আমরা ভারতীয় বাঙালিরা বাংলাদেশের সিনেমার কাউকে না চিনলেও বাংলাদেশের নাটকের সবাইকেই চিনি। আফরান নিশো পশ্চিমবঙ্গে ভীষণ জনপ্রিয় অভিনেতা। বাংলাদেশের অসাধারণ অভিনেতা তৌকির আহমেদ, জাহিদ হাসান,চঞ্চল চৌধুরী,মোসারফ করিম,আবুল হায়াত,ফজলুর রহমান বাবু, ফারুক আহম্মেদ, ডাঃ ইজাজ,অপি করিম,বিপাশা হায়াত এবং নাটকের সকলেই এসেছে থিয়েটার বা মঞ্চ অভিনয় থেকে। মঞ্চ ও থিয়েটার হল একজন ভালো অভিনেতা তৈরির কারিগর। ভারত থেকে অনেক শুভ কামনা রইল।
@MdNasim-qu1eg Жыл бұрын
❤প্রাণঢালা অভিনন্দন আপনাকে।তবে আপনারা দৃঢ় পদক্ষেপ নিলে আপনাদের নাটকের গল্প পরিবর্তন হতে পারে।
@aap9490 Жыл бұрын
lol Amra Bangladeshi rai Bangla cinemar kaoke chini na! Commercial Bangla cinemagulo amader deshe only rickshawala ra dekhe may be. Nevermind, actually orao dekhe na! Bangladesher most audience er e ashole ruchi valo bolte hobe, tai baje cinema keu dekhe na and chene o na lokjon der. Whereas, natok shobai dekhe, or at least dekhto for a long time cause amader TV industry khub e valo. Idaning oboshsho onek 3rd class jinishpotro banacche dekhtesi, idaning tai public natok o dekha komay dise onek.
@SadikurRahman-zk4yn Жыл бұрын
নিশো দেখে দেখে শিখছে গুরু হুমায়ূুন ফরীদি।বরাবরই উনি একথা বলেন
@sazibhossan23704 жыл бұрын
নাটকটি যারা ক্লিয়ারলি বুঝেননি তাদের জন্য ব্যাখা। নাটকটি শুরু হয় বাচ্চাটা স্কুলে যেতে চায় না তখন তার বাবা তাকে পেট ব্যাথার বাহানা শিখিয়ে দেয় আর তার মা সেটা বুঝে তাকে ডাক্তারের ইনজেকশন এর কথা বলে স্কুলে পাঠায়। যদি মনে হয় এই সিনটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাহলে সিনটা মনে রাখুন লাস্টে বুঝতে পারবেন। এবার আসা যাক,সাফা কবির অভিযোগ তোলে করে যে নিশো তার সাথে শারীরিক বাজে ব্যবহার করেছিল যখন সে অফিসে নিশোর আন্ডারে কাজ করত তখন। এবার ব্যাপারটা জানার পর নিশোর স্ত্রী অপি করিম প্রথমে শকড হয় তারপর মেয়েটার বিরুদ্ধে লিগাল একশন নিতে চাই কিন্তু নিশো বাধা দেয় এই বলে যে জানাজানি করে লাভ নাই অফিসে তো একটা তদন্ত চলছে সেটা শেষ হোক দেখি কি হয়।জায়গাটা মনে রাখুন। সাফা কবির যখন অফিসে ছিল সেই সিনগুলোতে দেখা যায় যে প্রথম দিকে সাফা কবিরকে নিশো খুব কেয়ার করত, তার কাজের প্রশংসা করত,প্রথমদিকে সাফা কবির স্বাভাবিকভাবে নিলেও পরে কিছুটা ইগ্নোর করতে শুরু করে। তারপর তাদের কক্সবাজার ট্রিপটাতে সাফা কবির যেতে না চাওয়ার পর থেকে নিশো সাফার সাথে আস্তে আস্তে শক্ত ব্যবহার করা শুরু করে। এবার বলুন,যে নিশো আগে সাফার কেয়ার করত সে হঠাৎ তার সাথে শক্ত ব্যবহার শুরু করল কেন? এবার পেছনে যায়। নিশোর স্ত্রী সাফার বিরুদ্ধে প্রথমেই লিগাল একশন নিতে বলে কিন্তু সে নেয় না কেন? এমনকি শেষেও লিগাল একশন নেওয়ার কথা বলে না। এবার আরেকটু পেছনে যায়,প্রথম সিনে বাচ্চাটাকে বদ বুদ্ধি কে দিয়েছিল? আরেকটি ক্লু আছে,নিশোর বাবার অভ্যেস আছে তার মায়ের কাছ থেকে লুকিয়ে সিগারেট খাওয়ার। বংশক্রমে সেটা নিশো পেতেই পারে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা তাই আপনাকে এখানে সোজা করে বুঝিয়ে দেবে না। প্রত্যেকটা ক্যারেক্টর এর সূক্ষ্মতা বুঝতে হবে আপনাকে,তাহলে নিজেই বের করতে পারবেন পুরো ঘটনাটা। অনেকটা ধাধা করে বানান ডিরেক্টররা এ ধরনের ড্রামা যাতে দর্শকরা নিজেরা মাথা খাটিয়ে বুঝতে পারেন। এবার আপনি ভাল করে দেখে বুঝে নিন নিশো আসলে দোষী ছিল নাকি ছিল না। এই নাটকে আরো কিছু বিষয় ডিরেক্টর দেখাছে চেয়েছেন। যেমন একটা মেয়ে কোন ছেলের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর অভিযোগ আনলে আমাদের সমাজ ছেলেটাকে দোষী মেনে নিতে চাইনা সহজে, উল্টো সেই অভিযোগকারী মেয়েকেই দোষ দেয়। তাছাড়া কোন ঘটনার সত্যতা যাচাই বাচাই হওয়ার আগেই আমরা সেটাকে নিয়ে ফেসবুকে হইচই তুলে কিছু মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। পুরো নাটকটিতেই এভাবে আপনি কিছু না কিছু বুঝতে পারবেন। বাংলা নাটকে একদমই আলাদা একটা নাটক এটি।
@montisarkar10614 жыл бұрын
excellent explanation. thanks
@banglatopincome43944 жыл бұрын
Right.........!
@banglatopincome43944 жыл бұрын
Excellent....... Explant. Thanks.
