আমি একজন চিকিৎসক মাঝেমধ্যে মনে হয় আমি খুব কষ্টে আছি আর উনাদের দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আলহামদুলিল্লাহ
@ikbalbarbhuiya73272 жыл бұрын
Right
@mowsumisumi95852 жыл бұрын
Alhamdulillah
@kishoreganjrivew Жыл бұрын
আলহামদুলিল্লাহ সহমত ভাই ❤️❤️
@mdreyaz3492 Жыл бұрын
আহমদের দেশের,সরকার,২০,সালের,ভিতর,গরীব মানুষ রাগবে না এত,২৩,সাল উনি,থাকেন,কোথায় আর,দেখেন,কি,মিতথার,একটা,শিমা,থাকে,
@rajusk6185 Жыл бұрын
😢❤
@bestcartoonstory77492 жыл бұрын
নিঃসন্দেহে বলা যায় সালাউদ্দিন সুমন ভাই একজন ভাল মনের মানুষ। সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ যদি আমায় কোনদিন সেই তৌফিজ দান করে আমি ইনশাআল্লাহ এসব মানুষের পাশে দাড়াবো। পরিশেষে বলি আল্লাহ এসব মানুষদের ভাল রাখুক।
@bestcartoonstory77492 жыл бұрын
@Dehat TV HD • 60K views • 3 hours ago... 👍
@Mst.HabibakhatunHabiba Жыл бұрын
ওই গ্রামটা আমাদেরই। ওই মানুষগুলো আমি চিনি।আমার দুঃখের সাথেও আমার আনন্দ লাগছে, যে আমার এটা জন্মস্থান।
@mdfarukislam15522 жыл бұрын
প্রকৃতির নীলাখেলা দেখে মনের অজান্তে চোঁখে পানি চলে আসলো। তিস্তা নদীর দুই পাড়ে দুঃখের ছাপ স্পষ্ট। সুমন ভাই একজন মানবিক মানুষ।
@thalapathy557 Жыл бұрын
Kandek
@md.mostafizurrohoman79522 жыл бұрын
*_আহা!! মাওলা কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। তাদের জন্য দোয়া করা ছারা আর কিছু করার নাই আমার। আল্লাহ তাদের কে এই দূর্ভিষহ জীবন থেকে উদ্ধার করুক। বৃওবানেরা এনাদের কে সহায্য করলে করলে আল্লাহ পাক তার প্রতিদান দেবেন...ইনশাআল্লাহ।_*
@PolliNoor Жыл бұрын
ধন্যবাদ সালাউদ্দিন ভাই, অনেক দোয়া রইল আপনার জন্য, হয়তো কোনদিন আপনার এই প্রতিবেদন বদলে দেবে এইসব দুখী মানুষের ভাগ্য।
@MrityunjoyIITJ2 жыл бұрын
ভগবান বলুন, আল্লাই বলুন, উপরওয়ালা কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এইটুকু সামর্থ দিক যাতে তারা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে।
@mozzenulhuq6536 Жыл бұрын
সালাউদ্দিন সুমনের ভ্রমণ প্রতিবেদনগুলো আমাকে কাঁদায়, সুখি করে, শিক্ষা দেয়, মানবতা বোধ জাগে। আমি যেন হঠাৎই মানুষ হয়ে উঠি। সালাউদ্দিন সুমন দীর্ঘজীবি হোক। সুস্থ থাকুক মানুষের জন্য।
@Toslimkhanvideochanel Жыл бұрын
😂
@mithumia41102 жыл бұрын
বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে যায়💙 মনটা তখনি খারাপ লাগে যখন দেখি এই বাংলার প্রকৃতির মানুষের কষ্ট🥲
@biplabdas6732 жыл бұрын
সত্যিই তাই
@shihadsardar64022 жыл бұрын
উদ্দিন ভাই আপনার জন্য আমরা অনেক কিছু জানতে পারতেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো অনেক অনেক কিছু তুলে ধরেন যাতে দেশের সরকার কাজ করতে পারে সেইভাবে
