃ-
মিশবি যদি জাত ছেফাতে এদিন আখেরের দিনে
কররে পিয়ালা কবুল শুদ্ধ ঈমানে।।
পিলে নুরের পিয়ালা খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা দেখবিরে দুই নয়নে।
ধর তরি যা পারি নুরি চিনরে সেই নুর জহরি
এহি চার পিয়ালা ভারি আছে অতি গোপনে।
ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা ফানা বাকাই কুল
এহি চার মোকামে লালন ভজ মুর্শিদ নির্জনে।।