@prothikislam49374 жыл бұрын
Tmi amr baler explain korsw🖕agee nije thikmoto bojo then onno k 😑
@rajuahmmed58824 жыл бұрын
সুন্দর ব্যখ্যা দিয়েছেন। তবে আমাদের করপোরেট জবের ভিতরে লুকিয়ে থাকা ঘটনা বের হইছে। Company নিজেদের সুবিধার জন্য নিশো কে বাচিঁয়েছে। নিশো এখানে সারাজীবন করুনার পাত্র হয়ে গেল।,,,,, অসাধারণ নাটক।
@Clickings_2.04 жыл бұрын
অসাধারণ। ভিন্ন ধারার কিছু পেলাম অনেক দিন পর। প্রত্যেকের সেরাটা ছিলো, এমনকি বাচ্চাটারও। নেকামি,গদবাধা নাটক দেখতে দেখতে সত্যিই বোরড। এটা অসাধারণ ছিলো। সকলকে ধন্যবাদ, ঈদ উপহারের জন্য।
@tanjimmazumder72224 жыл бұрын
Agree with you
@hasanimran60292 жыл бұрын
পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি,প্লিজ এই নাটকের পার্ট ২ অবশ্যই অবশ্যই করবেন।তা নাহলে আমাদের দর্শকের মাঝে সত্যি টুকু মিথ্যার আড়ালেই সন্দিহান হয়ে থাকবে।প্লিজ এমনটা না করে ২য় পর্ব টা অবশ্যই দিবেন। শুভকামনা এত্তো সুন্দর একটা নাটক উপহার হিসেবে দেওয়ার জন্য।♥️♥️♥️
@robinroni13914 жыл бұрын
এই পৃথিবীতে সংসারকে সুখে রাখতে বাঙালি নারীরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে, এই জন্য এই রকম ত্যাগ স্বীকারকারী সকল বাঙালি নারীকে জানাই আমার অন্তরের গভীর থেকে শ্রদধা ও ভালোবাসা।💙
@mistikhan62804 жыл бұрын
Thank you so much vai
@robinroni13914 жыл бұрын
@@mistikhan6280you are Most well come 💕
@mahmuduljewel71504 жыл бұрын
ধন্যবাদ ,, সাথে এখন ভাল পুরুষরাও আছে
@mistikhan62804 жыл бұрын
@@mahmuduljewel7150 good
@fahadh52004 жыл бұрын
Absolutely
@ayeshabithy98084 жыл бұрын
ইউটিউবে ঢুকলেই সব সময় নিসো-মেহেজাবিন নয়তো নিসো- তানজিন তিসা এই কাপল গুলোর নাটক দেখতে দেখতে বোর হয়ে গেছি😐 অবশেষে অপি-নিসোর নতুনত্ব পেলাম,একঘেয়েমি দূর হলো। প্রত্যেক পরিচালকের উচিত ভিন্নধর্মী চরিত্র আমাদের উপহার দেয়া।😊
@wahidulalamsohel62374 жыл бұрын
কথা ঠিক। নতুনত্ব দেখে নাটকটি প্লে করলাম। যদিও অামি গতানুগতিক প্রেমের নাটক দেখা একেবারে ছেড়ে দিয়েছি।
@wahidulalamsohel62374 жыл бұрын
কথা ঠিক। নতুনত্ব দেখে নাটকটি প্লে করলাম। যদিও গতানুগতিক প্রেমের সস্তা কাহিনীর নাটক অামি দেখি না।
@shamsunnaharnishi64594 жыл бұрын
Right
@crazyaltaf15484 жыл бұрын
'মিস শিউলি' অপি-নিশোর অসাধারণ একটি নাটক। দেখা না থাকলে দেখে নিতে পারেন।
@ayeshabithy98084 жыл бұрын
@@crazyaltaf1548 thanks for your suggestions.ami dekhbo,aupee amr choto kaler crush 😍
@hujaifaahmed10374 жыл бұрын
“পুরান চাল ভাতে বাড়ে” উক্তিটা যে সত্য তার প্রমান এই নাটকে অপি আপুর অভিনয়। ভালবাসা রইল অপি আপু ❤️
@monjuoshikdar66164 жыл бұрын
ঠিক বলেছেন
@mtcnasir80064 жыл бұрын
😍😍
@nivalita57044 жыл бұрын
Correct..... Api is...... superb 😍
@jazzKhan4 жыл бұрын
Marvelous acting.....'opi karim' apu
@shahtanim33604 жыл бұрын
Trendz now এর ডায়ালগ দিয়ে দিসেন😂
@ray-tv29553 жыл бұрын
ভালবাসার নাটক দেখতে দেখতে নাটকের প্রতি একটা অরুচি চলে আসছিলো, এখন মনে হচ্ছে হারানো রুচি ফিরে পেলাম। সাইকোলজিক্যাল সিনেমা দেখেছি কিন্তু নাটক প্রথম দেখলাম। ❤️❤️❤️
@SadikurRahman-zk4yn Жыл бұрын
সাইকোল্যাজিকেল কাজগুলো আমার বরারবই ভালোলাগে
@tanziatulon56994 жыл бұрын
অপিকরিম এর হাসি আসলেই অনেক সুন্দর। ঠিক তেমন সুন্দর তার অভিনয়। অপিকরিম মানেই একটা ভালোবাসা 💜
@sk-art95694 жыл бұрын
অভিনয়টা জানে,তাই সব বাস্তব মনে হয় ।অন্য সব নায়ক নায়িকাদের অভিনয় পাই নাহ,এর মধ্যে অনেকে ভালও করছে ।আমার ও অনেক ভাল লাগে ।
@sakilkhan-qu8mz4 жыл бұрын
🙊🙊🙊
@mdfaruk82464 жыл бұрын
0097455372686
@bigbossmujakkirhossain11374 жыл бұрын
অপি করিমের হাসি আমার দেখা সবচেয়ে সুন্দর হাসি
@manikjal30474 жыл бұрын
জাত অভিনেতা রা কোনদিনও অভিনয় ভুলে যায়না, তার প্রমান অপি করিম মেম, অার আশফাক নিপুন সব সময় এর মতোই অসাধারণ নাটক তৈরী করেছেন।
@southindian90874 жыл бұрын
ভাই আপনি কিছু বুজেছেন
@gazipithon79804 жыл бұрын
অনেক দিন পর অপি করিম কে দেখলাম।
@mdasrafullah32984 жыл бұрын
ঠিক।
@fsharmin14 жыл бұрын
২০১১ দশকের মেহেজাবিন , তানজিন এদের সামনে নিশো কে তুখোর আর ২০০০ দশকের অপি করিম এর সামনে একটু ম্লান অভিনেতা লাগে। অসাধারণ অভিনয় অপি করিম এর।
@mtcnasir80064 жыл бұрын
😍😍
@burningheart24474 жыл бұрын
ম্লানের কি বুঝেন আপনি!!!
@nurunnaharsayma40884 жыл бұрын
মানে একটু বেমানান ইউনিক অড।
@bithikachanda15834 жыл бұрын
@@nurunnaharsayma4088 আমার কাছে তো একটুও অড মনে হয়নি,,, কিজানি কি দেখে অড মনে হলো,,,
@shakhawathossainshakil75204 жыл бұрын
নিশোর এখানে ক্যারেকটারটাই গাম্ভীর্যপূর্ণ, সেটা বুজতে হবে। অসাধারণ নাটক, অসাধারন অভিনয়।
@ripaashraf41433 жыл бұрын
নাটকের প্যাঁচে পড়ে গেছি, পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ Victim2 বের করে আমাদের উদ্ধার করুন 😐
@MixedVideosByRaisu42553 жыл бұрын
Ha thik tai
@arafatahmed2253 жыл бұрын
Right
@mubarakhossain2653 жыл бұрын
ঠিক বলছেন
@zihadmorshed95123 жыл бұрын
Ekhane part 2 bananor kisu nai ekhane opi korim er jaiga theke feel korte hobe .akber jokhon wife er Mon e obisshas dhuke sohoje jai na .r wife er mone adhoroner aligation ajibon suspance theke jai .etai bojhano hoice. Tai natok eo suspance rakha hoice.