@anamulvlogs1222 жыл бұрын
সত্যি বলছি ভাই মায়ের বয়সী মহিলা টার কষ্ট দেখে খুবই খারাপ লাগলো চোখে পানি চলে আসলো। আর হে চরের ছেলেটা খুবই ভালো সব মানুষ গুলাই সহজ সরল
@redoyislam28196 ай бұрын
❤
@uttaramukherjee17382 жыл бұрын
অসাধারণ একটি ভিডিও। লুটপাটের প্রকল্প একেবারে ঠিক বলেছেন সুমন ভাই। গরীব মানুষ দের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। সরকার যদি ঠিক মতো সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তো এদের বেচেঁ থাকা একপ্রকার অসম্ভব। তার সাথে দরকার কিছু সৎ মানুষের সহায়তা। ভালো লাগলো আপনার এই নিবেদন যদি কিছু মানুষ ও এগিয়ে আসেন।
@mroshid37422 жыл бұрын
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চর দেখানোর জন্য তাদের জন্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত
@passioncloud7842 жыл бұрын
এটা দেখে খুব ভালো লাগলো কারণ এটা আমার বাবার জন্মস্থান। এবং এখানে আমার মামার বাড়ি নানার বাড়ি। এখানে আমার শৌশবের অনেক স্মৃতি আছে। এই চরের প্রতিটা মানুষ অত্যন্ত সরল সোজা এবং অতিথি পরায়ণ। সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাপ দাদার গ্রাম ভিটেমাটি নিয়ে এত সুন্দর একটা প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য। ভিডিওটা দেখে অনেকটা কষ্ট পেয়েছি। সালাউদ্দিন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী অংশটা দেওয়ার জন্য।
@hmk29352 жыл бұрын
স্বাধীনতার পরে এই প্রথম তিস্তা পাড়ের মানুষদেরকে নিয়ে একটি প্রতিবেদন দেখলাম।
@AminurTalukder2 жыл бұрын
আমার বাড়ী রংপুরের হারাগাছ থানায়, গঙ্গাচড়া আমার পাশের থানা। সত্যি তিস্তা নদীর ভয়াবহ তান্ডব বোঝা যায় বর্ষাকাল এলে😥😥
@shohelrana30442 жыл бұрын
আমাদের গংগাচড়া বিনবিনা,অনেক ধন্যবাদ ভাই আমাদের বিনবিনার মানুষের কস্টময় জীবন-যাপন তুলে ধরার জন্য।
@tanvirsohel72532 жыл бұрын
সালাউদ্দীন ভাই আমাদের বাংলাদেশের গর্ব😍❤️ ভালোবাসা নিবেন ভাই,❤️
@jdutta33292 жыл бұрын
গ্ৰাম টি যেন ছবির মতো সুন্দর। যত ই সামান্য কিছু হোক না কেন তার মধ্যে যদি ভালোবাসা মিশে থাকে সেটাই মহা মূল্যবান হয়ে ওঠে। চর বাসির দূঃখ দূর্দশা দেখে খুব খারাপ লাগলো।
@mdshimul27132 жыл бұрын
Amr gram ota age oneak sundor cilo
@rasedulislam5826 Жыл бұрын
😢😢😢😢
@alamgirhossen5302 жыл бұрын
তিস্তা পাড়ের মানুষের কস্টের কথা অনেক শুনেছি কিন্তু আজ এই ভিডিওতে দেখলাম। তিস্তা পাড়ের মানুষের কস্টের প্রকৃতচিত্র তুলে ধরার জন্য (সালাউদ্দিন সুমন) ভাই কে অসংখ্য ধন্যবাদ।
@rathindranathchakraborty47972 жыл бұрын
সত্যি সত্যি অসাধারণ, চরের মানুষের দুঃখ দুর্দশার চিত্র দেখে অশ্রুসিক্ত না হয়ে পারা যায়না! উপস্থাপনা দারুণ! অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!
