খুব মায়া লাগে এই মানুষ গুলোর দুঃখ-কষ্ট দেখে ! আল্লাহ্ যেন তাঁদের প্রতি দয়াশীল হন !
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@aledialo Жыл бұрын
আমিন ❤😢
@MdMainuddin-ge4hz Жыл бұрын
আমিন ❤❤
@subratachakraborty48362 жыл бұрын
বাছ বিচারের বাতুলতা নেই, সবাই তার আপন সে যে অন্য কেউ নয়, এ যে আমাদের ভাই সুমন। ধন্য আপনি, ধন্য আপনার জীবন্ত উপস্থাপনা সুস্থ্য থাকুন, ভালো থাকুন এই শুধু কামনা। ধন্যবাদ সুমন ভাই ।
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ধন্যবাদ সুব্রত দা❤️
@gamingsakib246092 жыл бұрын
kzbin.info/www/bejne/m3bbaqmDbJysoJY
@ashrafulkabir74642 жыл бұрын
ঠিক কথা বলেছেন দাদাভাই। অনেক ধন্যবাদ আপনাকে। সুমন ভাইয়া একজন মহান মানুষ।
@subratachakraborty48362 жыл бұрын
@@ashrafulkabir7464 অনেক অনেক ধন্যবাদ। এই সম্ভাষণ আমাকে কেউ কোনো দিন করে নাই। অনেক ভালো লেগেছে।
@dipankargupta5502 жыл бұрын
সুমন ,তুমি মানুষের মনের সবচেয়ে দামি কথাটি বলেছ "মানুষের বিচার করা উচিত তার মানসিকতা দিয়ে তার ধন দৌলত দিয়ে নয়"। শুধু এই একটি বাক্য এর জন্য তোমার মানবিকতার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ভালো থেকো ।
@bb_stories46812 жыл бұрын
সত্যি বলতে দাদা হটাৎ করেই একদিন তোমার এই ভিডিও আমি দেখি তার পর থেকে মুগ্ধ হয়ে গেছি 🥰 কি সুন্দর ভাবে সব কিছু তুলে ধরেন 😊
@oman-oman4973 Жыл бұрын
Hi beautiful❤🌹🙋
@suniplsarkar70472 жыл бұрын
আপনি একজন বাংলাদেশের বিখ্যাত মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে চিনি-জানি। আপনার উপস্থাপনা খুব সুন্দর, বেশ শ্রুতি মধুর। ভাষার উপর আপনার বেশ দখল আছে-- সম্ভবত আপনি বগুড়ার লোক, আপনার কথায় কোনও আঞ্চলিক টানও নেই। বেশ সহজ ও সাবলীলভাবে আপনি উপস্থাপনা করেন-- অনেক ধন্যবাদ জানাই।
@azizunnahar3998 Жыл бұрын
সরকার পদক্ষেপ নিতে হবে।
@MdShafi-k5c2 ай бұрын
রাইট
@tt.ru_2 жыл бұрын
জানিনা কেনো গ্রাম এর ভিডিও দেখলে বুক টা হাহাকার করে গ্রাম এ যাওয়ার জন্য, চোখে পানি চলে আসে...চর এলাকার গ্রাম এর মানুষ দের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে. অনেক ভালোবাসা সুমন ভাই অনেক ধন্যবাদ সবসময়. ❤️
@jahagiralom61112 жыл бұрын
ভাই আপনি আমার মনের কথা বলছেন গ্রামের এসব ভিডিও দেখলে আচমকা মনের কোণে চোঁখে জল এসে যায়, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
@AhsanHabib-ec3ts Жыл бұрын