@Rinasblogs-e9v2 жыл бұрын
Akmot ... victim 2 dekte cassi
@Iamurdad894 жыл бұрын
#অপি করিম। দি লিডিং এক্টর অফ দিছ টেলিফিল্ম। অসাধারন🤗🤗 আসলে বস্তা পচা কিছু প্রেমের ফালতু গল্পের নাটক দেখতে দেখতে পুরাই ফ্যাডআপ হয়ে গেছি। দি ডিরেকটর অফ #ভিকটিম। হ্যাটস অফ 🤗
@shsohel40394 жыл бұрын
Oh my God! This is what I saw! It's called a masterpiece! Ashfaq Nipun! You are a living genius! এই নাটক নিয়ে রিভিউ বা মন্তব্য করার মতো যোগ্যতা, ক্ষমতা, ব্রেইন আমাদের বাঙালিদের হয়নি। এই নাটকের গভীরতা বোঝার মতো মেধা আমাদের মতো তুচ্ছ দর্শকদের হয়নি। কি নৈপূন্য! কত নিখুঁত! আমি ভাষা হারিয়ে ফেলছি বারংবার। পরপর দু'বার দেখলাম। প্রথম থেকেই ধীর গতিতে সফটলি নাটকের ভূমিকা চললো। তারপর আস্তে আস্তে ইস্যু তৈরি হলো। কাহিনী গভীরে যেতে লাগলো। কে ভিকটিম এটা জানার আকাঙ্খা শেষ পর্যন্ত ছিল। এখনো আছে। কারণ আমি এখনো বুঝতে পারি নি। কে আসলে ভিকটিম? নিশো নাকি সাফা? নাকি সব ভুল বোঝাবুঝি? নাকি পরোক্ষভাবে শেষ পর্যন্ত অপি করিমই ভিকটিম? তবে একটা লাইনেই যেন, নাটকের সব ব্যাখ্যা নিহিত। যখন, অপি করিমের বন্ধু বললো, "মাহা(অপি করিম), মনে কর রুশো (নিশো) সব অভিযোগ থেকে মুক্তি পেলো। কিন্তু তুই যে নিজের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি করেছিস, সেটা থেকে কিভাবে মুক্তি পাবি?" এবং লাস্টে যখন সাফা কবিরকে অপি করিম বললো, আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ। এবং সাথে সেই অট্টহাসি! জোরালো অট্টহাসি! সেই হাসিই যেন বলে দিচ্ছিলো, বুঝিয়ে দিচ্ছিলো, আই বিলিভ ইউ। এন্ড আই ডোন্ট বিলিভ রুশো (নিশো)। যাইহোক আমি বেশি কিছু বলতে পারছি না। কারণ আমি নিজেই নাটকটি অনেক মনোযোগ দিয়ে দেখেছি এবং মুগ্ধ হয়েছি। নাটকের প্রত্যেকটি সংলাপ, প্রত্যেকটি এক্সপ্রেশনে কত ম্যাচুরিটি তা বলে বোঝানো সম্ভব না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর ক্যামেরার কাজ নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছিল। কিউরিওসিটি বাড়িয়ে দিচ্ছিলো। অপি করিমের অভিনয় বরাবরের মতোই অতুলনীয় ছিল। তবে এই নাটকে যেন আরও ম্যাচিউর ছিলেন তিনি। নিশোর কোনো কঠিন অভিনয়ের স্ক্রিপ্ট ছিল না। সে তাঁর স্বাভাবিক অভিনয় করেছে। এবং ভেবেছিলাম সাফার জায়গায় নুসরাত ইমরোজ তিশা বা জাকিয়া বারি মমো হলে আরও ক্লাসিক হতো। কিন্তু দ্বিতীয় বার দেখার পর মনে হলো সাফা নিজেকে ভেঙেছে। সেই ন্যাকামি থেকে বের হয়ে এসেছে। বিশেষ করে শেষের অপি করিমের সাথে সংলাপ এবং রিয়েল এক্সপ্রেশনে সাফাকে একজন বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছিলো। পরিশেষে সব ক্রেডিট, সব প্রশংসা আমি আশফাক নিপুণকেই দেবো। তাঁর যোগ্যতা যে কত প্রখর সেটা এই নাটকে তিনি আরেকবার বুঝিয়ে দিয়েছেন।আমি ব্যক্তিগত ভাবে নিপুণ ভাইয়ের কখনোই ফ্যান ছিলাম না। কিন্তু আজ থেকে হয়ে গেলাম। তাঁর পরবর্তীতে আরও এরকম মাস্টারপিস নাটকের অপেক্ষায়... নাটকঃ ভিক্টিম। অভিনয়েঃ অপি করিম, আফরান নিশো, সাফা কবির। পরিচালনায়ঃ আশফাক নিপুণ। পারসোনাল রেটিংঃ ৮.৯
@mahmudtaher54724 жыл бұрын
I think Nisho's character were a bit of Subtle & nuanced. So he needed to keep that character According to the demand of the script. He shined everytime he appeared on screen. A Very much sensible & Restrained performance But it was Aupee Karim who literally ACED it with an amazing emotional intelligence ♥
@shsohel40394 жыл бұрын
❤
@yaseenfidahossain66804 жыл бұрын
কমেন্ট পড়ে ভালো লাগলো। নাটকের বিশেষত্ব হচ্ছে নাটকটা একটা আয়নার মতো। যে যে যার যার মতো ছবি এখানে দেখতে পাবে। আমার কাছে মনে হয়েছে অপি করিম এখানে চিরাচরিত সন্দেহপ্রবণ বাঙালি নারী। ঘরে ঘরে এই নারীরাই পুরুষের জীবন বিষাক্ত করে তোলে। এদের অভিনয় আর কান্ড-কারখানা দেখে মনে হয় তারা সাবিত্রী (হয়তো তাই) আর দুনিয়ার বাকি সব পুরুষ হচ্ছে লাফাঙ্গার টাইপ। সুযোগ পেলে এরা নিজের বাপকেও সন্দেহ করতে ছাড়েনা। পুরো নাটকে সাফা মেয়েটার প্রতি কোন ইঙ্গিতই নাই নিশোর, অথচ ম্যাজরিটি পাবলিক ধরেই নিচ্ছে যে নিশো সাফাকে অ্যাসল্ট করছে। আর অপির একের পর এক অন্যায় সন্দেহ এবং কর্মকান্ডের পরেও পাবলিকের মনে হচ্ছে সে কম্প্রোমাইজ করে সংসার টিকিয়ে রাখছে। আমরা আসলে এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করিনা। আজকে নিশোরা যদি অপিদের থেকে নিস্তার পেতো, সমাজ-সংসার অনেক সুন্দর হতো।
@suhasinisinaorita91964 жыл бұрын
@@yaseenfidahossain6680 ufff ebar sottie amr matha ghurte laglo, mone hosse natok ta bar bar dekhi nije nije bujhi bt hosse na, asole victim k eta akhono mathai dhukse na
@zishatanzila84744 жыл бұрын
@@yaseenfidahossain6680 পুরো নাটকে অনেক ইঙ্গিত আছে নিশোর। মেসেজ এ ভুল ইমো দিয়ে ক্ষমা চায় fariha, nisho বলে "মাঝে মাঝে ভুল করা খারাপ না, কফি খাওয়াও, তোমাকে ড্রপ করে দেই", গায়ে পড়ে ব্রেক আপ নিয়ে fariha সাথে কথা বলা যেখানে fariha সবসময়ই দূরত্ব বজায় রাখতে চেয়েছে। fariha ড্রপ করে দেওয়ার বেলায় খুব ইতস্তত করছিলো তা থেকেই বোঝা যায় যে fariha সাথে nisho অলরেডি অশোভন ব্যবহার করেছে। একারণেই সে Cox bazar যেতে চায় নি।
@md.tasnimmahmud30964 жыл бұрын
অপি করিম ম্যাম এক কথায় অনবদ্য । পিওর ফার্স্ট ক্লাস অভিনেত্রী । উনি আনাড়ি আর অভিজ্ঞ এর পার্থক্য কি অসাধারণ ভাবে অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিলেন । 👌👌👌👌👌👌👌👌👌👌
@rupakdevnath79429 ай бұрын
ঠিক বলেছেন
@ismatsaud84863 жыл бұрын
Aupi Karims award winning acting. No one can replace her, such a gem of an actress.
@khokonmimikhan26582 жыл бұрын
I agree.
@afsanaema867 Жыл бұрын
Soo truee
@manhajularefin4409 ай бұрын
কাকে বাদ দেবেন এখানে? কে খারাপ করেছে?
@nadiatarannum50077 ай бұрын
damnnn
@pabitradas1484 жыл бұрын
জাত অভিনেত্রী কাকে বলে, এক কথায় উত্তর -অপি করিম👌
@monjuoshikdar66164 жыл бұрын
right
@nancybanerjee55384 жыл бұрын
কঠিন একটা নাটক!অপি করিমের নাটকে ফিরে আসাটা আমাদের জন্য আনন্দের।আমরা ভালো ভালো সব নাটক দেখতে পাবো। মেহেজাবিনের জন্য আরো ভালো হলো। সুস্থ একটা প্রতিযোগিতার মধ্যে ওদের কাছ থেকে দারুণ সব নাটক আমরা উপভোগ করতে পারবো! 😀😀😀😀😁😁
@lubanazahinpcphone4 жыл бұрын
Who is victim 😐😐??
@TuSh_AR4 жыл бұрын
@@lubanazahinpcphone হয়তো সাফা
@mahmudtaher54724 жыл бұрын
Mehzabein with Aupee karim No chance Aupee karim far more better
@lubanazahinpcphone4 жыл бұрын
@shafa but natok e nishur guilty howar kono footage e toh dhekai nai 😐😐
@siamsajid48294 жыл бұрын
@@lubanazahinpcphone ফুটেজ দেখানোটা জরুরি না
@titulhossain85804 жыл бұрын
মনে হলো হলিউডের কোনো থ্রিলার মুভি দেখলাম। অনেকদিন পরে অপি করিম আপুকে দেখে ভালো লেগেছে। ♥️♥️♥️
@SayeemB-3293 жыл бұрын
the masterpiece dialogue here, " after putting unbelief in ur inside, can u ever believe someone again even if the allegation upon him appears wrong??" And yet, rushow is guilty without any evidence. So maha has to deal with her hidden tears rest of her life. So she is the victim here.