@MrKhan-jl7fy2 жыл бұрын
অসাধারণ গ্রাম বাংলা দেখলে কষ্ট ভুলে যাই আবার অনেক আঘাত পাই নদি ভাংগা মানুষের কষ্ট দেখে। যারা দেশকে লুটে খায় প্রকল্প দুর্নীতি যারা করে তাদের হৃদয়টা এবং চোখ পাথর দিয়ে তৈরি কিছুই দেখতে পায়না এই কষ্ট জড়িত মানুষের কান্না তারা দেখেনা। হে আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে প্রাকৃতিকভাবে আপনি এই মানুষদের রক্ষা করেন।
@gazireazulislam79732 жыл бұрын
চর বসবাস কারি মানুষের দুরদশা দেখে মন কেঁদে উঠলো
@safar00752 жыл бұрын
বাংলাদেশ সরকারের উচিত এইসব অসহায় মানুষদের সকল সুজগ সুবিধা দেওয়া। Indian থেকে ভালোবাসা নিবেন সুমন ভাই।
@mrsjahanarakhatunlipi1802 жыл бұрын
সরকার চেষ্টা করছে কিন্তু কিছু লোভী মানুষ তার সুযোগ নিচ্ছে।
@tamzidislam64672 жыл бұрын
এইটার প্রধান কারন যে ভারত তা কী আপনি জানেন
@tamzidislam64672 жыл бұрын
অসময়ে বেশি পরিমান পানি ছারে, আর সঠিক সময়ে পানি দেয়না
@RafiulShohanVlogs2 жыл бұрын
বাংলাদেশে সরকার আছে?
@tamzidislam64672 жыл бұрын
@@RafiulShohanVlogs কথাটা একেবারেও মন্দ বলেননি
@sabirahamed15672 жыл бұрын
দেশে ফিরে এসেছেন তাহলে। জানি আপনি খুবই ব্যস্ত থাকেন কিন্তু মন্তব্যে জবাব দেবার সময় এবং গুরুত্ব দুটোই থাকা প্রয়োজন। সাধারনত আপনার কোন প্রতিবেদন বাদ দেয়া হয়না। তেমনি কোন বিজ্ঞাপন এড়িয়ে না গিয়ে পুরোপুরি দেখি, কারন তাতে ভাল ইউটিউব আয় হয়। ভিডিওটির থামনেল বা প্রচ্ছদ সত্যিই অসাধারণ। তিস্তা অঞ্চলের মানুষের জীবন যাপনের বাস্তব সচিত্র প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন শুভকামনা।
এখনকার কথা নয় আরো ১৫-২০ বছর আগে যখন গ্রামে যেতাম তখন তাদের আচার আচরণ দেখলে মনে হতো তারা জান্নাতি মানুষ এরকম মানুষ পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়
@muslimaislambusra25932 жыл бұрын
কেনো
@khanasaharoy76212 жыл бұрын
সুমন, তোমার উপস্থাপনা সহজ সরল প্রাণবন্ত। ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
@shuvokhan6752 жыл бұрын
ভাই চরের মানুষের ভিডিওগোলি অনেক ভালো লাগে,,, এমন ভিডিও আরো দেখতে চায়😍😍😍😍
@mdbayazid65862 жыл бұрын
এসব মানুষের দুঃখের জীবন তুলে দরার জন্য ধন্যবাদ।যারা সুখে আছে তারা বুঝতে পারবে এসব মানুষ কত কষ্ট করে তাদেরকে বেচে থাকতে হয়।
@zalal70732 жыл бұрын
আহারে জীবন, কতো কষ্টে মানুষ জীবিকা ধারণ করতেছে তা আপনার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না ভাই
@adoralibiswas8602 жыл бұрын
Love From West Bengal from🇮🇳 India I Love🇧🇩 Bangladeshi
@akteruzaman2822 жыл бұрын
আমি শাইখ সিরাজ স্যারের হৃদয়ে মাটি ও মানুষ এবং সুমন ভাইয়ের ভিডিও গুলো দেখি।তারা দুজনেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছেন।ধন্যবাদ সুমন ভাই, এগিয়ে যান।
@ibrahimkhalil-qi4qn2 жыл бұрын
আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি ২০০৫ সাল। আজও আমার মনে পরে সেই আমার নয়নাভিরাম গ্রামের কথা। আমি ছোট বেলায় যে খেলার সাথীদের সাথে খেলতাম আজও আমার সেই খেলার সাথীদের কথা মনে পরে মন খারাপ হলেই। ইচ্ছে হলেও তাদের সাথে আর দেখা হয় না কেননা বিভিন্ন জন বিভিন্ন এলাকায় চলে গেছে।২০০৫ সালের পর থেকে আমি আর নিজের মনের আনন্দে ঘুরতে পারি না। এখন যেখানে আছি সেখানে অধিকাংশ মানুষই পরিচিত হলেও তাদের সাথে আমার অন্তরের মিল হয় না। মনে হয় আবার যদি ফিরে পেতাম আমার সেই গ্রাম সেই স্মৃতি সেই খেলার সাথী 😪😪
@tanvirrahman71932 жыл бұрын
আপনার গ্রামের নাম?