ছোটবেলা থেকে ঢাকা শহরে সবসময়ই বাস করে এরপর বহু বছর ধরেই বিদেশে থাকার পরও এখনও গ্রামের এমন ভিডিও দেখলে সেখানে যেতে মন কেন যে হাহাকার করে উঠে আজও বুঝিনা ❗
@mdmasummiah37457 ай бұрын
,, ঠিক বলছেন ভাই
@jahagiralom61112 жыл бұрын
বিনবিনাচরের প্রথম পর্ব দেখে দ্বিতয় পর্ব দেখার জন্য মনটা বেকুল হয়ে ছিল অবশেষে দেখলাম, খুব ভালো লাগলো সুমন ভাইকে অভিন্দন
@md.polashmia6150 Жыл бұрын
বড়লোকের বাড়িতে অবহেলিত মেহমান হওয়ার চাইতে। গরীবের বাড়িতে প্রধান অতিথি হওয়া অনেক ভালো।
@firuzakhanam42099 ай бұрын
Thik balsen
@slingshotshootbd2 жыл бұрын
গ্রাম বাংলার রূপ যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই
@শাহ্মোঃদর্পন2 жыл бұрын
ভাই আপনার নিয়মিত দর্শক আমি।
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@robiullrijan77342 жыл бұрын
একটা ভিডিও থেকে এতো শান্তি পাওয়া যাবে না দেখলে বোঝতে পারতাম না ,প্রতিবারিই ভিডিও দেখে শান্তি পাই কি দরদ মাখা প্রকৃতির রূপ ♥️♥️👍
@shirinakter7422 жыл бұрын
চর খানপুরের আজিজুল ভাই ফলিমারি চরের মুনসুর ভাই বিনবিনার চরের ফরহাদ ভাই সবাই এত আপ্যায়ন করল যা দেখে আমাদের ও অনেক ভালো লাগলো
@SalahuddinSumon2 жыл бұрын
আপনার তো দেখি সবার নামই মুখস্ত। ভালো থাকবেন।
@AbulKalam-ik9ex2 жыл бұрын
সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চরখানপুরের আপনার প্রতিটি ভিডিও আমি সেভ করে রেখেছি। আমি মাঝে মধ্যে মন চাইলেই মাঝে মধ্যে দেখি।দেখতে দখতে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। চর বিনবিনা প্রথম পর্ব দেখেও মনটা বিষাদে ভরে গেছে।আর একই কাজ হয়েছ। অপেক্ষায় ছিলাম দ্বিতীয় পর্ব দেখার। আজ দেখলাম। খুবই মুগ্ধ হয়ে দেখলাম। আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল। আবারও কোনদিন এই বিনবিনা চরে গেলে ঐ অসহায় ভদ্র মহিলার জন্য আমি কিছু সামান্য অর্থ আপনার মাধ্যমে পাঠাবো। নিয়ে গেলে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
@AbulKalam-ik9ex2 жыл бұрын
Thanks
@AminurTalukder2 жыл бұрын
আমাদের রংপুরে মানুষের মন অনেক সহজ-সরল। আমার জন্মভূমি প্রিয় রংপুর 🌺🌺
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@sohagikhatun11732 жыл бұрын
Amader Rangpur😊😊😊
@sohagikhatun11732 жыл бұрын
Right amader mon Allahamdulla onek boro
@paltelicom83512 жыл бұрын
সত্যিই সুমনদা, আপনার সংলাপ আপনাকে যত শুনি আর যত দেখি আপনার ভিডিওগুলো ততই যেন আপনার ফ্যান হয়ে যায় আপনার ভাষা এবং কাজ ও কথা বলার ভিতরে যেন মনে হয় আমার অনেক কিছু শেখার আছে!