@gazigolamsohel15233 жыл бұрын
psychology
@crushplanet55063 жыл бұрын
You are the ryt describer of this telefilm
@tarinarahman33212 жыл бұрын
you are right.but rushow is guilty.not need any evidence.
@SayeemB-3292 жыл бұрын
@@tarinarahman3321 yes, but after all of these, maha is still unable to leave rushow... Thats how the word "VICTIM" hits with its own depth level. Ashfaq Nipun should let his viewers explore more depths from his ocean of thoughts like this... He is a promising director to me...
@joinobbintejahan1674 Жыл бұрын
Exactly that’s the plot of this drama
@mk_mishu4 жыл бұрын
I can't remember after how long I am watching a Bangla drama, but this is something really good. I don't usually comment anywhere but commenting here to just appreciate this interesting story and act. It feels like there's still hope. Ms Api Kareem accompanied by Mr Nisho is fabulous. Great job!
@salehahmedsajon15744 жыл бұрын
*ঈদ মোবারক* *VICTIM* টেলিফিল্মটি উপভোগ করুন‚ আশা করি টেলিফিল্মটি আপনাদের কাছে ভালো লাগবে‚ কারণ টেলিফিল্মটির পিছনে আমাদের সম্পুর্ন টিম অনেক পরিশ্রম দিয়েছে। টেলিফিল্মটি কেমন হল কমেন্টবক্সে আপনাদের মতামত জানাবেন। কারণ আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকুন‚ সুস্থ থাকুন‚ এবং বাংলা নাটকের সাথেই থাকুন‚ ধন্যবাদ। ভালোবাসা অবিরাম। ♥♥♥
@salehahmedsajon1584 жыл бұрын
কেমন আছেন বস
@salehahmedsajon1584 жыл бұрын
নিশ্চয়ই ভালো হবে
@SA-ky9kg4 жыл бұрын
দেখা আরম্ভ করলাম
@joynulislam25614 жыл бұрын
যতোই দেখছি ভালো লাগছে বেশ,আসা করি বাকিটুকু আরও লাগবে বস!
@MdAnik-nw8kj4 жыл бұрын
Love you boss's 🌹🌹🌹💖💖
@sujoychakrobarty554 жыл бұрын
আমি ভারতীয় কিন্তু আমার নিসু ভাই এর নাটক দারুণ লাগে।
@MdAshik-vq1fb4 жыл бұрын
vai kiso kotha silo inbox asven
@sujoychakrobarty554 жыл бұрын
@@MdAshik-vq1fb বলুন
@germantonmoy65344 жыл бұрын
দুঃখিত তার নাম আফ্রান নিসো। ধ্যন্যবাদ আপনাকে শুনে ভালো লাগলো। এভাবে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারবো।
@MdAshik-vq1fb4 жыл бұрын
@@germantonmoy6534 vai akhane bola jabe na r apni akta kaj koren amr facebook id holo( sn ashik) add hon okhnane bolbo
@sujoychakrobarty554 жыл бұрын
@@MdAshik-vq1fb Vai Aoi name Ank Achaaa Apni konta
@abrahamaryan99653 жыл бұрын
বর্তমানে আমরা প্রায় প্রত্যেকটা নাটকেই, ঘুরিয়ে ফিরিয়ে একই রকম কাহিনী দেখতে পাই। সেই দিক থেকে চিন্তা করলে, একদম ওইদিক থেকে একদমই বেড়িয়ে আউটস্ট্যান্ডিং একটা গল্প দেখলাম অনেক দিন পরে। একটু গভীর থেকে চিন্তা করলে দেখবেন নাটকের প্রধান যেই তিনটি চরিত্র আছে, প্রত্যেকেই কোন না কোন ভাবে ভিকটিম। আর অভিনয়ের কথা বলতে হলে, আলাদা করে অপি করিমের কথা বলতেই হবে অসাধারণ অভিনয় করেছেন তিনি। আর নাটকের পরিচালককে আলাদা করে ধন্যবাদ দিতেই হচ্ছে।
@takdirkhan24104 жыл бұрын
নিশোর নাটকে। মহিলা লিড ক্যারেক্টর। শুধু অপি করিম বা নুসরাত ইমরোজ তিশার পক্ষে সম্ভব।
@tarekislam59504 жыл бұрын
অপি করিম সিনিয়র এজন্য
@mahmudtaher54724 жыл бұрын
Nusrat Imrose r emon onk natok ase Jekhane Nisho purai dominate korse Bokar moton kotha bolen kn.. Kar character koto strong oita script r upoe demand kore
@takdirkhan24104 жыл бұрын
@@mahmudtaher5472. Apni aktu bassi e budhi rakhan. Ami bolsi sombhov. Nisho ka soto kora na. Aga bujhun tarpor Budhir pori choy din.
@firstoffer66414 жыл бұрын
ata kno natok hoilo.faltu
@ivanarefin6444 жыл бұрын
@@takdirkhan2410 u correctly said. So..forgive & forget
@khansobujafran53774 жыл бұрын
নিশো শুধু একটা নাম না,বাংলা নাটকের একটা ব্যান্ড😍😍
@monirnoboni76524 жыл бұрын
সেই ছোট বেলা থেকেই অপি করিম কে ভালো লাগতো ♥♥ বিটিভিতে তার নাটকের জন্য, অপেক্ষা থাকতাম, অনেক দিন পরে তার নাটক লেখলাম ভালো লাগছে সত্যি ♥♥
@santusung3 жыл бұрын
হিংগেলওয়ালি অপি আফা।
@BiswajitGhosh-mu4qm Жыл бұрын
শ্রদ্ধেয় Api Karim তো একজন মহান অভিনেত্রী। Nisho র অভিনয় খুবই পরিণত। শিশুটির অভিনয় খুব ভালো। Direction অনবদ্য। বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক। কলকাতা থেকে অনেক ভালোবাসা জানায়।
@aqashahmed15964 жыл бұрын
আফরান নিশোর সাথে অপি করিমকে দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ সবাইকে।
@SOHELKHAN-dv9fm4 жыл бұрын
দুজনকে ভালো মানিয়েছে
@sharminakter90734 жыл бұрын
Right
@shahidulrobin75714 жыл бұрын
পুরান চাল ভাতে বারে সেটা অপি করিম আবার প্রমান করে দিলো ছোট বেলায় বিটিবিতে দেখা অপি করিম এর অভিনয় নতুন করে দেখার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ এই নাটকের কলাকৌশলীদের
এতদিন পরে কেন দেখলাম। আগে কেন চোখে পড়ে নাই। আফসোস। ভিন্ন ধরনের একটি নাটক। অসাধারণ। যেমন পরিচালনা, তেমনি অভিনয়। সাবাশ অপি করিম (দিদি)। কলাকুশলীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
@thefahmidmostafa97594 жыл бұрын
I dont usually watch these type of contents but the attention to detail given in this natok is just beyond amazing. Shoutout to the director. Great stuff!
@srtivlivlogs95584 жыл бұрын
অপি করিম কে অনেক দিন পর দেখলাম সত্যিই অসাধারণ প্রতিভা আছে ওনার,
@surovipasha35894 жыл бұрын
সংসারটা অভিনয় করে কাটিয়ে দিতে হয়। এই সংসার জগতে যে যত ভালো অভিনয় করে সেই সার্থক
@rubel6634 жыл бұрын
মানুষ সুন্দরের পুজারি , সব সুন্দর কি উপভোগ করতে হবে কেউ পায় কেউ বায় হারায়
@farzananursima4334 жыл бұрын
right
@MdRajib-un8zx4 жыл бұрын
Ovinoy korte korte klanto hoa geci...