@mdnazmulhasan46942 жыл бұрын
সুমন ভাইয়ের আমার অনুরোধ শারিয়াকান্দি উপজেলার যমুনা চরের মানুষের জীবনের কথা গুলো প্রতি বেদন করবেন।
@kanizfatema89582 жыл бұрын
আপনার মাধ্যমে কত অজানা ও নির্মম কষ্টের ব্যাপার গুলো জানতে পারি, আমি রংপুরে থাকি, অথচ জানতামই না, আপনাকে ধন্যবাদ
@santanusantra20202 жыл бұрын
দুই বাংলাই অপূর্ব সুন্দর ❤️🇮🇳🇧🇩❤️
@mdshahidulislam25712 жыл бұрын
তোরা মমতারে বল যে তিস্তা চুক্তিটা যেন করে। এই মানুষগুলারে তোরা শেষ করে দিছিস।
@sanjidyt97452 жыл бұрын
সালাউদ্দিন সুমন ভাই আপনাকে হাজারও ধন্যবাদ। তিস্তা নদীর প্রতিবেদনটি প্রজার করার জন্য। আমার বাড়ী তিস্তা নদী, কালমাটি, লালমনিরহাট। 1988 সালে নদী ভেঙ্গে এখন লালমনিরহাট সদরে কর্মরত রহিয়েছি। আমাদের দুঃখের সাথি কেউ হতে চায় না।
@faiazkarim42652 жыл бұрын
চর অঞ্চলের মানুষের করুন জীবনযাত্রার বাস্তব চিত্র সারা বাংলাদেশকে জানানোর জন্য সুমন ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।সত্যিই মনটা নাড়া দিয়ে গেল😓
@uzzalhossen77752 жыл бұрын
খুবই দুঃখজনক ব্যাপার সুমন ভাই এই চোড়ের মানুষগুলোর জন্য কিছু করা দরকার আপনার।
@podippoddar73742 жыл бұрын
মনের মানুষ সুমন ভাই ভারত🇮🇳 থেকে দেখছি
@subhankarnaiya53122 жыл бұрын
সত্যি নদী চড়ের গ্রামবাংলার দৃশ্য অতি মনোরম, কিন্তু একটু হৃদয় থেকে চিন্তা করলে স্পষ্ট বোঝা যায় ওখানকার মানুষের কঠিন জীবন যাত্রা। এযেনো এক অসহায় জীবন যাত্রা, খুবই কষ্টকর। সুমনদা পকেটমারা প্রকল্পের যে পায়েলিংটা দেখলাম এযেনো এক বিচিত্রকর প্রকল্প। খুব কষ্ট লাগল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যদি এই ভিডিও দেখে ওখানকার সকারি দপ্তরের টনক নড়ে, যদি তাদের উন্নতি ও উন্নয়নে জন্য কিছু করে। 🙏🙏🙏
@ashrafulkabir74642 жыл бұрын
গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটি সুন্দর গ্ৰামীণ জনপদের সুখ দুঃখের বিষয় সমূহ আমাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি সালাউদ্দিন সুমন ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সালাম। আমাদের প্রাণের দেশ " বাংলাদেশ" সরকার কে অনুরোধ এই গ্ৰামীণ অবহেলিত জনপদের মানুষদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য। তাদের দুঃখ নিবারণের জন্য আমি আমার দেশের সরকারকে অনুরোধ করছি।
@mdalaminislam99832 жыл бұрын
সত্যি খুব কষ্টের উনাদের জীবন আমাদের কত ভাল রেখেছে আমাদের আলহামদুলিল্লাহ ... আল্লাহ সকল নদীর পাড় মুখী বিপদ গোষ্ঠী লোকদের আল্লাহ ভাল রাখুক আমিন...