@younusrana49442 жыл бұрын
মা তো মা এ।আর মায়ের মমতা মিশিয়ে থাকে সন্তানের অন্তরে।অনেক অসাধারণ ভিডিও ছিলো রংপুর এর মানুষের ব্যবহার।
@pal1520012 жыл бұрын
দাদা কি যে ভালো ভিডিও বানিয়েছেন !! কোনো ভাসাই যথেষ্ট নোয় এটা বোঝানোর জন্য যে কত মন ছুয়ে গেছে ভিডিওটি। আপনার এই সাবলীল কথাবলা, ভিডিও ধারণ , সর্বোপরি মানুষের প্রতি ওপার ভালোবাসা প্রতিটি ভিডিওতে ঝরে পড়ে। খুব ভালো থাকুন আপনি।
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকুন সব সময়।
@pal1520012 жыл бұрын
দাদা আপনার রিপ্লাই আমাকে ধন্য করেছে। একটি হার্ট ইমোজি যথেষ্ট ছিল। খুব ভালো থাকুন আপনি এই প্রার্থনা করি সব সময়।
@আশারআলো-ত৫ঠ2 жыл бұрын
ফরহাদ ভাইয়ের পিঠে করে পার করা এবং তার মায়ের আতিতীয়তা মাশা আল্লাহ ।
@abulkalam-cj1rq2 жыл бұрын
প্রকৃতির সৌন্দর্য্য দেখে চোখ জুড়িয়ে গেলো। নদী ভাঙ্গন দেখে চোখটা ভিজে গেল।
@MahediHassan12 жыл бұрын
এটাই বাংলাদেশের গ্রামের লোক মানুষের পরিচয় মানুষের সঙ্গ নেওয়া যার মাঝে নিজের অতৃপ্ত সুখ খুজে পাওয়া যায় সেটাই এই ভিডিওর মাঝে দেখিতে পেলাম যা সুমন ভাইয়ে ভিডিও র মাঝে পরিলক্ষিত হয় ধন্যবাদ সুমন ভাই
@ashrafulkabir74642 жыл бұрын
গরীব মানুষের হৃদয় অনেক মহৎ। তাদের মন অনেক উঁচুমানের। তাদেরকে জানাই হাজার সালাম ও শুভেচ্ছা। তাদের প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা.. 🇧🇩❣️💘🥀🌷
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@ashrafulkabir74642 жыл бұрын
@@adrishavlog একটি সুন্দর comment এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন ও সুস্থ থাকুন।
@adrishavlog2 жыл бұрын
বাংলাদেশের মানুষকে আমাদের পাশে থাকার অনুরোধ রইল দাদা ৷
@ashrafulkabir74642 жыл бұрын
@@adrishavlog অনেক ধন্যবাদ দাদা। আমিও অনুরোধ করছি আমাদের প্রতিবেশী দেশ ভারতের মানুষ যেন আমাদের পাশে থাকে।
@mdrahadbabu62342 жыл бұрын
আমার বাংলার মতো সুন্দর আর কোথাও পাবো না। আলহামদুলিল্লাহ
এই তো বাংলার মানুষ । মানুষ গরীব হলে ও হৃদয় অনেক বড়। শুভকামনা রইল ওইসব বড় হৃদয়ের মানুষ গুলোর জন্য।
@shojolahamed43962 жыл бұрын
গ্রাম বাংলার সৌন্দর্য আহা কতোটাই না সুন্দর ❤️❤️❤️❤️
@mdshamimhasan2392 жыл бұрын
চর অঞ্চলের ভিডিও গুলো আমাকে মুগ্ধ করে।তাদের জীবনটা অনেক কষ্টের হলেও সুখ রয়েছে তাতে।। অসংখ ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর ভিডিও গুলো আমাদের কে উপহার দেওয়ার জন্য।
@kkuwal56892 жыл бұрын
tai naki vai
@kkuwal56892 жыл бұрын
Koy thaken apne
@md.muntakinbillahofficer48592 жыл бұрын
সত্যিই অসাধারণ ভাই আপনার গ্রাম বাংলার ভিডিও।আপনি আমাদের বগুড়া জেলার গর্ব।
@RafiulShohanVlogs2 жыл бұрын
মানুষ গরীব হলে ও হৃদয় অনেক বড়।
@amiami56992 жыл бұрын
48সেকেন্ড, বাচ্চা ছেলেটা অনেক বুদ্ধিমান, মাশা আল্লাহ🥰
@shihabhasan1542 жыл бұрын
🥰
@TamimRahman-c8j3 ай бұрын
ফরহাদ ভাই এর আম্মার মন টা খুব উদার। খালাম্মার জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন খালাম্মার সব দু:খ কস্ত মুছে দেয়। ফরহাদ ভাই এর জন্য দোয়া করি আল্লাহ জেন ফরহাদ ভাই কে প্রতিষ্ঠিত করে দেয়
@Knowledgehouse-1102 жыл бұрын
I was in depression. After watching this video feeling completely thankful to almighty Allah..May Allah bless you brother Sumon..By the way I am also from Rangpur..
