Рет қаралды 51,659
সুন্দর মুরতী তুমি, মাইজভাণ্ডারী পূর্ণ শশী।
এতই সুন্দর বলে, তোমায় এত ভালবাসি।।
ললাটে নূরানী জ্যোতি, চুল মোবারক রেশমী সুতি।
যুগল ভমর দেখলে দাসের মন প্রাণ হয় উদাসী।।
নাক মোবারক ধনুর মতন, ঠোঁট মোবারক রাঙ্গা বরণ।
চোখ মোবারক দেখতে যেন, অসীম সায়র প্রেম পিয়াসী।।
গোপালি কপোল দু'টি, রাঙ্গা আলোর ঝিকি মিকি।
হাসিতে বিজলী খেলে, মুক্তো যেন পড়ে খসি।।
ছীনা তোনার নুরে ঘেরা, আল্লাহ্র জলওয়া ভরা।
বসে আছেন খোদ রব্বানা, সেথায় হয়ে আর্শ নশি।।
মীম দেখেছি তোমার সাথে, নূর মাহ্মুদী লহর ছুটে।
যে পেল এক বিন্দু তাহার, ললাটে তার চমক রাশি।।
পাপী তাপীর তরী যেন, চরণ তোমার মাওলা ধন।
রাঙ্গা চরণ সোনার বরণ, সফি সেই চরণ পিয়াসী।।
রচয়িতাঃ আওলাদে রাসুল দ. গাউছে জামান শাহসূফি হযরত ছৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ: দয়াল শফি বাবা (Maizbhandari kalam) Ak khalil bashar