@mdashrafulislam5733 Жыл бұрын
সালাউদ্দীন সুমন ভাই আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে?
@ShibabrataChakraborty Жыл бұрын
আমি ভারত এর Baroda ( Gujrat) থেকে বলছি। আপনার বানানো Vlog gulo যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি - আপনার সহজ সরল উপস্থাপনা , অসাধারণ।
@Ammbb92 Жыл бұрын
11:18 বৃদ্ধা মাসিমার ফুপিয়ে ফুপিয়ে কাদা দেখে আমার মনটা ভাঙলো, 😓 কিন্তু কি আর করতে পারবো, প্রকৃতির ওপরে কারো হাত চলে না। শুধু এটুকুই বলবো ভগবান ভালো রাখুক এপার ওপার দুই বাংলার মানুষকে ❣️💌 ~ ধন্যবাদ সুমন দাদা 🙏
@ShorifulIslam-br3yl2 жыл бұрын
আল্লাহ এই অসহায় মানুষের কষ্ট গুলো দুর করে সব কিছু স্বাভাবিক করে দিন।আমিন,,🤲
@russelrana86922 жыл бұрын
আল্লাহ এই চরবাসীদের হেফাজত করুন। আর দুর্নীতি বাজদের হেদায়েত দান করুন নতুবা ধ্বংস করে দিন🤲
@riponmiah36622 жыл бұрын
বাংলার আসল চেহারা এইগুলো,,,বিশেষ করে ঐ এলাকার মানুষগুলো সবসময় কষ্টে জীবন যাপন করে।
@samarchakraborty25112 жыл бұрын
সুমন ভাই তুমি সত্যি একজন মানুষ তোমাকে কোটি কোটি সালাম ।।
@shakibkhan42412 жыл бұрын
ছেলেটা একজন ভালো মানুষ,আল্লাহ যেন তার নেকহায়াত দান করে।(আমিন)
@golammortuja59877 ай бұрын
কান্না চলে আসলো আলহামদুলিল্লাহ্ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি
@mokarrom2572 жыл бұрын
ধন্যবাদ সুমন ভাই🖤 বিনবিনার চর এর মানুষের দুঃখকষ্টে মিশে থাকা জীবনধারা আমাদের মাঝে খিব সুন্দর ভাবে উপস্থাপন করার।আল্লাহ সহায় হোক।
@thalapathy557 Жыл бұрын
Sumoner pa xhat
@mehedihasanniloy46542 жыл бұрын
তিস্তা নদী থেকে আমার বাসা কিছু দূরে, আপনি অনেক কাছেই আমাদের গ্রামের সত্যি আপনার ভিডিও তে এসব তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ- আপনি ছাড়া আর কেউ পারবে না এগুলো করতে
@srm.247 Жыл бұрын
আপনার ভিডিও গুলো দেখে শক্ত হৃদয় গলে পানি হয়ে গেল।
@mohammadfarhadreja32192 жыл бұрын
সুমন ভাই, এমন একটা দুঃসহ স্মৃতির ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ। এখনো ভেঙেই চলছে শতশত একর জমি। আপনার একটা ডকুমেন্টারি করার অপেক্ষায় রইলাম ভাই।
@SalahuddinSumon2 жыл бұрын
শিগগিরই আসবো ভাই
@mohammadfarhadreja32192 жыл бұрын
@@SalahuddinSumon আপনার সাথে কথা বলার উপায় খুঁজচ্ছি অনেক আগ থেকেই।আপনার প্রত্যেকটি ডকুমেন্টরী আমি দেখার চেষ্টা করি যখনই চোখে পড়ে।
@mahmudakhatun45032 жыл бұрын
@@SalahuddinSumon b
@shahinurrahman83202 жыл бұрын
@@SalahuddinSumon @ thanks for the highlighting the untold story!