@saymaskitchen22764 жыл бұрын
এই অভিনয়টাই আমার আসে না
@mdchanchol2694 жыл бұрын
সত্যি বলেছেন আপনি।
@swapnasarkar8486 Жыл бұрын
Really salute to the director for creating such a masterpiece drama. Outstanding performance by ape karim👍 . She is one of my best actress, not because her beautiful looks but her acting has always stolen my heart. She is finest actress in Bangladesh ❤️... From Kolkata 💗🙏
@shahin_alam63844 жыл бұрын
গতানুগতিক প্রেমের গল্পের বাইরে ভিন্ন আমেজের এই নাটকটা এবারের ঈদের সেরা নাটক ছিল। অপি করিমের অভিনয় ছিলো দুর্দান্ত 👍 ধন্যবাদ আশফাক নিপুণ ভাইকে এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্যে।
@rajuvai99804 жыл бұрын
অপি করিম কেনো নাটকে নিয়মিত না, সেটা এই নাটক দেখলেই বুঝা যায়, ভালো গল্প পায়না বলেই তাকে কন্টিনিউ হতে দেখা যায়না
@monjuoshikdar66164 жыл бұрын
absolutely right
@imranchowdhury52174 жыл бұрын
Right
@mdchanchol2694 жыл бұрын
একদম ঠিক বলছেন ভাই,আমি এখন মোসারোফের নাটক ও দেখি না। অনেক দিন পর নাটক দেখলাম, আর সেটা অপির জন্যই। চমৎকার অভিনয় করেছেন অপি আর নিসো
@doctorstrange20784 жыл бұрын
@@mdchanchol269 মোশারফ করিমের নাটক? কষ্ট করে "বোধ", "যে শহরে টাকা উড়ে", "ব্যঞ্জনবর্ণ" এই ৩টা নাটক দেখে নিয়েন।
@mdchanchol2694 жыл бұрын
@@doctorstrange2078 মোশারফ করিম সবার প্রিয় অভিনেতা বলতেই হবে। তবে,ওনার এখন সেই আগের মতো নাটকে কমেডিতে পাওয়া যায় না। আসলেই ভালো নাটক এখন কম,
@mridulkhan16384 жыл бұрын
অসাধারণ কাহিনী। প্রতিনিয়ত প্রায় একই রকম গল্পের নাটক দেখতে দেখতে বোরড হয়ে গেছি! খুব ভালো লাগলো টেলিফিল্মটা। অপি করিমের অভিনয় অসাধারণ।
@kabirdarpan67722 жыл бұрын
অপি করিমের অসাধারণ অভিনয় সত্যি তুলনাহীন। সঙ্গে নিশোর হ্যান্ডসাম পারফরম্যান্স। নাটকের সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। এই কাহিনী নিয়ে চলচ্চিত্র তৈরী করা যেতে পারে।
@osmangani03154 жыл бұрын
আমি পুরো নাটকটা দেখে ঘোরের মধ্যে ঢুকে গেছি। পরিচালক ভাইয়া খুব ঠাণ্ডা মাথায় দর্শকদেরকে ভিকটিম বানিয়েছে ছেড়েছেন। মূল রহস্যটা খোলাশা করেননি। জাস্ট, অসাধারণ অভিনয়।
@anamikamehndidesigns4311 Жыл бұрын
nisho ashol oporadhi...but kono proman rakheni...
@rebelliousoutsider Жыл бұрын
@@anamikamehndidesigns4311 it depends upon the interpretation of audience.
@rakibrahman5455 Жыл бұрын
আপনি ঠিক বলেছেন, তবে অপি করিম তার স্বামীকে ছোট করতে চাইনি, হাসি মুখে সব মেনে নিয়েছে, অপি করিম মনে কিন্তু পারান্তু সবই রয়ে গেছে,যত রহস্য ময় তত খোলাসা, নিশো,ইনভেস্টোন হলো কোন ক্লো নেই, চাকরি ফিরে পেল,এটাই রহস্য এবার বুঝেন পরিচালক কিভাবে মাথা খাটিয়েছে,আর অপি করিম, আফরান নিশো এরাত বাঘা বাঘিনী, অভিনয় তো নয় পুরো বাস্তব টাই তলে ধরেছে ।
@natarajhosyan35324 жыл бұрын
সত্যি বলতে এই নাটকের আসল Victim কিন্ত মাহা৷ এক কথায়, দারুণ এক Thriller. ধন্যবাদ নিপুন ভাই৷
@Mixbdcom-fx6dt4 жыл бұрын
নাহ ভাই সে সংসার বাচানোর জন্য শুধু এমন টা করছে
@parvejmina25674 жыл бұрын
Victim k
@parvejmina25674 жыл бұрын
R kano
@natarajhosyan35324 жыл бұрын
হুম, সংসার বাচানোর জন্য করছে ঠিক আছে৷ আলটামেইটলি বাকীরা কিন্ত সবাই মুক্ত হয়ে গেছে, বাট মাহার কিন্ত সারাজীবন তার স্বামী দোষী সেটা জেনেও সহ্য করতে হবে৷ তাহলে প্রকৃত Victim কিম্ত সেইই।
@farzanayesmen53374 жыл бұрын
Safa o victim.eishon ghotona manush bhulte paare na. R Nisho mukti peye gelo ete porerbar step nite se hoito parbe na.
@afifaafri98544 жыл бұрын
Can we just appreciate how amazingly that little girl acted in the first part .... Incredible she is!!!!
@aria94492 жыл бұрын
U r sick
@salniki Жыл бұрын
Was going to say the same 😱👍🏽
@habibullahahira78102 жыл бұрын
অপি করিম আমাদের ৯০ দশকের শৈশব প্রজন্মের ক্রাশ 😊 আর নিশো ভাই আমাদের এখনকার প্রিয় অভিনেতা 😊 আমাদের সেই প্রজন্ম আর এই প্রজন্ম মিলে মিশে দারুণ এক নাটক 😊😊😊 ইশ
@anamikachowdhury49679 ай бұрын
Exactly 💯
@mdbiplobislam72004 жыл бұрын
পরিচালকের প্রতি অনুরোধ রইল দ্বিতীয় পার্ট টা দেয়ার জন্য কারণ আমার মত হাজারো শ্রোতার প্রশ্ন এখানে হিটলার কে ছিল ? পিচ্চির অভিনয় অনেক অনেক ভালো হয়েছে শুভকামনা রইল পিচ্চির জন্য। আর বসের কথা কি বলবো বস তো বস। সব মিলিয়ে অসাধারণ।
@kamin75324 жыл бұрын
At last, after a long, I watched a drama without a love story. Ashfaq Nipun, the honourable director, this is what our demand as a drama, the real thriller. I'm still in dillemma who is the victim here! Fariha? She couldn't transfer her pain and not relived, even it's not clear it is true or false. Nisho..?? his acting was suspicious! could be or maybe he was desperate. Maha...?? She acted she didn't believe Fariha, but actually she did! She knew her husband did it but Nisho has proof now; inside he knows what is true. These 3 people are Victims here. Brilliantly done! Thanks the director.
@tanvirahmed96584 жыл бұрын
অসাধারণ নাটক। আর অপি করিমের দ্বরাই সম্ভব এমন গল্পে অভিনয় করা।👍
@habiburpbl7182 Жыл бұрын
বাস্তব সত্যটাও বিশ্বাস করা মাঝে মাঝে অনেক কঠিন, তারপরেও!!! ধন্যবাদ Victim-অপি করিমদের।
@muntasiranamkafi4 жыл бұрын
সত্যি সাধারণ কোনো নাটক নয়। অসাধারণ। অপি করিম সব সময়ের মত নিজের সেরা টা দিয়েছে। আফরান নিশো লা জবাব। গল্পের কাহিনীতে ডুবে ছিলাম। ২য় পর্ব শীঘ্রই চাই। সমাধান চাই। আবারো বলছি অসাধারণ
@yousufbappy11864 жыл бұрын
অসাধারণ এক কাহিনি দেখলাম! আশফাক নিপুন মানেই সেরা কিছু! ২য় পার্ট চাই! আসল কালপ্রিট কে?
@x_abbir68424 жыл бұрын
Same question
@ivanarefin6444 жыл бұрын
Bhai don't mind, 2nd part dekheo apnara bujhben kina ke Jane. Pls allow me to tell you that Safa is the culprit. She started admiring her boss, but when suddenly he started not supporting her. She could not take it easily. When she heard he is getting promoted she thought of accusing him or punish him
@saziburrahman78394 жыл бұрын
নিশো কালপিট
@anwarhossen98443 жыл бұрын
@@saziburrahman7839 কিভাবে??? কোন যুক্তিতে???