@oman-oman4973 Жыл бұрын
❤🥀 Hi
@MdRohimMdRohim-k8cАй бұрын
অসম্ভব সুন্দর হইছে ভাই মন টা ভালো হোয়ে গেছে ❤❤
@mdrajumiha76802 жыл бұрын
নদী ভাঙ্গন মানুষের পাশে সবাই সাহায্য করুন আমীন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই
@shabuddinshaheen58142 жыл бұрын
তিস্তা পাড়ের এই মানুষ গুলোই খুবই উদার❤️ আন্তরিক আল্লাহর কাছে প্রার্থনা করি ওদেরকে রখ্যা করুন,,,, আমিন
@riponmiah36622 жыл бұрын
মনজুড়িয়ে দেয় আপনার ভিডিওগুলো,,দেশের কথা খুব মনে পড়ে আপনার ভিডিও যখন দেখি,,মনে পড়ে আমার গ্রামের কথা,,মাঝেমধ্যে অনেক ভিডিওর করুন দৃশ্য দেখে আবেগ আপ্লূত হয়ে পড়ি,,, চোখে কখন যে পানি চলে আসে বুঝতেই পারিনা।দোয়া করি সালাউদ্দিন ভাই,,, আপনার জন্য ❤️🖤❤️🇮🇹
@MdFaruk_F_D2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য
@ARJRaj-en6qm2 жыл бұрын
সুমন ভাই গরিব মানুষের মন অসাধারণ, বিশেষ করে এই চরের মানুষগুলি ভালবাসার তুলনা হয় না।
@alamin91522 жыл бұрын
এসব গরীব মানুষের মন মানসিকতা এবং উদারতা দেখে আমাদের সত্যি অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছু থাকার পরও কাউকে কোন সাহায্য করতে চাই না বিপদে পড়লেও আমরা কাউকে সাহায্য করতে চাই না, আর এখানে তাদের তেমন কিছু নেই কিন্তু উদার মন আছে, আর এটাই প্রকৃত মানুষের পরিচয় হওয়া দরকার। ভালোবাসা নিবেন সুমন ভাই আপনার মাধ্যমে এদেরকে দেখতে পেয়ে আমরা সত্যিই অভিভূত। ❤️❤️❤️
@user-nz4ih1ip3w2 жыл бұрын
Right bolesen Bhai
@MDMARUF-gc3yk2 жыл бұрын
.চর এলাকার গ্রাম এর মানুষ দের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে. অনেক ভালোবাসা সুমন ভাই অনেক ধন্যবাদ সবসময়.
@Xahid19962 жыл бұрын
এই মানুষ গুলো হয়তো বিত্তশালী না, কিন্তু তাদের মন আকাশের চাইতেও বড়। আল্লাহ ভালো রাখুক এই নদী ভাঙনের স্বীকার হওয়া অসহায় মানুষগুলোকে।
@everyuse24972 жыл бұрын
এই জন্যই রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন শহর ছেড়ে গ্রামে যেতে,খুবই সহজ সরল মানুষ গুলি অবাব অনটনের জীবন,,মাশা-আল্লাহ,,
@shongshoy.responsepanel Жыл бұрын
এভিডেন্স টা দেন মোহাম্মদ কোথায় এ কথা বলেছে?
@দূর্গাকে_চুদি9 ай бұрын
@@shongshoy.responsepanel কি খবর তোর
@mosharofhossain11382 жыл бұрын
সুমন ভাই বুঝতে হবে এটা আমাদের রংপুরের মানুষের ব্যবহার ভালোবাসা
@sudiptadas62282 жыл бұрын
আমার সোনার বাংলা 💚 Sir, love❤ from kolkata,India !