@voiceofamirali89822 жыл бұрын
সুমন ভাই আপনাকে যত দেখছি ভালবাসা আরোই বেড়ে যাচ্ছে💞💞💞
@muniakthermuni82822 жыл бұрын
Good good
@hadisalhasan496 Жыл бұрын
এমন দেশটি কোথাও খোজে পাবেনা কো তুমি,সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি ❤️❤️❤️
@tapandas9230 Жыл бұрын
সুমন ভাই, চোখে জল এসে যায়। প্রকৃতি কত ভয়ঙ্কর।এর অনেক টাই মানুষের সৃষ্টি।
@mdhalim6462 жыл бұрын
ভালো আছেন ভাইয়া আপনার জন্য জীবনে অনেক কিছু দেখতে পেলাম এই অসহায় মানুষের জীবন যাবন এত কষ্টের আপনার ভিডিও গুলো না দেখলে বুঝতে পারতামনা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না ভালো থাকবেন ভাইয়া আর আমাদের নতুন নতুন ভিডিও উপহার দিবেন
@hatemhatem94522 жыл бұрын
সুমন ভাই আপনার সব ভিডিও দেখি। আমার অনেক ইচ্ছা আপনার সাতে এ সব গ্রামে গুরে বেরাই।
@anupamdolai78012 жыл бұрын
বাংলাদেশের সব গুলো চরের মানুষের কষ্ট অনেক , বাংলাদেশ সরকারের সাহায্য করা দরকার এদের খুব কষ্ট , মানুষ গুলোর চোকে জল দেখে বুঝা য়াই 🥺
@tahermirja9262 Жыл бұрын
প্রকৃতি দেখতে ভালোই লাগে,কিন্তু প্রকৃতিতে মিশে থাকা মানুষদের কষ্ট ভাবতেই মন কেদে উঠে,,
অসাধারণ উপস্থাপনা, মনে হয় যেন আমিও আপনার সাথে ওখানে আছি , বাস্তব চিত্র তুলে ধরেছেন।
@alamgirkabir35147 ай бұрын
সত্যি বলতে এই চরবাসিদের দুঃখ দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না
@rjjakariakhanofficial43562 жыл бұрын
অথচ আল্লাহর কাছে আমরা কত অভিযোগ করি । আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেও। সবার দুর্দশা দূর করে দাও।
@subratachakraborty48362 жыл бұрын
ব্যথিত চিত্তে দেখিলাম মানুষের দুর্দশা হে ঈশ্বর! দেখাও ওদের সঠিক পথের দিশা। ঐ মানুষ গুলো তো করেনি অপরাধ কোনো তবে বারবার নেমে আসে বিপদ কেন? ধন্যবাদ সুমন ভাই।
@zack-love-rose2 жыл бұрын
কিন্তু এর জন্য দায়ী ভারত সরকার। তাদের তৈরি তিস্তা ব্যারেজ এর জন্য বর্ষাকালে ভয়াবহ বন্যা দেখা দেয় আবার বর্ষা শেষে খরা। 😔
@robiulhoq27502 жыл бұрын
কি হবে এতো উন্নয়নের গল্প শুনিয়ে,😭
@mdlahaz38562 жыл бұрын
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও দেখে অনেক শান্তি পায় সে শান্তির মাঝে অনেক কষ্টও থাকে ধন্যবাদ।
@anowarhossen27582 жыл бұрын
আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে গ্ৰাম বাংলার ঐতিহ্য
@mdpolashshekh79632 жыл бұрын
বড় ভাই আপনার ইউটিউব চ্যানেল ২০১৯ সাল থেকে দেখে আসতেছি আসলেই আপনি অসাধারণ মানুষ আপনি দেশ ও দেশেের বাহিরে অনেক কিছু তুলে ধরেন। আল্লাহ তাআলা যেন আপনাকে দীর্ঘজীবী করেন।
@nidhubanhalder81192 жыл бұрын
মানুষের সুখ - দুঃখ ,অভাব - অনটন , হাসি- কান্না এবং পল্লী প্রকৃতির একদিকে যেমন অপরুপ সৌন্দর্য্য আবার অন্য দিকে প্রকৃতি তথা তিস্তার আগ্ৰাসি স্বভাব সবকিছু আপনার ক্যামেরা খুব সুন্দর ভাবে ধরা পড়েছে । খুবই ভালো লাগলো ভিডিও টি দেখে। 💕 from w.b. lndia.