@dhs_riyad_tube63064 жыл бұрын
সত্যি অসাধারণ ছিলো। পুরাই বাস্তবের মধ্যে ডুবে ছিলাম। আর অপি করিমের কথা না বললে নয়। ছোট থেকে ওনার অভিনয় খুব ভালো লাগতো।
@esratjahan18024 жыл бұрын
Enjbb
@Ayaat0_02 жыл бұрын
নাটকের জালেই জড়িয়ে গেলাম। অসম্ভব সুন্দর একটা থ্রিলার। নাটক চলাকালীন কেমন ঘোরের মধ্যে ছিলাম। কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না।❤️
নাটক বলে এগুলা কে রহস্য মুভির স্বাদ পেলাম আর অপি করিম আগের রুপেই ফিরে আসছে। ওভার অল ১০/৮
@AfranOsmani46324 жыл бұрын
নাটক টি খুব ভালো লাগলো। অপি ও নিশোর অভিনয় দারুণ হয়েছে।
@Mohammadnkarim4 жыл бұрын
@@AfranOsmani4632 Hmmm সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে অপি করিম ১০০% ঢেলে দিয়েছে অভিনয়ে।
@afrannishoofficial324 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আমাকে এতো বেশি সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতে ও করবেন।আমরা চেষ্টা করেছি আপনাদের বিনোদন দিতে। আমাদের টিম ও অনেক পরিশ্রম করেছেন। "Victim" নাটকটি পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ 💜💙
@farukfarabi15553 жыл бұрын
i love you nisho bhai
@moniruzzamansaikat57243 жыл бұрын
love you vai.......
@mdalisikdar13003 жыл бұрын
Bro, apar natok gula dekhe kokhonue thoki naie, last ekta message pawagese, Eitae sotti je karo bikhoe ovijog hole Ovsese, sotto promannito holeu , Moner vitor sondehho theke ie jae Rilascio houa jae na,,,,😚
@ishanibose40863 жыл бұрын
Love the way director twisted the focus towards the wife who is really confused because allegations of sexual harassment is in haze.People in power hiarchy get all the advantage and subordinates suffer in 99 percent cases.
@afrindristy43153 жыл бұрын
Ha ha 😂😂 apni j Nisho Vai er sosta copy!!! Naam er pashe official likhlei page/chanel official hoye jay naki?!!😁😁🙃🙃
@tamimamujib274 Жыл бұрын
Telefilm টি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দর্শকদের মনযোগ ধরে রাখতে সক্ষম হয়েছে। অত্যন্ত ভালো লেগেছে✨!
@piyalikanabar4 жыл бұрын
The subtle communications between Nisho made with Faria speak volumes. Thousands of wives are victim of such situation but not even the parents feel her condition, everyone expect her to accept and move on. Very well expressed.
@tusharmidhya73842 жыл бұрын
Ki holo bujte parlam na , ek bar bolun na, nisho ki doshi na purota obiswas??
@ta5796 Жыл бұрын
Dosi na.
@tafhimasultanazareen5571 Жыл бұрын
@@ta5796 Heil ams 2q
@monirislam67014 жыл бұрын
নাটকের প্রথম দিকটা যেমন মনে করেছিলাম কিন্তু শেষ টা রহস্য ঘেরা ছিলো,তারপরও অসাধারণ অভিনয় হয়েছে অপি,,,কে এম এস
@user-ny2js8zq4w3 жыл бұрын
BD r shobai aapnara bhai Opi Karim k niye eto mata mati koren... But ei eto versatile actor Afran k konoi mullo den na... Aamader deshe hole... Bandhiye rakhto Nayok ke....
@abdullahmohammad86714 жыл бұрын
অসাধারণ সাইকোলজিক্যাল একটা নাটক। বাংলা নাটক এভাবেই এগিয়ে যাক!
@manasir6710 Жыл бұрын
যুগ যুগ ধরে অপি করিম একটাই হয়, যার একটি হাসি দেখার অপেক্ষায় পুরো নাটক দেখার ইচ্ছে জাগে 🥰🥰🥰🥰
@arifu-u6e4 жыл бұрын
অসাধারণ একটি নাটক,, অপি করিম এর অভিনয়,, এটা এই সময়ের কারো দ্বারা সম্ভব নয়-- আর নাটকের গল্প ছিলো চমৎকার -- আবারও বলছি অসাধারণ.....
@ivanarefin6444 жыл бұрын
Aupee was awesome. Onno koyekjon daraw shomvob
@monjuoshikdar66164 жыл бұрын
Absolutely Right
@shirinakhtar-b-96894 жыл бұрын
I think aupee is real victim. Aupee was very inteligent. She knows every thing about his husband. But after compromising everytime she cried in bathroom. Family n society everyone froce her to compromise.
@sharifhossainsarkar4 жыл бұрын
Or compromise na korleo cholto. Amon kichhu abiskar kore nai o.
@ashicmahmud8564 жыл бұрын
@@sharifhossainsarkar haha right
@unprofessionalcritic31074 жыл бұрын
Right
@saniliza624 жыл бұрын
When we women,heard about our husband,specially including about a women we can't believe our husband.That affect our relationship. We don’t want to know the real reasons. That's why opi don’t believe his husband.😶
@sumitsaha13944 жыл бұрын
নাটকটি বেশ মন দিয়ে দেখলাম। পরিচালক মনস্তাত্ত্বিক অসম্পূর্ণতায় শেষ করে ভালোই করেছেন। আমার প্রিয় অপি করিম এক কথায় অনবদ্য।
@skshagor41942 жыл бұрын
যে বয়সে আমরা সবাই সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি সে-বয়সে অনেক কবরে শুয়ে আছে, তাই সবাই শুকরিয়া আদায় করি, আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।🤲 আমিন🇸
@Mohona_Nusrat4 жыл бұрын
অনেকদিন পর একটা বাংলা নাটক দেখে তৃপ্তি পেলাম....... আর অপি করিমের অভিনয় বরাবরের মতই অতুলনীয়। ❤️❤️
@ABIR5992 жыл бұрын
কেমন আছো??
@ferdoushossain56014 жыл бұрын
Masterpiece one!!! Idont believe that kind of drama made in nowadays!! Auppee karim is a Class.
@najrulislam28513 жыл бұрын
নতুনরাও কমনা।
@mdnuralamnahid73474 жыл бұрын
অসাধারণ গল্প সাথে অপি করিমের অভিনয়। খুব ভালো হয়েছে। গতানুগতিক প্রেম কাহিনির নাটক থেকে বের হয়ে, এমন ব্যতিক্রমীধর্মী নাটক বানানো উচিত।
@life_is_struggle_figureАй бұрын
নিমার্তা নিপুণ ভাই সত্যিই মুগ্ধতার সঙ্গে পরিচয় দিয়েছেন। এতো দিন নাটকটি ছিলো কই আমি খুজে পাইনি। তুলনা হয় না কি বলবো ভায়া খুজে পাচ্ছি না। অপি করিম মেম সত্যিই সত্যিই অসাধারণ অভিনয় করেছেন বরাবর মুগ্ধ হচ্ছি। নিমার্তা কে ধন্যবাদ ভাই ❤❤
@ফুহাদ-য২ফ4 жыл бұрын
প্রতি ঈদে মেহজাবিন তিশার বাহিরে অপি করিম এবং ঈশিতা আপু কমকরে ৫/৬ নাটক থাকা দরকার। একদম নেচারেল অভিনয় কাকে বলে অপি করিব বুঝিয়ে দিল
@rumanarumana59784 жыл бұрын
Right
@iftakhartareqvlog3 жыл бұрын
Yes
@rabeyachowdhury6924 жыл бұрын
অসাধারণ একটি নির্মাণ। আর আমার প্রিয় অভিনেত্রী অপি তো পুরাই ফাটাফাটি। তবে গল্পটা অসম্পূর্ণ মনে হলো। কেন সাফা কবির নিশোর বিরুদ্ধে অভিযোগ করলো তা অস্পষ্ট।
@bappykhan16304 жыл бұрын
same
@ayshatania51214 жыл бұрын
Amro
@sohagkhan55784 жыл бұрын
রাইট
@ayshasiddika71344 жыл бұрын
Amr o
@saswatidutta37454 жыл бұрын
Excellent work ,was always expecting Nisho in such a serious role ,Api Karim was too good in her acting ,Nisho &Api performed their best ,,,,,thanks to the director to present such a good and practical story ,,,,best wishes to the whole team from Kolkata
@afsanaema867 Жыл бұрын
Who is the real victim? Flawless acting of Aupee, Nisho and Safa❤❤❤ the script, direction and acting!! Marvelous! Too realistic!