@oman-oman4973 Жыл бұрын
Niec
@razibvlog2 жыл бұрын
ভালোবাসার আরেক নাম সালাউদ্দিন সুমন ভাই🥰😍😍😍
@shihabhasan1542 жыл бұрын
🥰
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@habibadanceclub88852 жыл бұрын
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকের ভিডিও চিত্র দেখে
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@farzanatasrin704 Жыл бұрын
গ্রামে গ্রামে ঘুরেন আর মজার মজার গ্রামীন খাবার খান, আহা কি শান্তির! আল্লাহর অশেষ রহমত আপনার উপর! খুব সুন্দর করে গ্রামীণ মানুষগুলোর সাথে মিশে যান খুব ভালো লাগে! দোয়া রইল, ভালো থাকুন!
@limaislam3642 жыл бұрын
আহা! কি মনোমুগ্ধকর উপস্থাপনা 😍
@hedayetullah2452 Жыл бұрын
👌
@hedayetullah2452 Жыл бұрын
মন মানেনা মনে কয় দেশেচলে আসি ছোটবেলার কথা গুলো মনেপরে যায় কেমন আছেন আপনি
@roufrecipevlogar12842 жыл бұрын
এটাই বাংলাদেশের গ্ৰামীন বাংলার সহজ সরল মানুষের জীবন যা কিনা পুরো পৃথিবী নামক গ্ৰহে খুজলে পাবেনা...... This is Bangladesh🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@Mdsabbirkhan9582 жыл бұрын
গ্রামের পরিবেশ আর মানুষ খুবই সুন্দর ❤️
@psstylevlogg2 жыл бұрын
আসসালামালাইকুম ভাইয়া। আমি আপনার নিয়মিত ভিডিও দেখি।বিশেষ করে গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য আমাকে আমার ছেলেবেলায় কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দেই।আমি ভারতের বীরভূম জেলা থেকে দেখছি।আপনি সর্বদাই ভালো থাকবেন আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবেন।
@SarailToTabuk20072 жыл бұрын
গরিব মানুষের কাছে যে সম্মান পাওয়া যায় বড়লোকের কাছে তা কখনো আশা করা যায় না♥️
@nazmulhasan3725 Жыл бұрын
শুধু স্নিগ্ধ, সুন্দর মনের মানুষরাই এমন কন্টেন্ট দেখে। এমন মুগ্ধতায় বারংবার সিক্ত হতে মুখিয়ে থাকে। সুমন ভাই ভালোবাসা অভিরাম।🌹
@ashiqurrahman55512 жыл бұрын
আপনার ভিডিও গুলো গ্রামীণ জীবনযাত্রার চলার পথে গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেন। খুব সুন্দর লাগে যা ভাষা প্রকাশ করার মতন না।❤️❤️❤️❤️
@deshi.Familyz2 жыл бұрын
সুমন ভাই অসাধারণ আপনার উপস্থাপনা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি গুলো এতো সুন্দর করে প্রকাশ করেছেন।
@ah16472 жыл бұрын
এটাই আমার বাঙলা। এমন ইতো হয় আমার বাঙলার মায়ের ভালবাসা। শুভকামনা সুমন ভাইয়ের জন্য এবং গভীর শ্রদ্ধা বাঙলার প্রত্যেক টি মায়ের প্রতি।
@Diary_of_Mitu2 жыл бұрын
