Рет қаралды 20,459
কেন দেখা না দাও আমারে
কোন দোষেতে দুষী হলাম তোমার বিচারে।।
তুমি দয়াল দাতা বিচার কর্তা নাম শুনেছি ভাণ্ডারে।।
তোমার মহিমা অপার,
পাপী তাপি পার করিতে ভব কর্ণধার,
তুমি রুহানি প্রেম করলে প্রচার গাউসুল আযম রুপধরে।।
আমার নরকের নাই ভয়, স্বর্গের লালসা।
আমার মনে নাহি লয়,
তুমি সর্ব ব্যাপি বহুরুপী কোন জায়গা কি বাদ পরে।।
তোমার নুরানি ছটায়,
আশেকের মন ভোলাইয়া চক্ষের ইশারায়,
ভবের বন্ধন হল ছেদন, যে দেখেছে তোমারে।।
তুমি খেলে আমি খাই,
তুমি শুইলে এক বিছানে আমিও ঘুমাই,
আমি তোমার সঙ্গে বেড়ায় পাপ পূর্ণ কও কে করে।।
পাগল রমেশের আব্দার,
তুমি যথা আমি তথা এক জায়গায় কারবার,
মিমের হেযাব মাঝখানে তারে
সেই যত গোলমাল করে।।
রচয়িতা- ফকির রমেশ শীল মাইজভাণ্ডারী
(Maizbhandari Kalam 05)