Рет қаралды 12,568
মাছের খাদ্যে ডালের ব্যবহার ( Use of Plant Protein in Fish Feed ) :
Pulses are mainly dried seeds of seasonal crops like beuli, mug, lentil, gram, pea, arahar, masakalai, khesari etc. All kinds of pulses are extremely necessary and beneficial for both human beings and fishes . Pulses are the main food of protein. Pulses are often called poor meat because they contain 25 percent protein and are high in lysine and are cheap .In addition to protein, pulses contain enough sugars, fats and mineral salts. It contains about twice as much protein as wheat and about three times as much protein as rice.
Pulses are an essential ingredient in making a balanced diet for fish.
So to make fish food we collect rejected pulses and different pulses husks from the market, apply the right amount of it, we make a balanced food for fish very easily and in this way if we make the food, the fish will grow very well and Immunity will be created in the fish. As a result, we can easily succeed in fish farming. In today's video we will try to show you the different pulses that we use in our farm.
For any Kind of Help : @AMAQUA
Call / Whatsapp - 9083500490
E-mail : amaquafarms@gmail.com
@AMAQUA
ডাল (Pulse)প্রধানত বিউলি, মুগ, মসুর, ছোলা, মটর, অড়হর, মাষকলাই, খেসারি প্রভৃতি শুঁটিজাতীয় মৌসুমি ফসলের শুকনো বীজ। সব রকমের ডাল মানুষের জন্য অন্ত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। ডাল প্রোটিন প্রধান খাদ্য। এতে প্রোটিনের পরিমাণ শতকরা ২৫ ভাগ এবং অত্যধিক লাইসিন থাকায় ও দামে সস্তা হওয়ায় ডালকে প্রায়শই গরিবের আমিষ বলা হয়। প্রোটিন ছাড়াও ডালে পর্যাপ্ত শর্করা, চর্বি ও খনিজ লবণ থাকে। এতে গমের তুলনায় প্রায় দ্বিগুণ ও চালের তুলনায় প্রায় তিন গুণ প্রোটিন আছে।
মাছের জন্য সুষম খাবার তৈরিতে ডাল একটা অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ ।
তাই মাছের খাবার তৈরি করবার জন্য আমরা বাজার থেকে রিজেক্টেড ডাল এবং বিভিন্ন ডালের ভুসি সংগ্রহ করে, সঠিক পরিমাণে সেটা প্রয়োগ করে, মাছের জন্য একটি সুষম খাবার আমরা খুব সহজেই তৈরি করি এবং এই ভাবে যদি আমরা খাবারটা তৈরি করি ,তাহলে মাছের বৃদ্ধি খুবই ভালো হবে এবং সাথে মাছের মধ্যে তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা । যার ফলে আমরা মাছ চাষে খুব সহজেই সফল হতে পারব । আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ডাল যেগুলো আমরা আমাদের ফার্মে ব্যবহার করে থাকি , সেগুলো আপনাদের কে দেখানোর চেষ্টা করব ।
------------------------------
Acoustic/Folk Instrumental by Hyde - Free Instrumentals / davidhydemusic Creative Commons - Attribution 3.0 Unported- CC BY 3.0 Free Download / Stream: bit.ly/acousti.... Music promoted by Audio Library • Acoustic Folk Instrume...
------------------------------