ভাইয়ার ভিডিও দেখলে অন্যরকম ভালোলাগা কাজ করে।মনে হয় আরও বড় হলো না কেন? সবুজের সমারোহ ও মাটির গন্ধ মাখানো ভিডিও দেখতে ভীষণ ভালো লাগলো।
@anamulvlogs1222 жыл бұрын
আপনি ভাই এক আজব মানুষ আপনার মায়ায় পড়ে যাই আমরা সবাই। যেই দেখে সেই মায়ায় পড়ে যায় আপনার মিষ্টিমধুর কন্ঠ আচার-আচরণ দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি। অচেনা বাড়িতে আপনি যে যত্ন পান তা এখনকার কার যুগে বিরল সব মানুষই আপনাকে খুব আপন করে নেয় কারন আপনার চেহারায় বা আচার-আচরণে মানুষ আপনার প্রতি মুগ্ধ হতে বাধ্য
@nitishmondal46642 жыл бұрын
এই ঋণ কি ভাবে শোধ করবেন ভাই? সবকিছু ভাবতেই আমার চোখে কখন জল চলে আসছে ভাবতেই পারিনি।ভালো থাকুক চরের মানুষ। ভালো থাকেন সুমন ভাই ❤️❤️❤️
@arindommallick53302 жыл бұрын
শুধু ভাবি আজ কি কমেন্ট করবো ভাষা সব ভাষা শেষ আমি স্তব্ধ এই রকম ভিডিও যদি দেখতে থাকি মাথা কি ঠিক থাকে অসাধারণ বিনবীনার চর চরখানপুর প্রতিটা ভিডিও চোখ যে জুড়িয়ে যায় ভাই ভালো থেকো টাটা ।
@mdmetono97652 жыл бұрын
আপনাকে যতই দেখছি ততোই মুগ্ধ হচ্ছি আপনি একজন উদার মনের মানুষ ভালোবাসা অবিরাম ভাই
@mohamadmomin4272 жыл бұрын
এই ভিডিওটা দেখে হৃদয়টা জড়িয়ে গেল মনে হয় যেন অনেক বছর সময়তে আমি ফিরে গিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কে ভিডিওটি করার জন্য '
@abidrahaman90162 жыл бұрын
কেউ নদীর জল এর জন্যে অসহায়। আর কেউ জল বিনা অসহায় যেমন সাহারা মরুভূমি এক বিন্দু জল এর জন্য মানুষ অসহায়। ধন্যবাদ সুমন ভাই
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@oman-oman4973 Жыл бұрын
Hi❤
@sunainaroy912 жыл бұрын
Ami India theke bolchi,apnar sb video amar khub khub bhalo lage r bishesh kore ai gram ar video guli ,gram ar manush ar mon ato vlo j sotti khub valo lage ❤️
@smnurvlog2 жыл бұрын
নিজের এলাকার ভিডিও অনেক ভালো লাগে💕💕 ধন্যবাদ সুমন ভাই 🥀
@mannanchamali6648 Жыл бұрын
সারাদিনই আপনার বিডিও দেখি
@bangladeshlovers18222 жыл бұрын
বিশেষ করে চরাঞ্চলের সিরিজ গুলো দেখে কেন জানিনা মন ভরে যায় ❤️❤️
@wahidmahmud14362 жыл бұрын
এই এরাই বাংলার মা,এরাই বাংলার সম্মান, এরাই বাংলার মুখ ওনারা ই বাংলার প্রতিচ্ছবি বাংলার মা বাংলার সাধারন গরিব মা রাই আমার সম্মান, আমি তোমাদের ভালোবাসি মাগো, তোমাদের অনেক ভালোবাসি তোমরা যারা সহজ-সরল সুন্দর বিশাল আত্মার অধিকারী, তোমরাই বাংলার মা।
@Rayhanography2 жыл бұрын
This is the best content so far from you . These kind hearted peoples are amazing. May Allah bless them.