@itihaseraanusandhane7G2 жыл бұрын
কিছু মূহুর্তের স্মৃতি, ভাবনা দুঃখ কষ্ট আর হাসি কান্না মিলিয়েই গ্রামের মানুষের জীবন, তবে এই বৃষ্টি থেকেও একটা শিক্ষা নেয়া যায়। বৃষ্টি যতোবারই আসছে আমরা পিছনে ছুটে গেছি সামনে একটু গেলে বৃষ্টি এসে আবারও পিছনে ছুটে নিয়ে যায় তবে যতোই বাধা আসুক সফলতা অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে হবে। পিছিয়ে গেলে চলবে না।
@shamimash7627 Жыл бұрын
আল্লাহর কাছে অনেক দোয়া রইল এই মাটির মানুষ গোলির জন্য
@bibhor15292 жыл бұрын
Very heart and soul touching vlog😢 May Almighty Allah (SWT) always bless us all with HIS blessings.Ameen Summa Ameen..🤲🏻🌸🍃
@juranmalo5703 Жыл бұрын
সুমন ভাই গাঁওলীয়া মানুষর জীবন উপস্থাপন করা কারণে ধন্যবাদ।
@hasanmiah-jq6gu6 ай бұрын
সত্য বলার জন্য ধন্যবাদ ভাই প্রত্যেকটা জায়গাতে এভাবেই দুর্নীতি চলছে
@alamin91522 жыл бұрын
আমরা কতোটাই নাহ সুখে থাকি,এই সব মানুষ গুলোকে দেখলেই বুঝতে পারি।প্রকৃতির লীলাখেলা বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যেন এই সব লোক গুলোকে সকল বিপদ থেকে রক্ষা করে।❤️❤️❤️
@ashrafulkabir74642 жыл бұрын
ওঃ দারুন লেগেছে সুমন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইরূপ আরো ভিডিও চিত্র মাধ্যমে আমাদের দেশের গ্ৰামীণ দৃশ্য সম্বলিত মানুষের জীবন যাত্রা দেখতে চাই।
@joyprokashroy20182 жыл бұрын
সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ গ্রামের এই করুন জীবন কাহিনী তুলে ধরার জন্য। এতে হয়তো মানুষ অনেক কিছু শিখতে পারবে।।
@MohamedKhaled-il8mi Жыл бұрын
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ চোখে পানি চলে আসলে পুরোনে চিত্রে চোখের সামনে এখানে ভেসে উঠে আমার বয়স তখেন আট থেকে দশ বছর জখন রাখশি নদীর ভাগনে বাবা মা'র চোখের পানি অঝোরে ঝরতে চোরের মানুষের দুঃখের সেশ নাই৷ ধন্যবাদ আপনাকে মানুষের পাসে থাকবেন ভাই পারলে সহযোগিতা করবে আমার বাবা মা'র চোখের পানি আর এই সর্বনাশা নদীর পানি সমান ভাই
@Shortlife6052 жыл бұрын
আহা কি সুন্দর জীবন🥰🥰 শহুরে জীবনের কারনে এই সোনালী জীবন গুলা হারিয়ে যাবে।খুব আফসোস হচ্ছে এই যুগ টা চলে গেলে কি হবে গ্রাম জন পদের😢😢এক সময় কি ছিলো আর এখন কি😢😢আর কতটুকু বেচে আছে, একদিন সব ফুরিয়ে যাবে,গ্রাম বলে কিছু থাকবে নাহ😭😭
@suraviroy73662 жыл бұрын
খুব খুব ভালো লাগলো, ধন্নবাদ ৷
@shyboldromeo Жыл бұрын
এক কথায় " অনবদ্য " । আপনার সব উপস্থাপনাই মনে গেঁথে থাকে । প্রার্থনা, উপরওয়ালা যেন আপনাকে সদা ভাল রাখেন !!
@robinahamed6191 Жыл бұрын
বাঁশি আর প্রকৃতি চোখে জল এসে গেল সুমন ভাই
@NurAlam-ns9ss Жыл бұрын
আপনার ভ্রমণের প্রতিবেদন গুলো ভীষণ সুন্দর লাগে।দেখতে পাই গ্রাম বাংলার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা,মানুষের সহজ সরল জীবন যাত্রা। যেখানে নেই অতিরঞ্জিত কিছু লোক দেখানো প্রয়াস। আছে সুধু প্রবাহিত জীবনের ঘটনাবলী। পশ্চিমবাংলার (জলপাইগুড়ি) থেকে।