@mahirashhab50714 жыл бұрын
আফরান নিশোর কিছু নাটক মন ছুয়ে যায়, মনের গভীরে দাগ ফেলে। নিশো বসের জন্য ভালোবাসা রইলো।
@AnwarAzadFilms4 жыл бұрын
#প্রবাসী_ভাবী সকল প্রবাসী ও তাদের পরিবারের গল্প। কষ্ট অর্জিত প্রবাসীদের অর্থ এবং দেশে রেখে যাওয়া নতুন বউ এই গল্পের মূল চরিত্র। প্রতিটি প্রবাসী ও তার পরিবার কে এই গল্পটি দেখার অনুরধ করছি। তাদের কে কেন্দ্র করেই আমার এই প্রয়াস প্রিয় দর্শক যেহেতু চ্যানেল টি একেবারি নতুন তাই নিয়মিত নাটক পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন । পাশে থেকে উৎসাহ প্রদান করুন। বাংলা নাটকের সাথে থাকুন।
@mohasinkhan32074 жыл бұрын
আশা করি নাই এইরকম একটা নাটক উপহার দিবে,,ভালোবাসাটা আরো বেড়ে গেলো নিশো ভাইয়ের প্রতি।
@Mahbubalam-pv1lz4 жыл бұрын
কই অপি করিম,আর কই দুই দিনের তানজিন তিশা আর মেহজাবীন।অভিনয় এর স্কিল আকাশ পাতাল।অপি করিম❤
@sushan35174 жыл бұрын
Tanjin Tishar natok a tw ore "I love you" porjonto bolen...Ekhn Aupee karim ashate Tanjin Tisha Dui diner hoye geche?🙄
@abushakimohammadshaker97194 жыл бұрын
@@sushan3517 bro opi karim label onk upore ..amr mne hoi, tai bole notun ra j valo kaj kore na tah nah....
@eskat5504 жыл бұрын
Vai Aupee theater e Khaled Khan er opposite e act korse...ar Baki duijon oirokom akta role lifetime e o Pai kina sondeho ase
@ajmalsafi134 жыл бұрын
Tanjin Tisha is an average actress. But Mehjabin is a class act.
@naurinkhanam50524 жыл бұрын
কারো সাথে কারো তুলনা করা ঠিক নয়, যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে, কেউ একজন বেশি ভালো করতেই পারে অন্যদের থেকে, তার মানে এই নয় যে বাকিরা ছোট। stop judging others
@suparnaroy16842 жыл бұрын
পরিচালক, লেখককে ধন্যবাদ এত সুন্দর একটা কাহিনীর জন্য। অপি করিম অনবদ্য, অসাধারণ অভিনয় করেছেন। প্রথম অংশে শিশুশিল্পীর অভিনয় চোখে পড়ার মতো, কি সাবলীল বিচরণ। নিশো একটু ম্লান হয়ে গেছেন অপি করিমের কাছে। সব মিলিয়ে অসাধারণ।
@mahbubrahaman48024 жыл бұрын
অপি করিম সত্যি অনেক ভালো অভিনেত্রী...... এই জায়গায় সবাই অভিনয় করতে পারে না, অপির পক্ষেই সম্ভব। গ্রেট অপি গ্রেট.......ধন্যবাদ। আসফাক নিপুণ কেও। কিন্তু নাটকটা অনেক কঠিন, শেষ না করে উঠা যায় না...... এই রকম ঘটনা এই সমাজে অনেক ঘটছে, আমরা দেখতে পাই না, অনেক অফিস এ হচ্ছে, আমরা জানিনা, শুধু জানে ভুক্তভুগী আর তার পরিবার। আমরা চাইনা এই ধরনের ঘটনা আর ঘটুক এই সমাজে। সবাই সচেতন থাকবেন......
@mdeman38032 ай бұрын
নিশো কি আসলেই কোন অপরাধ করে নাই। নাকি অপরাধ টা আড়ালেই রয়ে গেল। ঠিক বুঝলাম না
@mdeman38032 ай бұрын
নিশো কি আসলেই কোন অপরাধ করে নাই। নাকি অপরাধ টা আড়ালেই রয়ে গেল। ঠিক বুঝলাম না
@shafayetkhan54734 жыл бұрын
10 out of 10! Ashfaq Nipun Should be reward for this one. Also 2 core character Afran Nisho and Api Karim.
@iam37114 жыл бұрын
This is very intelligently done by A. নিপুণ, this natok doesn't give away anything at all, পুরাই puzzled roye গেলাম. Aupee করিম, Nisho are always good.
@AliHossain-yb5cn9 ай бұрын
পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।এছাড়া নিসো,অপি। করিম দুজনেই খুব ভালো অভিনয় করেছেন।
@mahmudatori97374 жыл бұрын
On this Eid i only saw 3 drama: 1. Victim 2. Keno & 3. Shohor chere poranpur. I can't describe my feelings for these dramas. Such a materpiece it is ! The best 3 drama's of Eid i have ever seen. I'm just spechless.Thanks to the team for making our Eid so special🤗
@japajapi33014 жыл бұрын
(Eti ma)
@nusratfattah10004 жыл бұрын
you should also watch...eti ma.
@mahmudatori97374 жыл бұрын
@@nusratfattah1000 Thank u for your recomandation...I will surly watch it's on my bucket 😊
@kakolichowdhury67704 жыл бұрын
"The mirror "another one
@ahnafnahian92324 жыл бұрын
You can watch "Moshal", also a good one😊 nd agreed with you
@metalhasib6304 жыл бұрын
হাজারো বস্তাপচা নাটকের ভীরে অসাধারণ এক নাটক অভিনয় আর বাস্তবতার নিরিখে অতুলনীয়
@nur-a-jannatsetu19194 жыл бұрын
এতো dislike কেনো বুঝলাম না 🤔 বাঙালি third class নাটক দেখতে দেখতে এই মানের নাটক বোঝার ক্ষমতা হারায় ফেলছে 😤
@bithikachanda15834 жыл бұрын
@Md. Shafiur Rahman এটাই তো নাটকের আসল ইন্টারেস্টিং ব্যাপার,,,,বুঝেও বুঝতে পারছেন না,,, সারাদিন মাথার মধ্যে নাটকের গল্পটা রিং রিং করে ঘুরবে,, বারবার নাটকটা দেখবেন,,আর কমেন্ট করে জানাবেন,,, কেউ আছো কি,, আমাকে একটু বুঝিয়ে সাহায্য করুন,, প্লিজ প্লিজ প্লিজ।
@সত্যেরকলম-ভ৯প4 жыл бұрын
@@bithikachanda1583 আসলে নাটকটার শেষে ট্রাজেডি না কমেডি কিছুই বুঝলাম না। নাটকের সেক্সুয়াল হারাসমেন্ট টা সত্য না মিথ্যা কিছুই বোঝা গেল না। একদিকে মিথ্যা অন্যদিকে আবার সত্ত। কিছুই বুঝলাম না🤔🤔🤔
@bithikachanda15834 жыл бұрын
@@সত্যেরকলম-ভ৯প Jawad UL ALAM babur comment টা পড়লেই সব অটোমেটিক বুঝতে পারবেন,,
@tonuafrin89544 жыл бұрын
@Md. Shafiur Rahman এটাইতো নাটকের ইন্টারেস্টিং বিষয়। রবীন্দ্রনাথের ছোট গল্পের সঙ্গার মতোই,,, "শেষ হয়েও হইলো না শেষ"
@sadmansowmik6254 жыл бұрын
Dislike তো পাবেই। না বুঝার কি আছে। "আমি ভাত" কি বুঝলেন?