@NIZAMUDDIN-gq8zs2 жыл бұрын
Beautiful place I'm sylheti watching from England
@chittabiswas99202 жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই । ক্ষুদিরামের জন্মস্থানের ভিডিও থেকেই নিয়মিত আপনার ভিডিও গুলি দেখছি। দেশ বিদেশের অনেক বাংলা ভিডিও দেখলেও আপনার মত বাঙালি দেখিনি। জাতিগত ভাষার প্রাধান্য দেই । রংপুরের বেতার শিল্পী টুল টুল মণ্ডলের সাথে সম্প্রতি আলাপ হয়েছে। হোয়াটসএপ অনেক কথা হয়। আপনার মনে আছে কিনা জানিনা, আমার এক কালে ঢাকায় বাড়ী ছিল । ভাল থাকুন, নমস্কার নেবেন ।
@mohammadshahin46972 жыл бұрын
আপনার উপস্থাপনা খুব সুন্দর।বেশ সহজ ও সাবলীলভাবে আপনি উপস্থাপনা করেন। মায়ের আতিতীয়তা আর ফরহাদ ভাইয়ের পিঠে করে পার করা অসাধারণ ।
@Mpoem5332 жыл бұрын
প্রত্যেকটা চরের ভিডিও দেখে আমি নিজেকে কিভাবে যেন ওদের সাথে রিলেট করে ফেলি মনে হয় ইশ যদি সামর্থ্য থাকত আমি সারাটাজীবন ওদের সাহায্যে কাটাতে পারতাম
@mohammedsamim7837 Жыл бұрын
আমি কলকাতায় থাকি। হটাৎই একদিন সালাউদ্দিন ভাইয়ের ভিডিও নজরে আসে। সেই থেকে প্রতিটি ভিডিও দেখি। খুব ভালো লাগে তার সুন্দর উপস্থাপনা।
@raselbadil67122 жыл бұрын
এত আপায়ন করার জন্য ধন্যবাদ জানাই, ফরাদ ভাইকে ও দোয়া রইল তার সবার জন্য, Love it’s form 🇧🇩🇲🇾
@mrinmoypaul64532 жыл бұрын
Khub bedonadayak fromIndia
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল nice & beautiful
@SakhafiRidoy-ir1uj Жыл бұрын
স্যালুট আপনাকে সুমন ভাই মানুষের ভালোবাসা আল্লাহ প্রদত্ত কারণ আপনি ও খুব ভালো মা বাবার সুসন্তান প্রথম আপনি ধনীদের চাইতে মাটির মানুষের কাছে বেশি মিশে যান আর ওনারা ও আপনাকে বুক উজার করে আপ্যায়ন করে সব সময় ভালোবাসা থাকবে
@parvaiz1002 жыл бұрын
জীবন আয়ুতে নহে , কল্যানপূত কর্মে ৷👍
@KakashiHatake-fe5kc2 ай бұрын
Sumon baia apnar eai proggramta kub Valo laglo
@mdbashar93662 жыл бұрын
ভাই এই ভিডিও টা দেখে আমার ছোট বেলার কথা মনে করে চোখে জল এসে গেছে। অসাধারণ ছিল ভাই এই পর্বটি
@shamimahsan5092 жыл бұрын
অসাধারণ ভাই আপনার উপস্থাপন। মুগ্ধ হয়ে যাই। এই প্রান্তিক মানুষ দের জীবন আপনি ছাড়া এত সুন্দর করে কেউ দেখাতে পারে না।
@banglargaan4132 жыл бұрын
আহ্ মানুষ কত কষ্টে আছেন উনারা। তবুও তাদের মন কত সুন্দর।
@EXPERIMENT.0712 жыл бұрын
পৃথিবীর সেই সবচেয়ে ধনী ! যার একটি সুন্দর মন আছে! যার মনে নেই কোনো অহংকার ! নেই কোনো হিংসা ! আছে শুধু অন্যের জন্য ভালোবাসা!!!
@faisalafridi38702 жыл бұрын
ভাই আপনার এই বিডিও দেখার পরে আমার কান্না ছলে আসছে 😭😭😭😭😭😭😭😭😭
@MDSALAUDDIN-no2ir2 жыл бұрын
সালাউদ্দীন সুমন ভাই আপনি খালাম্মার হাতে রান্না খেয়ে বলছিলেন যে ২৫বছর আগে ফিরে গেছেন,,, ঠিক তেমনি আমিও ২০বছর আগে ফিরে গেলাম বিনবিনার চর দেখে,,, এসব প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে সেই শৈশবের কথা মনে পড়ে গেল,,, এবং খুবি ভালো লাগলো
@masukahmed11842 жыл бұрын
যতই মন খারাপ তাক না কেন আপনার ভিডিও দেখা মাএই মন পুরো ভালো হয়ে যায়
পুরো ভিডিওটা দেখে নিলাম ভাইয়া ভিডিওটা দেখতে দেখতে চোখের কোনে পানি জমেছে এরকম একটা চরে ২৫ বছর আগে বিয়ে হয়েছিল আমার স্বামী সন্তানদেরকে নিয়ে ঢাকা শহরে বসবাস কিন্তু সব সময় নিজের গ্রামের জন্য মন কাঁদে নিজের জায়গাতে একটা গাছ লাগাতে ইচ্ছে করে আমি খুব প্রকৃতি প্রেমিক গাছ আমার খুব পছন্দ কিন্তু এক ছটাক জমিও আমার নেই যেখানে আমি একটা গাছ লাগাব মাঝে মাঝে ধানমন্ডি লেকের পাড়ে গিয়ে গাছ লাগাই কিছুটা হলেও মনে শান্তি পাই আপনার ভিডিওটা দেখে আজকে আমার এত কান্না পেয়েছে আর ভিডিওটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
@aledialo Жыл бұрын
দেশের সরকারের কাছে আমাদের সাধারণ জনগণের দাবি তিস্তা প্রকল্পের কাজ যেন অতি দ্রুত শুরু করা হয়❤🇧🇩🇧🇩🇧🇩
@beautifullife70942 жыл бұрын
মাশাআল্লাহ ভাই শুভেচ্ছা রইলো সবসময় বিউটিফুল লাইফ চ্যানেলের পক্ষ থেকে
করো পক্ষে সম্ভব হলে ফরহাদ ভাইকে ভলো একটি চাকরি দিয়ে তাকে এবং তার পরিবার কে সাহায্য করুন। ফরহাদ ভাইর চেহারায় দেখা যাচ্ছে সালাউদ্দিন ভাইকে কি ভাবে ভালো আপ্যায়ন করা যায়
@adrishavlog2 жыл бұрын
খুব ভাল লাগল ৷
@sohagali93172 жыл бұрын
আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি। আর মাঝে মাঝে গ্রাম এর কথা মনে পরে কলিজা ফেটে যায়।
@HasibHyperNexus2 жыл бұрын
সুমন ভাই , আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন যাপন নিয়ে তৈরি ভিডিওগুলো।
@jahangiralam6661 Жыл бұрын
অনেক কষ্ট ও ধৈর্য সহকারে আমাদের গ্রাম বাংলার হত দরিদ্র মানুষের জীবন জীবিকা তুলে ধরেছেন, দোয়া করি এসব চরের মানুষের জন্য, আর আপনার জন্য অভিনন্দন ও ভালোবাসা রইলো। ❤❤
@mushfikurrahaman60482 жыл бұрын
আমি উত্তরবঙ্গের মানুষ, এই ভিডিও গুলো আমাকে অনেক পীড়া দেয়।চোখের পানি আটকাতে পারি না😥😭😭
@কাঁশফুল-ফ১হ Жыл бұрын
আপনার ভিডিও তো এমনিতেও কোনো তুলনা হয়না। তার মধ্যে মানুষের বাড়ি গিয়ে খানা খান।অসাধারন আপনার ও পেটে শান্তি আমাদের ও মনে শান্তি। অনেক ভাল লাগে।
@KHANSAIFULISLam2 жыл бұрын
খিচুড়ির ওজন বেশি 😁❤️ মাশাল্লাহ খুবই সুন্দর দৃশ্য
@paromamajumderchoudhury5741 Жыл бұрын
Ami India theke apnar video dekhi..khub sundor vabe sadharon manush er jibon chorcha tule dhoren.. Thanks sumon babu
@MrBiplabB2 жыл бұрын
Thanks for presenting another close to earth video.The rural landscape is captivating and so is the village folks. I spend hours of quality time watching your amazing awesome vlogs. Great job 👏 ❤