@arundhatichakrabarty19482 жыл бұрын
Ki natok re bhai.Aupee Karim and Afran Nisho what a wonderful and natural acting.Eagerly waiting for next part. Love from Mumbai India 🇮🇳 ❤
@rifatrimon69434 жыл бұрын
গল্পটা সুন্দর ছিল কিন্তু, এখানে অপিকরিম আপু এই পর্যায়ে সম্পর্কটা বাঁচিয়ে তুলেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংসার আজ না হয় তো কাল ভাঙবে। সংসার জীবনে কোন কিছু গোপন থাকে না একসময় না একসময় সেটা প্রকাশ হয়ে যায়। 🙂
@JannatulFerdous-gl8qg4 жыл бұрын
Right.
@asifcmc4 жыл бұрын
Yes
@furtychowdhury19544 жыл бұрын
Aupee Karim ki victim?
@aesharahman48514 жыл бұрын
Absolutely true story, based on every single married woman.Great job and it's really a big mysterious story for victim.in last few years Asfaque nipun sir is a one of the best director in bd.
@francisbayen54104 жыл бұрын
If you choose Mehu or Tisa in place of Apee we can't watch this kind of genius acting. They can't do it. Thanks Ashfak Nipun.
@mehreenkabir50714 жыл бұрын
Tisha would be brilliant
@hossainmollah30312 жыл бұрын
পরিচালক খুব চাতুরতার সাথে গল্পটি বলেছেন।আর গল্পটি দর্শকদের নিজের দর্শনের উপর ছেড়ে দিয়েছেন। এমন ভাবে সাজানো এবং শেষ করা হয়েছে যেন একজনকে মিথ্যুক ধরতে হবে,হয় রুশো নয়তো ফারিয়া আর এইটা নির্ভর করবে দর্শকের দৃষ্টিভঙ্গির উপর। হয় পুরুষ নয়তো মহিলা। আশফাক নিপুণ খুব নিপুণভাবে গল্পটি দর্শকের উপর ছেড়ে দিয়েছেন,ধন্যবাদ। 🙃
@nayeem.ahmed074 жыл бұрын
I must say something about this drama. Yap, It's a masterpiece one. And Aupee Karim, Just WOW!!! Stunning Acting. Old IS Gold. Whole Presentation is top class.
@BijayaBhowmik4 жыл бұрын
অপি করিম আপুর অভিনয় সত্যিই অতুলনীয়। কিন্তু সেজন্য যে মেহজাবি,তানজিন তিশা এনাদের ফ্লপ চোখে দেখতে হবে এটা উচিত নয়। তারা সবাই ই সবার দিক দিয়ে পারফেক্ট .
@monjuoshikdar66164 жыл бұрын
Absolutely correct bolechen,,apnar comment ke Ami thanks jani....!!!!
@anjanchowdhury81894 жыл бұрын
ঠিক বলেছেন বড়দি
@apurboapurbo72864 жыл бұрын
নাটক টা আমারে Hids করেছে বিশেষ করে অপি করিম।। ছোট বেলার সেই হাসি টা আবার দেখলাম।।। মন ভরে গেল। নাটক টা সুন্দর হয়েছে।।। আবারো বলবো সূন্দর হয়েছে।।।
@06-sr-prado-terokhadaoliur252 жыл бұрын
বাংলাদেশের চলচ্চিত্র জগতের মধ্যে আমার দুই জন ক্রাশ, অপি,পূর্ণিমা । আফরান ভাই শুধু গল্পই কইরেন।
@TuhinGermany944 жыл бұрын
নেতার মত নেতা একজনই হযরত মোহাম্মদ(সঃ)
@mahamudsworld42854 жыл бұрын
নিশো ভাইয়ের নাটকে ইদানীং কোনো গল্পই থাকে না, যা তা!! অনেক দিন পর একটা ভালো গল্প, নিশো ভাই ও অপি ম্যাম!! অসাধারণ!
@fatimaaparna14404 жыл бұрын
i loved the way the drama has been presented. Director kept the audience in Maha's position, which takes us more closer to Maha's feelings and pain. She doesn't have any proof, but still she has been left with a strong doubt to carry and fight within herself. It is an unsolved mystery that she has to live with; she doesn't have any choice other than that, same as us. We can't trust her husband, but don't want to declare him as guilty. I must say it is a class production.
@tarinarahman33212 жыл бұрын
same to me
@tamimamujib274 Жыл бұрын
Well said👌! After watching this telefilm, i was confused. But, your comment made everything clear to me. Thank you so much✨🌸.
@bene925410 ай бұрын
He is obviously not guilty. There was nothing on his phone when Maha checked and there was nothing found in the investigation. Faria's accusation was complete balderdash. We should believe the facts and not just take someone's words as the gospel of truth.
@manhajularefin4409 ай бұрын
Who is not victim here?
@naziahossain39503 жыл бұрын
after a looonggg period of time, really watched a telefilm from first to last.. and still thinking of it.. just wow..
@niveditabhattacharyya77484 жыл бұрын
An excellent psychological thriller ,an offbeat film with an unique storyline. Director Ashfaq Nipun has explored the psychological depths of human mind through a well-knit plot, in depth characterization and brilliant execution of the film . Afran Nisho has superbly portrayed his character and Aupee Karim is graceful and brilliant in her performance. The other characters also did justice to their roles . From Kolkata.
@neonlights49374 жыл бұрын
Is Nisho popular in Kolkata?
@niveditabhattacharyya77484 жыл бұрын
I am not sure , but I guess yes . People of Kolkata are great fans of Afran Nisho and Faruq Apurbo.
@neonlights49374 жыл бұрын
@@niveditabhattacharyya7748 This drama was great except the last 5 minutes. The last 5 minutes ruined it. But yes, researchers studying the brain scans of volunteers who pondered ethical dilemmas have found that the basis for making tough moral judgments is emotion, not logic or analytical reasoning. And director Ashfaq Nipun just manipulated this knowledge. (I am a great fan of Afran Nisho & Ritwick Chakraborty).
@nomadiccloud15294 жыл бұрын
@@neonlights4937 What was the end? Was Russo guilty or not? Or perhaps the director wants to say that Russo's guilt was not important point of the natok ... The wife was the main victim because she will never be clear what happened and will forever keep suspecting her husband.
@neonlights49374 жыл бұрын
@@nomadiccloud1529 I think both. The writer, however, will know the best what he wants to say. A little more clarity would be better, otherwise people will get wrong messages. But you brilliantly pointed out the 2nd aspect , perhaps the more important aspect of the drama that 'The wife was the main victim because she will never be clear what happened and will forever keep suspecting her husband'. But very few people will be able to see this point and they will incorrectly think Safa is the victim.
@binodeeni4 жыл бұрын
It was such a good drama!! Thanks to the writer for portraying the reality here. Sexual harassment in workplace is so common and the victims are always hold responsible for it. Eventually the criminals get away with their disgusting offense and live a happy life.
@MadMaxTorrenz11 ай бұрын
true
@MadMaxTorrenz11 ай бұрын
but what here shown is a slight loud voice to colleague as a harassment which will lead so called opportunist to file legal action against good persons rather than the real culprits.
@bene925410 ай бұрын
Why do you think Safa was being truthful and Nisho was lying? Nisho is the real victim here. His reputation, job, and family had to go through so much humiliation and stress. Moreover, he now has a wife who will never trust him again. There was a thorough internal 🔎 that found nothing against Nisho. There are many cases of false accusations of harassment in history. Don't just cherry-pick the girl's side without any logic, proof, or fact.
@mahmudalamgir60814 жыл бұрын
Aha! He is relieved from all charges from his office but still he is guilty to his wife! This is really shocking for any wife! However, every making of Ashfaq is really fabulous. waiting for the next
@FarhanHossain-u2k9 ай бұрын
Victim 2 বের করে উদ্ধার করুন নাটকের পেচে পড়েগেছি পরিচালক ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি।
@NahidRony-js1bb6 ай бұрын
নিশো যখন সাফার সাথে শক্ত আচরণ শুরু করছে,তখন মনে হয় নিশোকে ছোট করার জন্য মিথ্যে অভিযোগ আনছে,এবং এটাই প্রমাণিত হয়েছে